West Bengal News Live Updates: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সঙ্কট মেদিনীপুর মেডিক্যালে
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সঙ্কট মেদিনীপুর মেডিক্যালে। ৫ ML বা ১০ ML-এর সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের মতো ওষুধও অমিল, অভিযোগ জুনিয়র চিকিৎসকরা। 'হাসপাতালে নেই পটাশিয়াম, ক্লোরাইডের মতো জীবনদায়ী ওযুধ। কর্তৃপক্ষের নজরে এনেও লাভ হয়নি', দাবি জুনিয়র ডাক্তারদের।
দূষণের চাদরে ঢাকা পড়েছে দিল্লি, রাজধানীতে দূষণের মাত্রা ৫০০ ছুঁইছুঁই। দূষণ-দৌড়ে পিছিয়ে নেই কলকাতাও। শহরের একাধিক জায়গায় দূষণের মাত্রা ২০০ ছাড়িয়েছে। তুলনামূলকভাবে যেখানে সবুজ বেশি, সেই ফোর্ট উইলিয়ামে দূষণের মাত্রা ২২৭। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে দূষণের পরিমাণ ১৮৬। শহরের ফুসফুস রবীন্দ্র সরোবর এলাকাতেও দূষণ-মাত্রা ১৩৯। শহরে দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি।
গুলশন কলোনির বিতর্ক জমি পরিদর্শনে এলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। বেশ কিছু বিতর্কিত জমি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।
মাটি খোঁড়া যন্ত্র এনে ভরাট হওয়া বেশ কিছু জমি ফের খোঁড়ার কাজ চলছে।
অভিষেককে পুলিশমন্ত্রী করা হোক, নাম না করে হুমায়ুন কবীরের এই মন্তব্যের জবাব ফিরহাদের। 'অভিষেক আমাদের সন্তান, ঠিক সময় আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু করার ক্ষমতা রাখেন', হুঙ্কার ফিরহাদের। 'আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে জয়ী হই। যারা বড় বড় কথা বলে, তাদের বলব মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে জিতে দেখাতে', নাম না করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে জবাব ফিরহাদ হাকিমের।
'মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং দিচ্ছেন। এক-আধটা ঘটনা আগেও ছিল। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, সিদ্ধার্থ রায়ের সময়েও ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের রিপোর্টে, সবচেয়ে নিরাপদ শহর কলকাতা', তাই কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, জবাব ফিরহাদের।
বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালে অমানবিক ছবি। ৬ মাসের অপরিণত ভ্রূণ হাসপাতালের শৌচাগার থেকে তুলে নিয়ে গেল কুকুর। রোগিণীর পরিবারের দাবি, গতকাল পেটে ব্যথা হওয়ায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে হাসপাতালে আনা হয়। শৌচাগারেই অপরিণত ভ্রূণ প্রসব করেন মহিলা। অভিযোগ, ডাকাডাকি করেও কারও সাহায্য মেলেনি। এরপর মহিলাকে নিয়ে যাওয়া হয় প্রসূতি বিভাগে। অভিযোগ, তখন শৌচাগার থেকে ভ্রূণ তুলে নিয়ে যায় কুকুর। বিষয়টি জানাজানি হতেই রোগিণীকে তড়িঘড়ি বিষ্ণুপুর জেলা হাসপাতালে রেফার করা হয়। গতকালের এই মর্মান্তিক ঘটনার পর আজও হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছে কুকুর। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
ফের সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র। মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। অভিযোগ, সহজে রোগী ভর্তির টোপ দিয়ে বেসরকারি ল্যাবে রক্তের বিভিন্ন পরীক্ষা করানো হয়। এর জন্য রোগীর আত্মীয়দের কাছ থেকে নেওয়া হয় টাকা। হাসপাতালে রোগীকে ভর্তি করানোর পর, দালাল চক্রের ফাঁদে পড়ার বিষয়টি ধরা পড়ে। এরপরই ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানায় রোগীর। পরিবার
বুলবুলচণ্ডী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে দালাল চক্রের কথা স্বীকার করেছেন মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে সাসপেন্ড হওয়া ৫ ছাত্রকে ক্লাস করার অনুমতি আদালতের। ৫ ছাত্রকে ক্লাস করা এবং পরীক্ষায় বসতে দেওয়ার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। ক্লাস করা এবং পরীক্ষায় বসা ছাড়া অন্য কাজে কলেজে যাবে না ৫ ছাত্র। থ্রেট কালচারের অভিযোগে ৫ ছাত্রকে ৬ মাসের জন্য সাসপেন্ড করেছিল কলেজ কর্তৃপক্ষ। কোনও নিয়ম না মেনে সাসপেন্ডের সিদ্ধান্ত, দাবি সাসপেন্ড হওয়া ৫ ছাত্রের। সপেন্ডের সিদ্ধান্তের দায় কার্যত RDA এবং বিক্ষোভকারীদের ঘাড়ে চাপালেন কলেজ কর্তৃপক্ষ। পরিষেবা, শান্তি বজায় রাখতে ওই সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনও উপায় ছিল না, সওয়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। ৫ সপ্তাহ পরে এই মামলার ফের শুনানি।
শীতের শুরুতেই সবজির চড়া দাম। শীতকালীন সবজি শুধু নয়,আলু-পেঁয়াজেরও দাম বেশি। পেঁয়াজের দাম প্রতি কেজি ৮০ টাকা। জ্যোতি আলু বিকোচ্ছে ৩০-৩৫ টাকায়, চন্দ্রমুখী আলু এক কেজির দাম ৪০ টাকা। কাঁচা লঙ্কা, গাজর ১০০ টাকা কেজি। আদা-রসুনের দামও আকাশছোঁয়া। আনাজপাতির দাম বাড়ায় মধ্যবিত্তের পকেটে টান।
জোগান কম, তাই দাম বেড়েছে, দাবি বিক্রেতাদের। এদিন মানিকতলা বাজারে হানা দেয় রাজ্য সরকারের টাস্ক ফোর্স। কেন শীতের সবজির এত দাম, প্রশ্ন করা হয় বিক্রেতাদের। বাজারে টাস্ক ফোর্স থাকলে দাম কমছে, চলে গেলে যে কে সেই, দাবি ক্রেতাদের।
রাজ্যে গত ৩ বছরে কত লোক মারা গিয়েছে? 'রাজ্য সরকারের দুই পোর্টালে মৃত্যু সংক্রান্ত তথ্যে আকাশ-পাতাল ফারাক! যে পোর্টালে মৃত্যুর কারণ উল্লেখ বাধ্যতামূলক, সেখানে মৃতের সংখ্যা কম। যে পোর্টালে মৃত্যুর কারণ উল্লেখ না করলেও চলে, সেখানে মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি! মৃত্যু সংক্রান্ত সরকারি তথ্যের এই ফারাক সামনে আসতেই একটি পোর্টাল বন্ধের সিদ্ধান্ত। একটি পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। 'জন্ম-মৃত্যু তথ্যের পোর্টাল অনুযায়ী গতবছর মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৬২ হাজার ৯৯১ জন। মেডিক্যাল সার্টিফিকেশন অফ কজ অফ ডেথ পোর্টালে ২০২৩ সালে রাজ্যে মৃতের সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৩৯৫ জন। সরকারি দুটি পোর্টালের তথ্যে মৃতের সংখ্যার ফারাক ৫ লক্ষ ২৭ হাজার ৫৯৬। ২০২২ এবং ২০২১ সালেও মৃত্যু সংক্রান্ত সরকারি তথ্যে এই অসঙ্গতি ধরা পড়েছে।
পরিকল্পনা করেই খুনের চেষ্টা করা হয়েছিল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। এর আগেও দু-দু'বার খুনের চেষ্টা হয়েছিল ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে। তৃতীয়বার সুশান্ত ঘোষকে খুনের জন্য ৫০ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়। ভিনরাজ্য থেকে আসে শ্যুটার ও আগ্নেয়াস্ত্র। পুলিশের চোখে ফাঁকি দিতে বদলে ফেলা হয় হামলায় ব্যবহৃত স্কুটারের নম্বর প্লেট। তৃণমূল কাউন্সিলর সুশান্তর ওপর হামলায় অভিযুক্তদের মধ্যে মূল চক্রী-সহ ৫ জনই বিহারের বাসিন্দা। গুলজারকে জেরা করে একাধিক তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে দাবি, আগেও দু'বার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ছক কষা হয়েছিল। বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল শার্প শ্যুটাররা। কিন্তু সুশান্ত ঘোষ সবসময় জনবহুল এলাকায় থাকায় তাঁকে টার্গেট করা সম্ভব হয়ে ওঠেনি। আরেকবার টার্গেট একজন কাউন্সিলর শুনে পিছিয়ে গিয়েছিল সুপারি কিলাররা। বাংলায় আসার পরই শ্যুটারদের মোবাইল ফোন জমা নিয়ে নেয় গুলজার। বদলে তাদের হাতে তুলে দেওয়া নতুন মোবাইল ফোন ও সিমকার্ড।
কলকাতার ট্যাব কেলেঙ্কারিতে শিলিগুড়ি থেকে ৩ জনকে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। ধৃতদের মধ্যে একজন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা, পেশায় প্রাথমিক স্কুলেরশিক্ষক। এর পাশাপাশি, ট্যাব কেলেঙ্কারিতে চোপড়ার এক বাসিন্দাকে কলকাতার বিধাননগর এলাকা থেকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম জেলার পুলিশ। ট্যাব কেলেঙ্কারিতে সাবির আলম নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে হবিবপুর থানার পুলিশ। ধৃতের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে।
কর্নাটকের চিত্রদুর্গ থেকে গ্রেফতার ৬ জন বাংলাদেশি। কর্নাটক পুলিশের দাবি, ধৃতরা বাংলাদেশের বাসিন্দা। বলা হল, 'এ দেশে থাকতে কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ঢোকেন। এরপর তারা কলকাতায় ঘাঁটি গাড়েন। জাল আধার কার্ড ও নথি এই রাজ্যে তৈরি করে কাজের জন্য ভারত জুড়ে ঘুরে বেড়িয়েছেন এই ৬ বাংলাদেশি।' কিছুদিন আগে কাজের খোঁজে কর্নাটকের চিত্রদুর্গে আসেন তাঁরা। ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, লেবার কার্ড উদ্ধার।
কর্নাটক পুলিশের হাতে বাজেয়াপ্ত ব্যাঙ্কের পাসবুক এবং একটি পাসপোর্টও। অনুপ্রবেশকারীদের অন্য উদ্দেশ্য ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।
দলের প্যাডে চিঠি লিখে টেক্সটাইল কারখানার মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। বর্তমানে তিনি রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান। তৃণমূলের প্যাডে লেখা কয়েক বছরের পুরনো চিঠি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। ভুয়ো লেটার প্যাড ও চিঠি ভাইরাল করেছে দলেরই একাংশ, গোষ্ঠীকোন্দলের কথা প্রকাশ্যে জানিয়েছেন রিষড়া পুরসভার উপ পুরপ্রধান জাহিদ হাসান খান। অস্বস্তি ঢাকতে তৃণমূল নেতৃত্ব চিঠি ভাইরাল হওয়ার পিছনে বিজেপির ষড়যন্ত্র দেখছে। তৃণমূল গোটা রাজ্যেই তোলা-সংস্কৃতি চালু করেছে, পাল্টা আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির।
দলের প্যাডে চিঠি লিখে টেক্সটাইল কারখানার মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। বর্তমানে তিনি রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান। তৃণমূলের প্যাডে লেখা কয়েক বছরের পুরনো চিঠি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। ভুয়ো লেটার প্যাড ও চিঠি ভাইরাল করেছে দলেরই একাংশ, গোষ্ঠীকোন্দলের কথা প্রকাশ্যে জানিয়েছেন রিষড়া পুরসভার উপ পুরপ্রধান জাহিদ হাসান খান। অস্বস্তি ঢাকতে তৃণমূল নেতৃত্ব চিঠি ভাইরাল হওয়ার পিছনে বিজেপির ষড়যন্ত্র দেখছে। তৃণমূল গোটা রাজ্যেই তোলা-সংস্কৃতি চালু করেছে, পাল্টা আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির।
পুলিশ সূত্রে দাবি, সুশান্তকে খুনের সুপারি দেওয়া হয়েছিল বিহারের কুখ্য়াত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্য়াংকে। সেই মতো গ্য়াংয়ের চার সদস্য় কলকাতায় আসে।
অপারেশনের আগে তাদের হাতে পৌঁছে যায় আগ্নেয়াস্ত্র। গ্য়াং মেম্বারদের নম্বর মোবাইলে অন্য় নামে সেভ করে, কোড ল্য়াঙ্গোয়েজে কথা বলত তারা। পাপ্পু চৌধুরী গ্য়াংয়ের সদস্য়দের একাধিক ক্রাইম রেকর্ড রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। বিহার ছাড়াও ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাত এবং বাংলা, এই ৫টি রাজ্যে ওই দুষকৃতীর নেটওয়ার্ক রয়েছে।
২ বছর আগে ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখনও রাস্তা সারাই হয়নি কেন? জনসংযোগ কর্মসূচিতে গিয়ে কোচবিহারের দিনহাটায় নিজের বিধানসভা এলাকায় বেহাল রাস্তা নিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন উদয়ন গুহ। গতকাল সাহেবগঞ্জে জনসংযোগে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তাঁকে ঘিরে ধরে গ্রামবাসীরা প্রশ্ন তোলেন, ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি পালন করা হয়নি কেন? রাস্তা নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের কথা অস্বীকার করে উদয়নের দাবি, এলাকায় উন্নয়ন হচ্ছে বলেই মানুষের প্রত্যাশা ও চাহিদা বাড়ছে। ২০২৬-এ রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ভোটারদের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার কর্মসূচি নিয়েছেন উদয়ন গুহ। ভোটারদের
কাছে পৌঁছতে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন উত্তরবঙ্গ
উন্নয়নমন্ত্রী।
মালদার হরিশ্চন্দ্রপুরে হাসপাতালগামী এক কিলোমিটার রাস্তা সারাইয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঘিরে তুলকালাম।প্রশাসনের নির্দেশ অগ্রাহ্য করে ওয়ার্ক অর্ডার না টাঙিয়ে রাস্তা সারাইয়ের চেষ্টা করেন ঠিকাদার। কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। গতকাল রাতে হরিশ্চন্দ্রপুরের শহিদ মোড়ে বিক্ষোভ দেখান তাঁরা।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহিদ মোড় থেকে হাসপাতালগামী এক কিলোমিটার রাস্তা সারাইয়ের দায়িত্ব পূর্ত দফতরের। ঠিকাদারের থেকে কাটমানি যাচ্ছে তৃণমূল নেতাদের পকেটে, তাই নিম্নমানের কাজ, খোঁচা বিজেপির। অস্বস্তি ঢাকতে তৃণমূলের সাফাই, অভিযোগ প্রমাণ হলে প্রশাসন ব্যবস্থা নেবে।
অবাধ উত্তুরে হাওয়ায় পারদ পতন অব্যাহত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। পুরুলিয়া ১২, শ্রীনিকেতন ১৩, ঝাড়গ্রাম ১৪, বর্ধমানে ১৫-র ঘরে নেমেছে পারদ। রাজ্য জুড়ে শীতের আমেজ। উত্তরবঙ্গের ৩ জেলায় ঘন কুয়াশা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। সপ্তাহভর গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। তবে এখনই কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।
বাসে দুই যাত্রীর গন্ডগোল, পুলিশের সামনেই শিয়ালদা ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে চলল ভাঙচুর। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। গতকাল শিয়ালদা স্টেশনের কাছে চলন্ত বাসে মহিলা সহযাত্রীর সঙ্গে অভব্যতার অভিযোগ ওঠে সহযাত্রীর বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করে শিয়ালদা ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে বসানো হয়। অভিযোগ, খবর পেয়ে সেখানে হাজির হন অভিযুক্তর পরিচিতরা। এদের মধ্যে একজন বাঁশ নিয়ে পুলিশ কিয়স্কে হামলা চালায়। পুলিশের সামনেই কিয়স্ক ভাঙচুর করা হয়। শিয়ালদার মতো জায়গায়
পুলিশের সামনেই কিয়স্কে তাণ্ডবের ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা।
তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগের মধ্যেই বিজেপির পতাকার সামনে জুলকার নাইন আলির একটি ছবি ভাইরাল হয়েছে।
দুহাজার স্কোয়ারফুটের গোডাউন, নাকি একশো কুড়ি বিঘা জমি? কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনার নেপথ্য়ে আসলে কী? ধৃতের দাবি, তাঁর বারোশো স্কোয়ার ফুটের গোডাউন দখল করার বদলা নিতেই সুশান্তকে খুনের ছক কষা হয়। যদিও সুশান্ত-শিবিরের দাবি, বাইপাস লাগোয়া একশো কুড়ি বিঘা জলাজমি দখলের চেষ্টা রুখে দেওয়ার জেরেই টার্গেট হন কাউন্সিলর।
তরুণের দেহ উদ্ধারে রণক্ষেত্র শাসন। পিটিয়ে খুনের অভিযোগ। পুলিশ - জনতা খণ্ডযুদ্ধ। ধস্তাধস্তি, লাঠিচার্জ। আইসি-কে রাস্তায় ফেলে মার। পুলিশকে লক্ষ্য করে বোমা, ক্যাম্প ভাঙচুর। পাল্টা লাঠিচার্জ। গ্রেফতার ৮। সকালেও থমথমে শাসন।
তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে মারার চেষ্টা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই ঘটনায় ফিরহাদ হাকিমের পর এবার পুলিশের ভূমিকার সমালোচনা করলেন সৌগত রায়। একই সরকার ক্ষমতায় আছে বলে পুলিশ গয়ংগচ্ছ মনোভাব দেখাচ্ছে। মন্তব্য করলেন দমদমের তৃণমূল সাংসদ। এদিকে মেয়রের পাশে দাঁড়িয়েছেন হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। যদিও পুলিশের সমালোচনা করে আখেরে কি পুলিশমন্ত্রীরই সমালোচনা করা হচ্ছে না? প্রশ্ন তুলছে বিরোধীরা।
প্রেক্ষাপট
সুশান্ত ঘোষের ওপর হামলার নেপথ্যে বিহারের পাপপু গ্যাং। ৫০ লক্ষের সুপারি, জেরায় স্বীকার ধৃত গুলজারের। ইকবাল কে ? গোডাউন বিবাদ নাকি অন্যকিছু ? এখনও ধোঁয়াশায় পুলিশ। (Attack on Susanta Ghosh)
ভিনরাজ্য থেকে আসে শ্যুটার ও আগ্নেয়াস্ত্র। গ্যাং মেম্বারদের সঙ্গে কোড ল্যাঙ্গুয়েজে কথা। পুলিশের চোখকে ফাঁকি দিতে বদলানো হয় হামলায় ব্যবহৃত সকুটারের নম্বর প্লেট। পুলিশ সূত্রে খবর।(Kolkata News)
গত ১৫ বছরে কসবায় সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ। বিস্ফোরক দাবি সুশান্ত ঘোষের। আটকানোর দায়িত্ব কাউন্সিলরের নয়, সুশান্তর পাশে দাঁড়িয়ে মন্তব্য ফিরহাদের। (Firhad Hakim)
কসবায় ১২০ বিঘা ভেড়ি দখলে বাধা দেওয়ায় হামলা, দাবি সুশান্তর। ৬০ বিঘা জলা জমি দখলের চেষ্টা সুশান্তরই, পাল্টা জুলকারনাইন। পুরসভার কাজ হচ্ছে, পাল্টা সুশান্ত ঘনিষ্ঠ হায়দার।
সৌগত: আত্মসন্তুষ্টি মানে ওরা ভাবছে তো একই সরকার ক্ষমতায় আছে। তাই পুলিশ ভাবছে যেরকম গয়ংগচ্ছ রুটিন কাজ করি সেইরকম করলেই হবে। (TMC News)
কলকাতায় বিহার থেকে নাইন এম এম পিস্তল আসছে ? পুলিশ কী করছে ? ফিরহাদ হাকিমের পর এবার পুলিশকে নিশানা সৌগতর। ঘুরিয়ে মমতার সমালোচনা, কটাক্ষ অধীরের।
পুলিশে অসন্তুষ্ট ফিরহাদ-সৌগত। অভিষেকের হয়ে ব্যাট ধরলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বললেন, "অবিলম্বে অভিষেককে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী করা হোক।" (Abhishek Banerjee)
আর জি কর কাণ্ডে ধৃত অভিযুক্ত সঞ্জয়ের মুখ বন্ধে অতিসক্রিয় পুলিশ? শিয়ালদা কোর্টে পেশের সময় বাজানো হল গাড়ি। তারস্বরে বাজল গাড়ির হর্ন। (RG Kar Case)
তরুণের দেহ উদ্ধারে অগ্নিগর্ভ শাসন। পিটিয়ে খুনের অভিযোগ। পুলিশের ক্যাম্প ভাঙচুর। লাঠিচার্জ করতেই বোমাবাজি। আইসি-কে ধাক্কা দিয়ে ফেলা হল রাস্তায়। গ্রেফতার ১০।
ডিয়ার লটারি কেলেঙ্কারির তদন্তে বাংলা সহ ৬ রাজ্যে ইডির হানায় মিলল টাকার পাহাড়। নগদ ও ফিক্সড ডিপোজিট মিলিয়ে প্রায় ১৯ কোটি উদ্ধার। ছবি পোস্ট করে দাবি ইডির।
ট্যাব জালিয়াতির মূল পাণ্ডা সকুলেরই শিক্ষক ও কর্মীদের একাংশ। স্কুলের বৈঠক থেকে জেনে সহজ ইউনিক কোডের সুযোগ নিয়ে হাতানো হয়েছে টাকা। দাবি লালবাজারের।
আর জি করকাণ্ডে আন্দোলন যুক্ত থাকার কারণে ২ চিকিৎসককে বদলির অভিযোগ। সিনিয়র চিকিৎসকদের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার। স্বাস্থ্যভবন চত্বরে ২ মাস জারি ১৬৩ ধারা।
আর জি করকাণ্ডের আবহেই এবার স্বাস্থ্যকেন্দ্রে নার্সকে হেনস্থার অভিযোগ। অস্বীকার দুবরাজপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। দল বরদাস্ত করবে না, প্রতিক্রিয়া শাসক দলের।
ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনে বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত সুজল প্রসাদ। বিধাননগর পুলিশের হাতে পাকড়াও আরও ১। ধৃতের সংখ্যা বেড়ে ৪।
সম্পত্তি ভাঙচুরে সব রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মালদায় পঞ্চায়েত অফিস ভাঙুচর মামলায় মন্তব্য হাইকোর্টের। পুলিশকে উপযুক্ত ধারা যুক্ত করার নির্দেশ।
অগ্নিগর্ভ মণিপুর, যাচ্ছে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ পর্যন্ত বন্ধ সকুল কলেজ। ইম্ফল পশ্চিম ও পূর্বে কার্ফু জারি। তিনটি FIR দায়ের করে তদন্তে NIA.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -