West Bengal News Live Updates: ইডির শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় চার্জগঠনের শুনানি শুরু, পার্থ চট্টোপাধ্যায় সহ সব অভিযুক্তর আদালতে সশরীরে হাজিরা
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবরের আপডেট দেখুন একনজরে।
রাজ্য়জুড়ে বিজেপির সদস্য় সংগ্রহ অভিযানের টার্গেট পূরণ করতে কালঘাম বঙ্গ বিজেপির। বাঁকুড়ায় বিজেপির সদস্য় সংগ্রহ করলে পুরস্কার মেলার বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বাঁকুড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার তরফে। চলতি মাসের ৩০ তারিখের মধ্য়ে ১৫০ জন বিজেপির সদস্য সংগ্রহ করলে একটি মোদি জ্য়াকেট। ৭৫ জন সদস্য় সংগ্রহ করতে পারলে মিলবে ১০০ টাকা। বাঁকুড়ায় বিজেপির বিজ্ঞপ্তি ঘিরে জোর বিতর্ক।
জমি বিবাদকে কেন্দ্র করে ইসলামপুরে ব্যবসায়ী হোটেল ও বাড়িতে তাণ্ডব। ব্যবসায়ীর বাড়ি ও হোটেলে ভাঙচুর। সুশীল সাহা নামে অপর ব্যবসায়ীর বিরুদ্ধে দুষ্কৃতীদের নিয়ে হামলার অভিযোগ।
আর জি কর মেডিক্যালের ক্যাজুয়াল্টি ব্লকের ৮ তলার OT ঘিরে নতুন বিতর্ক। 'সিবিআইয়ের সিল ভেঙে ঢোকা হয়েছিল OT-তে'। 'সিবিআই কি আদৌ তদন্ত করেছে?' 'তদন্ত না করে থাকলে কেন ভাঙা হল সিল?' প্রশ্ন তুলে বিক্ষোভে প্রতিবাদে মঞ্চ। ক্যাজুয়াল্টি ব্লকের ৪ তলার সেমিনার হলেই উদ্ধার হয় নিহত চিকিৎসকের দেহ।
পুলিশকে হুঁশিয়ারি, মঙ্গলকোটের তৃণমূল নেতার বিরুদ্ধে FIR। মঙ্গলকোটের তৃণমূল অঞ্চল সভাপতি মুকুল রহমানের বিরুদ্ধে FIR পুলিশের। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলেরই একাংশকে গ্রেফতারির দাবিতে প্রকাশ্যে পুলিশকে হুমকি। পুলিশকে প্রকাশ্যে হুঁশিয়ারি দেন মঙ্গলকোটের তৃণমূল অঞ্চল সভাপতি মুকুল রহমান। যদিও পুলিশকে নপুংসক বলা বিধায়কের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি।
পুরুলিয়ার রাইকা জঙ্গলেই রয়েছে বাঘিনী। কলার আইডি-তে শেষ অবস্থান রাইকার জঙ্গলেই, খবর বন দফতর সূত্রে। রাইকা জঙ্গল এবং রাহামদা গ্রামের মাঝে ৫টি খাঁচা পাতা হয়। টোপ হিসেবে রাখা হয় মুরগি ও ছাগল। এখনও টোপে ধরা দেয়নি বাঘিনী।
বড়দিনের রাতে গল্ফগ্রিনে দুষ্কৃতী দৌরাত্ম্য। এক কলেজ পড়ুয়াকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। রাস্তা আটকে গাড়ি থেকে নামিয়ে লোহার রড দিয়ে মার। গাড়ি ভাঙচুর ৫ দুষ্কৃতীর, অভিযোগ আক্রান্ত কলেজ পড়ুয়ার। গল্ফগ্রিন থানায় লিখিত অভিযোগ দায়ের। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু পুলিশের।
বাংলাদেশে অস্থিরতার মধ্যেই রাজ্যের সীমান্তে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। নদিয়ার হাঁসখালি, ধানতলা থেকে ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ৫ দালাল গ্রেফতার। ধৃতদের মধ্যে ১৩ জন ধানতলা, ২ জনকে হাঁসখালি থেকে গ্রেফতার করা হয়েছে। ১০ বাংলাদেশির মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন মহিলা ও এক নাবালিকা।
ইডির শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় চার্জগঠনের শুনানি শুরু। পার্থ চট্টোপাধ্যায় সহ সব অভিযুক্তর আদালতে সশরীরে হাজিরা। 'দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের'। 'অর্পিতার নামে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতেন পার্থ'। 'একাধিক ভুয়ো কোম্পানি খুলে লেনদেন করেছেন পার্থ', জেরায় স্বীকার করেছেন অর্পিতা, শুনানিতে দাবি ইডির।
নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির স্থানীয় নেতার বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, গতকাল তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করে তাঁর দেহ ফেলে দিয়ে যাওয়া হয় দোকানে। অভিযোগ, ১৫ দিন আগেও হামলা হয়েছিল এই তৃণমূল কর্মীর উপর। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গতকাল পিকনিকে বচসার জেরে এই খুন বলে দাবি তাদের। ঘটনায় তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানা। গ্রেফতারির দাবিতে এলাকায় বিক্ষোভ তৃণমূলের।
বাংলাদেশে ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের কাছে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। কলকাতার ইসকন মন্দিরে সন্ন্যাসীর আইনজীবীকে নিয়ে এলেন রাধারমণ দাস। আইনজীবী রবীন্দ্র ঘোষের পাশে রয়েছে ইসকন, ঘোষণা রাধারমণ দাসের। ইসকন মন্দির থেকে কলকাতা হাইকোর্টে যাবেন রবীন্দ্র ঘোষ। সেখানে সম্বর্ধনা দেওয়া হবে সন্ন্যাসীর আইনজীবীকে।
চিকিৎসক মত্ত অবস্থায় অস্ত্রোপচার করায় মৃত্যু হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার। হাসনের তৃণমূল বিধায়ক ও পেশায় চিকিৎসক অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে তাঁর নার্সিংহোমের সামনে চলল বিক্ষোভ। আচমকা পরপর হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসক-বিধায়ক।
চিকিৎসক মত্ত অবস্থায় অস্ত্রোপচার করায় মৃত্যু হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার। হাসনের তৃণমূল বিধায়ক ও পেশায় চিকিৎসক অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে তাঁর নার্সিংহোমের সামনে চলল বিক্ষোভ। আচমকা পরপর হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসক-বিধায়ক।
নন্দীগ্রামের গিরির বাজারে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্য়ু। দোকান থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। তৃণমূলের অভিযোগ তাঁকে পিটিয়ে খুন করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই, অভিযোগ অস্বীকার করে দাবি বিজেপির।
ধর্না চালাতে চেয়ে আদালতের দ্বারস্থ চিকিৎসক সংগঠনকে মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের। ১২:৩০ টায় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের এজলাসে শুনানির সম্ভাবনা। সিজিও কমপ্লেক্স, নিজাম প্যালেস ও নবান্নেও আজ যাচ্ছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা। ইতিমধ্য়েই, আজ দুপুর ৩টেয় সাক্ষাতের সময় চেয়ে CBI-এর তদন্তকারী অফিসার সীমা পহুজাকে ইমেল চিকিৎসকদের সংগঠনের। নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন চিকিৎসকরা। নিজাম প্য়ালেসে তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করার জন্য়ও ডাক্তারদের তরফে দেওয়া হয়েছে চিঠি।
নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজে ভারী যান চলাচল বন্ধ। প্রশাসনের তরফে তৈরি করা হয়েছে অস্থায়ী হাইট বার। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে ব্রিজের সামনে লাগানো হয়েছে বোর্ড। ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর ব্রিজের স্বাস্থ্য় পরীক্ষার জন্য় এই উদ্য়োগ নেওয়া হয়েছে নগরোন্নয় দফতর এবং KMDA-র তরফে।
মঙ্গলে বিরোধী দলনেতার বিস্ফোরক দাবি, বুধে তার জবাব দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। একাধিক জঙ্গি গ্রেফতার ও তাদের বাংলা-যোগ নিয়ে তরজা তুঙ্গে শুভেন্দু অধিকারী ও সওকত মোল্লার। জঙ্গিকে আশ্রয় দেওয়ার অপরাধে সওকত মোল্লাকেও একদিন কাশ্মীর পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে, মন্তব্য শুভেন্দুর। জঙ্গিদের সঙ্গে যদি যোগাযোগ থাকে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো নেতাদেরই আছে, পাল্টা জবাব সওকতের।
অফিসে টাইমে ফের ব্যাহত মেট্রো পরিষেবা, গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ চলাচল। বেলগাছিয়ায় মেট্রো রেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয় পরিষেবা। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মেট্রো চলাচল। তবে অফিস টাইমে ব্যস্ততার সময়ে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল ব্যাহত পরিষেবা। তবে যান্ত্রিক ত্রুটি সারিয়ে মেট্রো চলাচল শুরু হয়েছে বলে খবর।
বিচারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ডোরিনা ক্রসিং-এ ধর্না চালাতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্স, নিজাম প্যালেস ও নবান্নে যাচ্ছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা। আজ দুপুর ৩টেয় সাক্ষাতের সময় চেয়ে CBI-এর তদন্তকারী অফিসার সীমা পহুজাকে ইমেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। পাশাপাশি নবান্নে গিয়ে মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে চান চিকিৎসকরা।
আরও এক সন্দেহভাজন জঙ্গির পশ্চিমবঙ্গ কানেকশন! অসম STF-এর হাতে ধৃত, কোকরাঝাড়ের বাসিন্দা, নুর ইসলাম মুর্শিদাবাদ ও ফালাকাটা-সহ বেশ কিছু জায়গায় গোপন বৈঠক করে গেছে বলে গোয়েন্দা সূত্রে খবর। কোথায়, কার সঙ্গে নুরের যোগাযোগ, খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
পড়শি দেশ বাংলাদেশে অশান্তি। রাজ্যে একের পর এক জঙ্গির গ্রেফতারির আবহে সদা সতর্ক বিএসএফ। সীমান্তে বেড়েছে তৎপরতা। বসানো হয়েছে বাড়তি সিসি ক্যামেরা। তারপরও আতঙ্ক পিছু ছাড়ছে না সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের।
কখনও উত্তরবঙ্গের রিসর্ট, কখনও দিঘার হোটেল, বাগুউআটির তৃণমূল কাউন্সিলরের খোঁজে বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিন্তু এখনও অধরা বিধাননগর পুরসভার কাউন্সিলর। এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলছে, তৃণমূল কাউন্সিলর বলেই কি পুলিশ যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে না? দলই বা কেন কোনও ব্য়বস্থা নিচ্ছে না, উঠছে সেই প্রশ্নটাও।
একের পর এক বিস্ফোরক সব তথ্য় উঠে আসছে কাশ্মীরের জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি সম্পর্কে। লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গিগোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত সে, খবর গোয়েন্দা সূত্রে। IED বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত, একসময়ে প্রায় ৯ মাস ছিল করাচিতে। ২০১১ সালে জঙ্গি গোষ্ঠী আল-ই-হাদিতের নেতা সওকত শাহ খুনে অভিযুক্ত জাভেদ। গোয়েন্দা সূত্রে দাবি, ধৃত জাভেদ আহমেদ মুন্সি কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সেকেন্ড-ইন-কমান্ড। তার বাড়ি , শ্রীনগরের চানপুরায়। প্রশিক্ষণ নিয়েছিল আল কায়েদার থেকে। যে জঙ্গি সংগঠনের মাথায় একসময় ছিল ওসামা বিন লাদেন। কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি, বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল। ২০১১ সালে জাভেদকে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। ২০১৫ সালে সে জামিন পেয়ে যায়। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন, জঙ্গিদের প্রশিক্ষণ সেন্টার চালাত তেহরিক-ই-মুজাহিদিন। ১৯৯০ সালে পাকিস্তানেই জঙ্গি-প্রশিক্ষণ শেষ করে এই সংগঠনের সদস্য় জাভেদ মুন্সি। ৬ থেকে ৭ মাস করাচিতে থেকে IED প্রশিক্ষণ নেয় জাভেদ।
দলীয় কোন্দলের জেরে কার্যত অচলাবস্থা গোঘাটের তৃণমূল পরিচালিত কুমারগঞ্জ পঞ্চায়েতে। অভিযোগ, পঞ্চায়েতে যানই না সদস্যদের একাংশ। এবার গ্রামে ঘুরে ঘুরে তৃণমূলের উপপ্রধান ও অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মাইকে প্রচার করালেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান। পাল্টা জবাব দিয়েছেন উপপ্রধান ও বিরোধীরা।
পাসপোর্ট জালিয়াতি মামলায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। দত্তপুকুরের বাড়ি থেকে ভোররাতে পাকড়াও করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ব্যক্তির প্যান কার্ড, এটিএম কার্ড। এই নিয়ে পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৬। শুধু পাসপোর্ট নয় ঘটনার ব্যাপ্তি অনেক বড়। এই কেস NIA এবং ED-র নিয়ে নেওয়া উচিত, মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। জবাব দিয়েছে তৃণমূল।
অপারেশন প্রঘাতে অসম STF-এর হাতে গ্রেফতার আনসারুল্লাহ্ বাংলা টিমের আরও ২ জঙ্গি। ধৃত আব্দুল জাহির শেখ ও সাবির মৃধা। ধৃত ২ জঙ্গিই অসমের কোকরাঝাড়ের বাসিন্দা। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও IED তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করেছে অসম STF.
প্রেক্ষাপট
পর পর জালে জঙ্গি, উৎসবের মরসুমে বাংলায় আশঙ্কার মেঘ! ক্য়ানিং থেকে ধৃত জঙ্গিকে পাঠিয়েছিল লস্কর হ্য়ান্ডলার। পাকিস্তান থেকে অস্ত্র পাচারের রুট দেখতে এসেছিল, গোয়েন্দা সূত্রে দাবি।
লস্কর, হিজবুলকে লজিস্টিক সাপোর্ট। ৯ মাস ধরে করাচিতে IED তৈরির ট্রেনিং। তারপর ভারতে ফিরে জঙ্গিদের প্রশিক্ষণ। ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদের আরও কীর্তি প্রকাশ্যে।
আনসারুল্লা বাংলা থেকে তেহরিক উল মুজাহিদিন। বঙ্গে পাকড়াও একের পর এক জঙ্গি। অসমে ধৃত নুর ইসলামেরও বাংলা-যোগ। মুর্শিদাবাদ, ফালাকাটা গোপন বৈঠক করেছিল কোকরাঝাড়ের বাসিন্দা নুর।
অসমে অপারেশন প্রঘাতে STF-এর জালে আনসারুল্লা বাংলার আরও ২ জঙ্গি। ধৃত আব্দুল জাহির ও সাবির মৃধা ২জনই কোকরাঝাড়ের বাসিন্দা। উদ্ধার আগ্নেয়াস্ত্র, IED তৈরির সরঞ্জাম।
ধৃত ২ জঙ্গিকে দিয়ে ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক। ওপার বাংলা থেকে ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লা বাংলা টিম। গোপন সূত্রে পেয়ে রাতেই হানা অসম এসটিএফের।
পাসপোর্ট-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। জাল পাসপোর্ট চক্রের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগ থাকতে পারে। আদালতে বিস্ফোরক দাবি সরকারি আইনজীবীর।
পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরও ১। দত্তপুকুরের বাড়ি থেকে ভোররাতে পাকড়াও। উদ্ধার একাধিক ব্যক্তির প্যান কার্ড, এটিএম কার্ড।
বাংলাদেশি জঙ্গিদের টার্গেট শুভেন্দু, পাল্টা হুঙ্কার বিরোধী দলনেতার।
শুভেন্দুর জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে এবার বিস্ফোরক অর্জুন।
১১ দিন পার, এখনও অধরা বাগুইআটিতে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। শাসক বলেই ছাড়? পুলিশ ধরছে না, না কি ধরতে চাইছে না? লোকদেখানো তল্লাশি? কেন ব্যবস্থা নিচ্ছে না দল? উঠছে প্রশ্ন।
IC কেস মিটমাট করে নিতে বলেছিল। বিস্ফোরক অভিযোগ আক্রান্ত প্রোমোটারের। এমন কোনও অভিযোগ জানা নেই, লিখিত অভিযোগ পেলে তদন্ত, বিধাননগর কমিশনারেট সূত্রে খবর।
আর জি কর কাণ্ডে এখনও মেলেনি বিচার। কবে সাপ্লিমেন্টারি চার্জশিট CBI-এর? কেন ছাড়পত্র দিচ্ছে না রাজ্য? প্রশ্ন তুলে আজ সিজিও, নিজাম, নবান্নে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে হোক অভয়া ক্রসিং। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের। কলকাতার মেয়রের কাছেও আবেদন।
পুরুলিয়ার রাইকা পাহাড় লাগোয়া এলাকাতেই রয়েছে বাঘিনী। খাঁচার পাশ দিয়ে ঘুরলেও খাচ্ছে না টোপ। এলাকায় আতঙ্ক। হিঙ্গলগঞ্জে পর্যটকদের ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -