West Bengal News Live Updates: 'নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 29 Jan 2025 03:23 PM
Suri News: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে নেতা, কর্মীদের গ্রেফতারির পর থমথমে সিউড়ির মিনি স্টিল এলাকা

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে নেতা, কর্মীদের গ্রেফতারির পর থমথমে সিউড়ির মিনি স্টিল এলাকা। গোটা গ্রাম কার্যত পুুরুষশূন্য। রাস্তাঘাটে লোকজন নেই। এর মধ্যেই বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, পুলিশের ওপর হামলার ঘটনায় ধৃত যুব তৃণমূল নেতা-সহ ২০ জনকে আজ সিউড়ি আদালতে তোলা হয়।

Birbhum News: ৫-৬ মাস ধরে ঘরছাড়া নানুরের ৩০০ তৃণমূলকর্মী, কাজল-ঘনিষ্ঠদের দিকে অভিযোগের তির

অনুব্রত মণ্ডলের জেলায় ফের তৃণমূলের কোন্দল প্রকাশ্যে। ৫-৬ মাস ধরে ঘরছাড়া নানুরের ৩০০ জন তৃণমূল কর্মী। অভিযোগের তির কাজল শেখের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। গতকাল বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে বৈঠক করে দলীয় নেতৃত্বের একাংশকে এর জন্য দায়ী করেন তৃণমূল নেতা জামশেদ আলি খান। জেলা রাজনীতিতে জামশেদ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর অভিযোগ, তৃণমূলের খোলসধারী কয়েকজন নেতার মদতেই নানুরে অশান্তি হচ্ছে। নিজেদের কর্মী, সমর্থকদেরই ঘরছাড়া করা হয়েছে। কাজল শেখের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


 

Rahul Gandhi on Mahakumbh Stampede: 'পুণ্যার্থীদের বদলে VIP-দের যাতায়াতের দিকে বেশি নজর দেওয়াতেই দুর্ঘটনা', মহাকুম্ভ নিয়ে রাহুল

'কুম্ভে বিপর্যয়ের জন্য দায়ী ব্যবস্থাপনার ত্রুটি। পুণ্যার্থীদের বদলে VIP-দের যাতায়াতের দিকে বেশি নজর দেওয়াতেই দুর্ঘটনা। আরও মহাস্নান হবে, এমন ঘটনা ভবিষ্যতে যেন না হয়, তা দেখতে হবে প্রশাসনকে', পুণ্যার্থদের জন্য আরও ভাল বন্দোবস্ত করতে হবে প্রশাসনেক, সোশাল মিডিয়ায় পোস্ট রাহুল গাঁধীর। 

Mahakumbh Stampede: টদায় নিয়ে পদত্যাগ করা উচিত', মহাকুম্ভের বিপর্যয় নিয়ে যোগীকে নিশানা অখিলেশের

'অবিলম্বে কুম্ভমেলার দায়িত্ব সেনার হাতে তুলে দেওয়া উচিত। যাঁরা বিশ্বমানের ব্যবস্থা করেছেন বলে দাবি করেছিলেন, তাঁদের দায় নিয়ে পদত্যাগ করা উচিত', যোগী সরকারকে নিশানা করে পোস্ট উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের 

RG Kar Case: 'নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের

'নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের। সব প্রশ্নের উত্তর আছে তাঁদের কাছে, আদালতে জানালেন CBI-এর আইনজীবী তুষার মেহতা। কিন্তু এই সময়ে অনেক উত্তর অভিযুক্তর পক্ষে যেতে পারে, জানালেন CBI-এর আইনজীবী। 


 

Mahakumbh Stampede: কুম্ভমেলার পাশে পুল, অথচ হুড়োহুড়ির সময় তা খালি রাখা হয়?

কুম্ভমেলার পাশে পুল, অথচ হুড়োহুড়ির সময় তা খালি রাখা হয়েছে। ভিড় পুলের পথে না ঘুরিয়ে আটকে রাখা হয়েছিল বিভিন্ন জায়গায়। ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার দিকে আঙুল উঠেছে। 

RG Kar Case: রায়ের পরেও অজস্র প্রশ্ন, আজ ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলা

রায়ের পরেও অজস্র প্রশ্ন, আজ ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলা। সঞ্জয়ের ফাঁসির সাজার ইস্যু আসবে সর্বোচ্চ আদালতের শুনানিতে?

Mahakumbh Viral Video: মহাকুম্ভে মহাবিপর্যয়ের দায় কার? ভাইরাল ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন

মহাকুম্ভে মহাবিপর্যয়ের দায় কার? ভাইরাল ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন। যেখানে একজন বলছেন, তাড়াতাড়ি স্নান সেরে নিতে। ওই প্রয়াগরাজের ডিভিশনাল কমিশনার বলে দাবি। এই বক্তব্যের পরই হুড়োহুড়ি পড়ে যায় বলে অভিযোগ। এর জেরেই কি এতো বড় দুর্ঘটনা? ভাইরাল ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন।

Jagaddal News: জগদ্দলে GB সিনড্রোমে আক্রান্ত হয়ে আরও এক কিশোরের মৃত্যু বলে খবর

আমডাঙার পর এবার জগদ্দল। রাজ্যে GB সিনড্রোমে আক্রান্ত হয়ে আরও এক কিশোরের মৃত্যুর খবর। গত ২৬ জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয়েছে BC রায় শিশু হাসপাতালে। কিশোরের নাম দেব কুমার সাউ। ওই কিশোরের বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে। এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোর, খবর স্বাস্থ্যভবন সূত্রে। বিসি রায় হাসপাতালে আরও দুই শিশু চিকিৎসাধীন। দুই শিশুর মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এর আগে আমডাঙা নিবাসী কিশোরের মৃত্যু হয় NRS মেডিক্যাল কলেজে। ডেথ সার্টিফিকেটে সেপটিক শক, GB সিনড্রোমের উল্লেখ রয়েছে। 

Chapra News: চাপড়ায় জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ, মারামারি, সংঘর্ষের জেরে মৃত ১, আহত ৩

চাপড়ায় জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ, মারামারি। বোমাবাজি, গুলিও চলে বলে অভিযোগ। সংঘর্ষের জেরে মৃত ১, আহত ৩
আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চাপড়া গ্রামীণ হাসপাতালে। সেখানেই আলম শেখ নামে এক গ্রামবাসী মারা যায়। ঘটনাস্থলে যান কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি  শিল্পা পাল। 

Guillain-Barré Syndrome: গুলেন বেরি সিনড্রোম ঘিরে আতঙ্ক, স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক

NRS-এ ভর্তি কিশোরের গুলেন বেরি সিনড্রোমে মৃত্যুর পর নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। রাজ্যে GB সিনড্রোমে কতজন আক্রান্ত, খোঁজ নিতে বৈঠক। চিকিৎসা পরিকাঠামো কী আছে, কী করণীয়, জানতে স্বাস্থ্যভবনে বৈঠক। বি সি রায় ও কলকাতা মেডিক্যালে চিকিৎসাধীন GB সিনড্রোমে আক্রান্ত ২ শিশু। পার্ক সার্কাস ICH-এ ভর্তি ভেন্টিলেশনে রয়েছে ৮ ও ৯ বছরের দুই বালক। 

Hooghly Guillain-Barré Case: এবার হুগলির ধনেখালিতেও GB সিনড্রোমের হানা? ৪৮ বছরের ব্যক্তির শরীরে উপসর্গ

এবার হুগলির ধনেখালিতেও GB সিনড্রোমের হানা? ৪৮ বছরের ব্যক্তির উপসর্গ দেখে সন্দেহ চিকিৎসকদের। কয়েকদিন ধরে ডায়েরিয়ার মতো উপসর্গ ছিল। শরীরের নিম্নাংশ অবশ হয়ে যাচ্ছে, শ্বাসকষ্টও রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় রোগীকে কলকাতায় আনা হচ্ছে। 


 

Mamata Banerjee: 'গঙ্গাসাগর মেলা থেকে শিখেছি সর্বোচ্চ স্তরে পরিকল্পনা আর সাবধানতা', মহাকুম্ভ নিয়ে লিখলেন মমতা

'মহাকুম্ভে পদপিষ্টকাণ্ডের মতো ট্রাজিক ঘটনায় শোকাহত। দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। গঙ্গাসাগর মেলা থেকে শিখেছি সর্বোচ্চ স্তরে পরিকল্পনা আর সাবধানতা', সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Kolkata News: এবার MR বাঙুর হাসপাতালে চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল

এবার MR বাঙুর হাসপাতালে চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল। ২ জনকে গ্রেফতার করেছে গলফ গ্রিন থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে চারু মার্কেট থানা এলাকার এক ব্যক্তি হাত কাটা অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। অভিযোগ, কীভাবে চিকিৎসা করতে হবে, তা নিয়ে তিনি কর্তব্যরত চিকিৎসককে পরামর্শ দিচ্ছিলেন। প্রতিবাদ করায় জোটে দুর্ব্যবহার।ওই ব্যক্তির ফোন পেয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসককে হেনস্থা করে বহিরাগতরা। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করে গলফ গ্রিন থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

Madhyamgram News: অস্ত্র আইনে গ্রেফতার হলেন D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার

অস্ত্র আইনে গ্রেফতার হলেন D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার ও উত্তর ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাস। গুদাম মালিককে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অনির্বাণের নিরাপত্তা রক্ষীর খোঁজ চলছে। মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা ও পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তর সঙ্গে গুদাম ভাড়া নিয়ে ১১ মাসের চুক্তি হয় D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাসের। অভিযোগ, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না তিনি। গুদামের মালিককে মারধর ও নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখান অনির্বাণ। মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়। D বাপি বিরিয়ানির অন্যতম মালিক ও তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। ২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত।


 

Mahakumbh Stampede: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা প্রধানমন্ত্রী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর। যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ভিড় সামলাতে কোথায় ত্রুটি, দোষী আধিকারিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে, জানাল উত্তরপ্রদেশ প্রশাসন। 

Mahakumbh 2025: ৮-১০ কোটি মানুষ আসতে পারে বলে মিলেছিল ইঙ্গিত, তাও মহাকুম্ভে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না কেন? উঠছে প্রশ্ন

৮ থেকে ১০ কোটি মানুষের ভিড় হতে পারে বলে অনুমান মিলেছিল। সকাল ৯টা পর্যন্ত ২ কোটি ৭৮ লক্ষ মানুষ স্নান করেছেন সঙ্গমে। তার পরও কেন পর্যাপ্ত ব্যবস্থাপনা হল না, উঠছে প্রশ্ন। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে উত্তরপ্রদেশ সরকার।

Mahakumbh Stampede: মহাকুম্ভে হাহাকার, ১৫ জনের মৃত্যুর আশঙ্কা, মর্গের বাইরে ভিড়

মহাকুম্ভে হাহাকার। ১৫ জনের মৃত্যুর আশঙ্কা। হাসপাতালের মর্গের বাইরে ভিড়। খোঁজ চলছে নিখোঁজ প্রিয়জনদের।

Mahakumbh Stampede: মৌনী অমাবস্যায় মহাকুম্ভে দুর্ঘটনা, ১০ জনের মৃত্যুর আশঙ্কা

মৌনী অমাবস্যায় মহাকুম্ভে দুর্ঘটনা। স্নানের জন্য হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হলেন বহু মানুষ। ১০ জনের মৃত্যুর আশঙ্কা। অন্তত ৫০ জন আহত হয়েছেন। কয়েকজন সাধুও জখম হন। গ্রিন করিডর করে গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুল্যান্স। 
প্রয়াগরাজের সমস্ত হাসপাতালে হাই অ্যালার্ট জারি হয়েছে। দুর্ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে দু’বার কথা বলেন প্রধানমন্ত্রী। খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-ও। আজ শাহি স্নানের শোভাযাত্রা বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষের সঙ্গেই স্নান করছেন সাধু-সন্ন্যাসীরা। 

Kolkata News: ভরসন্ধেয় পার্ক স্ট্রিট থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রযোজনা সংস্থার অফিসে লুঠ!

ভরসন্ধেয় পার্ক স্ট্রিট থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রযোজনা সংস্থার অফিসে লুঠ! অভিযোগ, গতকাল সন্ধেয় রফি আহমেদ কিদোয়াই প্রযোজনা সংস্থার অফিসে হানা দেয় ৩ দুষ্কৃতী। প্রত্যেকের মুখ হেলমেটে ঢাকা ছিল। প্রযোজনা সংস্থার ৬ তলার অফিসে তখন ২ জন কর্মী ছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা একজনের গলার কাছে অস্ত্র ধরে, আরেক কর্মীকে মারধর করে লুঠপাট চালায়। 
অফিসের একটি ঘরে ব্যাগের মধ্যে টাকা রাখা ছিল। ৫ মিনিটের অপারেশনে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় ৩ দুষ্কৃতী।স্থানীয়রা পার্ক স্ট্রিট পর্যন্ত ধাওয়া করলেও, দুষ্কৃতীরা বেপাত্তা হয়ে যায়। CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। 

Digital Arrest: শহরে ফের ডিজিটাল অ্য়ারেস্টের শিকার হলেন এক দম্পত্তি, ১৭ লক্ষ টাকা খোয়ালেন

শহরে ফের ডিজিটাল অ্য়ারেস্টের শিকার হলেন এক দম্পত্তি। প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১৭ লক্ষ টাকা খোয়ালেন এই মধ্য়বিত্ত পরিবার। অভিযোগ দিল্লী পুলিশের নামে ফোন করা থেকে শুরু করে ED, CBI-র নামে নকল নোটিস দিয়ে টাকা হাতানো হয়েছে তাঁদের কাছ থেকে। এমনকী ব্য়বহার করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামও। এই অভিযোগ নিয়েই সম্প্রতি গড়িয়াহাট থানার দারস্থ হল এই পরিবার। 

Kolkata News: এবার লেকটাউনে হেলে থাকা বাড়ির হদিশ মিলল

দুটো বহুতলের মাঝে, একটা জলের বোতল গলে যাওয়ার মতো ফাঁকটুকুও নেই। এবার লেকটাউন দক্ষিণদাঁড়িতে মিলল হেলাবাড়ির হদিশ। দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণদাঁড়ি ২৬ নম্বর রেল গেটের পাশে ছ’তলা ও চারতলা দুটি বহুতল একে অন্যের গায়ে একেবারে সেঁটে গেছে। আতঙ্কে প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। বাড়ির মালিক আবার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। 

Mahakumbh Stampede: মহাকুম্ভে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০ জন

মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা গভীর রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে স্নান শুরুর আগে দুর্ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০ জন। জখম হয়েছেন অনেকে, গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরেই ফোনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। আপাতত আজ পুণ্যস্নানে অংশ না নেওয়ার কথা জানিয়েছে আখড়া সমাজ। 

RG Kar Case: আর জি করের নির্যাতিতার পরিবারকে লাগাতার আক্রমণ তৃণমূলের নেতা-মন্ত্রীদের

স্বাস্থ্য়মন্ত্রী তথা পুলিশমন্ত্রী তথা মুখ্য়মন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পদত্যাগের দাবি করার পর থেকেই তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কের নিশানায় আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবা। সন্তানহারা মা-বাবার প্রতি তৃণমূলের এই আচরণের তীব্র নিন্দায় সরব সিপিএম-কংগ্রেস। যদিও, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের এই আক্রমণত্মক অবস্থানের সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

প্রেক্ষাপট

পুণের জিবি সিনড্রোমের আতঙ্ক বাংলাতেও। এনআরএস মেডিক্যালে আমডাঙার ছাত্রের মৃত্যু। ডেথ সার্টিফিকেটে সেপটিক শক, গুলেন বেরি সিনড্রোমের উল্লেখ। (Guillain-Barré syndrome)

তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াইয়ে রেহাই নেই পুলিশেরও! সিউড়িতে অভিযুক্ত নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আইসির কলার ধরে শাসানি। !

বীরভূমে ফের আক্রান্ত পুলিশ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অস্ত্র নিয়ে তাণ্ডব। থামাতে গিয়ে আইনরক্ষকের উপরেই হামলা! (Birbhum News)

আইসির উপর হামলার পরেই অভিযুক্তদের খোঁজে সিউড়ির গ্রামে পুলিশের তল্লাশি।

পুলিশের উপর হামলা, সিউড়ির যুব তৃণমূল নেতা জালে। পাকড়াও আরও ১৪। ৩টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত। (Birbhum News)

বীরভূমে তৃণমূলের লড়াইয়ে অস্ত্রের দাপাদাপি, মুর্শিদাবাদ-মালদাতেও গুলি! বৈষ্ণবনগরে মদের আসরে একজনের মৃত্যু, আহত ১। লালবাগেও শ্যুটআউট!

 কাঁকসার অপহরণকাণ্ডের পর শিয়ালদা অস্ত্র-কারবারেও ইঞ্জিনিয়ার যোগ! ধৃতদের কেউ বিটেক, কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কেউ আবার এমকম পাস!


 ডাকাতির উদ্দেশেই কলকাতায় জমায়েত। শিয়ালদা অস্ত্র-সহ উত্তরপ্রদেশের ৫জনের গ্রেফতারিতে দাবি পুলিশের। দুষ্কৃতী দমনে কড়া নজরদারি, দাবি সিপির। (Kolkata News)

কুণাল, ববি, কল্যাণের পর মদন। শাসক নেতাদের নিশানা থেকে রেহাই নেই সন্তানহারারও! (RG Kar Case)


বিচার চেয়ে জুটছে বিদ্রূপ। তৃণমূল নেতাদের আক্রমণের জবাব পরিবারের। 


নিহত চিকিৎসকের পরিবারকেই বেলাগাম আক্রমণ। তালিকায় এবার শোভনদেবও! (বাইট...ওঁরা যা বলছেন, নিজেদের মত বলে মনে হচ্ছে না'।

আর জি করের নিহত চিকিৎসকের পরিবারকে বেলাগাম আক্রমণে তৃণমূল নেতারা। ভিন্ন সুর হুমায়ুনের। 


বিচার চাওয়ায় শাসকের রোষে। কুণালকে পাল্টা জবাব তাপস পালের স্ত্রীর। (Nandini Paul)


আর জি কর কাণ্ড, থ্রেট কালচারের প্রতিবাদ। কলকাতা মেডিক্যাল গিয়ে বিক্ষোভের মুখে নির্মল মাজি। 

আপকে সমর্থন তৃণমূলের। দিল্লি বিধানসভার ভোটের প্রচারেও বিজেপির হাতিয়ার আর জি কর। (TMC News)

চার্জশিট দেয় না, বিচারপ্রক্রিয়াও শুরু করে না। আর জি কর দুর্নীতি মামলায় ইডির ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। দ্রুত ট্রায়াল শুরু করার জন্য চেষ্টা করতে নির্দেশ।

 আর জি কর-দুর্নীতি মামলায় অবশেষে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় রাজ্যের সম্মতি। কোর্টে জানাল সিবিআই। কীভাবে কাটমানি? রিপোর্ট পেশ কোর্টে।

প্রসূতির মৃত্যুতে সাসপেন্ড। মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টের রক্ষাকবচ। কড়া পদক্ষেপ না নিতে পুলিশকে নির্দেশ।

আর জি কর-কাণ্ডের শাস্তি নিয়ে দাবি-পাল্টা দাবির মধ্যেই মুম্বইয়ে আইটি কর্মী ধর্ষণ-খুনে ফাঁসির সাজা রদ। মৃত্যুদণ্ড খারিজ করে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের।

এসএসসির চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে ফের পরীক্ষার সওয়াল। দলেই বিরোধিতার মুখে বিকাশ। (SSC Case)

আস্থা নেই এসএসকেএমে, চিকিৎসার জন্য এবার আরএন টেগোর হাসপাতালে পার্থ। (Partha Chatterjee)

আস্থা নেই এসএসকেএমেও। বেসরকারি হাসপাতালে চিকিৎসা চান পার্থ। করতে পারেন, কিন্তু নিজের খরচে, নিজের ঝুঁকিতে, জানিয়ে দিল সিবিআই আদালত।


ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজে টিএমসিপির দুই গোষ্ঠীর গনডগোল। আটক ৩ পডয়া, ছাড়াতে গেলেন কুণাল। ১ জনকে ছাড়লেও গ্রেফতার ২। প্ররোচনার অভিযোগে বাগযুদ্ধে কুণাল-সুপ্তি পাণ্ডে।


মঞ্চ থেকে কুরুচিকর মন্তব্য করে দলের রোষে। শোকজের পর শোভনদেবের সঙ্গে দেখা করে ক্ষমা প্রার্থনা নারায়ণ গোস্বামীর। লিখিত আকারে জবাব পাওয়ার পর সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্বের।


১ প্রোমোটারের উপর হামলায় এখনও অধরা বিধাননগরের তৃণমূল কাউন্সিলর। সত্য উদঘাটনে পুলিশকে তদন্তের পাঠ হাইকোর্টের। অভিযুক্তদের ভূমিকা দেখার নির্দেশ।


পার্ক ভেঙে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা নিয়ে স্থানীয়দের সঙ্গে বচসা। মেজাজ হারালেন বরানগরের তৃণমূল কাউন্সিলর। (অ্যাম...)
মেজাজ হারালেন নেতা!

দুর্গাপুরে গ্যাস উত্তোলনের সময় বর্জ্যে পড়ে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, উদ্ধারে নেমে অসুস্থ আরও ২। ভাঙড়ে কাচ কারখানার চুল্লিতে পড়ে মৃত ১, একজন আহত।


ডিজিটাল অ্যারেস্টের নামে ফের প্রতারণা। ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে ১৪দিন ভিডিও কলে নজরবন্দি কাঁকুলিয়ার দম্পতি। ১৭ লক্ষ টাকা আদায়ের অভিযোগ।

খেলোয়াড় ৩৬, অথচ ট্রেনে ৬জনের সিট! মেঝেতে শুয়ে, ঠেসাঠেসি করে ৩৬ ঘণ্টার যাত্রা! ন্যাশনাল গেমসে চূড়ান্ত অব্যবস্থার শিকার বাংলার খো-খো, মহিলা ফুটবল দল।


ধর্মতলার মেট্রোর সঙ্গে মিশছে জোকা-ইস্ট ওয়েস্ট মেট্রো। অসুবিধে এড়াতে কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ? পরিদর্শনে পুলিশের সঙ্গে রেলের বিভিন্ন সংস্থা।
কোন পথে যান-নিয়ন্ত্রণ?

জানুয়ারি মানেই কলকাতা বইমেলা। ৪৮বার ঘণ্টা বাজিয়ে ৪৮ তম বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। অরাজকতার আবহে নেই বাংলাদেশ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.