West Bengal News Live Updates: বিরাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, বেঘোরে প্রাণ গেল মহিলার

West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, আজ সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..

ABP Ananda Last Updated: 30 Mar 2024 11:43 PM
West Bengal News Live: নির্মীয়মান আবাসন থেকে মাথায় ইট পড়ে মহিলার মৃত্যু, কোনও সুরক্ষা বিধি না মেনেই আবাসন নির্মাণ হচ্ছিল, দাবি মৃতার স্বামীর

বিরাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, বেঘোরে প্রাণ গেল মহিলার। নির্মীয়মান আবাসন থেকে মাথায় ইট পড়ে মহিলার মৃত্যু। বিরাটির শরৎ কলোনিতে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। নির্মীয়মান আবাসনের নীচে দাঁড়িয়েছিলেন পাশের বাড়ির বাসিন্দা এক মহিলা। আচমকাই ওই আবাসন থেকে ইট ভেঙে মহিলার মাথায় পড়ে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কোনও সুরক্ষা বিধি না মেনেই আবাসন নির্মাণ হচ্ছিল, দাবি মৃতার স্বামীর। সব জেনেও চুপ ছিলেন কাউন্সিলর, দাবি মৃতার পরিবারের। 

WB News Live: গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের পর দায়িত্ব বাড়ল পুর ইঞ্জিনিয়ারদের

গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের পর দায়িত্ব বাড়ল পুর ইঞ্জিনিয়ারদের। বেআইনি বাড়ি চিহ্নিত করতে পুরকর্মীদের ভার্চুয়াল অ্যাটেনডেন্স অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত নিল পুর কর্তৃপক্ষ। শনিবার এই অ্যাপ ব্যবহারের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ নিলেন কলকাতা পুরসভার ৯৩ জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও ১৩ জন প্রযুক্তিবিদ। 

West Bengal News Live: নির্মীয়মান আবাসন থেকে মাথায় ইট পড়ে মহিলার মৃত্যু বিরাটিতে

বিরাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, বেঘোরে প্রাণ গেল মহিলার। নির্মীয়মান আবাসন থেকে মাথায় ইট পড়ে মহিলার মৃত্যু। বিরাটির শরৎ কলোনিতে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। নির্মীয়মান আবাসনের নীচে দাঁড়িয়েছিলেন পাশের বাড়ির বাসিন্দা এক মহিলা। আচমকাই ওই আবাসন থেকে ইট ভেঙে মহিলার মাথায় পড়ে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

WB News Live: তৃণমূলের বিরুদ্ধে ফের আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ

ফের তৃণমূলের বিরুদ্ধে উঠল আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ। মালদায় তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত এই অভিযোগ জানান মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে।

West Bengal News Live: চিলড্রেন্স পার্কের তত্ত্বাবধানকারী রেলকর্মীকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বাচ্চাদের পার্ককে ডাস্টবিন বানিয়ে রেখেছেন। চব্বিশ ঘণ্টার মধ্যে পরিষ্কার না করলে, ভোট দিতে হবে না, অন্য জায়গায় চলে যাবেন। চিলড্রেন্স পার্কের তত্ত্বাবধানকারী রেলকর্মীকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

WB News Live Blog: রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল মেট্রো কর্তৃপক্ষ, পাল্টা জবাবে কী বলছে লালবাজার?

রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল মেট্রো কর্তৃপক্ষ। তাদের দাবি, রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর লাইন তৈরির কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না। পাল্টা, লালবাজার সূত্রে দাবি, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার কথা বলা হলেও, আদতে মেট্রো কর্তৃপক্ষ, RVNL ও সাব কন্ট্রাকটরদের নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে। তার জন্য সমস্যা হচ্ছে।

West Bengal News Live: কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে ফের তৃণমূলকে আক্রমণে নামলেন শুভেন্দু অধিকারী

কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে ফের তৃণমূলকে আক্রমণে নামলেন শুভেন্দু অধিকারী। রেশন থেকে স্কুলে নিয়োগ, সবক্ষেত্রে চুরি হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। পরিযায়ী শ্রমিক ইস্যুতেও তৃণমূলকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

WB News Live: বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিকে এক সারিতে ফেলে, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মথুরাপুরের সভা থেকে, বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিকে এক সারিতে ফেলে, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, তাঁর বিরুদ্ধে ডায়মন্ডহারবারে ED-র ডিরেক্টরকে প্রার্থী করা হোক। পাল্টা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। 

West Bengal News Live: বীরভূম ও ঝাড়গ্রামে প্রার্থী ঘোষণা বিজেপির।

বীরভূম ও ঝাড়গ্রামে প্রার্থী ঘোষণা বিজেপির। বীরভূমে বিজেপি প্রার্থী সদ্যপ্রাক্তন আইপিএস দেবাশিস ধর। ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুডু। এখনও ডায়মন্ড হারবার ও আসানসোলে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। 

WB News Live: লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না, রান্নার গ্যাস ফ্রি করে দিন, ৪২ আসন থেকে প্রার্থী তুলে নেব, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

বিজেপির নেতারা বলছেন, বাংলায় ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার টাকা করে দেবেন। বিজেপির শাসনে থাকা ১৭ টি রাজ্যে ১৫০০ টাকা করে দিতে পারলে রাজনীতি ছাড়ব। লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের দিতে হবে না, শুধু রান্নার গ্যাস ফ্রি করে দিন। ৪২টি আসন থেকে প্রার্থী তুলে নেব, চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live: কুলপির জনসভা থেকে বিজেপির সমালোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রধানমন্ত্রী বলেছেন, ইডি ৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, মানুষকে ফেরত দেব। ১০ বছর ধরে সারদা তদন্ত হচ্ছে, কেউ ফেরত পেয়েছে? বাংলার পাশাপাশি তামিলনাড়ুর বিজেপি প্রার্থীকেও ফোনে একই কথা বলছেন প্রধানমন্ত্রী। তার মানে দেশের ১৪০ কোটি মানুষকে ৩ হাজার কোটি টাকা ফেরত দেবেন মোদি। অর্থাৎ প্রত্যেককে ২১ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী, দিয়ে ৫ বছরের জন্য ভোট চাইবেন। কুলপির জনসভা থেকে বিজেপির সমালোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

WB News Live: বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন অপরূপা পোদ্দার, দাবি শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর

টিকিট না পেয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন অপরূপা পোদ্দার? শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসুর বিস্ফোরক দাবি ঘিরে জল্পনা। বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন অপরূপা পোদ্দার, দাবি শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর। মিথ্যা কথা, বিজেপির কোন নেতার সঙ্গে যোগাযোগ করেছি বলুন, পাল্টা অপরূপা পোদ্দার। 

West Bengal News Live: জেলে ম্যারাথন জেরার পর শেখ শাহজাহানকে গ্রেফতার করল ইডি

জেলে ম্যারাথন জেরার পর শেখ শাহজাহানকে গ্রেফতার করল ইডি। আদালতের অনুমতি নিয়ে আজ বসিরহাট জেলে গিয়ে শাহজাহানকে জেরা করে ইডি। তদন্তে কোনও সহযোগিতা করেননি শেখ শাহজাহান, কোনও প্রশ্নের উত্তর দেননি, ইডি সূত্রে দাবি। সন্দেশখালিতে জমি দখলের অভিযোগ সংক্রান্ত মামলায় এবার ইডির হাতে গ্রেফতার শেখ শাহজাহান। 

WB News Live: মেট্রোর অসহযোগিতার অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

মেট্রোর অসহযোগিতার অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ। একতরফা অভিযোগ করা হচ্ছে মেট্রোর তরফে। একসঙ্গে একাধিক জায়গায় ব্লকেজ দিলে বিমানবন্দরগামী যান চলাচল বিঘ্নিত হবে। তাই একটি জায়গায় ব্লকেজ নিয়ে সেখানকার কাজ শেষ করতে বলা হয়েছে। এর আগে টেগোর পার্কে ৬০ দিনের জন্য ব্লকেজ চেয়েছিল মেট্রো। কিন্তু অতিরিক্ত ১৫০ দিন কেটে গিয়েছে, পুলিশকে কিছু জানানোও হয়নি। এই বিষয়ে সিপি বৈঠক ডাকলেও তাতে যোগ দেয়নি মেট্রো কর্তৃপক্ষ। পুলিশ ব্লকেজ দিতে প্রস্তুত, সব সহযোগিতাও করা হচ্ছে। মেট্রোর অভিযোগ খারিজ করে প্রতিক্রিয়া লালবাজারের। 

West Bengal News Live: গার্ডেনরিচের পর এবার পিকনিক গার্ডেন, ভেঙে পড়ল বেআইনি নির্মাণের একাংশ

গার্ডেনরিচের পর বেআইনি বহুতলের খোঁজ এবার পিকনিক গার্ডেনে। বাইকের উপর ভেঙে পড়ল বেআইনি নির্মাণের একাংশ। বেআইনি নির্মাণে কাজ বন্ধের নোটিস দেওয়া হয়েছিল ২০২৩ সালে। বহুতলটি ভেঙে ফেলতে নির্দেশও দিয়েছিল পুরসভা, দাবি ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। বহুতলে কয়েকদিন আগেও কাজ চলছিল, দাবি স্থানীয় বাসিন্দাদের। 

WB News Live: নির্দল হয়েই মনোনয়ন জমা দিলেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা

ভোটের মুখে পাহাড়ে বিজেপিতে 'বিদ্রোহ' আরও জোরালো। শেষমেশ নির্দল হয়েই মনোনয়ন জমা দিলেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। দার্জিলিঙে বিজেপি প্রার্থী রাজু বিস্তের বিরুদ্ধে নির্দল হয়ে লড়বেন বিষ্ণুপ্রসাদ শর্মা। দার্জিলিঙে জেলাশাসকের অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। বিষ্ণুপ্রসাদকে শুভেচ্ছা জানিয়েছেন দার্জিলিঙের বিজেপি প্রার্থী রাজু বিস্ত। 

West Bengal News Live: শেখ শাহজাহানকে জেলে গিয়ে জেরা করবে ইডি

এবার শেখ শাহজাহানকে জেলে গিয়ে জেরা করবে ইডি। আদালতের অনুমতি নিয়ে জেলে গিয়ে জেরা করে হবে সন্দেশখালি-কাণ্ডে অন্যতম অভিযুক্তকে। আপাতত বসিরহাট জেলে রয়েছেন শেখ শাহজাহান এবং সেখানেই তাঁকে জেরা করবেন ইডির আধিকারিকরা। 

WB News Live: ভূপতিনগর বিস্ফোরণ মামলায় এনআইএ তলবে ফের গরহাজির তৃণমূলের নেতা-কর্মীরা

ভূপতিনগর বিস্ফোরণ মামলায় এনআইএ তলবে ফের গরহাজির তৃণমূলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার গরহাজিরার পর ৮ জনকে ফের নোটিস দেয় এনআইএ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পয়রা, স্থানীয় তৃণমূল নেতা সুবীর মাইতি-সহ মোট ৮ জনকে তলব করা হয়। আজ সকাল ১১টা থেকে বেলা ১২টার মধ্যে আসতে বলা হয়েছিল ৮ জনকে। নির্দিষ্ট সময়ে এসে পৌঁছননি ৮ জনের কেউই। এমনকি না আসা নিয়ে কেউ কিছু জানাননি বলেও দাবি এনআইএ-র। 

West Bengal News Live: টিকিট না পাওয়া নিয়ে বিস্ফোরক অপরূপা পোদ্দার, কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

অপরূপা পোদ্দারের দাবি খারিজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলে কে টিকিট পাবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন। টিকিট দেওয়ার ক্ষেত্রে ধনী-গরিব দেখা হয় না। আর্থিক অবস্থার ওপর টিকিট পাওয়া নির্ভর করে না, মন্তব্য কল্যাণের। ভোটে লড়ার টাকা নেই বলেই টিকিট পাইনি। কেন টিকিট পেলাম না, তার উত্তর হুগলির এক অভিজ্ঞ সাংসদ ও ২ মন্ত্রীই দিতে পারবেন, গতকাল বিস্ফোরক মন্তব্য করেন আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। 

WB News Live: 'দুর্নীতিগ্রস্তদের জোট ইন্ডিয়া জোট', উলুবেড়িয়ার সভা থেকে মন্তব্য শুভেন্দু অধিকারীর

তোষণের রাজনীতি করছে তৃণমূল। ইন্ডিয়া জোট গড়ে মোদিকে উৎখাতের ডাক দিয়েছিল, এখন ইন্ডিয়া জোটের লোকেরা নিজেরাই উল্টে গিয়েছেন। এ রাজ্য থেকে বিজেপি শাসিত রাজ্যে চলে যাচ্ছেন শ্রমিকরা। এ রাজ্যে কাজ না পেয়ে লক্ষাধিক যুবক বাইরের রাজ্যে চলে গিয়েছেন। এ রাজ্যে সব প্রকল্পে রাজনীতিকরণ হয়েছে। কেন্দ্র রাজ্যকে টাকা দিচ্ছে, সেই টাকা মানুষ পাচ্ছে না। রেশন থেকে শিক্ষক নিয়োগ, সবক্ষেত্রে চুরি হয়েছে। সিএএ নিয়ে অপপ্রচার করছে তৃণমূল, ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে তারা। উলুবেড়িয়ার সভা থেকে ইন্ডিয়া জোট এবং তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। 

West Bengal News Live: নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইনের কাজে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল মেট্রো কর্তৃপক্ষ

নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইনের কাজে 'বাধা'। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের। দ্রুত কাজ শেষ করার জন্য প্রয়োজন বাইপাসে যান নিয়ন্ত্রণের। কিন্তু একাধিকবার কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে জানিয়েও মেলেনি সাড়া। রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই শেষ করা যাচ্ছে না কাজ, অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের। অভিযোগ অস্বীকার পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের। 

WB Live News: লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের দিতে হবে না, শুধু রান্নার গ্যাস ফ্রি করে দিন : অভিষেক

'বিজেপির নেতারা বলছেন, বাংলায় ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার টাকা করে দেবেন। বিজেপির শাসনে থাকা ১৭ টি রাজ্যে ১৫০০ টাকা করে দিতে পারলে রাজনীতি ছাড়ব। লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের দিতে হবে না, শুধু রান্নার গ্যাস ফ্রি করে দিন', ৪২টি আসন থেকে প্রার্থী তুলে নেব, চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

West Bengal Live News: এবার ভোটের ব্যবধান বাড়াতে হবে : অভিষেক

অভিষেক বলেন, 'এবার ভোটের ব্যবধান বাড়াতে হবে। মথুরাপুরে জয়ের ব্যবধান এবার ৩ লক্ষ করতে হবে। বাংলা বিরোধীদের উৎখাত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন। মথুরাপুরের উন্নয়ন আমার দায়িত্ব।'

WB Live News: ৮ জনকে ফের নোটিস দেয় এনআইএ

ভূপতিনগর বিস্ফোরণ মামলায় এনআইএ তলবে ফের গরহাজির তৃণমূলের নেতা-কর্মীরা , বৃহস্পতিবার গরহাজিরার পর ৮ জনকে ফের নোটিস দেয় এনআইএ।
 

West Bengal Live News: বিশ্বকাপ জয়ী কীর্তি আজাদকে ব্যাট হাতেই হুঙ্কার দিলীপ ঘোষের

'আমি রিটায়ার্ডও নই, টায়ার্ডও নই। যে মাঠে যাই, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি', বিশ্বকাপ জয়ী কীর্তি আজাদকে ব্যাট হাতেই হুঙ্কার দিলীপ ঘোষের। 

WB Live News: মেট্রো লাইনের কাজে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইনের কাজে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

West Bengal Live News: চাপ আরও বাড়ল শেখ শাহজাহানের

চাপ আরও বাড়ল শেখ শাহজাহানের। যে কোনও দিন জেলে গিয়ে শেখ শাহজাহানকে জেরা করতে পারবে ইডি। নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। আদালতের নির্দেশ পেয়েই বসিরহাট জেলে পৌঁছল ইডি। সন্দেশখালিতে জমি দখলের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় এজেন্সি। 

WB Live News: প্রচারে নামেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ


সকাল সকাল প্রচারে নামেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জাঙ্গিপাড়া বিধানসভার রাজবলহাট এলাকায় কর্মী, সমর্থকদের নিয়ে মিছিল করেন তিনি। বয়স্কদের হাত ধরে আশীর্বাদ চান তৃণমূল প্রার্থী। 

West Bengal Live News: বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের

'ভোটের আগে তৃণমূল কর্মীদের গ্রেফতার করাতে এনআইএ-কে তালিকা বিজেপির', লোকসভা ভোটের আগে বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের

WB Live News: দেওয়াল লিখন নিয়ে তৃণমূল ও সিপিএমের যুদ্ধ চলছে বীরভূমের লাভপুরে

দেওয়াল তুমি কার? ভোটের আগে আপাতত এই নিয়েই তৃণমূল ও সিপিএমের যুদ্ধ চলছে বীরভূমের লাভপুরে। সিপিএমের অভিযোগ, তারা বাড়ি মালিকের আগাম অনুমতি নিয়ে রাখা সত্ত্বেও ৬-৭টি বাড়ির দেওয়াল দখল করে নিয়েছে তৃণমূল। এই নিয়ে লাভপুরের BDOর কাছে অভিযোগও জানিয়েছে সিপিএম। তৃণমূলের যুক্তি, ওই দেওয়ালগুলিতে লেখার জন্য ২০২৪ সাল পর্যন্ত অনুমতি নেওয়া আছে। সেই কারণেই দেওয়ালে লেখা হয়েছে। বাড়ি মালিকদের দাবি, দুই দলকেই দেওয়াল লেখার অনুমতি দেওয়া হয়েছে। সিপিএমের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন লাভপুরের BDO। 

West Bengal Live News: মালদায় সরকারি গেস্ট হাউসে তৃণমূলের নির্বাচনী বৈঠক ঘিরে বিতর্ক

মালদায় সরকারি গেস্ট হাউসে তৃণমূলের নির্বাচনী বৈঠক ঘিরে বিতর্ক। বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি। বৃহস্পতিবার মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে তৃণমূলের নির্বাচনী বৈঠক করেন মালদা জেলা তৃণমূলের সভাপতি ও মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী।

WB Live News: ভোটের মুখে কলকাতায় উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা

ভোটের মুখে কলকাতায় উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। চেতলায় ছাতু প্রস্তুতকারী সংস্থার অফিস থেকে ৫৮ লক্ষ টাকা উদ্ধার করল আয়কর দফতর। অফিসে রাখা বিপুল টাকার উৎস কী? কেন এত টাকা অফিসে রাখা হয়েছিল? জানতে তদন্তে আয়কর দফতর। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে।

West Bengal Live News: 'দলীয় প্রার্থী মাদক পাচারের সঙ্গে জড়িত', কমিশনের দ্বারস্থ হল বিজেপি কর্মীদেরই একাংশ

দলীয় প্রার্থী মাদক পাচারের সঙ্গে জড়িত। এই অভিযোগে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি কর্মীদেরই একাংশ। তাঁদের অভিযোগ, হলফনামায় তথ্য গোপন করেছেন স্বপন মজুমদার। তৃণমূলের কাছে কাটমানি খেয়ে এই কথা বলা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। দিয়েছেন মানহানির মামলা করার হুঁশিয়ারি। 

Dengue: রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ

আবহাওয়া বদলের সঙ্গে রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। দক্ষিণবঙ্গে শিশুদের মধ্যে থাবা বসাচ্ছে অ্যাডিনো ভাইরাসও। কলকাতায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ৬ বছরের শিশুর। 

WB Live News: কংগ্রেস ও সিপিআইকে আয়কর নোটিস

কংগ্রেস ও সিপিআইকে আয়কর নোটিস। জরিমানা ও সুদ বাবদ ১ হাজার ৮২৩ কোটি টাকা মেটানোর নির্দেশ দিয়ে হাত শিবিরকে নোটিস দিল আয়কর দফতর। পুরনো প্য়ান কার্ড ব্য়বহার করে আয়কর রিটার্ন দাখিলের অভিযোগে সিপিআইকে বকেয়া ১১ কোটি টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার দেশ জুড়ে প্রতিবাদে নামছে কংগ্রেস।

West Bengal Live News: জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল

বিজেপির বিরুদ্ধে ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্য়বহারের অভিযোগে এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। যদিও, বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির।

WB Live News: তৃণমূল নেতা-কর্মীদের ফের তলব এনআইএ-র

 ভূপতিনগর বিস্ফোরণ মামলায় চলতি সপ্তাহে তৃণমূল নেতা-কর্মীদের ফের তলব এনআইএ-র। বৃহস্পতিবার গরহাজিরার পর ৮ জনকে ফের নোটিস। নিউটাউনে কেন্দ্রীয় এজেন্সির অফিসে তলব।
 

West Bengal Live News: দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের


বিধানসভা উপনির্বাচনে দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের। বরানগরে প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা, ভগবানগোলায় রেয়াত হোসেন সরকার।
 

প্রেক্ষাপট


  •  বিধানসভা উপনির্বাচনে দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের। বরানগরে প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা, ভগবানগোলায় রেয়াত হোসেন সরকার।
     

  •  ভূপতিনগর বিস্ফোরণ মামলায় চলতি সপ্তাহে তৃণমূল নেতা-কর্মীদের ফের তলব এনআইএ-র। বৃহস্পতিবার গরহাজিরার পর ৮ জনকে ফের নোটিস। নিউটাউনে কেন্দ্রীয় এজেন্সির অফিসে তলব।
     

  •  তৃণমূল নেতাদের গ্রেফতার করতে নিউটাউনে এনআইএ-র এসপি-র সঙ্গে বৈঠকে দুই বিজেপি প্রার্থীর। নিজাম প্যালেসে নামের তালিকা বিজেপি নেতার। বিস্ফোরক অভিযোগ কুণালের।
     
     
    ফের সন্দেশখালিতে সিবিআই। ইডির ওপর হামলার তদন্তে শেখ শাহজাহান ঘনিষ্ঠ ১৩ জনকে নোটিস। সোম ও মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ।
     

  •  ব্যক্তিগত তথ্য কেন সোশাল সাইটে? স্বাস্থ্যসাথী তথ্য পোস্ট-বিতর্কে জাতীয় এসসি কমিশন-জাতীয় মহিলা কমিশনে অভিযোগ সন্দেশখালির রেখা পাত্রর। গোপন কিছু ফাঁস করেনি তৃণমূল, পাল্টা কুণাল।
     

  •  ডায়মন্ডহারবার নিয়ে মহেশতলা-বজবজে জোড়া বৈঠক অভিষেকের। মানুষের কাছে যেতে কর্মীদের বার্তা। লড়ার জন্য প্রস্তুত, ২-৩ দিনের মধ্যে অনুমোদন দেবে দল। ফের হুঙ্কার নৌশাদের।
     

  •  অর্থ মন্ত্রক অনুমোদন দিলেও সর্বশিক্ষা মিশনে রাজ্যের প্রাপ্য দিচ্ছে না শিক্ষা মন্ত্রক। পিএমশ্রী প্রকল্পে রাজ্য মউ সই করেনি বলে শাস্তি। শিক্ষাতেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব ব্রাত্য বসু।
     

  •  ভোটের মুখে কংগ্রেস ও সিপিআইকে আয়কর নোটিস। জরিমানা ও সুদ বাবদ ১ হাজার ৮২৩ কোটি মেটানোর নির্দেশ আয়কর দফতরের। প্রতিবাদে আজ দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.