West Bengal News LIVE Updates: 'পশ্চিমবঙ্গ যে টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেয়, তা অন্য কোনও রাজ্য দেয় না', উত্তরবঙ্গে গিয়ে দাবি মুখ্যমন্ত্রীর

West Bengal News Updates: সব খবরের আপডেট পেতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 11 Nov 2024 03:25 PM
West Bengal News LIVE Updates: 'পশ্চিমবঙ্গ যে টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেয়, তা অন্য কোনও রাজ্য দেয় না', উত্তরবঙ্গে গিয়ে দাবি মুখ্যমন্ত্রীর

'মহারাষ্ট্রে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে'। 'পশ্চিমবঙ্গ যে টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেয়, তা অন্য কোনও রাজ্য দেয় না'। উত্তরবঙ্গে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দাবি মুখ্যমন্ত্রীর। 'ওখানে ২ মাস ১২০০ টাকা করে দিয়েছে'। দেখুন কবে আবার তা বন্ধ করে দেয়, প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

WB News LIVE Updates: রেফার রোগে ফের হয়রানি, দুর্ঘটনায় গুরুতর আহত বাঁকুড়ার শিশুকে নিয়ে নাজেহাল পরিবার

রেফার রোগে ফের হয়রানি। দুর্ঘটনায় গুরুতর আহত বাঁকুড়ার শিশুকে নিয়ে নাজেহাল পরিবার। গতকাল বিকেল ৫টা থেকে একের পর এক হাসপাতাল ঘুরেও মেলেনি চিকিৎসা। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে শিশুকে প্রথমে রেফার করা হয় এনআরএস হাসপাতালে। এনআরএস থেকে ওই শিশুকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। গতকাল সন্ধে ৭টার সময় শিশুকে নিয়ে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে এসে পৌঁছয় শিশুর পরিবার। ট্রমা কেয়ার থেকে শিশুর পরিবারকে পাঠানো হয় এসএসকেএম-এর জরুরি বিভাগে। জরুরি বিভাগ থেকে ফের ওই পরিবারকে পাঠানো হয় ট্রমা কেয়ার সেন্টারে। গতরাতেই জানিয়ে দেওয়া হয়, ট্রমা কেয়ারে শিশুর চিকিৎসা হবে না, দাবি পরিবারের। সেখান থেকে বাধ্য হয়ে গুরুতর আহত শিশুকে নিয়ে যাওয়া হয় শিশুমঙ্গল হাসপাতালে। এখানে চিকিৎসার পরিকাঠামো নেই, জানিয়ে দেয় শিশুমঙ্গল হাসপাতাল কর্তৃপক্ষ, দাবি পরিবারের।
শিশুমঙ্গল থেকে চিত্তরঞ্জন হাসপাতালে যায় শিশুর পরিবার। চিত্তরঞ্জন হাসপাতাল ফের এসএসকেএম হাসপাতালে রেফার করে শিশুকে। গভীর রাতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয় শিশুকে। সকালের দিকে খবর জানাজানি হতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি নেওয়া হয় শিশুকে।

West Bengal News LIVE Updates: তৃণমূলের পদে ফিরলেন কুণাল ঘোষ

তৃণমূলের পদে ফিরলেন কুণাল ঘোষ। রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে সই করলেন কুণাল ঘোষ। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দেওয়া স্মারকলিপিতে রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে দেখানো হল কুণালকে। মে দিবসে তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে তাঁর প্রশংসা করায় পদ গিয়েছিল কুণাল ঘোষ । পারফরম্যান্সের ভিত্তিতেই পদ ফিরে পেলেন কুণাল, দাবি তৃণমূল সুত্রের।

WB News LIVE Updates: আদালতে স্বস্তি উপনির্বাচনে সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের, খারিজ জনস্বার্থ মামলা

আদালতে স্বস্তি উপনির্বাচনে সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সঙ্গীতা রায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ। তৃণমূল প্রার্থীর দেওয়া অধিকাংশ তথ্য-প্রমাণই মিথ্যা এবং অবৈধ বলে অভিযোগ করে বামেরা। সঙ্গীতার প্রার্থী পদ বাতিলের আর্জি জানান আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। 'মনোনয়ন শেষের পর যোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার সময় মামলা হয়নি কেন ?' এখানে কোনও অত্যাবশ্যকীয় পরিস্থিতি তৈরি হয়নি, মামলা খারিজ, মন্তব্য প্রধান বিচারপতির।

West Bengal News LIVE Updates: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ২৩ হাজার

আসছে শীতকাল। তা সত্ত্বেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ২৩ হাজার। এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকরা।

WB News LIVE Updates: 'বেআইনিভাবে বাচ্চা নিতে যাঁরা ইচছুক...', আন্তঃরাজ্য শিশুপাচার চক্র পর্দাফাঁসের ঘটনায় নতুন তথ্য়

আন্তঃরাজ্য শিশুপাচার চক্র পর্দাফাঁসের ঘটনায় নতুন তথ্য়। 'সোশাল মিডিয়ায় চাইল্ড অ্য়াডাপশন গ্রুপ বলে একটি গ্রুপ খোলা হয়'। তার মাধ্য়মে শিশু পাচার চক্র চালাত চক্রের পাণ্ডারা, তদন্তে নেমে দাবি সিআইডি-র। সিআইডি সূত্রে দাবি, বেআইনিভাবে বাচ্চা নিতে যাঁরা ইচছুক তাঁরা অ্যাড হতে আবেদন জানাতেন এই গ্রুপে । 'আবেদনের ভিত্তিতে যাচাই করার পর তাঁদের গ্রুপে অ্য়াড করা হত'। 'আবেদনকারীরা বিশ্বাসযোগ্য়তা অর্জন করতে পারলে তাঁদের হোয়াটসঅ্য়াপ নম্বর দেওয়া হত'। 'তারপর আবেদনকারীদের তথ্য় যাচাইয়ের প্রক্রিয়া হত, আবেদনকারীদের সঙ্গে টাকার ডিল হত'।
সিআইডি সূত্রে দাবি, এই হোয়াটসঅ্য়াপ গ্রুপে ছিলেন বিভিন্ন রাজ্য়ের শিশু পাচার চক্রের সঙ্গে যুক্তরা।

West Bengal News LIVE Updates: এবার এন্টালিতে মহিলার বাড়িতে চড়াও হওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক সিভিক ভলান্টিয়ার

এবার এন্টালিতে মহিলার বাড়িতে চড়াও হওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক সিভিক ভলান্টিয়ার।অভিযোগকারিণীর পরিবারের দাবি, শনিবার ভোরে তাঁদের ঘরে ঢুকে পড়েন প্রতিবেশী সিভিক ভলান্টিয়ার সন্তোষলাল প্রসাদ। মহিলার চিৎকার শুনে ছুটে আসে আশপাশের লোকজন। ধরে ফেলে সিভিক ভলান্টিয়ারকে। এবারই প্রথম নয়, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এরকম অভিযোগ আগেও উঠেছিল। 

WB News LIVE Updates: এবার খানাকুল গ্রামীণ হাসপাতালের ধান-আলুর গুদাম তৈরির অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে

এবার খানাকুল গ্রামীণ হাসপাতালের ঘর দখল করে ধান-আলুর গুদাম তৈরির অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।অভিযোগ, খানাকুল থানার সিভিক ভলান্টিয়ার কার্তিক বাগ হাসপাতালের ঘর দখল করে বানিয়ে ফেলেছেন ধান, আলুর গুদাম।  তাঁর দাবি, ব্লক স্বাস্থ্য আধিকারিকের অনুমতি নিয়েই হাসপাতালের জেনারেটর রুম গুদামঘর হিসেবে ব্যবহার করছিলেন। 

West Bengal News LIVE Updates: একদিন পরেই রাজ্যে ৬ কেন্দ্রে উপনির্বাচন, শিয়ালদা স্টেশনের কাছেই মিলল অস্ত্রভাণ্ডারের হদিশ

একদিন পরেই রাজ্যে ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে খাস কলকাতায় অস্ত্রভাণ্ডারের হদিশ!  অস্ত্রপাচার চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের টাস্ক ফোর্স। শিয়ালদা স্টেশনের কাছেই মিলল অস্ত্রভাণ্ডারের হদিশ। অস্ত্র পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের STF. উদ্ধার হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৯০ রাউন্ড গুলি। গত শনিবার সন্ধে সাড়ে ৭টা। জমজমাট বৈঠকখানা বাজার। তারইমধ্যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্য়ক্তির হাত চেপে ধরে সাদা পোশাকে থাকা কয়েকজন পুলিশকর্মী। ব্যাগে কী আছে তা জানতে চেয়ে, ব্যাগ খুলতে বলা হয়। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে একের পর আগ্নেয়াস্ত্র, কার্তুজ।

WB News LIVE Updates: বেলঘরিয়ায় ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীদের গুলি, অভিযোগ স্থানীয়দের

ভর সন্ধেয় বেলঘরিয়ার ফিডার রোডে 'গুলি'। ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীদের গুলি, অভিযোগ স্থানীয়দের। 'ছিনতাই করে পালানোর সময় বাইক আরোহী দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন স্থানীয়রা'। 'এক দুষ্কৃতীকে ধরে ফেললে, আরেক দুষ্কৃতী ২ রাউন্ড গুলি চালায়'। গুলি চালিয়ে বাইকে করে খড়দার দিকে চম্পট ২ দুষ্কৃতীর, দাবি স্থানীয়দের। ফিডার রোডের মতো জনবহুল এলাকায় 'গুলি', আতঙ্কে এলাকাবাসী।

West Bengal News LIVE Updates: কলকাতা মেডিক্যাল কলেজে দ্রোহের গ্যালারিতে ভেঙে ফেলা হল অভয়ার মূর্তি

কলকাতা মেডিক্যাল কলেজে দ্রোহের গ্যালারিতে ভেঙে ফেলা হল অভয়ার মূর্তি। ষড়যন্ত্র করে হামলা বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। পুলিশি পাহারা থাকা সত্ত্বেও কীভাবে হামলা? উঠছে প্রশ্ন।

WB News LIVE Updates: জেলায় জেলায় ট্যাব 'কেলেঙ্কারি', তদন্ত দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের

জেলায় জেলায় ট্যাব 'কেলেঙ্কারি', তদন্ত দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের । 'ভুয়ো অ্যাকাউন্টে পড়ুয়াদের ট্যাবের টাকা চলে যাচ্ছে, সাইবার ক্রাইম শাখা তদন্ত করুক'। দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের। 'সরকারি পোর্টাল থেকে কীভাবে বাইরে গেল ওটিপি?' 'ঘটনায় সাইবার-তদন্ত না হয়ে, নিরীহ প্রধান শিক্ষকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে'। নেপথ্যে বৃহত্তর চক্র রয়েছে, অভিযোগ প্রধান শিক্ষকদের সংগঠনের।

West Bengal News LIVE Updates: তালডাংরায় সিভিক ভলান্টিয়ারকে দিয়ে প্রচারের অভিযোগ, ছবি পোস্ট করে দাবি শুভেন্দুর

তালডাংরায় সিভিক ভলান্টিয়ারকে দিয়ে প্রচারের অভিযোগ। ভোট না দিলে লক্ষ্ণীর ভাণ্ডার বন্ধের হুমকি। ছবি পোস্ট করে দাবি শুভেন্দুর। ঘটনার রিপোর্ট চেয়েছি, জানালেন এসপি। 

প্রেক্ষাপট

কলকাতা : ভর সন্ধেয় বেলঘরিয়ার ফিডার রোডে 'গুলি'। ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীদের গুলি, অভিযোগ স্থানীয়দের। ছিনতাই করে পালানোর সময় বাইক আরোহী দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন স্থানীয়রা। এক দুষ্কৃতীকে ধরে ফেললে, আরেক দুষ্কৃতী ২ রাউন্ড গুলি চালায়। গুলি চালিয়ে বাইকে করে খড়দার দিকে চম্পট ২ দুষ্কৃতীর, দাবি স্থানীয়দের। ফিডার রোডের মতো জনবহুল এলাকায় 'গুলি', আতঙ্কে এলাকাবাসী।


জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের তালপুকুরে দুই পুজো কমিটির বিবাদকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভোগ দিতে বাধা ও হেনস্থা করার অভিযোগ। প্রতিবাদে মণ্ডপ ও রাস্তার আলো নিভিয়ে বিক্ষোভ দেখান ক্লাব সদস্যরা। রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বসে প্রতিবাদে সরব হন তালপুকুর ধার পুজো কমিটি। বিবাদের সূত্রপাত, তালপুকুর ধার ও তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির মধ্যে। তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির গেট আটকে রাখার অভিযোগ ওঠে অপর ক্লাবের বিরুদ্ধে। তারপরই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভোগ দিতে বাধা ও হেনস্থার করার অভিযোগ করেন তালপুকুর ধার পুজো কমিটির সদস্যরা। অভিযোগ উড়িয়ে পাল্টা ক্লাব কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন তোলেন তৃণমূল কাউন্সিলর। 


বর্ধমান মেডিক্যালের মামলা নিয়ে উদ্বেগে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এই নিয়ে ফের মুখ্যসচিবকে ইমেল করলেন জুনিয়র চিকিৎসকরা। মামলায় বর্ধমান মেডিক্যালের তরফে কেন কোনও আইনজীবী নেই, তা জানতে চেয়ে রবিবার মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করেন তাঁরা। মামলার আগামী শুনানিতে কলেজের তরফে আইনজীবী রাখার বিষয়টিকে নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে রাজ্যের মুখ্যসচিবকে৷ গত ১১ অক্টোবর বর্ধমান মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগে দশ পড়ুয়াকে সাসপেন্ড করে কলেজ কাউন্সিল। নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্তরা। সেই মামলার গত শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত কলেজ কাউন্সিলের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে জানান, অভিযুক্তরা ক্লাস করতে পারবেন। কিন্তু, তাঁরা হস্টেলে প্রবেশ করতে পারবেন না।  


এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় হচ্ছে রদবদল। সোমবার থেকে বাড়ছে সপ্তাহের কাজের দিনে মেট্রোর সংখ্যা। ১১৮ থেকে তা বেড়ে হচ্ছে ১৫০। তবে বউবাজার এলাকার কাজের জন্য এই লাইনের পশ্চিমমুখী সুড়ঙ্গ আংশিক বন্ধ থাকছে। ফলে শুধু পূর্বমুখী টানেলেই পাওয়া যাবে পূর্ণাঙ্গ পরিষেবা। অন্যদিকের লাইনের মেট্রোতে উঠতে হলে মহাকরণ স্টেশন থেকে বদল করতে হবে ট্রেন। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, মাসখানেক এই ব্যবস্থা চালু থাকবে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.