West Bengal News Live Updates: গোষ্ঠীদ্বন্দ্বেই মালদায় তৃণমূলকর্মী খুন, মানলেন খোদ বিধায়ক

Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 14 Jan 2025 03:10 PM
Makar Sankranti 2025: আজ মকর সংক্রান্তি, প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর, ডুব সাগরে পুণ্যস্নান

আজ মকর সংক্রান্তি। প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর, ডুব সাগরে পুণ্যস্নান। পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। মাহেন্দ্রক্ষণে সূর্য প্রণাম করতে সামিল কোটি কোটি মানুষ। শীত উপেক্ষা করেই পুণ্যস্নান। পূণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকূল, ধ্যানমগ্ন সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার। 

Malda News: গোষ্ঠীদ্বন্দ্বেই মালদায় তৃণমূলকর্মী খুন, মানলেন খোদ বিধায়ক

গোষ্ঠীদ্বন্দ্বেই মালদায় তৃণমূলকর্মী খুন, মানলেন খোদ বিধায়ক। দলে বাড়ছে অসৎ লোকের সংখ্যা, বিস্ফোরক তৃণমূল বিধায়ক। বললেন, 'এ বলছে সভাপতি হবে, ও বলছে সভাপতি হবে, তাই সংঘাত। দলের শীর্ষ নেতৃত্বের কথা কেউ শুনছে না।'


 

Saline Death: বিষাক্ত রিঙ্কার ল্যাকটেটেই বিপত্তি, স্যালাইনকাণ্ডে প্রাথমিক রিপোর্টে সন্দেহ

বিষাক্ত রিঙ্কার ল্যাকটেটেই বিপত্তি। স্যালাইনকাণ্ডে প্রাথমিক রিপোর্টে সন্দেহ। 'রিঙ্গার ল্যাকেট বিশুদ্ধ না থাকার কারণেই বিপত্তি বলে সন্দেহ। মেডিসিন বিভাগের রোগীদেরও RL স্যালাইন দেওয়ার পর জ্বর-কাঁপুনি', স্যালাইন কাণ্ডের তদন্ত রিপোর্টে উল্লেখ, খবর সূত্রের। 

Saline Death: 'বিষাক্ত' স্যালাইনের বলি প্রসূতি, এবার তদন্তে CID

'বিষাক্ত' স্যালাইনের বলি প্রসূতি, এবার তদন্তে CID. কার গাফিলতিতে প্রসূতিদের বিতর্কিত RL স্যালাইন? কর্নাটকে ব্ল্যাকলিস্টেড, তাও কীভাবে বাংলায় সেই 'বিষাক্ত' স্যালাইন? কেন সরকারি হাসপাতালে ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশে এত সময়? মার্চেই কর্নাটকে নিষিদ্ধ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের RL স্যালাইন। তাও কীভাবে বাংলার সরকারি হাসপাতালে তার ব্যবহার? 

SSC Case: নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক দাবি কুন্তল ঘোষের, মুখে 'ওয়াশি মেশিন' বুলি

শিক্ষা নিয়োগ-দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরুর দিনই চাঞ্চল্যকর দাবি করলেন কুন্তল ঘোষ। শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে তাঁর দাবি, রাজনৈতিক কারণে তাঁকে ফাঁসানো হয়েছে। যারা ওয়াশিং মেশিনে গেছে, তাঁরা ছাড় পেয়েছে। নামও বাদ পড়েছে। বিচার প্রক্রিয়ার সময় আদালতকে এই তথ্য দেবেন বলে জানান কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত কুন্তলের দাবি, তদন্ত চলাকালীন সমস্ত নাম জানিয়েছিলেন। কিন্তু ওয়াশিং মেশিনে যাওয়া নামগুলি বাদ দেওয়া হয়েছে। কাদের নাম বাদ দেওয়া হয়েছে? প্রশ্নের মুখে কুলুপ এঁটেছেন নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। 


 

Saline Death Case: মাত্রাতিরিক্ত অক্সিটোসিন ব্যবহারই ডেকে এনেছিল বিপদ! বলছে রিপোর্ট

মাত্রাতিরিক্ত অক্সিটোসিন ব্যবহারই ডেকে এনেছিল বিপদ। সূত্রের খবর, প্রোটোকল না মেনে ১০ ইউনিটের বদলে প্রসূতিদের দেওয়া হয়েছিল ১৫-২৫ ইউনিট অক্সিটোসিন। হাই ডোজ অক্সিটোসিনের দোসর ‘অপরিষ্কার’ স্যালাইন। মেদিনীপুর মেডিক্যাল কলেজে
স্যালাইনকাণ্ডে স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির রিপোর্টে এমনই
দাবি করা হয়েছে। রিপোর্ট পেশ করা হয়েছে স্বাস্থ্য ভবনে। সাড়ে ৫ পাতার রিপোর্টে উল্লেখ, প্রসূতিদের সমস্যা বাড়িয়েছে অক্সিটোসিন ইঞ্জেকশনের হাই ডোজ। ফলে রক্তচাপ কমে যায়। প্রসবের সময় জরায়ু থেকে অতিরিক্ত রক্তপাত রুখতে দেওয়া হয় অক্সিটোসিন ইঞ্জেকশন। কিন্তু তার আন্তর্জাতিক মাপকাঠি রয়েছে। অক্সিটোসিন কোথায়, কীভাবে প্রয়োগ করতে হবে, সেই গাইড লাইনও মানা হয়নি বলে রিপোর্টে উল্লেখ। 


 

Saline Death: মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইনকাণ্ডে স্বাস্থ্য দফতরের তদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইনকাণ্ডে স্বাস্থ্য দফতরের তদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, রিপোর্টে উল্লেখ, ওই দিন স্ত্রীরোগ বিভাগে একজন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের ডিউটি ছিল। CC ক্যামেরার ফুটেজে তাঁকে অপারেশন থিয়েটারে ঢুকতেও দেখা যায়। কিন্তু তিনি অপারেশন টেবিলে হাজির ছিলেন না। প্রসূতিদের অস্ত্রোপচার করেছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরা। অপারেশন টেবিলে উপস্থিত চিকিৎসকেরা দাবি করেছেন, RL স্যালাইন দেওয়ার পরই রোগীদের শারীরিক অবস্থার অবনতি হয়।এই তথ্য সঠিক নয় বলেই তদন্তকারীদের দাবি। কারণ, শুধুমাত্র ওই রাতে যাদের অস্ত্রোপচার হয়েছে, তাদের সমস্যা হয়েছে। তার আগে এবং পরে যতগুলি প্রসব হয়েছে, সেখানে সমস্যা হয়নি। 


 

Aadhaar Fraud Case: ভারত-বাংলাদেশ সীমান্তে রমরম করে চলছে জাল আধার কার্ড তৈরির কারবার

ভারত-বাংলাদেশ সীমান্তে রমরম করে চলছে জাল আধার কার্ড তৈরির কারবার। এবার মালদার বৈষ্ণবনগর থেকে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে ৭০টি জাল আধার কার্ড ও বেশ কিছু নথি। ধৃত উৎপল মণ্ডলের বাড়ি বৈষ্ণবনগরের
নন্দলালপুর গ্রামে। উৎপলের ভগবানপুর বাজারে একটি সাইবার
ক্যাফে রয়েছে। অপর ধৃত সুদীপ্ত মণ্ডল উৎপলের সাইবার ক্যাফেতে কাজ করতেন। রবিবার ওই সাইবার ক্যাফেতে হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিশ। হাতেনাতে পাকড়াও করে মালিক
ও কর্মচারীকে। পুলিশ সূত্রে খবর, অসমের এক ব্যক্তির আধার লগ-ইনের পাসওয়ার্ড ব্যবহার করে জাল আধার কার্ড তৈরি করা
হয়েছিল। কীভাবে এটা ঘটল, খতিয়ে দেখছে বৈষ্ণবনগর থানার
পুলিশ।


 

Malda News: দুলাল সরকার হত্যাকাণ্ডের ১২ দিনের মাথায় ফের মালদায় গুলি

দুলাল সরকার হত্যাকাণ্ডের ১২ দিনের মাথায় ফের মালদায় গুলি। নেপথ্যে আবার গোষ্ঠীদ্বন্দ্ব

Malda News: মালদায় ফের শ্যুটআউট, এবার গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতি

মালদায় ফের শ্যুটআউট, এবার গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতি। কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি। রাস্তার শিলান্যাস করতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। দুলাল সরকার হত্যাকাণ্ডের ১২ দিনের মাথায় ফের মালদায় গুলি। 

West Bengal Weather Updates: সপ্তাহান্তে ফের পারদ-পতন, আজ কলকাতার  সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬

মকর সংক্রান্তিতে শীত উধাও। পশ্চিমী ঝঞ্ধার বাধায় পিছু হঠেছে উত্তুরে হাওয়া। তাই পারদ ঊর্ধ্বগামী। আজ কলকাতার 
সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গেও কোনও কোনও জেলায় কুয়াশার দাপট দেখা গেছে। সপ্তাহান্তে ফের পারদ-পতন। জমিয়ে শীতের আমেজ উপভোগ করবে রাজ্যবাসী। 


 

Royal Bengal Tiger: মৈপীঠে ফের রয়্যাল বেঙ্গল আতঙ্ক, ঘেরা হচ্ছে জঙ্গল

মৈপীঠে ফের রয়্যাল বেঙ্গল আতঙ্ক। জাল দিয়ে ঘেরা হচ্ছে জঙ্গল। রবিবার মৈপীঠে বন দফতরের খাঁচাবন্দি বাঘ। ২দিনের মাথায় ফের মৈপীঠে বাঘের ভয়। গত কয়েকদিন ধরেই মৈপীঠের বিভিন্ন জায়গায় বাঘের আতঙ্ক ছড়িয়েছে। রবিবার রাতে কিশোরীমোহনপুরে একটি পূর্ণবয়স্ক বাঘ বন দফতরের খাঁচাবন্দি হয়। গতকাল বাঘটিকে ধুলিবাসানির জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
এরপর ফের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌড়েরচক গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। তাঁদের দাবি মেনে বন দফতরের কর্মীরা এসে গ্রাম সংলগ্ন নদী বাঁধ এলাকার জঙ্গল জাল দিয়ে ঘিরে ফেলেন। আজ সকাল থেকে বন কর্মীদের ৪০-৪৫ জনের দল বাঘের খোঁজে তল্লাশি শুরু করেছে। 


 

Royal Bengal Tiger: মৈপীঠে ফের রয়্যাল বেঙ্গল আতঙ্ক, ঘেরা হচ্ছে জঙ্গল

মৈপীঠে ফের রয়্যাল বেঙ্গল আতঙ্ক। জাল দিয়ে ঘেরা হচ্ছে জঙ্গল। রবিবার মৈপীঠে বন দফতরের খাঁচাবন্দি বাঘ। ২দিনের মাথায় ফের মৈপীঠে বাঘের ভয়। গত কয়েকদিন ধরেই মৈপীঠের বিভিন্ন জায়গায় বাঘের আতঙ্ক ছড়িয়েছে। রবিবার রাতে কিশোরীমোহনপুরে একটি পূর্ণবয়স্ক বাঘ বন দফতরের খাঁচাবন্দি হয়। গতকাল বাঘটিকে ধুলিবাসানির জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
এরপর ফের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌড়েরচক গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। তাঁদের দাবি মেনে বন দফতরের কর্মীরা এসে গ্রাম সংলগ্ন নদী বাঁধ এলাকার জঙ্গল জাল দিয়ে ঘিরে ফেলেন। আজ সকাল থেকে বন কর্মীদের ৪০-৪৫ জনের দল বাঘের খোঁজে তল্লাশি শুরু করেছে। 


 

Chinmoy Krishna Das: সোমবার চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি

সোমবার চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি। বাংলাদেশ হাইকোর্টে চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি। বিনা বিচারে একমাসেরও বেশি সময় ধরে জেলবন্দি তিনি। 

Bhatpara News: ভাটপাড়া গুলিকাণ্ডে গ্রেফতার তৃণমূল কর্মী

ভাটপাড়া গুলিকাণ্ডে গ্রেফতার তৃণমূল কর্মী। বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার। 

Gangasagar Mela 2025: আজ মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী সমাগম

আজ মকর সংক্রান্তি। গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী সমাগম। ভিড় উপচে পড়ছে সমুদ্র সৈকতে। শীত উপেক্ষা করে সকাল থেকে স্নান করছেন পুণ্যার্থীরা। 

SSKM Hospital: বিষাক্ত স্যালাইনে ৩ প্রসূতির অবস্থা এখনও সঙ্কটজনক, শরীরে রক্ত জমাট বাঁধছে না

বিষাক্ত স্যালাইনে ৩ প্রসূতির অবস্থা এখনও সঙ্কটজনক। সংক্রমণের কারণে শরীরে রক্ত জমাট বাঁধছে না। ঠিক মতো কাজ করছে না ফুসফুস ও কিডনি। ক্ষতি হয়েছে ৩ প্রসূতির ফুসফুস ও কিডনির। ৩ প্রসূতির চিকিৎসার দায়িত্বে ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড। SSKM-এর ITU-তে রয়েছেন নাসরিন খাতুন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি মাম্পি সিংহ ও মিনারা বিবি। ভেন্টিলেশনে রয়েছেন নাসরিন ও মাম্পি। 

India-Bangladesh Relations: বাংলাদেশ থেকে এপারে এসে রীতিমতো ভোল বদলে ফেলেছিল নুরুল?

শুধু নাম বদলই নয়, বাংলাদেশ থেকে এপারে এসে রীতিমতো ভোল বদলে ফেলেছিল দত্তপুকুর থেকে ধৃত বাংলাদেশের অনুপ্রবেশকারী। চুল কেটে নেড়া হওয়ার পাশাপাশি কেটে ফেলেছিল গোঁফ-দাঁড়িও। প্রতিবেশীরা বলছেন, প্রথম দিকে মাথায় টুপি পরতেন নুরুল ইসলাম। নিয়মিত নমাজও পড়তেন। কিন্তু বছর খানেক আগে থেকে সেসব বন্ধ করে দেন তিনি।

Anubrata Mondal News: অনুব্রতর অনুগামী হওয়ায় মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল নানুরে

নতুন বছর এলেও বীরভূমে কমেনি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীদের মধ্য়ে দ্বন্দ্ব। এবার অনুব্রতর অনুগামী হওয়ায় মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল নানুরে। অভিযোগ অস্বীকার করেছেন কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূলের সভাপতি। 

Bangladesh News: দিল্লিতে ডেকে পাঠানো হল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে

সীমান্তে উস্কানি, এবার পাল্টা চাপ ভারতেরও। রবিবার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল ইউনূস সরকার। সোমবার, পাল্টা, দিল্লিতে ডেকে পাঠানো হয় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। কড়া বার্তা দিয়ে বলা হয়, বর্ডারে সমস্তরকম অপরাধমূলক কাজের মোকাবিলায় বাংলাদেশ সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে বলে ভারত আশাবাদী।

প্রেক্ষাপট

বিষাক্ত স্যালাইন, এসএসকেএমে ৩ প্রসূতির অবস্থা এখনও সঙ্কটজনক। (Medinipur Saline Death) জমাট বাঁধছে না রক্ত, ঠিকমতো কাজ করছে না ফুসফুস-কিডনিও। (SSKM Hospital)


আর একা অস্ত্রোপচার করতে পারবেন না জুনিয়র-PGT। করলেই শাস্তিযোগ্য অপরাধ। স্যালাইনকাণ্ডে তোলপাড়ের মধ্যেই জানিয়ে দিল মেদিনীপুর মেডিক্যালে। (Junior Doctors)


এক প্রসূতির মৃত্যু, সঙ্কটে আরও ৩, অবশেষে ঘুম ভাঙল সরকারের! হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিতর্কিত RL স্যালাইন ব্যবহার বন্ধের নির্দেশ! 


বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন-বিপত্তিতেই প্রসূতির মৃত্যু? মানা হয়নি প্রোটোকল, রিপোর্ট তদন্ত কমিটির। দোষীদের ছাড় নয়, আশ্বাস মুখ্যসচিবের। 


মেদিনীপুর মেডিক্যালে মুচলেকা লিখিয়ে প্রসূতিদের দেওয়া হয়েছিল বিষাক্ত স্যালাইন! খোদ সিএমওএইচের স্বীকারোক্তিতে তোলপাড়। 


সরকারি নিষেধাজ্ঞাই সার, এখনও বাঁকুড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেই বিতর্কিত RL স্যালাইন! এখনও কোনও নির্দেশিকা না আসার দাবি কর্তৃপক্ষের। 


কর্নাটকে ব্ল্যাক লিস্টেড, বাংলায় কেন সেই স্যালাইন? CBI চেয়ে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা। স্বাস্থ্য দফতরের সঙ্গে সিআইডি তদন্তের নির্দেশ সরকারের।


কার দোষে বিষাক্ত স্যালাইনের ব্যবহার? টেন্ডারেই লুকিয়ে ঘুঘুর বাসা, স্বাস্থ্য দফতরে দুর্নীতির অভিযোগ শুভেন্দুর। অন্তর্ঘাত নেই তো? পাল্টা প্রশ্ন কুণালের। 


স্যালাইনকাণ্ডে নবান্নে বৈঠক। পাল্টা দুর্নীতির অভিযোগে পথে বিরোধীরা।  কংগ্রেসের স্বাস্থ্যভবন অভিযান। মৌলালিতে এসএফআইয়ের মিছিল। 


কোথাও বিষাক্ত স্যালাইনে মৃত্যু, কোথাও নেই স্যালাইন। রায়গঞ্জ মেডিক্যালে নেই হুইল চেয়ারও! স্বামীকে কাঁধে চাপিয়ে সিটি স্ক্যান করাতে নিয়ে গেলেন স্ত্রীকে! 


বিষাক্ত স্যালাইন নিয়ে তোলপাড়ের মধ্যেই স্যালাইনের অভাবে রোগীর মৃত্যু? পরিবারের অভিযোগে রায়গঞ্জ মেডিক্যালে তোলপাড়। মানতে নারাজ কর্তৃপক্ষ। 


প্রার্থনার সময় স্কুলের মধ্যেই ছাত্রদের মাথায় পড়ল কাচ! সাদার্ন অ্যাভিনিউয়ে নব নালন্দা স্কুলে তুলকালাম। মাথা, ঘাড়ে ২১টি সেলাই, এক ছাত্র সঙ্কটজনক। 


অ্যাম্বুল্যান্স থাকলেও, নেই চালক! নব নালন্দা স্কুলে দুর্ঘটনার পরেও চূড়ান্ত অব্যবস্থা।  অভিভাবকদের বিক্ষোভ। চাপের মুখে ক্ষমা চাইলেন অধ্যক্ষ। রিপোর্ট তলব ব্রাত্যর।


কট্টরপন্থীদের হাত ধরে সীমান্তে উস্কানি, ভারতীয় হাই কমিশনারকে তলব।পাল্টা চাপ ভারতেরও। দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব বিদেশমন্ত্রকের। (Bangladesh News)


যুদ্ধের জিগিরের মধ্যেই এবার বাংলাদেশকে সেনা প্রধানের কড়া বার্তা । নির্বাচিত সরকারের সঙ্গেই কথা হয় বলে আমল দিলেন না ইউনূস সরকারকে। 


সীমান্তে বাংলাদেশের লাগাতার প্ররোচনা। কোচবিহারে ফের আক্রান্ত বিএসএফ। দুষ্কৃতীদের হামলা, আত্মরক্ষায় গুলি চালাল সীমান্ত রক্ষী বাহিনী। 


অনুপ্রবেশের পর শুধু নাম বদল নয়, ভোলও বদলে ফেলেছিল নুরুল! দত্তপুকুরে পেল্লাই বাড়ি। আরেক ধৃত রফিকুলের নথিও তৈরি করে দিয়েছিল সমীর।


দালাল ধরে সীমান্ত পার, দত্তপুকুরের পর সোনারপুর, গ্রেফতার বরিশাল-কুষ্টিয়ার ৫ বাংলাদেশি। মুর্শিদাবাদে গ্রেফতার ২ অনুপ্রবেশকারী, এজেন্টও জালে। 


জেল থেকেই সন্ত্রাসের কারখানা, তারিকুলকে হাতে পেতে চায় অসম STF. নতুন করে হেফাজতে চাইল না বেঙ্গল এসটিএফ। ফের জেলে গেল JMB-র জঙ্গি। 


যার অভিযোগের ভিত্তিতে রেশন দুর্নীতির তদন্তে ইডি, প্রগতি ময়দানের সেই তৃণমূল নেতাই নিখোঁজ! অসুস্থ থাকায় বিশ্রামে, কোনও নোটিস পাইনি, দাবি তারক মণ্ডলের।


ভাটপাড়া টেন্ডার দুর্নীতি মামলায় অবশেষে ভবানী ভবনে অর্জুন-পুত্র পবন। সিআইডি তলব নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। 


 বীরভূমে ২ গোষ্ঠীর সংঘাত, হামলার অভিযোগের মধ্যেই হঠাৎ জয়দেবের মেলায় দেখা কেষ্ট-কাজলের। জেলা সভাপতির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল। 


রাস্তায় টাকা উড়িয়ে, বাজি ফাটিয়ে বজবজের তৃণমূল কাউন্সিলরের জন্মদিন পালন! এটাই ডায়মন্ড হারবার মডেল। কটাক্ষ শুভেন্দুর। যা বলার দলকে বলব, দাবি নেতার।  


আনন্দপুরের পর এবার কড়েয়া। ভর দুপুরে বাইকে চেপে দুষ্কৃতী হানা। নিরাপত্তা সংস্থার কর্মীর কাছ থেকে প্রায় ১২ লক্ষ টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ।  


মৈপীঠে পাকড়াও বাঘ ফিরল ধূলিবাসানির জঙ্গলে। এক বাঘ জঙ্গলে ফিরতেই আরেক বাঘের পায়ের ছাপে আতঙ্ক! 


২ ঘণ্টার পথ ১৫ মিনিটে! কাশ্মীরে সোনমার্গ জেড মোড় সুড়ঙ্গের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। গন্দেরবলে প্রায় সাড়ে ৬ কিমি দীর্ঘ সুড়ঙ্গের ফলে আরও কাছে শ্রীনগর। 


প্রয়াগরাজে মহাকুম্ভ। পৌষ পূর্ণিমায় ত্রিবেণী সঙ্গমে দেড় কোটির অবগাহন।কাল থেকে শাহি স্নান। মকর সংক্রান্তি উপলক্ষ্যে পুণ্যার্থী সমাগম গঙ্গাসাগরেও। 


SSKM-এ ভর্তি ৩ প্রসূতি সঙ্কটজনক, জানাল হাসপাতাল। ‘একা OT করতে পারবে না জুনিয়র ডাক্তাররা’, নির্দেশ মেদিনীপুর মেডিক্যালের। 


‘একা OT করতে পারবে না জুনিয়র ডাক্তাররা’, নির্দেশ মেদিনীপুর মেডিক্যালের। তাহলে কি এতদিন সিনিয়রদের ছাড়াই চলেছে অপারেশন? উঠছে প্রশ্ন। 


কীসের স্বার্থে নিষিদ্ধ স্যালাইন বন্ধ করা নিয়ে এতদিন চলল গড়িমসি? সত্যি বেরোবে CID তদন্তে? আওতায় আসবে ওষুধ কোম্পানির প্রভাবশালী ‘রক্ষাকর্তা’রা?


স্যালাইনকাণ্ডের প্রতিবাদে আজ পথে জুনিয়র ডাক্তার ও নার্সদের একাংশ

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.