West Bengal News LIVE Updates: প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার সুপ্রিম কোর্টে শুনানি

West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 27 Apr 2024 11:00 PM
West Bengal News LIVE Updates: প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে শুভেন্দুকে আক্রমণে অভিষেক

'একদিকে মমতা চাকরি দিচ্ছে, অন্যদিকে বিজেপি চাকরি খাচ্ছে', প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে শুভেন্দুকে আক্রমণে অভিষেক।

WB Live News: প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার সুপ্রিম কোর্টে শুনানি

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার সুপ্রিম কোর্টে শুনানি। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সোমবার শুনানি। 

West Bengal News LIVE Updates: প্রচারে বেরিয়ে কুণাল ঘোষের আক্রমণের জবাব দিলেন দেব

মিঠুন চক্রবর্তীর প্রশংসা করায় নিশানা করেছিলেন কুণাল ঘোষ। আজ হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পাণ্ডুয়ায় রোড শো করেন দেব। সেখান থেকে কুণাল ঘোষের আক্রমণের জবাব দিলেন দেব।

WB Live News: বামেদের এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

বামেদের এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম নেতা-কর্মীদের। নিয়োগে দুর্নীতির জেরে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল। দোষীদের শাস্তি, যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে পথে মীনাক্ষীরা। করুণাময়ীতে মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বামেদের। 

West Bengal News LIVE Updates: হেলিকপ্টারের আসনে বসতে গিয়ে পড়ে গেলেন, তবে নিজেকে সামলে সভায় আসেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুরে হেলিকপ্টারের আসনে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে কুলটির সভায় যাওয়ার সময় এই বিপত্তি হয়। তবে, নিজেকে সামলে নিয়ে, ওই হেলিকপ্টারেই কুলটির সভায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যও রাখেন।

WB Live News: মে মাসের শুরুতেও গরমে পুড়বে বাংলা, কবে নামবে স্বস্তির বৃষ্টি?

এপ্রিলের শেষ তো বটেই, মে মাসের শুরুতেও গরমে পুড়বে বাংলা। আগামী কয়েকদিন আরও চড়বে পারদ। কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এই গরম থেকে এখনই মুক্তি মিলছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

West Bengal News LIVE Updates: কেন্দ্রীয় এজেন্সি নিয়ে নাম না করে শুভেন্দুকে নিশানা ফিরহাদের

কেন্দ্রীয় এজেন্সি নিয়ে নাম না করে শুভেন্দুকে নিশানা ফিরহাদের। 'যে সত্যি সত্যি টাকা নিয়েছে, সে বিজেপির ওয়াশিং মেশিন হয়ে গেছে। আমাকে জেলে ঢুকিয়ে দিল, আর নিজে ওয়াশিং মেশিন হয়ে গেল। বিজেপি চোর, যাবি কোথায়? আমরা সবাই এসে তোদের দেখানো পথেই নতুন করে মামলা করব', মালদার রতুয়ায় নাম না করে শুভেন্দুকে নিশানা ফিরহাদ হাকিমের। 

WB Live News: সন্দেশখালিতে উদ্ধার একটা কোল্ট অফিশিয়াল পুলিশ রিভলভার

সন্দেশখালিতে উদ্ধার একটা কোল্ট অফিশিয়াল পুলিশ রিভলভার। একটি বিদেশি ও একটি দেশি পিস্তল উদ্ধার। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৩টি মার্কিন রিভলভার। উদ্ধার হয়েছে ১২০টি নাইন এমএম বুলেট, ৫০টি পয়েন্ট ফোর-ফাইভ ক্যালিবার কার্তুজ। উদ্ধার হয়েছে ৮টি পয়েন্ট থ্রি-টু কার্তুজ, খবর সিবিআই সূত্রে।

West Bengal News LIVE Updates: হাসনাবাদে নেতার বাড়িতে বিস্ফোরণ, চক্রান্তের অভিযোগ বিজেপির

হাসনাবাদে নেতার বাড়িতে বিস্ফোরণ, চক্রান্তের অভিযোগ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে বোমা রেখে যাওয়ার অভিযোগ বিজেপির। সবাইকে বাইরে আটকে বোমা রেখে যাওয়ার অভিযোগে বিক্ষোভ। 

WB Live News: সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, একাধিক প্রশ্ন তুলে পোস্ট অমিত মালব্যর

সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, একাধিক প্রশ্ন তুলে পোস্ট অমিত মালব্যর। 'সন্দেশখালি থেকে উদ্ধার হয়েছে কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার। শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার পুলিশের রিভলভার। এই শেখ শাহজাহানকেই বিধানসভায় দাঁড়িয়ে আড়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। শেখ শাহজাহানের মতো অপরাধীর ঘনিষ্ঠের কাছে কীভাবে গেল পুলিশের রিভলভার? পুলিশের রিভলভারটি কি রাজ্যের অস্ত্রাগার থেকে চুরি হয়েছে? যদি চুরি হয়ে থাকে, সেটা কি রিপোর্ট করা হয়েছিল? রাজ্য পুলিশের ডিজি-কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। নাকি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে পুলিশ এখন সন্ত্রাসের সিন্ডিকেটের অংশ? যারা আন্তর্জাতিক অস্ত্র কারবারের মাধ্যমে বেআইনি অস্ত্রের আমদানিতে মদত দিচ্ছে। এখন এটা স্পষ্ট যে শেখ শাহজাহান শুধু ধর্ষক নয়, সন্ত্রাসবাদীও। এইসব কিছুর দায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাঁকে জবাব দিতেই হবে', সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। 

West Bengal News LIVE Updates: সন্দেশখালিতে অস্ত্র এসেছিল মার্কিন মুলুক থেকে? কী বলছে CBI?

সন্দেশখালিতে অস্ত্র এসেছিল মার্কিন মুলুক থেকে? নেপথ্যে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র? তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ি থেকে অস্ত্রভাণ্ডার উদ্ধারের পর অনুমান সিবিআইয়ের। 

WB Live News: লোকসভা ভোটের আবহে দিকে দিকে প্রচারে হেভিওয়েট প্রার্থীরা

বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে কালনায় মিঠুনের সভা। হুগলির তৃণমূল প্রার্থীর সমর্থনে পাণ্ডুয়ায় দেবের রোড শো। সেলিমের সমর্থনে ডোমকলে প্রচার সভায় অধীর। 

West Bengal News LIVE Updates: হাসনাবাদে বিস্ফোরণ, নাম জড়াল বিজেপির,

হাসনাবাদে বিস্ফোরণ, নাম জড়াল বিজেপির। হাসনাবাদে বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে মজুত বোমা বিস্ফোরণ। গুরুতর আহত বাড়ির বাসিন্দারা। প্রবল গরমে মজুত বোমা বিস্ফোরণের জেরেই মর্মান্তিক ঘটনা। পুলিশ তদন্ত করে দেখুক, দাবি কুণাল ঘোষের। 

WB Live News: হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ, জখম মহিলা

হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ, জখম মহিলা। বন্ধ ঘর ঘিরে রহস্য, বিজেপি নেতার ভাইকে আটক করল পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে ফাঁসানোর চেষ্টার অভিযোগে বিক্ষোভ বিজেপির। পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের।

West Bengal News LIVE Updates: হাসনাবাদে নেতার বাড়িতে বিস্ফোরণ, চক্রান্তের অভিযোগ বিজেপির

হাসনাবাদে নেতার বাড়িতে বিস্ফোরণ, চক্রান্তের অভিযোগ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে বোমা রেখে যাওয়ার অভিযোগ বিজেপির। সবাইকে বাইরে আটকে বোমা রেখে যাওয়ার অভিযোগে বিক্ষোভ। 

WB Live News: "পুলিশ তদন্ত করে দেখুক", হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দাবি কুণাল ঘোষের

ভোটের আগে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাসনাবাদে এক বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ হয়ে একজন মহিলা জখম হয়েছেন। এই ঘটনায় দ্রুত পুলিশি তদন্তের দাবি জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। হাসনাবাদের বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে মজুত রাখা বোমায় বিস্ফোরণ হয়। এর ফলে গুরুতর জখম হয়েছেন একজন মহিলা। প্রবল গরমের কারণেই মজুত বোমায় বিস্ফোরণ হয়েছে বলে দাবি কুণাল ঘোষ। এই বিষয়ে দ্রুত পুলিশি তদন্তেরও দাবি জানান তিনি। 

West Bengal News LIVE Updates: 'এখানে বোতাম টিপুন, দিল্লিতে ভূমিকম্প হয়ে যাক', নির্বাচনী সভা থেকে আবেদন অভিষেকের

"এখানে বোতাম টিপুন, দিল্লিতে ভূমিকম্প হয়ে যাক।" শনিবার নির্বাচনী জনসভা করতে গিয়ে জনগণের কাছে এই আবেদনই জানালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, "বিজেপি নেত্রী জনসভায় বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। তারপরও বিজেপি নেতৃত্ব তাঁকে শোকজ করেনি কিংবা কোনও দুঃখপ্রকাশ করেনি। তার মানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের কথা তিনি নেতৃত্বের সম্মতিতে বলেছেন। নিজের অধিকার সামনে রেখে ভোট দিন। বিজেপি সরকার টাকা আটকে রাখার পরও রাজ্য সরকার আপনাদের টাকা দিয়েছে। তাই এখানে বোতাম টিপুন, দিল্লিতে ভূমিকম্প হয়ে যাক।"

WB Live News: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে সিবিআই

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে সিবিআই। জেরা করা হয় নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও: সূত্র। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তিনজনকে জেরা করতে আদালতে আবেদন জানায় সিবিআই। আদালতের অনুমতি মেলায় প্রেসিডেন্সি জেলে গেলেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই 'কাকু'র কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট আদালতে জমা দিয়েছে ইডি।
ফরেনসিক রিপোর্ট তাদের দাবির স্বপক্ষেই গেছে, আদালতে দাবি করে ইডি।

West Bengal News LIVE Updates: হাসনাবাদে বিস্ফোরণ, নাম জড়াল বিজেপির

হাসনাবাদে বিস্ফোরণ, নাম জড়াল বিজেপির। 'হাসনাবাদে বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে মজুত বোমা বিস্ফোরণ।' 'গুরুতর আহত বাড়ির বাসিন্দারা।' 'প্রবল গরমে মজুত বোমা বিস্ফোরণের জেরেই মর্মান্তিক ঘটনা'। পুলিশ তদন্ত করে দেখুক, দাবি কুণাল ঘোষের।

WB Live News: ফের দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী, হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

ভোটপ্রচারে বেরিয়ে ফের দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। দুর্গাপুর থেকে কুলটির সভায় যাওয়ার সময় বিপত্তি।


 


 

West Bengal News LIVE Updates: 'শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার পুলিশের রিভলভার', পোস্ট অমিত মালব্যর

সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, একাধিক প্রশ্ন তুলে পোস্ট অমিত মালব্যর। 'সন্দেশখালি থেকে উদ্ধার হয়েছে কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার'। 'শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার পুলিশের রিভলভার'। 'এই শেখ শাহজাহানকেই বিধানসভায় দাঁড়িয়ে আড়াল করেছিলেন মুখ্যমন্ত্রী'। 'শেখ শাহজাহানের মতো অপরাধীর ঘনিষ্ঠের কাছে কীভাবে গেল পুলিশের রিভলভার?' 'পুলিশের রিভলভারটি কি রাজ্যের অস্ত্রাগার থেকে চুরি হয়েছে?' 'যদি চুরি হয়ে থাকে, সেটা কি রিপোর্ট করা হয়েছিল?' 'রাজ্য পুলিশের ডিজি-কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন'। 'নাকি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে পুলিশ এখন সন্ত্রাসের সিন্ডিকেটের অংশ?' 'যারা আন্তর্জাতিক অস্ত্র কারবারের মাধ্যমে বেআইনি অস্ত্রের আমদানিতে মদত দিচ্ছে'। 'এখন এটা স্পষ্ট যে শেখ শাহজাহান শুধু ধর্ষক নয়, সন্ত্রাসবাদীও'। 'এইসব কিছুর দায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাঁকে জবাব দিতেই হবে'। সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর

WB Live News: বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাসনাবাদে বিস্ফোরণ

বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাসনাবাদে বিস্ফোরণ। লোকসভা ভোট চলাকালীন হাসনাবাদে একটি বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে গুরুতর জখম এক মহিলা। কী কারণে বিস্ফোরণ খতিয়ে দেখছে হাসনাবাদ থানার পুলিশ।

West Bengal News LIVE Updates: যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে পথে, করুণাময়ী চলো অভিযান বামেদের

যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে পথে নামল বামেরা। দুর্নীতি করে যাঁরা চাকরি পেয়েছিলেন এবং যাঁরা ঘুষ নিয়ে চাকরি দিয়েছিলেন, তাঁদের শাস্তির দাবি। শাস্তির দাবিতে করুণাময়ী চলো অভিযান বামেদের। অভিযানে শামিল হয়েছেন এসএফআই, ডিওয়াইএফআই এবং বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ। মিছিলের নেতৃত্বে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয় মিছিল। 

WB Live News: এনএসজি-কে নিয়ে সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার সিবিআইয়ের, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

এনএসজি-কে নিয়ে সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার সিবিআইয়ের। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। 'সন্দেশখালির একটি ফাঁকা জায়গায় অনৈতিক ভাবে তল্লাশি চালায় সিবিআই'। 'ভোটের দিন তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই সিবিআইয়ের এই তল্লাশি'। 'ভোটের মধ্যে এই ধরনের অভিযান, ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে'অভিযোগ করে নির্বাচন কমিশনে চিঠি তৃণমূল কংগ্রেসের। 'আইনশৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব, অথচ তল্লাশির বিষয়ে কিছু জানানো হয়নি'। 'সত্যিই অস্ত্র উদ্ধার হয়েছে নাকি সিবিআই বা এনএসজি নিজেরাই রেখেছে, তাও স্পষ্ট নয়'। 'প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতারা।

West Bengal News LIVE Updates: সন্দেশখালিতে অস্ত্র এসেছিল মার্কিন মুলুক থেকে ? নেপথ্যে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র ?

সন্দেশখালিতে অস্ত্র এসেছিল মার্কিন মুলুক থেকে ? নেপথ্যে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র? তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ি থেকে অস্ত্রভাণ্ডার উদ্ধারের পর অনুমান সিবিআইয়ের। 'উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৩টি মার্কিন রিভলভার'। এইসব অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিলাম ডেকে চড়া দামে বিক্রি করা হয়: সূত্র। কী কারণে এই অত্যাধুনিক অস্ত্র সন্দেশখালিতে মজুত করা হয়েছিল? অস্ত্র কেনার টাকাই বা এসেছিল কোথা থেকে? তদন্তে সিবিআই। 'সন্দেশখালির অস্ত্রভান্ডারে পাওয়া কিছু আগ্নেয়াস্ত্র খোলা বাজারে বিক্রি হয় না।' 'অত্যাধুনিক একেকটি আগ্নেয়াস্ত্রের দাম ৭-৮ লক্ষ টাকা।' 'সব মিলিয়ে প্রায় ৪০ লক্ষ টাকার অস্ত্র উদ্ধার হয়েছে গতকাল: সিবিআই সূত্র। কী ভাবে, কোথা থেকে আনা হল এই অস্ত্র? কী কারণে মজুত করা হয়েছিল এই বিপুল পরিমাণ অস্ত্র? কোথা থেকে কেনা হয়েছিল এই অস্ত্র? তবে কি অস্ত্র পাচারেও যুক্ত ছিল শেখ শাহজাহান? ৫ জানুয়ারি, ইডির ওপর হামলার পরেই কি এই অস্ত্রগুলি লুকিয়ে ফেলা হয়েছিল? খতিয়ে দেখছে সিবিআই, খবর সূত্রের।

WB Live News: মে মাসের শুরুতেও গরমে পুড়বে বাংলা

এপ্রিলের শেষ তো বটেই, মে মাসের শুরুতেও গরমে পুড়বে বাংলা। আগামী কয়েকদিন আরও চড়বে পারদ। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম-সহ ৭টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আগামী ৭ দিন টানা চলবে এই তাপপ্রবাহ। কলকাতায় পারদ ৪০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি, ৩৯.৭। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 


 


 

West Bengal News LIVE Updates: অগ্নিমিত্রা পালের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ খড়গপুরে

ভোটের মুখে তৃণমূল ছেড়ে কাউন্সিলরের বিজেপিতে প্রত্যাবর্তনের পরেই পার্টি অফিস দখল নিয়ে খড়গপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সামনেই দু’পক্ষের হাতাহাতি বেধে যায়। গতকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে ফেরেন খড়গপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুকেশ হুমনে। অগ্নিমিত্রার অভিযোগ, যোগদানের পর পার্টি অফিসে গন্ডগোলের খবর পেয়ে তিনি যাওয়ার চেষ্টা করায়, রাস্তায় তাঁকে বাধা দেন তৃণমূল কর্মীরা। পাল্টা পথ অবরোধের হুঁশিয়ারি দেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের সরিয়ে দেয়। শাসকদলের পাল্টা অভিযোগ, অগ্নিমিত্রাই বহিরাগতদের এনে তৃণমূলের পার্টি অফিস দখলের চেষ্টা করেন। বাধা দেওয়ায় গন্ডগোল বাধে। 

WB Live News: মালদায় প্রচারে এসে প্রধানমন্ত্রীর মুখে ফের সন্দেশখালি

মালদায় প্রচারে এসে প্রধানমন্ত্রীর মুখে ফের সন্দেশখালি। 'মা-মাটি-মানুষের কথা বলে ক্ষমতায় আসা তৃণমূল মহিলাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে'। 'সন্দেশখালিতে মহিলাদের উপর অমানবিক অত্যাচার হয়েছে'। 'তৃণমূল মূল অভিযুক্তকে আড়াল করে রেখেছিল'। 'তিন তালাক রদের বিরোধিতা করেছে তৃণমূল'। 'মালদায় মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে, তৃণমূল চুপ থেকেছে'। 'অন্যদিকে বিজেপি সরকার মহিলাদের উন্নয়নের স্বার্থে কাজ করছে'। বাংলায় মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ তুলে আক্রমণে মোদি

West Bengal News LIVE Updates: সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডার, আন্তর্জাতিক যোগ দেখছে বিজেপি

সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডার, আন্তর্জাতিক যোগ দেখছে বিজেপি। সীমান্তবর্তী এলাকায় অস্ত্রের আড়ত, দেশের সুরক্ষা কোথায়, প্রশ্ন দিলীপের। সাজানো ঘটনা, বলছে তৃণমূল।

WB Live News: মালদার ২৫০ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

উত্তর ২৪ পরগনার পর এবার মালদা। প্রাথমিকের চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর। ২০০৯-এর প্রাথমিকের, মালদার ২৫০ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

West Bengal News LIVE Updates: ২ মে সকাল ৯টায় ২০২৪-এর মাধ্যমিকের ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ

ভোটপর্বের মধ্যেই এবার মাধ্যমিক ও উচ্চমাধ্য়মিকের ফলপ্রকাশ। ২ মে সকাল ৯টায় ২০২৪-এর মাধ্যমিকের ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। তার ঠিক ৬দিন পর, ৮ মে দুপুর ১টায় প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পর্ষদ জানিয়েছে, ২ মে অর্থাৎ আগামী বৃহস্পতিবার, সকাল ৯টায় ফল ঘোষণার পাশাপাশি সকাল ৯টা ৪৫ থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। পাশাপাশি ৮ মে, দুপুর ১টায় উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ ফল ঘোষণা করলেও, অনলাইনে ফল দেখা যাবে দুপুর ৩টে থেকে। ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। মাধ্যমিকের ফলের জন্য় লগইন করুন wb10.abplive.com-এ। উচ্চমাধ্যমিকের ফলের জন্য় লগইন করুন wb12.abplive.com-এ। ওয়েবসাইটে রোল নম্বর দিলেই জানা যাবে ফল। মাধ্যমিকের রেজাল্টের দিনই পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পেলেও, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দু'দিন পরে অর্থাৎ ১০ মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা । ওইদিনই অনলাইনে
স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।

প্রেক্ষাপট

কলকাতা : প্রথমে হামলা হয়েছিল ইডির ওপর। তারপর সন্দেশখালিকাণ্ডের তদন্তে গিয়ে সেখান থেকেই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকের হদিশ পেল CBI. এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, যার হদিশ পেল CBI, তার হদিশ কেন আগে পেল না পুলিশ?


ব্যাটলফিল্ড সন্দেশখালি। ED, CBI, CRPF-এর পর এবার নামল NSG। সন্দেশখালিতে সিবিআই অভিযানের মধ্যেই উদ্ধার হল অস্ত্র। ডাকা হল NSG-এর বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। রোবট ও অত্যাধুনিক যন্ত্র দিয়ে বিস্ফোরক উদ্ধারের কাজ চলল। এলাকা ঘিরে রাখল কেন্দ্রীয় বাহিনী। 


ছাব্বিশ এগারোর মুম্বই হামলা থেকে কাশ্মীরে জঙ্গি দমন। দেশ যখন বারবার সঙ্কটের মুখোমুখি হয়েছে, তখনই ত্রাতার ভূমিকায় নেমেছে NSG...সন্দেশখালিতে বিস্ফোরক খুঁজে বার করতে, ডাক পড়ল সেই ন্য়াশনাল সিকিওরিটি গার্ডের কম্য়ান্ডোদের।


'এরা এত বড় শিক্ষা-দুর্নীতি করেছে, ২৬ হাজার পরিবারের রুটি-রুজি বন্ধ হয়ে গেছে। আর ধার করে টাকাপয়সা এনে যাঁরা তৃণমূলের নেতাদেরকে দিয়েছিলেন তার বোঝাও সাধারণ গরিব ভাই-বোনেদের মাথার ওপর চেপে গেছে। কেন্দ্রে যে বিজেপি সরকার আছে, তারা দক্ষতার সঙ্গে যুবকদেরকে চাকরি দিচ্ছে।' মোদির মুখে নিয়োগ-দুর্নীতি নিয়ে কথা। 


ময়নায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতার পোস্ট, ' আরও একটি ভয়ঙ্কর অপরাধ। ভোটের ময়দানে তৃণমূল যত মাটি হারাচ্ছে, তত হিংস্র হয়ে উঠছে। বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্যার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত দাবি করছি। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে। তদন্তের দায়িত্ব দিতে হবে  CBI-কে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রমাণ নষ্ট করার চেষ্টা করবে। ' সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.