West Bengal News LIVE Updates: বাংলার অস্তিত্বরক্ষা, বাংলা মাকে রক্ষার সভা ২১ জুলাই : মমতা
West Bengal LIVE News Updates: জেলা থেকে রাজ্যের সব খবর দেখুন এক ক্লিকে...
শক্তিগড়ে বাজেয়াপ্ত কুইন্টাল কুইন্টাল ল্যাংচা। বাসি ল্যাংচা বিক্রির চেষ্টার অভিযোগে বাজেয়াপ্ত। শক্তিগড়ে পরপর ল্যাংচার দোকানে অভিযান পুলিশ-প্রশাসনের। বাজেয়াপ্ত ৩ কুইন্টাল বাসি ল্যাংচা।
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খণ্ডন করল রাজভবন। একটি তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এনে দাবি করা হয়েছে, অভিযোগকারিণীর অভিযোগের সত্যাসত্য যাচাই করতে ৮ জন সাক্ষীর সঙ্গে কথা বলা হয়েছে। তারই ভিত্তিতে রিপোর্টটি তৈরি করেছেন পুদুচেরি জুডিশিয়াল সার্ভিসের নগর এবং দায়রা আদালতের অবসরপ্রাপ্ত বিচারক ডি রামাবাথিরন। গত ২ মে, রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী। ওই দাবির কোনও সারবত্তা নেই বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। যদিও তৃণমূলের তরফে গোটা বিষয়টিকে আবর্জনা বলে কটাক্ষ করা হয়েছে।
সংগঠন থেকেই সংখ্যালঘু মোর্চা বাদের সওয়াল শুভেন্দুর, আঁচ এবার দিল্লিতে । সুকান্ত-শমীকের পর এবার বিরোধিতায় সংখ্যালঘু মোর্চার সভাপতির --
'বিজেপির সংখ্যালঘু মোর্চা সম্পর্কে জানেন না শুভেন্দু অধিকারী'।'বিজেপিতে নতুন এসেছেন, শুভেন্দুর উচিত দলকে ভাল ভাবে জানা'।রাজ্যের বিরোধী দলনেতা সম্পর্কে মন্তব্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতির
কোটা-বিরোধী আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। এই পরিস্থিতিতে প্রাণ হাতে করে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা।জলপাইগুড়ির ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চলছে যাতায়াত। কেউ পড়তে গিয়েছিলেন বাংলাদেশে, কেউ ভারতে এসেছিলেন ঘুরতে। দু’দলই তড়িঘড়ি ফিরতে চাইছেন বাড়ি। ফুলবাড়ি সীমান্ত দিয়ে নেপালের কয়েকজন পড়ুয়াও সড়কপথে দেশে ফিরছেন।
এটা শুধু রাজনৈতিক সভা নয়। বাংলার অস্তিত্বরক্ষা, বাংলা মাকে রক্ষা এবং দেশের অস্তিত্ব রক্ষার সভাও এটা। কোথাও কোনও ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। সভামঞ্চের প্রস্তুতি দেখতে এসে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মোবাইল নম্বর, বারবার জায়গা বদলেও হল না শেষরক্ষা, গ্রেফতার জামাল। মাস্ক পরে রাস্তায় বেরোতেই পুলিশের জালে তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার। গোপন সূত্রে খবর পেয়ে জামাল সর্দারকে গ্রেফতার করে পুলিশ
আবহাওয়া ভাল থাকলে অখিলেশ যাদব আসবেন ২১ জুলাইয়ের সমাবেশে। এই খবর দিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বারবার জায়গা বদল, মোবাইল ফোন ও নম্বর বদলে ফেলেও শেষ রক্ষা হল না। মুখে মাস্ক পরাই কাল হল সোনারপুরের জামালউদ্দিন সর্দারের। পুলিশের দাবি, প্রতাপনগর থেকে পালিয়ে গিয়ে ঘুটিয়ারি শরিফে চলে যান জামাল। রাত কাটান বাঁশ বাগানে।সেখান থেকে বাগুইআটি ঘুরে জামাল চলে আসেন সোনারপুরের মিলন পল্লিতে এক পরিচিতর বাড়ি। এরপর ফের ডানকুনি চলে যান জামাল। বৃহস্পতিবার এসে ওঠেন কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার বৈরামপুরে। গোপন সূত্রে খবর পেয়ে ওঁৎ পেতেছিল পুলিশ। মাস্ক পরে থাকায় পুলিশের নজরে পড়ে যান জামাল। পুলিশ সূত্রে খবর, আইন-কানুন জানা থাকায় মোবাইল ফোন ও নম্বর বদলে ফেলেন অভিযুক্ত। মাসছয়েকের জন্য দূরে কোথাও পালানোর পরিকল্পনা ছিল। সেইমতো স্ত্রী ও সন্তানদের থাকার ব্যবস্থাও করে ফেলেছিলেন জামাল। কিন্তু মুখের মাস্কই শেষপর্যন্ত তাঁকে ধরিয়ে দিল।
ভরসন্ধেয় বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রায় ৭ লক্ষ টাকার সামগ্রী লুঠ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাওড়ার বাগনানের বালি গ্রামে। কর্মসূত্রে কুয়েতে থাকেন গৃহকর্তা। অভিযোগ, গতকাল সন্ধেয় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ঢুকে পড়ে দুই দুষ্কৃতী। গৃহবধূর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ ও সোনার গয়না মিলিয়ে প্রায় ৭ লক্ষ টাকার সামগ্রী নিয়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে বাগনান থানার পুলিশ।
কোটা-বিরোধী আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। এই পরিস্থিতিতে প্রাণ হাতে করে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা।জলপাইগুড়ির ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চলছে যাতায়াত। কেউ পড়তে গিয়েছিলেন বাংলাদেশে, কেউ ভারতে এসেছিলেন ঘুরতে। দু’দলই তড়িঘড়ি ফিরতে চাইছেন বাড়ি। ফুলবাড়ি সীমান্ত দিয়ে নেপালের কয়েকজন পড়ুয়াও সড়কপথে দেশে ফিরছেন।
কৃষ্ণনগরে তোলা না দেওয়ায়, ব্যবসায়ীকে 'গুলি'। রাস্তায় ফেলে মারধরের অভিযোগে গ্রেফতার দুই অভিযুক্ত। ধৃত কুণাল ও সৈকত হালদারকে আদালতে পেশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে কৃষ্ণনগর PWD মোড় থেকে পাকড়াও। ধৃতদের মধ্যে কুণাল টিএমসিপি-র নেতা, স্বীকার করেছে দলেরই একাংশ
একুশে জুলাই উপলক্ষ্যে হাওড়ায় আসছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। সালকিয়ার শ্রীরাম বাটিকা ও শ্যাম গার্ডেনে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজ সকালে পরিদর্শনে যান মন্ত্রী অরূপ রায় ও তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। কর্মী, সমর্থকদের জন্য রান্নাতেও হাত লাগান মন্ত্রী। হাওড়া স্টেশনের কাছে লঞ্চঘাটে তৈরি করা হয়েছে অভ্যর্থনা মঞ্চ।
একুশে জুলাইয়ের সমাবেশের আগেই কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার কারণে সাংগঠনিক বিষয় থেকে সাময়িক বিরতি নেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।
এপার বাংলায় চিকিৎসা করাতে এসে বিপদে পড়েছেন ওপার বাংলার বাসিন্দারা। দেশে আত্মীয়-পরিজনের খবর পাচ্ছেন না। কারও ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, কারও আবার টাকা ফুরিয়ে এসেছে। EM বাইপাস লাগোয়া পঞ্চসায়র থানা এলাকায় একাধিক হোটেল ও গেস্ট হাউস রয়েছে। বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে এসে অনেকেই এখানে ওঠেন। দেশে ফেরানোর ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।
২১ জুলাই ডিম-ভাত খেতে ধর্মতলায় যাওয়ার আগে বিমা করিয়ে যান। তৃণমূলের একুশে-সমাবেশের আগে হুগলির সপ্তগ্রামে এই ধরনের নামহীন পোস্টার দেখা গেল। পোলবা-দাদপুর ব্লকের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটা রয়েছে। এর আগে একুশে জুলাই তৃণমূল নেতা, কর্মীদের বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ। তৃণমূলের দাবি, এবারও পোস্টারকাণ্ডের নেপথ্যে রয়েছে বিজেপি। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব অথবা যাঁরা লোকসভায় ভোট দিতে পারেননি, তাঁরা এই পোস্টার দিতে পারেন, দায় এড়িয়ে দাবি গেরুয়া শিবিরের।
বিহারের গ্যাংস্টার সুবোধ সিংহের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। ব্যবসায়ীর গাড়িতে শ্যুটআউট মামলায় পুলিশ হেফাজতের নির্দেশ ব্যারাকপুর কোর্টের। গত ১৫ জুন ব্যারাকপুরের ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে শ্যুটআউটের ঘটনা ঘটে। বিহারের জেলে বসে সুবোধ হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন অজয় মণ্ডল। সেই ঘটনাতেই আজ সুবোধকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে বেলঘরিয়া থানার পুলিশ
আড়িয়াদহকাণ্ডে অভিযুক্ত জয়ন্ত সিংহের শাগরেদ রাহুল গুপ্তকে আদালতে পেশ। বরানগর স্টেশন থেকে গ্রেফতার রাহুল গুপ্ত, দাবি পুলিশের। তালতলা স্পোর্টিং ক্লাবে নৃশংস অত্যাচারের ঘটনায় পাকড়াও। ভাইরাল ভিডিও-য় জয়ন্তর শাগরেদ রাহুল গুপ্তকে দেখা যায়। ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে ছিলেন রাহুল, পুলিশ সূত্রে খবর ।
২১ জুলাই পালনের আগে এক্স হ্যান্ডেলে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, আগামীকাল আবার একুশে! ২১শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন। অত্যাচারী সিপিআইএম-এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার ১৩ জন সহযোদ্ধাকে। তাই ২১শে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ। ২১শে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ। প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায়, ভালোবাসায় আমরা বীর সেই শহিদদের তর্পণ করি। শুধু তাঁরাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের সবাইকেই এই দিনে আমরা স্মরণ করি। সেই সঙ্গেই আমরা এ দিনটিকে 'মা-মাটি-মানুষ দিবস' হিসেবে পালন করি; নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয় তাকে মানুষের উদ্দেশে উৎসর্গ করি। সেজন্যও এদিন বিশেষ তাৎপর্যপূর্ণ।
বিহারের গ্যাংস্টার সুবোধ সিং-কে এবার হেফাজতে পেতে চায় বেলঘরিয়া থানার পুলিশ। বেলঘরিয়ার রথতলায় BT রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলিকাণ্ডে সুবোধকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। গত ১৫ জুন ব্যারাকপুরের ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে শ্যুটআউটের ঘটনা ঘটে। ব্যবসায়ী অভিযোগ করেন, বিহারের জেলে বসে সুবোধ তাঁকে হুমকি ফোন করে। সেই ঘটনাতেই আজ সুবোধ সিং-কে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করবে বেলঘরিয়া থানার পুলিশ।
পুলিশ-প্রশাসন, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের একাংশের সঙ্গে যোগসাজশ ছিল জামালউদ্দিন সর্দারের। তৃণমূলের নাম ভাঙিয়ে বিভিন্ন বেআইনি কাজকর্ম চালাতেন জামাল। আমাকে গাড়ি চাপা দিয়ে মারতে ৩ লক্ষ টাকা সুপারি দেয় একজনকে। এমনকী, আমার ছেলে-মেয়েকে অপহরণের চেষ্টা হয়েছিল। পুলিশকে জানিয়েও কাজ হয়নি। সোনারপুরের জামালউদ্দিন সর্দার গ্রেফতার হওয়ার পর একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন প্রতাপনগরের বাসিন্দা সমীর নস্কর।তাঁর অভিযোগ, একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, ২ মে বিজেপি কর্মী হারাণ অধিকারী খুন হন। খুনের ঘটনাতেও যুক্ত ছিলেন জামাল। এই সমস্ত কাজের প্রতিবাদ করাতেই তিনি জামালের রোষের মুখে পড়েন বলে দাবি করেছেন সমীর নস্কর। এর আগে জামাল দাবি করেন, এই সমীরই তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছেন।
শহরের ত্রিফলা আলোর ভবিষ্যৎ কি অন্ধকার? প্রশ্নটা উঠছে। কারণ এনিয়ে দ্বন্দ্ব দানা বেঁধেছে কলকাতা পুরসভার অন্দরেই। মেয়র পারিষদের দাবি, ত্রিফলা স্তম্ভ খারাপ হলে আর সারানো হবে না, বসবে নতুন আলো। সেখানে মেয়রের দাবি, ত্রিফলা কলকাতার পরিচিতি, সরানো হবে না, খারাপ হলে সারানো হবে।
'বিজেপির সংখ্যালঘু মোর্চা সম্পর্কে জানেন না শুভেন্দু অধিকারী। বিজেপিতে নতুন এসেছেন, শুভেন্দুর উচিত দলকে ভাল ভাবে জানা', রাজ্যের বিরোধী দলনেতা সম্পর্কে মন্তব্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতির।
'শুভেন্দু যা বলেছেন, তা হয়ত তাঁর ব্যক্তিগত মন্তব্য। বিজেপির সংখ্যালঘু মোর্চাকে কেউ শেষ করতে পারবে না', মন্তব্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকির
সরকারি দফতরে ঢুকে আধিকারিককে শাসানি! সরকারি দফতরে ঢুকে সরকারি ইঞ্জিনিয়ারকে হুমকি। রায়গঞ্জে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের দাদাগিরি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিস থেকে ২১ জুলাইয়ের প্ল্য়াকার্ড সরানোয় হুমকি। অ্য়াসিস্ট্য়ান্ট ইঞ্জিনিয়ারের ঘরে চড়াও তৃণমূল প্রভাবিত রাজ্য় সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য়রা। অ্য়াসিস্ট্য়ান্ট ইঞ্জিনিয়ারকে ২১ জুলাইয়ের প্ল্য়াকার্ড লাগানোর নির্দেশ!
ফের রাজ্যে বেআইনি বাজি কারখানার হদিশ মিলল। এবার দক্ষিণ ২৪ পরগনার পিয়ালিতে বেআইনি বাজি কারখানা থেকে উদ্ধার হল বিভিন্ন রাসায়নিক ও প্রচুর পরিমাণ বিস্ফোরক। গতকাল জীবনতলা থানার পুলিশ ও ক্যানিংয়ের SDPO-র নেতৃত্বে অভিযান চলে। বেআইনি বাজি কারখানার মালিক-সহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। কারখানার বাইরে পুলিশ পিকেট বসানো হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে। পুলিশের নজরদারি এড়িয়ে ক্যানিংয়ের পিয়ালিতে কীভাবে বেআইনি বাজি কারখানা চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কাল তৃণমূলের একুশে জুলাই সমাবেশ। ধর্মতলায় জোরকদমে চলছে প্রস্তুতি। এদিকে, জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা। প্রত্য়েকবারের মতোই কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ট্রেনে, বাসে চড়ে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা।
আপত্তিজনক ছবি পাঠিয়ে ভিডিও কল রেকর্ড করে চলত ব্ল্যাকমেল। কখনও ডেটিং অ্যাপের মাধ্যমেও পাতা হত প্রতারণার ফাঁদ। রাজারহাটের একটি বাড়িতে মিলল প্রতারণা চক্রের হদিশ।গতকাল অভিযান চালিয়ে ৩ মহিলা-সহ চারজনকে আটক করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। উদ্ধার হয়েছে ১০০টি সিমকার্ড, একাধিক মোবাইল ফোন, গোছা গোছা ডেবিট কার্ড, বিভিন্ন ব্য়াঙ্কের পাসবই এবং বেশ কয়েকটি মুভি ক্যামেরা। বাজেয়াপ্ত করা হয়েছে ৩০টি সিমবক্স। পুলিশের অনুমান, সিমবক্সটিকে নজরদারি এড়িয়ে আন্তর্জাতিক কলের জন্য ব্যবহার করা হত। তদন্তে নেমে নিউটাউনে আরও একটি ফ্ল্যাটের হদিশ পেয়েছে পুলিশ। পুলিশের অনুমান, ভিনরাজ্যেও এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে।
ফের তৃণমূলের একাংশের বিরুদ্ধে উঠল সালিশি-মাতব্বরির অভিযোগ! চোপড়া, ফুলবাড়ির পর এবার হরিশচন্দ্রপুর। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে সালিশি সভা বসিয়ে চার ভাইকে বেধড়ক পেটানোর অভিযোগ।অভিযোগ শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ও তার দলবলের বিরুদ্ধে। টাকা নিয়ে বিবাদে সেখানেই চার ভাইয়ের ওপর ছুরি, হাঁসুয়া, লোহার রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ইতিমধ্যে ১২ জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অবশেষে গ্রেফতার সোনারপুরের তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার। গ্রেফতার করল সোনারপুর থানা ও বারুইপুর পুলিশ জেলার এসওজি। কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে গ্রেফতার। সোনারপুরের তৃণমূল কর্মী
উল্টো করে ঝুলিয়ে মারধর, শিকলে বেঁধে অত্যাচারের অভিযোগ। জমি দখল থেকে বেআইনিভাবে বাড়িতে বন্যপ্রাণী পালনের অভিযোগ। আর্থিক প্রতারণারও অভিযোগ সোনারপুরের তৃণমূল কর্মী জামালউদ্দিনের বিরুদ্ধে
দুর্ঘটনায় মৃত ছেলের দেহ দেখতে চাওয়ায় শোকার্ত বাবা-মায়ের ভাগ্যে জুটল পুলিশের মার! ছেলের মর্মান্তিক মৃত্যুতে কয়েকটা অনিবার্য প্রশ্ন করায় পুলিশের মারে রক্ত ঝরল বাবার! মারাত্মক অভিযোগ বারাসাত মেডিক্যালে। মানতে নারাজ পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে একুশে জুলাই পর্যন্ত রাজ্যে হালকা-মাঝারি বৃষ্টি চলবে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
কাল তৃণমূলের একুশে সমাবেশ। ধর্মতলায় জোরকদমে চলছে তার প্রস্তুতি। এদিকে, জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা। প্রত্য়েকবারের মতোই,গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন মঞ্চে তাদের থাকার ব্য়বস্থা করা হয়েছে।
প্রেক্ষাপট
কলকাতা: ২১ জুলাই ডিম-ভাত খেতে ধর্মতলায় যাওয়ার আগে বিমা করিয়ে যান। তৃণমূলের একুশে-সমাবেশের আগে হুগলির সপ্তগ্রামে এই ধরনের নামহীন পোস্টার দেখা গেল। পোলবা-দাদপুর ব্লকের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটা রয়েছে। এর আগে একুশে জুলাই তৃণমূল নেতা, কর্মীদের বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ। তৃণমূলের দাবি, এবারও পোস্টারকাণ্ডের নেপথ্যে রয়েছে বিজেপি। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব অথবা যাঁরা লোকসভায় ভোট দিতে পারেননি, তাঁরা এই পোস্টার দিতে পারেন, দায় এড়িয়ে দাবি গেরুয়া শিবিরের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -