অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শীত ফিরবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর। বড়দিনের আগে পর্যন্ত থাকবে শীত, পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় পারদ চড়বে বলে পূর্বাভাস। গতকাল দুপুরে কলকাতার তাপমাত্রা ছাড়িয়েছে ৩০ ডিগ্রির গণ্ডি।
সোমবার থেকে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। বুধবার আকাশ মেঘলা, উপকূল ও লাগোয়া জেলায় বৃষ্টির পূর্বাভাস। নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত চলতে পারে অকাল বৃষ্টি।
পূর্বাভাস অনুযায়ী, পারদের জোড়া উত্থানে কলকাতা সহ প্রায় গোটা রাজ্যে শীতের আমেজ অনেকটাই গায়েব হবে। উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা বাদে বাকি সমগ্র উত্তরবঙ্গ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, পশ্চিমাঞ্চল এবং উপকূলের জেলায় রবিবার পর্যন্ত ওপরের দিকে ওঠার প্রবণতা লক্ষ্য করা যাবে পারদের।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা যে বাড়ছে, তা প্রায় স্পষ্ট। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৮ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলিতে রাতের পারদ থাকবে ১৪ ডিগ্রি কাছাকাছি। ওই অঞ্চলগুলিতেই ভোরের দিকে কুয়াশা সবচেয়ে বেশি থাকবে বলে পূর্বাভাস।
ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর শীত ফিরতে চলেছে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। অন্তত: বড়দিনের আগে পর্যন্ত থাকতে পারে সেই শীতের মেয়াদ। নভেম্বরের ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত অকাল বৃষ্টি জমিতে রোদের জন্য রাখা ফসলের ক্ষতি করতে পারে। তাই রবি শস্য আগাম জমি থেকে তুলে নেওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের।
শীত কমলেও কুয়াশার প্রভাব কয়েকটি জেলায় আরও বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভোরের দিকে রাস্তাঘাট ঢেকে যেতে পারে ঘন কুয়াশায়। দৃশ্যমানতা কমে গেলে যানবাহন চলাচলে সমস্যা তৈরি হতে পারে। তবে দিনের বেলা আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকার আশাই করছেন আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গের ওপরের দিকের ৩ জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলায় সোমবার তাপমাত্রা কিছুটা নামতে পারে। যার মেয়াদ থাকতে পারে আগামী বুধবার পর্যন্ত। তবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রচুর আশা জাগিয়ে যে পারদ স্বাভাবিকের তুলনায় ৩ বা ৪ ডিগ্রি নেমে গিয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি অন্তত: নভেম্বরের বাকি কয়েকটা দিনে আর ঘটার সম্ভাবনা কম বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।