West Bengal News Live : সৌগতর মুখে অনিশ্চয়তা, ইঙ্গিতপূর্ণ মন্তব্য় অর্জুনের
West Bengal Modi Arambag rally : রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, বিজেপিতে কৌস্তভ, জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
'দল কাকে মনোনয়ন দেবে, যদি আমায় দেয়, আমি জিততে পারব কিনা, সবই অনিশ্চয়তা!' লোকসভা ভোটের মুখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সৌগত রায়। 'টিকিট না পেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে থাকব', বললেন অর্জুন সিং। পুরো তৃণমূল দলেই, হতাশা এসে গেছে। কটাক্ষ করেছে বিজেপি। 'দিনান্ত নয়, সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছি', সৌগত রায়কে নিয়ে বললেন ব্রাত্য বসু।
মধ্য কলকাতার লি মেমোরিয়াল স্কুলে ক্লাস চলাকালীন তিনতলার হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই আবাসিকদের বইপত্র, নথি থেকে ল্যাপটপ। আতঙ্কে ক্লাস ছেড়ে পাশের মাঠে আশ্রয় নিল নীচের পড়ুয়ারা। দমকলের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউ আহত হননি। রাতে এই ঘটনা ঘটলে কী হত, আঁতকে উঠছেন আবাসিকরা।
লোকসভা ভোটের মুখে, বাংলায় প্রথম প্রচার সভায়, সন্দেশখালি ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। সন্দেশখালি প্রসঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দিকে অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণ প্রশ্নও ছুড়ে দেন নরেন্দ্র মোদি। আপনি দয়া করে কুমীরের চোখের জল ফেলবেন না, পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের।
এবারের লোকসভা ভোটে টিকিট পাওয়া নিয়ে সংশয়ের সুর দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। বৃহস্পতিবার বরানগর পুরসভার অনুষ্ঠানে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করলেন তিনি। দল টিকিট দিলেও তিনি জিততে পারবহেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ।
লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য কলকাতা সহ শহরতলির একাধিক স্কুলে অধিগ্রহণের নোটিস দিচ্ছে পুলিশ। ফলে ব্য়াহত হচ্ছে পঠনপাঠন। বেথুনে স্থগিত অষ্টম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন। বন্ধ যোধপুর পার্ক গার্লস স্কুল। কেন কেন্দ্রের স্কুলে কেন্দ্রীয় বাহিনী রাখা হবে না? এই পরিস্থিতিতে প্রশ্ন তুলেছে পর্ষদ।
লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য কলকাতা সহ শহরতলির একাধিক স্কুলে অধিগ্রহণের নোটিস দিচ্ছে পুলিশ। ফলে ব্য়াহত হচ্ছে পঠনপাঠন। বেথুনে স্থগিত অষ্টম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন। বন্ধ যোধপুর পার্ক গার্লস স্কুল। কেন কেন্দ্রের স্কুলে কেন্দ্রীয় বাহিনী রাখা হবে না? এই পরিস্থিতিতে প্রশ্ন তুলেছে পর্ষদ।
মার্চের শুরুতে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্য়ে। রবিবার ও সোমবার কলকাতায় বজ্র বিদ্য়ুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।
সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার আইএসএফ নেত্রী জুবি সাহার জামিন। বসিরহাট মহকুমা আদালতে আইএসএফ নেত্রীর জামিন মঞ্জুর। সন্দেশখালিতে অশান্তির ঘটনায় নিউটাউনের আবাসন থেকে গ্রেফতার করে পুলিশ। আয়েশা বিবির পর ধৃত আইএসএফ নেত্রী জুবি সাহার জামিন মঞ্জুর রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেফতার, অভিযোগ আইএসএফের।
মোদি-মমতা বৈঠক শেষ। বেরিয়ে বললেন, 'যা বলার রাজনৈতিক মিটিংয়ে বলব। এটা সৌজন্য বৈঠক।'
সন্দেশখালিতে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হল আরও এক আইএসএফ নেত্রীকে। নিউটাউনের একটি আবাসন থেকে আইএসএফের রাজ্য় কমিটির সদস্য় জুবি সাহাকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেফতার, অভিযোগ করেছে আইএসএফ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
সন্দেশখালিকাণ্ডে বয়ান রেকর্ডের জন্য ইডি-কে নোটিস সিআইডি-র। ইডি-র ডেপুটি ডিরেক্টরকে ৩ মার্চ ভবানী ভবনে ডেকে পাঠাল সিআইডি
৫ জানুয়ারি হামলার ঘটনায় রুজু হওয়া মামলায় অভিযোগকারী ছিলেন ইডি-র ডেপুটি ডিরেক্টর।
রাজভবনে প্রধানমন্ত্রী, যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজভবনে হবে মোদি-মমতা বৈঠক। বিকেল ৫.৩০-এর পর রাজভবনে মোদি-মমতা বৈঠক, খবর সূত্রের।
আচমকা তৃণমূল কংগ্রেসের দুই পদ থেকে ইস্তফা কুণাল ঘোষের। রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে ইস্তফা। মমতা ও অভিষেককে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন, সূত্রের খবর। নিলেন না সরকারি নিরাপত্তাও। মুখপাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও নিজেকে সরিয়ে নিলেন কুণাল ঘোষ। দলের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে কুণালের ইস্তফা, দাবি ঘনিষ্ঠ মহল সূত্রে।
আচমকা তৃণমূল কংগ্রেসের দুই পদ থেকে ইস্তফা কুণাল ঘোষের। রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে ইস্তফা। মমতা ও অভিষেককে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন, সূত্রের খবর। নিলেন না সরকারি নিরাপত্তাও। মুখপাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও নিজেকে সরিয়ে নিলেন কুণাল ঘোষ। দলের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে কুণালের ইস্তফা, দাবি ঘনিষ্ঠ মহল সূত্রে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ৭ মার্চ ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ মার্চ কলকাতায় তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল, হাঁটবেন মমতা। কলেজ স্ট্রিট, বউবাজার, ওয়েলিংটন মোড়, এস এন ব্য়ানার্জি রোড হয়ে ধর্মতলায় শেষ হবে মিছিল।
'তৃণমূল কংগ্রেস গরিব বিরোধী, তৃণমূলের বাধার জন্য বাংলায় এখনও আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা যায়নি, তৃণমূল গরিব-কৃষক-যুবক-নারীশক্তির বিকাশে বাধা দেয়', তোপ মোদির।
শিক্ষা থেকে গরু, কয়লা, রেশন দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ মোদির। 'গরিবের জমি দখল থেকে সরকারি প্রকল্প, চিটফান্ড, সবেতেই তৃণমূলের দুর্নীতি, দুর্নীতি করেছে বলেই তো তৃণমূল নেতার ঘরে নোটের পাহাড়, সিনেমাতেও কারও ঘর থেকে এত টাকা উদ্ধারের ছবি দেখা যায়নি। আর এখন ধর্না দিচ্ছে!', তোপ মোদির।
আরামবাগের জনসভা থেকে মোদির মুখে সন্দেশখালি প্রসঙ্গ। সন্দেশখালির ঘটনায় রাজ্য়ের শাসকদলকে তোপ প্রধানমন্ত্রীর।
'পশ্চিমবঙ্গে রাজধর্ম পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০০ দিনের কাজে ইউপিএ সরকারের থেকে অনেক বেশি টাকা দিয়েছে মোদি সরকার। কিন্তু তৃণমূল সরকার সব টাকা চুরি করে নিয়েছে', আরামবাগের সভা থেকে তোপ শুভেন্দু অধিকারীর।
'
আজ রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা। রাতে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী, আগামীকাল কৃষ্ণনগরে জনসভা করবেন মোদি ।
লোকসভা ভোট ঘোষণার আগেই রাজ্য়ে এল কেন্দ্রীয় বাহিনী। আসবে ১০০ কোম্পানি। কয়েক কোম্পানি থাকবে বেথুন স্কুলে। অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন স্থগিত। সময় কমল নবম-দশমের ক্লাসের।
জেলবন্দি তৃণমূল নেতা আরাবুল ইসলামকে হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানাল পোলেরহাট থানার পুলিশ। ভাঙড়ের আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা খুনের ঘটনায় আরাবুল ইসলামকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের কাশীপুর থানার পুলিশ। গত বছরের ৮ ডিসেম্বর তৎকালীন বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত কাশীপুর থানা এলাকার জিরানগাছা অঞ্চলে একটি কোম্পানির জমি ঘেরাকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটে। আরাবুল ইসলামের নেতৃত্বে এলাকা দখলের চেষ্টার অভিযোগ ওঠে। স্থানীয় তৃণমূল নেতা খাইরুল ইসলামকে খুন করতে বরাত দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ।সেই ঘটনায় তৃণমূল নেতাকে হেফাজতে নিতে চেয়ে বারুইপুর আদালতে আবেদন জানাল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার পুলিশ।
পশ্চিমবঙ্গের পুঁজি ও পরিকাঠামো উন্নয়নে ১০ হাজার ৬৯২ কোটি টাকা দিল কেন্দ্র। রাজস্ব আদায়ের পর তার ভাগ হিসেবে কেন্দ্রের থেকে এই অর্থ পেল রাজ্য। এক্স হ্য়ান্ডলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পোস্ট রি পোস্ট করে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্য়বাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এক্স হ্য়ান্ডল পোস্টে জানানো হয়েছে, ২৮টি রাজ্যকে করের ভাগ হিসেবে মোট ১ লক্ষ ৪২ হাজার ১২২ কোটি টাকা দেওয়া হয়েছে। ২৫ হাজার কোটি টাকারও বেশি পেয়ে তালিকায় প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। ১৪ হাজার কোটি টাকার বেশি পেয়ে তালিকার দু'নম্বরে রয়েছে বিহার। ১১ হাজার কোটি টাকার বেশি পেয়ে তালিকার তিন নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ। তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে চতুর্থ স্থানে।
লোকসভা ভোটের আগে আজ রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০টা ১০ মিনিটে অণ্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে ঝাড়খণ্ডে যাবেন। ধানবাদ থেকে হেলিকপ্টারে আরামবাগে পৌঁছবেন মোদি। সেখানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সভায় বক্তব্য় রাখবেন প্রধানমন্ত্রী।
রাজ্য়ে ফের বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত শুষ্ক থাকবে আবহাওয়া। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্রজ বিদ্য়ুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে।
৬ মার্চ বাংলায় এসে মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে ধর্মতলা পর্যন্ত পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন হবে আরও দুটি মেট্রো প্রকল্পের। রুবি থেকে নিউ গড়িয়া পর্যন্ত পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারতলা থেকে মাঝেরহাট পর্য়ন্ত সম্প্রসারিত পরিষেবার উদ্বোধন করবেন তিনি।
লোকসভা ভোট ঘোষণার আগেই আজ রাজ্য়ে আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।বেথুন স্কুলে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই জন্য় একাদশ শ্রেণির পরীক্ষা বেলা ১টার পরিবর্তে সকাল ১১টায় শুরু হবে। স্থগিত থাকবে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন। চতুর্থ পিরিয়ডের পর টিফিনে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হবে। কবে ফের নিয়মিত পঠন-পাঠন শুরু হবে তা পরে জানানো হবে।
উত্তর ২৪ পরগনার গুমায় পঞ্চায়েত উপপ্রধান খুনে অভিযুক্তের বাড়ির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্য়ে ধৃত অভিযুক্ত পলাশ শর্মার বাড়ির কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করল পুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নিবেদিতা পল্লিতে। অভিযুক্তর পরিবারের অন্য় সদস্য়দের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। গুমা স্টেশন রোডে টায়ার জ্বালিয়ে চলছে রাস্তা অবরোধ।
আয়েশা বিবির পর এবার জুবি সাহা। সন্দেশখালিতে অশান্তির ঘটনায় গ্রেফতার হলেন আরও এক আইএসএফ নেত্রী। শুক্রবার ভোর রাতে নিউটাউনের একটি আবাসন থেকে আইএসএফের রাজ্য় কমিটির সদস্য় জুবি সাহাকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ।
বৃহস্পতিবার সাত সকালে এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে হানা দিল নরেন্দ্রপুর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে পুলিশ সিজ করার মতো কোনও কিছু পায়নি। পেন ড্রাইভ ও ল্যাপটপ থেকে ডেটা ট্রান্সফার করে নিয়ে যায় পুলিশ। সকাল ১১টা নাগাদ, টানা ৫ ঘণ্টা তল্লাশির পর প্রকাশ সিন্হার বাড়ি ছাড়ে তারা।
শেখ শাহজাহানের গড়ে দাঁড়িয়ে ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনই সন্দেশখালিতে সভা করার ঘোষণা করলেন শুভেনদু অধিকারী। ২০ ফেব্রুয়ারির পর, বৃহস্পতিবার ফের সন্দেশখালিতে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। রামপুরে প্রথমে পুলিশের বাধার মুখে পড়লেও পরে আদালতের অনুমতি দেখিয়ে ঢুকতে পারেন শুভেনদু। এদিকে, ১০ মার্চ সন্দেশখালিতে সভা করবে সিপিএমও।
প্রেক্ষাপট
আজ, ১ মার্চ ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী ( Narendra Modi ) । হুগলির আরামবাগে ( Arambag ) তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। সরকারি একটি অনুষ্ঠান রয়েছে, তার পাশাপাশি জনসভাও করবেন মোদি। শনিবার হেলিকপ্টারে যাবেন কৃষ্ণনগরে।
অন্যদিকে, সন্দেশখালিতে ( Sandeshkhali ) ইডির ( ED ) ওপরে হামলার ঘটনার ৫৫ দিন পর, অবশেষে গ্রেফতার করা হল শেখ শাহজাহানকে। ভিন রাজ্য বা দূরের কোনও জায়গা থেকে নয়, মিনাখাঁ থেকে দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করল রাজ্য পুলিশ।
জল্পনাতেই সিলমোহর। ভোটের মুখে হাত ছেড়ে বিজেপিতে কৌস্তভ ( Kaustav Bagchi joins BJP )
- - - - - - - - - Advertisement - - - - - - - - -