West Bengal News Live : 'জানি না কোন ধরনের পরিবার থেকে এসেছেন', অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় কল্যাণ

West Bengal news live updates : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর।

ABP Ananda Last Updated: 05 Mar 2024 11:43 PM
WB News Live : কাল ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কাল ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাত ধরেই গঙ্গার নীচে দিয়ে মেট্রো রুটের সূচনা হতে চলেছে। সেই সঙ্গে আরও দুটি মেট্রো প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। একটি হল, নিউ গড়িয়া থেকে রুবি অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো রুট। জোকা-তারাতলা রুটে পার্পল লাইনে ইতিমধ্যেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে সেই রুট। সেই সম্প্রসারিত অংশেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী।
গঙ্গার নীচ দিয়ে কীভাবে ছুটবে মেট্রো, অভিজ্ঞতার সাক্ষী হল এবিপি আনন্দ ।

WB News Update : শেখ শাহজাহানের প্রায় ১৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

শেখ শাহজাহানের প্রায় ১৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত । ভেড়ি, কলকাতায় জমি-সহ ১৪টি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে শেখ শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত। সরবেড়িয়া, সন্দেশখালি, কলকাতায় শেখ শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত। শেখ শাহজাহানের ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করল ইডি ।

WB News Live : বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জাতীয় মহিলা কমিশনের

বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জাতীয় মহিলা কমিশনের । রাষ্ট্রপতির কাছে দেখা করে সন্দেশখালি নিয়ে রিপোর্ট পেশ । রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জাতীয় মহিলা কমিশনের।

WB News Update : 'জানি না কোন ধরনের পরিবার থেকে এসেছেন', অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় কল্যাণ

'কুমন্তব্যের জন্য কুখ্যাত কল্যাণ, সম্ভবত বেড়ে ওঠাতেই সমস্যা'। 'জানি না কোন ধরনের পরিবার থেকে এসেছেন'। বিচারপতি পদে ইস্তফা দিয়েই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় কল্যাণ। 'প্রমাণিত হল রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছিলেন'। পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

WB News Live : কাল বারাসাতে সভা, ভুবনেশ্বর থেকে কলকাতায় এলেন প্রধানমন্ত্রী

কাল বারাসাতে সভা, আজই কলকাতায় প্রধানমন্ত্রী। ভুবনেশ্বর থেকে কলকাতায় এলেন প্রধানমন্ত্রী। কলকাতায় এসেই গেলেন শিশু মঙ্গল হাসপাতালে । দেখতে গেলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দকে। কাল একাধিক প্রকল্পের উদ্বোধন, বারাসাতে জনসভা। 

WB News Update : 'পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, সেজন্যই সন্দেশখালিতে শেখ শাহজাহান বাহিনীর বাড়বাড়ন্ত'

পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। সেজন্যই সন্দেশখালিতে শেখ শাহজাহান বাহিনীর বাড়বাড়ন্ত। সন্দেশখালিতে যুব আড্ডা কর্মসূচিতে যোগ দিয়ে আক্রমণে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। 

WB News Live : 'প্রাক্তন বিচারপতিও আমার নাম নিচ্ছেন না, ভাববাচ্যে বলছেন', অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে বললেন অভিষেক

'বিজেপির নেতারা আমার নাম নেন না, ভাববাচ্যে কথা বলে। প্রাক্তন বিচারপতিও আমার নাম নিচ্ছেন না, ভাববাচ্যে বলছেন। আমি বিজেপি বলেছিলাম, আমাকে বিজেপি যোগ দিতে বলেছে। বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল বলেছেন প্রাক্তন বিচারপতি। এটাই গুরুত্বপূর্ণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে বললেন অভিষেক।

WB News Update : সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে এবিভিপির মিছিল ঘিরে ধুন্ধুমার

সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে এবিভিপির মিছিল ঘিরে ধুন্ধুমার। কলেজ স্ট্রিট থেকে বিধানসভা যাওয়ার সময় ওয়েলিংটনে ব্যারিকেড দিয়ে আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। 

WB News Live : 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয় যাত্রা পার্টি', মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

' এই মুহূর্তে তৃণমূল কোনও রাজনৈতিক দল নয় যাত্রা পার্টি । তৃণমূল দুষ্কৃতীদের দল, তাদের পালার নাম মা-মাটি-মানুষ।' মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

WB News Update : ভোটে কোনও গন্ডগোল হলে দায়ী থাকবেন ডিজিপি, বৈঠকে বার্তা নির্বাচন কমিশনের

ভোটে কোনও গন্ডগোল হলে দায়ী থাকবেন ডিজিপি। বৈঠকে বার্তা নির্বাচন কমিশনের। বাংলায় ভয়ের পরিবেশ, জানিয়েছে রাজনৈতিক দলগুলি, মন্তব্য রাজীব কুমারের।

WB News Live : শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে নির্দেশ হাইকোর্টের

ইডি আধিকারিকদের ওপর হামলাকাণ্ডে সিট খারিজ। ন্যাজাট-বনগাঁ থানার তিনটি মামলার তদন্ত নথি ও শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে নির্দেশ হাইকোর্টের। 

Sandeshkhali : সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত

ইডি আধিকারিক দের ওপর হামলার ঘটনায় সিট খারিজ।  ন্যাজাট এবং বনগা থানার মোট তিনটি তদন্তভার CBI কে হস্তান্তরের নির্দেশ।  শেখ শাহজাহান কে CBI কে হস্তান্তরের নির্দেশ। আজ বিকাল ৪:৩০ টার মধ্যে শেখ শাহজাহান এবং নথি CBI কে হস্তান্তরের নির্দেশ। 

Abhijit Gangopadhyay News Live : আমি বিজেপিতে যোগ দিচ্ছি আগামী ৭ মার্চ, জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় 

'আমি বিজেপিতে যোগ দিচ্ছি আগামী ৭ মার্চ। কোন আসনে দাঁড়াব সেবিষয়ে সিদ্ধান্ত নেবেন বিজেপির শীর্ষনেতৃত্ব। বিজেপিই একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে ', জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় 

WB News Live : ১২-১৩ টি প্রমাণপত্রের যে কোনও একটি দেখালেই ভোট দিতে পারবে: রাজীব কুমার

' আধারকার্ড বাতিল হলেও যাতে ভোট দিতে যাতে অসুবিধা না হয় সেটা আমরা দেখছি। আরও ১২-১৩ টি প্রমাণপত্রের কথা বলা আছে তার মধ্যে যে কোনও একটি দেখালেই ভোট দিতে পারবে। কোনও ধরনের ছাপ্পা ভোট বা ফলস্ ভোটের চেষ্টা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইভিএম যেখানে থাকবে সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে', সাংবাদিক বৈঠকে বললেন রাজীব কুমার

WB News Live : অশান্তি বরদাস্ত নয়, কড়া বার্তা নির্বাচন কমিশনের

ভোটে হিংসায় জিরো টলারেন্স। অশান্তি বরদাস্ত নয়। জায়গা নেই মানি পাওয়ারের।ব্যবস্থা নিক রাজ্য। সব রিপোর্ট আছে তাঁদের কাছে। কড়া বার্তা নির্বাচন কমিশনের। 

WB News Live : কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ ছাড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়

কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ ছাড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। ডাকযোগে ইস্তফাপত্র পাঠালেন রাষ্ট্রপতির কাছে। আলাদা করে প্রধান বিচারপতির কাছেও জমা দেবেন ইস্তফা।

WB News Live : ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ বেহালা ও হাওড়ায়

একদিকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক, আরেকদিকে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই ভোটের উত্তাপ বাংলায়। বারাসাত সফরের জন্য রাতেই কলকাতা পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাল বারাসাতে সভা করবেন তিনি
চলতি সপ্তাহে এটাই হতে চলেছে প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাংলা সফর। তার আগে এদিন সকালে বেহালা ও হাওড়ার উলুবেড়িয়া রুটমার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। সল্টলেকেও রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী

Narendra Modi News : কাল ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কাল ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাত ধরেই গঙ্গার নীচে দিয়ে মেট্রো রুটের সূচনা হতে চলেছে। সেই সঙ্গে আরও দুটি মেট্রো প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। 

West Bengal News : রায়দিঘিতে রাতের আগুনে পুড়ে খাক বাজারের দোকানপাট

রায়দিঘিতে রাতের আগুনে পুড়ে খাক বাজারের চার-চারটি দোকান। স্থানীয় সূত্রের খবর, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ কাশীনগর বাজারের একটি মিষ্টির দোকানে প্রথম আগুন জ্বলতে দেখেন এলাকার কয়েকজন বাসিন্দা। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে। চারটি দোকান ভস্মীভূত হওয়ার পাশাপাশি একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

Loksabha Poll 2024 : সকাল ১১টা থেকে রাজ্যের মুখ্যসচিব ও ডিজি-র সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

কমিশনের সামনে বাংলায় অবাধ ও সুষ্ঠু ভোট করানোর চ্যালেঞ্জ। সকাল ১১টা থেকে রাজ্যের মুখ্যসচিব ও ডিজি-র সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে ২২টি এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক। ধর্মতলার গ্র্যান্ড হোটেলে ওই বৈঠকে উপস্থিত ED, আয়কর দফতরের মতো কেন্দ্রীয় প্রতিষ্ঠানও। প্রথম পর্যায়ে বৈঠক শেষে, দ্বিতীয় পর্যায়ে রাজ্য়ের মুখ্যসচিব ও ডিজি-র সঙ্গে বৈঠক। দুটি বৈঠক সেরে সাংবাদিক সম্মেলন করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

West Bengal News Live : বিরোধী দলনেতার জেলায় দাঁড়িয়ে নাম না করে গদ্দার, পকেটমার বলে নিশানা করলেন মমতা

বিরোধী দলনেতার জেলায় দাঁড়িয়ে নাম না করে গদ্দার, পকেটমার বলে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা থাকলে নাম নিয়ে দেখান! আমাকে যত আক্রমণ করবেন, তত বেশি ভোটে লোকসভায় হারবেন! আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারীও। 

WB News Live : 'রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে', বেসুরো অনন্ত মহারাজ

'রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে। কেউ কোনও যোগাযোগই রাখেন না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি।' কোচবিহারে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হতেই বেসুরো বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। বললেন, মানুষ চাইলে এখনই ছেড়ে দেব সাংসদের পদ। ভোটের মুখে অস্বস্তি গেরুয়া শিবিরেও। 

WB News Live : তৃণমূলের ব্রিগেডে যোগ দিতে আসা কর্মীদের জন্য বিশেষ ট্রেনের 'আর্জি খারিজ', পোস্ট তৃণমূলের

তৃণমূলের ব্রিগেডে যোগ দিতে আসা কর্মীদের জন্য বিশেষ ট্রেনের আর্জি খারিজের অভিযোগ, ১০ মার্চ জনগর্জন সভাকে ভয় পাচ্ছে বিজেপি ... কেউ আমাদের রুখতে পারবে না, এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলের। 

Justice Abhijit Gangopadhyay News : আজ কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়

আজ কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বড় অঘটন না ঘটলে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। সূত্রের খবর, লোকসভা ভোটে বিজেপির প্রার্থীও হতে পারেন তিনি। লোকসভা ভোটের আগে এবিপি আনন্দের এই খবরে তোলপাড় পড়ে গিয়েছে রাজনীতি-সহ বিভিন্ন মহলে। 

WB News Live : এবার কি বিজেপিতে তাপস ? প্রতিপক্ষ দলে যোগ দেবেন না, আর্জি কুণালের

এবার কি বিজেপিতে তাপস ? প্রতিপক্ষ দলে যোগ দেবেন না, আর্জি কুণালের। বিজেপির হয়ে উত্তর কলকাতার টিকিট পেতে লোভ, আক্রমণ কল্যাণের। বড় ডিলের অফার, আক্রমণ শান্তনুর।

West Bengal News Live : সুদীপের বিরুদ্ধে বিষোদগার, শোকজের চিঠি পেলেন কুণাল

সুদীপের বিরুদ্ধে বিষোদগার। তাপস রায়ের মানভঞ্জন করতে গিয়ে শোকজের চিঠি পেলেন কুণাল। শোকজ তাপসকেও, তৃণমূল সূত্রে খবর।

West Bengal News : সন্দেশখালি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য়

সন্দেশখালি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য়। যদি তদন্তে স্থগিতাদেশ থাকে তাহলে কীভাবে শেখ শাহজাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হল? কেন জেল হেফাজতে নেওয়া হল না? রাজ্য়কে প্রশ্ন প্রধান বিচারপতির। সন্দেশখালির ঘটনার তদন্তভার নিতে চেয়ে হাইকোর্টে সওয়াল করল সিবিআই। শুনানি শেষে রায়দান স্থগিত রাখল আদালত।

প্রেক্ষাপট

কলকাতা : সোমবারই সব মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Justice Abhijit Ganguly )।  নিজেকে অন্য কাজে নিয়োজিত করব, বললেন বিচারপতি। ছাড়লেন এজলাস। অন্যদিকে লোকসভা ভোটের ( Loksabha Poll 2024 ) আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পন্ন ছিন্ন তাপস রায়ের ( Tapas Roy )। ইস্তফা বিধায়ক পদ থেকেও। প্রতিপক্ষ দলে যোগ দেবেন না, আর্জি জানিয়েছেন কুণাল ঘোষ। ব্রিগেডে যোগ দিতে আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে দলীয় কর্মীদের কলকাতায় আনতে বিশেষ ট্রেনের আবেদন খারিজ, দাবি তৃণমূলের। রেক নেই, পাল্টা দাবি পূর্ব রেলের।। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.