West Bengal News Live Updates: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ED-র পর CBI-এর মামলাতেও জামিন, জেল থেকে ছাড়া পেলেন কুন্তল ঘোষ
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
আর জি কর-কাণ্ডের সাড়ে ৩ মাস পার। এখনও অধরা বিচার। ফের রাজপথে উঠল স্লোগান। চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে সোদপুরে মিছিল নাগরিক সমাজের।
জেল থেকে ছাড়া পেলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ED-র পর CBI-এর মামলাতেও জামিন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কুন্তলের জেলমুক্তি। প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। ২০ জানুয়ারি, ২০২৩: নিয়োগ দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হন কুন্তল।
মহাজাতি সদন সংলগ্ন এলাকায় তরুণীর রহস্যমৃত্যু। জোড়াসাঁকো থানা এলাকায় বহুতলের নীচ থেকে উদ্ধার তরুণীর দেহ। কলকাতা মেডিক্যালে নিয়ে গেলে তরুণীকে মৃত বলে ঘোষণা। জোড়াসাঁকো থানায় অভিযোগ মৃতের পরিবারের। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ চলছিল, দাবি মৃতের পরিবারের।
'সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে সাক্ষাতের পর দুজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ', অভিযোগ কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের, এএনআই সূত্রে খবর।
প্রথম আলো সূত্রে খবর, চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ, হামলা হয়েছে মন্দির-ইসকন পরিচালিত সঙ্ঘে।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ থামছে না। মন্দির ও ইসকন কেন্দ্রে হামলার ঘটনা সোশাল মিডিয়ায় পোস্ট করলেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
'বিতর্কের আসরে ওঁর সঙ্গে ইস্যুভিত্তিক মতপার্থক্য হত। কিন্তু তার বাইরে তিনি আমাকে স্নেহ করতেন। বহুজনের মুখে শুনেছি উনি আমার প্রশংসা করেছেন। কথাও হত মাঝেমধ্যে, তাঁর প্রয়াণে আন্তরিক শোকজ্ঞাপন করছি', প্রতিক্রিয়া কুণাল ঘোষের।
এদেশে এসে নাম ভাঁড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরি করে হোটেলে কাজ করার অভিযোগ। পার্কস্ট্রিট থেকে গ্রেফতার হলেন প্রাক্তন বিএনপি নেতা। বাজেয়াপ্ত পাসপোর্ট ও আধার কার্ড। চক্রের পিছনে কারা? উঠছে প্রশ্ন।
এদেশে এসে নাম ভাঁড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরি করে হোটেলে কাজ করার অভিযোগ। পার্কস্ট্রিট থেকে গ্রেফতার হলেন প্রাক্তন বিএনপি নেতা। বাজেয়াপ্ত পাসপোর্ট ও আধার কার্ড। চক্রের পিছনে কারা? উঠছে প্রশ্ন।
পারিবারিক বিবাদের জেরে এক বৃদ্ধকে কোদাল ও লাঠি দিয়ে নৃশংস ভাবে পিটিয়ে খুনের অভিযোগ। দুই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত। ২০১৮ সালের ২ সেপ্টেম্বর বাঁকুড়ার ওন্দা ব্লকের চূড়ামণিপুর গ্রামে পারিবারিক বিবাদের জেরে মাঠের মধ্যে কোদাল ও লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয় রবীন্দ্রনাথ মণ্ডলকে। ঘটনার ৬ বছর পর গতকাল দু'জনকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ ওই দু'জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বাঁকুড়া জেলা জজ আদালতের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য।
সিকিমে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬। আহতের সংখ্যা ১০ জনের উপর। আহতদের উদ্ধার করে সিকিমের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার দুপুর নাগাদ শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেয় বেসরকারি গ্যাংটকগামী বাসটি। কালিম্পং ও সিকিম সীমানায় রংপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়ে যায় বাসটি।
২০২৬-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ২টি কেন্দ্র থেকে দাঁড়ানোর হুঙ্কার দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। দলের শৃঙ্খলারক্ষা কমিটির মিটিং ডেকে মুখ্যমন্ত্রীকে জানিয়ে সিদ্ধান্ত নেবেন, বলে জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।
দূরপাল্লার ট্রেনের যাত্রীরা প্রায় অভিযোগ করেন ট্রেনের মধ্যে চাদর, কম্বল এবং বালিশের কভারে নোংরা লেগে থাকে বলে। দুর্গন্ধেরও অভিযোগ সামনে আসে, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এবারে দক্ষিণ পূর্ব রেল যাত্রীদের জন্য সুখবর এল। রেলের যাত্রীদের দীর্ঘদিনের এই সমস্যা মেটাতে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে সাঁতরাগাছি, টাটানগর, রাঁচি এবং চক্রধরপুরে চারটি অত্যাধুনিক যন্ত্রচালিত ধোলাই ঘর তৈরি করা হয়েছে।
প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, শোকপ্রকাশ দেবাংশু ভট্টাচার্যর। 'পঙ্কজ দত্তর সঙ্গে একসঙ্গে অনেক বিতর্কসভায় অংশ নিয়েছি। কখনও বিতণ্ডা হয়েছে, কখনও আবার অনুষ্ঠানের পর আমার প্রশংসা করেছেন', সেই মানুষটা চলে গেলেন ভাবতে কষ্ট হচ্ছে, পোস্ট দেবাংশু ভট্টাচার্যর।
'বিতর্কের আসরে ওঁর সঙ্গে ইস্যুভিত্তিক মতপার্থক্য হতো। কিন্তু তার বাইরে তিনি আমাকে স্নেহ করতেন। বহুজনের মুখে শুনেছি উনি আমার প্রশংসা করেছেন। কথাও হত মাঝেমধ্যে, তাঁর প্রয়াণে আন্তরিক শোকজ্ঞাপন করছি', পঙ্কজ দত্তের প্রয়াণে প্রতিক্রিয়া কুণাল ঘোষের।
প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, শোকপ্রকাশ বিরোধী দলনেতার। 'অবসরপ্রাপ্ত IPS পঙ্কজ দত্তর প্রমাণে গভীরভাবে শোকাহত। নির্ভীকভাবে মতপ্রকাশের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন', পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আস্ত গ্রামের সংখ্যা ১২। কিন্তু প্রশাসনের তালিকায় নেই। আবাস যোজনার তালিকায় 'মিসিং ভিলেজ' ডেবরা ব্লকের ৩ নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের ১২টি গ্রাম। ওই গ্রামগুলির একজনেরও নাম নেই বাড়ি পাওয়ার তালিকায়। ঘটনার কথা স্বীকার করে নিয়ে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।
সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও আবার বৃষ্টি, আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় 'ফেঞ্জল' এর কারণে শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হয়েছে হালকা বৃষ্টি। তবে এর ফলে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে কলকাতার। যদিও আবহাওয়া দফতর বলছে ৬ ডিসেম্বর থেকেই ফের পারদ পতন হবে।
বাংলাদেশে গ্রেফতার সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস, প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ। পার্ক সার্কাস ও বাঘাযতীনে বিক্ষোভ।
'নির্দোষ ব্রহ্মচারীদের গ্রেফতার খুবই বেদনাদায়ক। এঁদের দেখে কি সন্ত্রাসবাদী বলে মনে হয়?', নিজের এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে প্রশ্ন ইসকনের কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের।
'অপরাজিতা' বিলকে আইনে পরিণত করতে প্রাইভেট মেম্বার বিল আনার হুঙ্কার অভিষেকের। 'বিধানসভায় অপরাজিতা বিল পাস করেছে রাজ্য সরকার। ২ মাস ধরে আছে রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল পড়ে রয়েছে। অপরাজিতা বিল আইনে পরিণত না হলে প্রাইভেট মেম্বার বিল আনব',
আমতলায় ডক্টর্স কনভেনশনে ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'পুলিশ কমিশনার, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বদল হলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে?'
আমতলায় ডক্টর্স কনভেনশনে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে প্রতিবাদ, মিছিল চলছে এখনও। সেই আবহে বাংলাদেশে গ্রেফতার আরও এক সন্ন্যাসী। এবার চট্টগ্রাম থেকে গ্রেফতার হলেন সন্ন্যাসী শ্যামদাস প্রভু। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
ধর্ষণে মৃত্যুদণ্ডের পক্ষে জোর সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। প্রশ্ন তুললেন, "ধর্ষকদের জেলে বসিয়ে তিনবেলা খাওয়াব কেন?"
'রোগীর পরিবারের কথা ধৈর্য ধরে শুনতে হবে, কেউ ভাঙচুর করলে, অসুবিধা হলে ফোন করুন। ১০ জনের কমিটি তৈরি করা হবে, চিকিৎসকদের কোনও অসুবিধা হলে 'এক ডাকে অভিষেকে ৭৮৮৭৭৭৮৮৭৭' নম্বরে ফোন করুন', অভিষেক বন্দ্যোপাধ্যায়।
৭৫ দিন কর্মসূচি চলবে চিকিৎসকদের নিয়ে। হাসপাতালে সমস্যার সম্মুখীন হলে সহযোগিতার হাত বাড়ানো হবে। ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে বিভিন্ন টেস্ট করানো হবে। ডায়মন্ড হারবারে প্রতি বছর ৫৮০ কোটি টাকার কাজ হয়েছে, কেন্দ্রের সহযোগিতা ছাড়া: অভিষেক বন্দ্যোপাধ্যায়।
'কলকাতায় ৫০০০ জন চিকিৎসককে নিয়ে কনভেনশন করব। এক একটি বিধানসভায় ৪০টি ক্যাম্প, ১০ দিন ধরে চলবে। ডায়মন্ডহারবার, ফলতা, মেটিয়াবুরুজ সহ বেশ কয়েকটি বিধানসভায় ক্যাম্প হবে। ২ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে। ৭০ দিনে ৭ টি বিধানসভায় ক্যাম্প হবে। ৭০ দিনের শেষ ৫ দিন ২৮০টি শিবিরে টানা কর্মসূচি', ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আমতলায় অভিষেকের ডক্টর্স কনভেনশন। 'স্বাস্থ্য শিবিরে চিকিৎসকদের অভূতপূর্ব সাড়া, ১২০০ জন চিকিৎসক সামিল হয়েছেন। কলকাতায় ৫০০০ জন চিকিৎসককে নিয়ে কনভেনশন করব', অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জমিতে না, বাড়ির উঠোনে চাষ হয়েছিল গাঁজার। খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের একটি দল হানা দেয় বলাগড়ের নাটাগড়ে। প্রায় পাঁচ লাখ টাকার গাঁজা গাছ কেটে নষ্ট করে। কয়েকদিন আগে বলাগড়েরই চর কৃষ্ণবাটিতে বেআইনি ভাবে চাষ করা গাঁজা নষ্ট করেছিল পুলিশ।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে ফের হাতির হানা। সুবর্ণরেখা নদী পেরিয়ে কেশিয়াড়িতে ঢুকে পড়েছে ৬০-৬৫টি হাতির দল। হাতি তাড়াতে এলাকায় বন দফতরের কর্মীরা।
সুরাতেও গ্রেফতার ১ বাংলাদেশি যুবক, উদ্ধার জাল আধার, প্যান কার্ড। ধৃত বাংলাদেশি যুবকের নাম মহম্মদ হামিম আব্দুল ফকির। ধৃতের কাছ থেকে উদ্ধার বাংলাদেশের পরিচয়পত্র। সরাত পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে পাকড়াও বাংলাদেশি।
প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। বারাণসীর হাসপাতালে প্রয়াত পঙ্কজ দত্ত। বারাণসীর থিওজফিক্য়াল সোসাইটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। ২৩ অক্টোবর বারাণসীতে বক্তৃতা দিতে গেছিলেন পঙ্কজ দত্ত। বারাণসীর অনুষ্ঠানেই সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তর। একমাসেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন বারাণসীর হাসপাতালে।
এ দেশে এসে নাম ভাঁড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ। পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার হলেন প্রাক্তন বিএনপি নেতা। পুলিশ সূত্রে খবর, গতরাতে অভিযান চালিয়ে পার্কস্ট্রিটের হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের আসল নাম সেলিম মাতব্বর।
প্রেক্ষাপট
১। ভারতে এসে নাম ভাঁড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ। পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার প্রাক্তন বিএনপি নেতা সেলিম মাতব্বর। কী উদ্দেশ্যে ছিল এখানে, খুঁজছেন গোয়েন্দারা। (Bangladesh News)
২। ২ বছর আগেই চলে আসেন ভারতে। যাতায়াত বিভিন্ন রাজ্যে। কলকাতার হোটেলে ছিলেন পর্যটক পরিচয়ে। জাল নথিতে তৈরি পাসপোর্ট-আধার উদ্ধার। চক্রের পিছনে কারা? উঠছে প্রশ্ন। (BNP Leader Arrested)
৩। ধৃত মাতব্বরের ৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত। পাসপোর্টে ঠিকানা রাজস্থান-দিল্লির। আধার কার্ডে তিনি আবার নদিয়ার বাসিন্দা। কী করে দুই ঠিকানায় সরকারি পরিচয়? কোথায় নজরদারি?
৪। উত্তপ্ত বাংলাদেশ, চট্টগ্রামের পাথরঘাটায় শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরে ভাঙচুর। হামলা মন্দিরের পাশের বাড়ি ও দোকানে।
৫। হামলা পটিয়া উপজেলার ইসকন মন্দিরেও। চলল ভাঙচুর। দুষ্কৃতীদের নিশানায় কিশোরগঞ্জে ইসকন পরিচালিত নামহট্ট সঙ্ঘও। আসবাবপত্র ভেঙে চালানো হয়েছে তাণ্ডব। (ISKCON Temple)
৬। জ্বলছে বাংলাদেশ। শান্তি কামনায় কাল বিশ্বের সবকটি ইসকন সেন্টারে হবে প্রার্থনা
৭। অগ্নিগর্ভ পরিস্থিতিতে বিপন্ন বাংলাদেশে থাকা আত্মীয়রা। চিন্তায় কাকদ্বীপের বহু পরিবার।
৮। শোকজের পরও বেলাগাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। প্রয়োজনে ২ কেন্দ্র থেকে দাঁড়াব, জিতে দেখাব। দলের শৃঙ্খলারক্ষা কমিটির মিটিং ডেকে মুখ্যমন্ত্রীকে জানিয়ে ব্যবস্থা নেব, মন্তব্য শোভনদেবের। (Humayun Kabir)
৯। রাজ্যের তরফে ফের ডেঙ্গির তথ্য কেন্দ্রকে না দেওয়ার অভিযোগ। গত বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মিলেছে তথ্য। চলতি বছরে ২১ ফেব্রুয়ারির পর নেই কিছু, উল্লেখ স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে। (Dengue Situation)
১০। শীতের শুরুতে চিন্তা বাড়াচ্ছে নতুন উপসর্গ। আক্রান্তদের ফুসফুসে প্রভাব, দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। এমন উপসর্গ দেখা দিতে কোভিডের সময়, মত চিকিৎসকদের।
১১। শিলিগুড়ির দেশবনধু পাড়ার দাদাভাই স্পোর্টিং ক্লাব ময়দানে শুরু উত্তরের খাইবার পাস। আজ দ্বিতীয় দিন। চলবে আগামী রবিবার পর্যন্ত।
উত্তরের খাইবার পাস
- - - - - - - - - Advertisement - - - - - - - - -