কলকাতা: নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ২০০২-এর ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে যখন উদ্বেগ উত্তর দিনাজপুরের ইসলামপুরে,তখন ফের শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল SIR-এ নাম বাদ যাওয়ার প্রসঙ্গ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে, ১ কোটি ১৫ লক্ষ মতো বাদ যেতে পারে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপি আতঙ্গে, সেই কারণে ভোটারের নাম বাদ যাবে বলছে...।
আরও পড়ুন, 'আমার জন্ম বাংলাদেশে, এখানে ছোটোবেলায় চলে এসেছি..', SIR আবহে কেন বিপাকে বেহালার বাসিন্দা ?
রাজ্য জুড়ে SIR চলছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক তরজা। কখনও SIR-এর চাপে BLO-র মৃত্যুর অভিযোগ, তো কখনও SIR-এর আতঙ্কে মৃত্যুর অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহেই, এবার জলপাইগুড়ির মালবাজারে SIR-এর কাজের চাপে BLO-র মৃত্য়ুর অভিযোগ উঠল। আর তা নিয়ে দুঃখপ্রকাশ করে এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন,নির্বাচন কমিশনের কাছে আবেদন আরও প্রাণহানির আগে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করুন।এর পাল্টা, বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, উনি আর ওঁর ভাইপো আর প্রতীক জৈন একটা মিটিং করেছেন, আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে, ১ কোটি ১৫ লক্ষ মতো বাদ যেতে পারে এবং গেলে ওঁরা জিতবেন না, তারপর নতুন করে পুলিশের তালিকা তৈরি করতে বলেছে, যদি পুলিশকে দিয়ে উদ্ধার পাওয়া যায়, ৭ই ডিসেম্বর নতুন পুলিশের ট্রান্সফার তালিকা তৈরি হচ্ছে, ৭ই ডিসেম্বর বের হবে। ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে SIR..এনুমারেশন ফর্ম পূরণের কাজ চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। তারপর ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এরপর ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, তখন নিশ্চিতভাবে জানা যাবে কার নাম বাদ গেল, আর কার নাম থাকল।
প্রসঙ্গত, SIR-এর কাজ কোন পর্যায়ে? তা খতিয়ে দেখতে রাজ্য় এসেছে নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল। আর বুধবার, সেই দল নদিয়া ও মুর্শিদাবাদে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করল। SIR-এর কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে বুধবার, নদিয়া ও মুর্শিদাবাদে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশনের বিশেষ দল। মঙ্গলবার রাতেই কৃষ্ণনগরে পৌঁছে যান পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ ৬ জনের প্রতিনিধি দল। বুধবার, সকাল ১১ টা নাগাদ কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনে, নদিয়ার জেলাশাসক-সহ সমস্ত নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, SIR-এর কাজ কতদূর এগিয়েছে, তা নিয়ে বিশদে জানতে চান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন এরাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও।