West Bengal News Live Updates: ভর সন্ধ্যায় রানাঘাটে জোড়া খুন!

West Bengal Live Update: রাজ্যের সমস্ত জেলার সব খবরের লাইভ আপডেট পেতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 25 Jul 2024 10:54 PM
West Bengal News Live: কুলতলির 'টানেল ম্যান' সাদ্দাম সর্দারের কেওড়াখালির বাড়ি থেকে এবার উদ্ধার হল অস্ত্র

কুলতলির 'টানেল ম্যান' সাদ্দাম সর্দারের কেওড়াখালির বাড়ি থেকে এবার উদ্ধার হল অস্ত্র। পুলিশি অভিযানে মিলল আগ্নেয়াস্ত্র, গুলি ও ২টি নকল সোনার মূর্তি। এখনও অধরা সাদ্দামের ভাই সায়রুল।

WB News Live: ভর সন্ধ্যায় রানাঘাটে জোড়া খুন!

ভর সন্ধ্যায় রানাঘাটে জোড়া খুন! ব্যবসায়ী ও তাঁর গাড়ির চালককে কুপিয়ে খুন। নির্মীয়মাণ বাড়িতে ২জনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। নিহত ২জনের মাথা-মুখে একাধিক আঘাতের চিহ্ন। দুপুরে ফোন করে কারা ডেকে নিয়ে গিয়েছিল? তদন্তে পুলিশ।

West Bengal News Live: মিউটেশন করতে গিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার রাইপুর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের RO-বিরুদ্ধে

মিউটেশন করতে গিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার রাইপুর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের RO-বিরুদ্ধে। অভিযোগ দফতরের BLRO-র কাছে অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। যদিও BLRO-র দাবি, খতিয়ে দেখা যাচ্ছে গোটা বিষয়। অন্য়দিকে এই ঘটনায়, দফতরের বাইরে বিক্ষোভ দেখায় আদিবাসী কুড়মি সমাজের লোকেরা। 

WB News Live: মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল কাউন্সিলর

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর তাঁর ছবি হাতে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল কাউন্সিলর। লোকসভা ভোটে মানুষ কেন তৃণমূলকে ভোট দেয়নি, কোথায় ছিল খামতি, ভোটারদের কাছ থেকে জানতে চাইছেন পুরাতন মালদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিন্হা বর্মা। সবই নাটক বলে কটাক্ষ বিজেপির।

West Bengal News Live: রাজ্য বিজেপি সভাপতিকে তুলোধোনা কার্শিয়ঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার

উত্তরবঙ্গ-মন্তব্যে দলেরই বিধায়কের নিশানায় সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপি সভাপতিকে তুলোধোনা কার্শিয়ঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার। 'উত্তরবঙ্গ নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য অবাস্তব, কোনওদিনই সম্ভব নয়, লোকসভা ভোটের ফলাফলে হতাশ সুকান্ত। ২০২৬-এর ভোটের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছেন সুকান্ত। পারলে রাজ্য ভাগ করুন, মিথ্যে প্রচার করে রাজনীতি ঠিক নয়', মন্তব্য কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার

WB News Live: কুলতলির পর চোপড়া, এবার অপহরণে অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

কুলতলির পর চোপড়া। এবার অপহরণে অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। জখম চার পুলিশ কর্মী। যদিও পুলিশ সুপার জানিয়েছেন, ২ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অপহরণ মামলায় অভিযুক্তকে ধরতে গতকাল গভীর রাতে আমতলা এলাকায় হানা দেয় চোপড়া থানার পুলিশ। অভিযুক্তর বাড়িতে পৌঁছলে তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। আহতদের মধ্যে পুলিশের গাড়ির চালকও রয়েছেন। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে চোপড়া থানার পুলিশ। গ্রেফতার ৩। গত ১৫ জুলাই প্রতারণার অভিযোগে কুলতলিতে অভিযানে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। 

West Bengal News Live: গাজোলে সমবায় সমিতিতে গান পয়েন্টে রেখে ডাকাতি

গাজোলে সমবায় সমিতিতে গান পয়েন্টে রেখে ডাকাতি। গ্রেফতার ডাকাতির মাস্টারমাইন্ড-সহ ৪ জন। মূলচক্রী সমীর মণ্ডল কৃষ্ণপুর এলাকারই বাসিন্দা। আগেও সমীরের বিরুদ্ধে ছিনতাই-সহ বেশ কিছু মামলা। উদ্ধার হওয়া ৩টি বোমা নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড।

WB News Live: হাওড়ার উলুবেড়িয়ায় জেলের সামনে চোখের নিমেষে চুরি!

হাওড়ার উলুবেড়িয়ায় জেলের সামনে চোখের নিমেষে চুরি! ভরদুপুরে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর সাইকেল থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে চম্পট। চুরির ছবি বন্দি সিসি ক্যামেরায়
খোয়া গেছে ৪ লক্ষ টাকা, দাবি অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর। ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে উলুবেড়িয়া থানার পুলিশ।

West Bengal News Live: কুলতলির 'টানেল ম্যান'-এর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, মিলল নকল সোনার মূর্তি

কুলতলির 'টানেল ম্যান'-এর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার। কেওড়াখালিতে সাদ্দামের পুরনো বাড়ি থেকে উদ্ধার অস্ত্র। উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি ও ২টি নকল সোনার মূর্তি। ধৃত সাদ্দামকে জেরায় দ্বিতীয় বাড়ির হদিশ। ১৫ জুলাই কুলতলিতে সাদ্দামকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। এখনও অধরা সাদ্দামের ভাই সায়রুল সর্দার-সহ বাকিরা।

WB News Live: এবার বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি

এবার বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি! 'মালদা, মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষাণগঞ্জ, আরারিয়া, কাটিহার', বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে সংসদে দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। ৫ জেলায় জনবিন্যাস বদলের অভিযোগ এনে সওয়াল নিশিকান্ত দুবের ।

West Bengal News Live: উত্তরাখণ্ডের পর কালিম্পং, ফের টানেলে দুর্ঘটনা

উত্তরাখণ্ডের পর কালিম্পং, ফের টানেলে দুর্ঘটনা। কালিম্পঙের ভালুখোলায় রেলের নির্মীয়মাণ টানেলে মৃত্যু শ্রমিকের। সেবক-রংপো রেল প্রকল্পের T-9 টানেলে দুর্ঘটনা, মৃত্যু শ্রমিকের। মাটি সরানোর কাজ করার সময় মেশিন চাপা পড়ে মৃত্যু শ্রমিকের।

Sukanta Majumdar: উত্তরবঙ্গ-মন্তব্যে দলেরই বিধায়কের নিশানায় সুকান্ত মজুমদার

উত্তরবঙ্গ-মন্তব্যে দলেরই বিধায়কের নিশানায় সুকান্ত মজুমদার। দলের রাজ্য সভাপতিকে তুলোধোনা কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার। 'উত্তরবঙ্গ নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য অবাস্তব, কোনওদিনই সম্ভব নয়, লোকসভা ভোটের ফলাফলে হতাশ সুকান্ত। ২০২৬-এর ভোটের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছেন সুকান্ত। পারলে রাজ্য ভাগ করুন, মিথ্যে প্রচার করে রাজনীতি ঠিক নয়', মন্তব্য কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার।

WB News Live: ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ

ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ। গ্রেফতার তৃণমূল কর্মী দিলীপ রায় সহ ৫। নদী থেকে বালি তুলতে বাধা, জমি দখলের প্রতিবাদ করায় খুনের অভিযোগ। বিজেপির বিরুদ্ধেও অভিযোগ করেছেন নিহতের স্ত্রী।

West Bengal News Live: ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে কোপ, মালদায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য

ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে কোপ, মালদায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য। বিশ্ববিদ্যালয় চলাকালীন ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে কোপ যুবকের। ছাত্রীকে কোপের পর আত্মহত্যার চেষ্টা যুবকের। ২ জনই আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে ভর্তি।

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে নির্যাতনের অভিযোগ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সান্ধ্য বিভাগের ছাত্র। ছাত্রকে উদ্ধার করতে গেলে মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে বাধার অভিযোগ।

Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ প্রত্যাহার করছেন না পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক

অধ্যক্ষ হস্তক্ষেপ করলেও নিজের অবস্থানে অনড় তপন চট্টোপাধ্যায়। শুভেন্দুর বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ প্রত্যাহার করছেন না পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। 'অধ্যক্ষের সিদ্ধান্ত মাথা পেতে নিচ্ছি, কিন্তু অভিযোগ প্রত্যাহার করছি না, আবার এই ধরনের মন্তব্য করলে, আবার বলব', মন্তব্য পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের।

West Bengal News Live: নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়া অনিশ্চিত

শেষ মুহূর্তে আজ দিল্লি গেলেন না মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়াও অনিশ্চিত। শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক। বাজেটে বঞ্চনার অভিযোগে আগেই বৈঠক বয়কটের ডাক কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের। বৈঠক বয়কটের সিদ্ধান্ত তামিলনাড়ু, পাঞ্জাব, কেরল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরও। 

WB News Live: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীর গলা কেটে আত্মহত্যার চেষ্টা যুবকের

মালদায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ছাত্রীর গলায় কোপ। ছাত্রীর গলা কেটে নিজেও আত্মহত্যার চেষ্টা যুবকের। দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

West Bengal News Live: শেষ মুহূর্তে আজ দিল্লি গেলেন না মুখ্যমন্ত্রী

শেষ মুহূর্তে আজ দিল্লি গেলেন না মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়াও অনিশ্চিত। শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক। বাজেটে বঞ্চনার অভিযোগে আগেই বৈঠক বয়কটের ডাক কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের। বৈঠক বয়কটের সিদ্ধান্ত তামিলনাড়ু, পাঞ্জাব, কেরল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরও। 

WB News Live: উত্তরবঙ্গ-মন্তব্যে দলেরই বিধায়কের নিশানায় সুকান্ত মজুমদার

উত্তরবঙ্গ-মন্তব্যে দলেরই বিধায়কের নিশানায় সুকান্ত মজুমদার। দলের রাজ্য সভাপতিকে তুলোধোনা কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার।  'উত্তরবঙ্গ নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য অবাস্তব, কোনওদিনই সম্ভব নয়'। 'লোকসভা ভোটের ফলাফলে হতাশ সুকান্ত'। '২০২৬-এর ভোটের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছেন সুকান্ত'। 'পারলে রাজ্য ভাগ করুন, মিথ্যে প্রচার করে রাজনীতি ঠিক নয়', মন্তব্য কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার। 

West Bengal News Live: বিধানসভায় শুভেন্দু অধিকারী-তপন চট্টোপাধ্যায়ের বচসা, অনভিপ্রেত ঘটনা, বললেন স্পিকার

বিধানসভায় শুভেন্দু অধিকারী-তপন চট্টোপাধ্যায়ের বচসা। অনভিপ্রেত ঘটনা, বললেন স্পিকার। গতকাল পুরনো আক্রমণের জবাব দিতে গিয়ে শুভেন্দুর দিকে তেড়ে যান তৃণমূল বিধায়ক। বাক বিতণ্ডায় জড়ান শুভেন্দু অধিকারী-তপন চট্টোপাধ্যায়। 'গতকাল দুই বিধায়ক মধ্যে যে ঘটনা ঘটেছিল, তা অনভিপ্রেত'। 'দুই জনই অভিযোগ করেছেন, আমি মার্শালের সঙ্গে কথা বলেছি'। এটা না ঘটলেই ভাল হত, জানালেন স্পিকার। 'সবাইকে অনুরোধ করব বাইরের রাজনৈতিক ঘটনা ভিতরে টেনে আনবেন না'। 'বিধানসভার অন্দরে উত্তেজনা থাকে, কিন্তু বন্ধুত্ব মূলক আচরণ করা উচিত'। 'নিরাপত্তার অভাব বোধ করার কিছু নেই'। 'তবে কেউ যদি ভয় পান, তাহলে এমন কোনও আচরণ করা উচিত নয়', গতকালের ঘটনা নিয়ে মন্তব্য বিধানসভার স্পিকারের। স্পিকারের বক্তব্যের পর বিধানসভায় প্রতিবাদ বিজেপি বিধায়কদের। 'শাসক এমন আক্রমণ করলে কি আমাদের চুপ করে শুনতে হবে?'
প্রশ্ন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। আপনারা এমন কিছু বলবেন না, যাতে কেউ অসম্মানিত হন, মন্তব্য স্পিকারের। 

WB News Live: আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর বাতিল, নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়াও অনিশ্চিত

মুখ্যমন্ত্রী আজ দিল্লি যাচ্ছেন না। আজ মুখ্যমন্ত্রীর দিল্লি সফর বাতিল। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়াও অনিশ্চিত। শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক। বাজেটে বঞ্চনার অভিযোগে আগেই বৈঠক বয়কটের ডাক কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের। বৈঠক বয়কটের সিদ্ধান্ত তামিলনাড়ু, পাঞ্জাব, কেরল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরও। 

West Bengal News Live: রামপুরহাটে সভা বাতিল করেছে প্রশাসন, এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি শুভেন্দুর

রামপুরহাটে সভা বাতিল করেছে প্রশাসন, এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি শুভেন্দুর। 'রাজ্য সরকারের বিরোধিতা করলেই বিরোধীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে'। 'গণতান্ত্রিক অধিকার কাড়ছে রাজ্য সরকারের পুলিশ ও প্রশাসন'। 'আজ রামপুরহাটে এসডিও অফিসের সামনে ধর্না কর্মসূচি ছিল'। '৩ দিন আগে ধর্নার অনুমতি চাওয়া হয়'। 'শেষ মুহূর্তে কোনও বৈধ কারণ না দেখিয়েই কর্মসূচি বাতিল করে পুলিশ', দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ধর্না কর্মসূচির জন্য আদালতে যাওয়ারও হুঁশিয়ারি বিরোধী দলনেতার। 

WB News Live: উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অন্তর্ভুক্ত করতে সুকান্ত মজুমদারের আবেদন ঘিরে তোলপাড়

উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অন্তর্ভুক্ত করতে সুকান্ত মজুমদারের আবেদন ঘিরে তোলপাড়। কেন্দ্রীয় মন্ত্রীর প্রস্তাবে বাংলা ভাগের ষড়যন্ত্র দেখছে তৃণমূল। 'বিমল গুরুঙ্গের সঙ্গে গোর্খাল্যান্ডের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল বিজেপি'। 'বাংলাকে বিভাজনের চেষ্টা প্রথম থেকে রুখেছি', সুকান্ত মজুমদারের প্রস্তাবের প্রতিবাদ করে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live: কুলতলির 'টানেল ম্যান'-এর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

কুলতলির 'টানেল ম্যান'-এর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার। কেওড়াখালিতে সাদ্দামের পুরনো বাড়ি থেকে উদ্ধার অস্ত্র। উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি ও ২টি নকল সোনার মূর্তি। ধৃত সাদ্দামকে জেরায় দ্বিতীয় বাড়ির হদিশ। ১৫ জুলাই কুলতলিতে সাদ্দামকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। এখনও অধরা সাদ্দামের ভাই সায়রুল সর্দার-সহ বাকিরা। 

WB News Live: অপহরণে অভিযুক্তকে ধরতে গিয়ে উত্তর দিনাজপুরের চোপড়ায় আক্রান্ত পুলিশ

অপহরণে অভিযুক্তকে ধরতে গিয়ে উত্তর দিনাজপুরের চোপড়ায় আক্রান্ত পুলিশ। ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে।জখম চার পুলিশ কর্মী। যদিও পুলিশ সুপার জানিয়েছেন, ২ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অপহরণ মামলায় অভিযুক্তকে ধরতে গতকাল গভীর রাতে আমতলা এলাকায় হানা দেয় চোপড়া থানার পুলিশ। অভিযুক্তর বাড়িতে পৌঁছলে তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। আহতদের মধ্যে পুলিশের গাড়ির চালকও রয়েছেন। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে চোপড়া থানার পুলিশ। অভিযুক্ত পলাতক। 

West Bengal News Live: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে মুচিপাড়া থানার তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে ষড়যন্ত্রের অভিযোগ সজল ঘোষের

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে মুচিপাড়া থানার তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে ষড়যন্ত্রের অভিযোগে সরব হলেন সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির সম্পাদক ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তাঁর দাবি, এরকম নির্দেশিকা কলকাতার অন্য কোনও পুজো কমিটিকে পাঠায়নি পুলিশ। এবিষয়ে, ডিসি সেন্ট্রাল জানিয়েছেন, পুজো কমিটির কোনও আপত্তি থাকলে থানার আধিকারিকের সঙ্গে কথা বলতে পারেন।

WB News Live: ভরদুপুরে মালদার গাজোলে সমবায় সমিতিতে গান পয়েন্টে ডাকাতি, গ্রেফতার ৪

ভরদুপুরে মালদার গাজোলে সমবায় সমিতিতে গান পয়েন্টে ডাকাতি। ভল্ট ভেঙে লক্ষ লক্ষ টাকা লুঠ করে পালানোর সময়, পুলিশের গুলিতে জখম হল ২ দুষকৃতী। মালদার পুলিশ সুপার জানান, এখনও পর্যন্ত পুলিশের জালে ৪ জন ধরা পড়েছে। তাঁদের মধ্য়ে দু'জনের বাড়ি মালদার চাঁচলে। দুষ্কৃতীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা উদ্ধার হয়েছে। অন্য়দিকে, ঘটনার পর ফের একবার আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেছে বিরোধীরা।

West Bengal News: পুলিশকে লক্ষ্য করে জলপাইগুড়িতে 'শ্যুটআউট'!

গভীর রাতে এলাকায় সন্দেহজনক গাড়ি, ধাওয়া করতেই পুলিশকে লক্ষ্য় করে গুলি চালানোর অভিযোগ উঠল। গতকাল রাত আড়াইটে নাগাদ জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, নাইট পেট্রলিংয়ের সময় একটি গাড়িতে ৪-৫ জনকে দেখে সন্দেহ হয়। ধাওয়া করতেই ওই গাড়ি থেকে গুলি ছুটে আসে। গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রায় ৩-৪ রাউন্ড গুলি চলেছে বলে পুলিশ সূত্রে খবর। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। জেলার বাণিজ্য কেন্দ্র দিনবাজারে ডাকাতির ছক? উঠছে প্রশ্ন। আতঙ্কিত ব্যবসায়ীরা। 

WB News Live: ঢোলাহাটের পর এবার কল্যাণী, ফের পুলিশের মারে মৃত্যুর অভিযোগ

ঢোলাহাটের পর এবার কল্যাণী, ফের পুলিশের মারে মৃত্যুর অভিযোগ। কল্যাণীতে চোর সন্দেহে যুবককে বেঁধে হেনস্থা, পুলিশের মারে মৃত্যুর অভিযোগ। পেশায় টোটো চালককে থানায় নিয়ে গিয়ে মারধরের অভিযোগ পরিবারের। পুলিশের মারে যুবকের মৃত্যু, জানতে গেলে দুর্ব্যবহারের অভিযোগ পরিবারের। 'ছাগল চোর সন্দেহে কয়েকজন মারধর করে, খবর পেয়ে উদ্ধার করে পুলিশ'। 'অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত ঘোষণা', বাকি বিষয়টি কল্যাণী থানা খতিয়ে দেখছে, দাবি জেলা পুলিশ সূত্রে। 

West Bengal News Live: কলকাতার রাস্তায় অফিস টাইমে চলন্ত বাসে আগুন-আতঙ্ক

অফিস টাইমে চলন্ত বাসে আগুন-আতঙ্ক। সকাল সাড়ে ৮টা নাগাদ মহাজাতি সদনের সামনে বিরাটি-বিবাদী বাগ রুটের মিনিবাস থেকে গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করেন। বিবাদী বাগ থেকে বিরাটির দিকে যাওয়ার পথে, বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 


 

WB News Live: হাতে নেত্রীর ছবি, ভোটে দল না জেতায় বাড়ি বাড়ি ঘুরে 'খামতি' জানতে চাইছেন তৃণমূল কাউন্সিলর

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর তাঁর ছবি হাতে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল কাউন্সিলর। লোকসভা ভোটে মানুষ কেন তৃণমূলকে ভোট দেয়নি, কোথায় খামতি, ভোটারদের কাছ থেকে জানতে চাইছেন পুরাতন মালদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিন্হা বর্মা। মালদার দুটি লোকসভা কেন্দ্রেই তৃণমূূল হেরেছে। একুশে জুলাইয়ের সভা থেকে দলীয় নেতাদের বাড়ি বাড়়ি গিয়ে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। 
দলনেত্রীর নির্দেশ শিরোধার্য করে গতকাল নিজের ওয়ার্ডে ঘোরেন তৃণমূল কাউন্সিলর। এভাবে শুদ্ধিকরণ হবে না, গোটাটাই তৃণমূলের নাটক, কটাক্ষ করেছে বিজেপি। 

West Bengal News Live: জেলে জেসিবি, এখনও চোপড়ায় গ্যাংয়ের অত্যাচার?

জেলে জেসিবি, এখনও চোপড়ায় গ্যাংয়ের অত্যাচার? পাওনা টাকা চাওয়ায় হামলা, ফাটিয়ে দেওয়া হল মাথা। সিকিমে কাজ করতে গিয়েও টাকা আটকে রাখার অভিযোগ। 'মজুরির টাকা চাইতে গেলে চড়াও হয় জেসিবি ঘনিষ্ঠ ঠিকাদারের ভাই'। শ্রমিকদের উপর হামলায় অভিযুক্ত জেসিবি-ঘনিষ্ঠ জব্বার। চোপড়া থানায় জেসিবি-ঘনিষ্ঠ জব্বারের বিরুদ্ধে অভিযোগ। 

WB News Live: প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। অন্যদিকে বাজেটে বঞ্চনার প্রতিবাদে বৈঠক বয়কটের ডাক কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের। বৈঠকে থাকবেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী DMK-র স্ট্যালিনও। যাচ্ছেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। 

West Bengal News Live: উত্তরবঙ্গে অব্যাহত দখলদারি উচ্ছেদ অভিযান

উত্তরবঙ্গে অব্যাহত দখলদারি উচ্ছেদ অভিযান। এবার জলপাইডগুড়ির দোমহনি এলাকায় বুলডোজার নামিয়ে গুঁড়িয়ে দেওয়া হল সরকারি জলাজমির ওপর তৈরি হওয়া একের পর এক দোকান। পাশাপাশি, কালিম্পং জেলায় সরকারি জমির ওপর তৈরি হওয়া একটি বাড়ি ভেঙে দিল জেলা প্রশাসন। 

WB News Live: প্রথম বার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

প্রথম বার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কংগ্রেসের লোকসভার ডেপুটি লিডার গৌরব গগৌ এর ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিতর্কিত শব্দ ব্যবহার করলেন তমলুকের বিজেপি সাংসদ। 

West Bengal News Live: উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার

উত্তরবঙ্গ নিয়ে ফের বিজেপির নতুন কৌশল? প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে, উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, এমনটা করলে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পের জন্য় আরও বেশি টাকা পাওয়া যাবে। পাল্টা এনিয়ে বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

WB News Live: বিধানসভায় তুলকালাম, শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে গেলেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক !

বিধানসভায় তুলকালাম, শুভেন্দু অধিকারীকে পুরনো আক্রমণের জবাব দিতে গিয়ে কার্যত তেড়ে গেলেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। বিরোধী দলনেতার সঙ্গে উত্তপ্ত বাক্য় বিনিময়ে জড়ালেন বিধায়ক তপন চট্টোপাধ্য়ায়। নিগ্রহের চেষ্টার অভিযোগে স্পিকারের কাছে নালিশ জানিয়েছেন শুভেন্দু। পাল্টা অভিযোগ জানিয়েছেন তৃণমূল বিধায়কও। 

West Bengal News Live: মালদার গাজোলে সমবায় সমিতিতে গান পয়েন্টে ডাকাতি, এখনও পর্যন্ত পুলিশের জালে ৪ জন

ভরদুপুরে মালদার গাজোলে সমবায় সমিতিতে গান পয়েন্টে ডাকাতি। ভল্ট ভেঙে লক্ষ লক্ষ টাকা লুঠ করে পালানোর সময়, পুলিশের গুলিতে জখম হল ২ দুষ্কৃতী। মালদার পুলিশ সুপার জানান, এখনও পর্যন্ত পুলিশের জালে ৪ জন ধরা পড়েছে। তাঁদের মধ্য়ে দু'জনের বাড়ি মালদার চাঁচলে। দুষ্কৃতীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা উদ্ধার হয়েছে। অন্য়দিকে, ঘটনার পর ফের একবার আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেছে বিরোধীরা।

প্রেক্ষাপট

উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অন্তর্ভুক্ত করার দাবি সুকান্তর। সুকান্তর দাবিতে সমর্থন অশোকের। ঘুরিয়ে রাজ্যভাগে উস্কানি, আক্রমণে তৃণমূল। 

বাজেটে বঞ্চনা। শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে মোদি সরকারকে নিশানা অভিষেকের। 

বঞ্চনা-অভিযোগে আক্রমণ করতে গিয়ে অভিষেকের মুখে সৌমিত্রর প্রাক্তন স্ত্রীর প্রসঙ্গ। তীব্র প্রতিবাদ বিজেপি সাংসদদের। 

বিধানসভায় বেনজির ছবি। পুরনো আক্রমণের জবাব দিতে শুভেন্দুর দিকে তেড়ে গেলেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। নিগ্রহের চেষ্টার অভিযোগে স্পিকারকে নালিশ বিরোধী দলনেতার। 

আইনশৃঙ্খলা থেকে নারী নির্যাতনের অভিযোগে বিজেপির বিক্ষোভ, উত্তাল বিধানসভা। বিরোধীদের বলতে না দেওয়ারও অভিযোগ। বিজেপি শাসিত রাজ্যের প্রসঙ্গ টেনে পাল্টা তৃণমূল। 

রাজ্যপালের করা মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মুখ্যমন্ত্রী। কীভাবে মানহানি? অন্তর্বর্তী নির্দেশে ব্যাখ্যা না থাকার দাবি। কাল শুনানি। 

মুখ্যমন্ত্রী আসার আগে ধনধান্য অডিটোরিয়ামে ভাঙল লোহার ফ্রেম দেওয়া তোরণ। ২জন গুরুতর আহত। এসএসকেএমে ভর্তি। কীভাবে দুর্ঘটনা, এখনও ধোঁয়াশা। 

ধনধান্যে মুখ্যমন্ত্রীর আসার কিছুক্ষণ আগে দুর্ঘটনা। যাওয়ার কথা ছিল ১ নম্বর গেটের কাছে ভেঙে পড়া তোরণের পথ দিয়েই। 

মুখ্যমন্ত্রীর বৈঠকের আগেই সন্তোষ মিত্র স্কোয়ারের থিম জানতে চেয়ে পুলিশের চিঠি। বাকিদের কেন নয়? ষড়যন্ত্র দেখছেন সজল। দর্শনার্থী-সুরক্ষার স্বার্থে খুঁটিপুজোর আগে নোটিস, জানাল পুলিশ।

ভরদুপুরে গাজোলে সমবায় সমিতিতে গান পয়েন্টে ডাকাতি। ক্যাশিয়ারের পেটে গুলি, ৪ লক্ষ টাকা লুঠের অভিযোগ। বোমাবাজি করে চম্পট। পুলিশের সঙ্গে গুলির লড়াই। আটক ৪। 

ইসলামপুরে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন। গ্রেফতার দলেরই নেতা-সহ ৭। জমি নিয়ে পারিবারিক বিবাদ, রাজনৈতিক যোগ উড়িয়ে দাবি তৃণমূলের।
কর্মী খুন, জালে তৃণমূল নেতা

রায়গঞ্জের পর কুলপি। ফের শাসকের দাদাগিরি! বৈঠকে গৃহীত প্রস্তাবে আপত্তি। পঞ্চায়েত সচিবের গলা টিপে ধরলেন তৃণমূলের উপপ্রধান। দফতরে ঢুকতে বারণ করল ব্লক তৃণমূল। 

জেলে জেসিবি, এখনও চোপড়ায় গ্যাংয়ের অত্যাচার? মজুরির পাওনা টাকা চাওয়ায় শ্রমিকদের ওপর হামলার অভিযোগ জেসিবি-ঘনিষ্ঠ জব্বারের বিরুদ্ধে। 

গ্রেফতারির প্রায় ৩ সপ্তাহ পরেও স্বমহিমায় আড়িয়াদহকাণ্ডের অভিযুক্ত জয়ন্ত। গাড়ি থেকে নেমে সটান ঢুকলেন কোর্টে, ধরেও রাখল না পুলিশ। 

জীবন্ত অবস্থাতেই বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছিল জলে। রিজেন্ট পার্কে মহিলার মৃত্যুতে এখনও রহস্য। ঈগল, মোবারক লেখা ট্যাটুর সূত্র ধরে তদন্তে পুলিশ। 

পাটুলিতে বাড়িতে ঢুকে যুবতীকে ধর্ষণের অভিযোগ। থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত নাবালককে গ্রেফতার করল পুলিশ। 

কালীঘাটে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির। প্রায় এক ঘণ্টা ডাউনে লাইনে ব্যাহত মেট্রো চলাচল। দুর্ভোগ যাত্রীদের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.