West Bengal News Live : সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচন

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 12 May 2024 11:47 PM
WB News Live Updates: আজ বোলপুর ভোটের আগে কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী

আজ বোলপুর ভোটের আগে কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী। বোমা মেরে কুপিয়ে খুনের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা সিপিএম।

West Bengal News Live: সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচন

সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচন।

WB News Live Updates: ব্যারাকপুরে নরেন্দ্র মোদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উপহার দেওয়াকে কেন্দ্র করে দানা বাঁধল বিতর্ক

ব্যারাকপুরে নরেন্দ্র মোদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উপহার দেওয়াকে কেন্দ্র করে দানা বাঁধল বিতর্ক। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে ধরেন বিজেপি বিধায়ক পবন সিং। আর তাই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। 

West Bengal News Live: বিজেপি কত আসন পাবে? এবার তাই নিয়ে তরজায় জড়ালেন সুদীপ, কুণাল

বিজেপি কত আসন পাবে? এবার তাই নিয়ে তরজায় জড়ালেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সকালে ভোটপ্রচারে বেরিয়ে বলেন, মোদির ৪০০ পারের স্লোগান দিচ্ছেন ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত যা খবর পাচ্ছি, তাতে ইতিমধ্যেই ৪০০-র থেকে ১০০ কমে গেছে। আর এনিয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষ। তাঁর মন্তব্য, ৩০০ তো দূরের কথা, বিজেপি তো ২০০ পেরোনোর জায়গাতেও নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় কী করে একথা বললেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।

WB News Live Updates: আগামীকাল চতুর্থ দফার ভোট, ৫ জেলার ৮ কেন্দ্রে নির্বাচন

আগামীকাল চতুর্থ দফার(Forth phase) ভোট, ৫ জেলার ৮ কেন্দ্রে নির্বাচন

West Bengal News Live: ফের ধুন্ধুমারকাণ্ড সন্দেশখালিতে

ফের ধুন্ধুমারকাণ্ড সন্দেশখালিতে। ভুয়ো ভিডিও তৈরি করে ছড়ানো হচ্ছে। এই অভিযোগে তৃণমূল বিধায়কের 
সামনেই তাঁর দলের নেতাদের মারধর করলেন বিজেপির কর্মী-সমর্থকরা। প্রতিবাদে কাল থানায় অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল।

WB News Live Updates: ভোটের মধ্যে সন্দেশখালির ভাইরাল সিরিজ নিয়ে তোলপাড়

ভোটের মধ্যে সন্দেশখালির ভাইরাল সিরিজ নিয়ে তোলপাড়
মোদির সফরের মধ্যেই বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও

West Bengal News Live: সন্দেশখালিতে ভাইরাল-সিরিজ, প্রকাশ্যে আরেক ভিডিও

সন্দেশখালিতে ভাইরাল-সিরিজ, প্রকাশ্যে আরেক ভিডিও
ভোটের মধ্যে সন্দেশখালির আরেক ভিডিও ভাইরাল
সন্দেশখালির নতুন ভাইরাল ভিডিওয় চাঞ্চল্যকর দাবি মহিলার
শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ করানো হয়েছিল, ভাইরাল ভিডিওয় দাবি মহিলার

WB News Live Updates: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে
আশাকর্মীর চাকরি দেওয়ার নামে ১ লক্ষ ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের চন্দ্রকোণার বাসিন্দার
থানা অভিযোগ নিতে না চাওয়ায় ইমেলে জেলা পুলিশকে অভিযোগ, দাবি অভিযোগকারীর
অভিযোগকারীকে চিনিই না, অভিযোগ উড়িয়ে দাবি দেবের সাংসদ প্রতিনিধির
অভিযোগ হলে তদন্ত হবে, যে দোষী তাকে শাস্তি পেতে হবে, মন্তব্য দেবের

West Bengal News Live: কাল চতুর্থ দফার ভোট, ৫ জেলার ৮ কেন্দ্রে নির্বাচন

কাল চতুর্থ দফার ভোট, ৫ জেলার ৮ কেন্দ্রে নির্বাচন

WB News Live Updates: ডাকাতির অভিযোগে গ্রেফতারি ঘিরে সন্দেশখালিতে তুলকালাম

ডাকাতির অভিযোগে গ্রেফতারি ঘিরে সন্দেশখালিতে তুলকালাম

West Bengal News Live: ভোটের আগেরদিন নদিয়ার কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীরে বাড়ির কাছে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার

ভোটের আগেরদিন নদিয়ার কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীরে বাড়ির কাছে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। তৃণমূলের বিরুদ্ধে ফাঁসানোর চেষ্টার অভিযোগ। অস্বীকার রাজ্যের শাসক দলের।

WB News Live Updates: ভোটপ্রচারে বাংলায় এসে ৫ গ্যারান্টি মোদির

ভোটপ্রচারে বাংলায় এসে ৫ গ্যারান্টি মোদির। সিএএ হবেই, কেউ আটকাতে পারবে না বলে হুঙ্কার। গায়ের জোরে সিএএ হবে না, বিভাজনের রাজনীতির অভিযোগে পাল্টা মমতা। 

PM Modi Live Updates: সন্দেশখালির একের পর এক ভিডিও ভাইরাল, তৃণমূলের বিরুদ্ধে নতুন কৌশলের অভিযোগ তুলে আক্রমণে মোদি

সন্দেশখালির একের পর এক ভিডিও ভাইরাল। তৃণমূলের বিরুদ্ধে নতুন কৌশলের অভিযোগ তুলে আক্রমণে মোদি। বাংলায় এসে মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী, পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: ভোটের মধ্যেই বিক্ষোভের ছবি ফিরল সন্দেশখালিতে

ভোটের মধ্যেই বিক্ষোভের ছবি ফিরল সন্দেশখালিতে। তৃণমূলকর্মীকে বেধড়ক মার। বিধায়কের মুখ চেপে হুমকি।

PM Modi Live Updates: সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে বিজেপির বিরুদ্ধে কমিশনে তৃণমূল

সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে বিজেপির বিরুদ্ধে কমিশনে তৃণমূল

WB News Live Updates: ভোটপ্রচারে এবার মোদির মুখে 'চোর ধরো, জেল ভরো'

ভোটপ্রচারে এবার মোদির মুখে 'চোর ধরো, জেল ভরো'

PM Modi Live Updates: 'ভোটব্যাঙ্ককে খুশি করার জন্য যা কিছু করতে পারে তৃণমূল কংগ্রেস', আক্রমণ মোদির

ভোটব্যাঙ্ককে খুশি করার জন্য যা কিছু করতে পারে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মহিলা বিরোধী। এসসি-এসটি-দের সঙ্গে খারাপ ব্যবহার করে তৃণমূল কংগ্রেস। ধর্মের ভিত্তিতে দেশকে টুকরো করেছে কংগ্রেস। সিএএ কানুন নাগরিকত্ব দেওয়ার আইন, কিন্তু এরা গুজব ছড়াচ্ছে, মিথ্যা বলছে। সব শরর্ণার্থীর বলব সিএএ সংবিধানের গ্যারান্টি, মোদির গ্যারান্টি। দেশের কোনও ক্ষমতা একে আটকাতে পারবে না। তৃণমূল কংগ্রেস যদি আটকানোর চেষ্টা করে, তাহলে ভালো হবে না। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম সবাই তোষণের রাজনীতি করে। এসসি-এসটি-ওবিসিদের সংরক্ষণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ১ লক্ষ ৪০ হাজার কোটির বেশি টাকা এসসি ডিপার্টমেন্টকে দেয় কেন্দ্র। ৫ কোটির বেশি।'

WB News Live Updates: ডাকাতির অভিযোগে গ্রেফতারি, পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ বিজেপির

ডাকাতির অভিযোগে গ্রেফতারি ঘিরে সরগরম সন্দেশখালি। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে সন্দেশখালি থানার সামনে বিজেপির বিক্ষোভ।
'অস্ত্র উদ্ধারে এখনও ধরা পড়েনি কেউ, ডাকাতির ঘটনায় গ্রেফতার বিজেপি কর্মী'। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ বিজেপির। পুলিশ আটকালে সন্দেশখালি থানার সামনেই রাস্তায় বসে বিক্ষোভ রেখা পাত্রদের।

PM Modi Live Updates: পাণ্ডুয়ায় বিস্ফোরণে কিশোরের মৃত্যু নিয়ে তৃণমূলকে আক্রমণে মোদি

পাণ্ডুয়ায় বিস্ফোরণে কিশোরের মৃত্যু নিয়ে তৃণমূলকে আক্রমণে মোদি। 'বিজেপি উন্নয়ন করছে, তৃণমূল জমি দখল-মাফিয়ারাজ চালাচ্ছে।মোদি বাড়ি বাড়ি জলের কথা বলে, তৃণমূল বাড়ি বাড়ি বোমার কথা বলে। কিছুদিন আগেই বোমা ফেটে বালকের মৃত্যু হয়েছে। তৃণমূলের কোনও অত্যাচারী বাঁচতে পারবে না।' চুঁচুড়ার সভা থেকে হুঙ্কার মোদির

Mamata Banerjee Live Updates: 'রাজভবনে মহিলারা ভয়ে যেতে পারছেন না। সাংবিধানিক সঙ্কটে পড়ে যাচ্ছি', মন্তব্য মমতার

'রাজভবনে মহিলারা ভয়ে যেতে পারছেন না। সাংবিধানিক সঙ্কটে পড়ে যাচ্ছি। এই রাজ্যপালতে প্রধানমন্ত্রীর সরিয়ে দেওয়া উচিত ছিল না? এখনও সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলছেন প্রধানমন্ত্রী।' আমডাঙার সভা থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live Updates: রবিবাসরীয় প্রচারে সকাল সকাল রাস্তায় কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্য়ায়

রবিবাসরীয় প্রচারে সকাল সকাল রাস্তায় কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্য়ায়। পোস্তায় করলেন রোড শো। বাগুইআটিতে প্রচারে দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। ১ জুন অর্থাৎ সপ্তম দফায় ভোট কলকাতা উত্তর ও দমদম কেন্দ্রে।

WB News Live : 'নোটের পাহাড় উদ্ধার হচ্ছে, এদের মালিকরা ছাড়া পাবে না', খোঁচা মোদির

নিয়োগ দুর্নীতি নিয়েও তৃণমূলকে তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী । কাউকে রেয়াত করে হবে না বলেও হুঁশিয়ারি । 'শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্য রেট কার্ড চালু করেছিল তৃণমূল'। 'আদালতও বলেছে, এই দুর্নীতির নেপথ্যে সরকারি মেশিনারি রয়েছে'। 'মোদি বাংলায় এই লুঠের প্রত্যেক পয়সার হিসাব নেবে'। 'নোটের পাহাড় উদ্ধার হচ্ছে, এদের মালিকরা ছাড়া পাবে না'। 'দুর্নীতিবাজরা কান খুলে শুনে রাখো, কেউ বাঁচবে না'। 'উদ্ধার হওয়া টাকা কীভাবে গরিবদের মধ্যে ফেরানো যায়, তার আইনি পথ খুঁজছি'।

WB News Live Updates: 'সন্দেশখালি নিয়ে নতুন খেলা শুরু করেছে তৃণমূল', পাল্টা আক্রমণে প্রধানমন্ত্রী

একের পর এক ভাইরাল ভিডিও প্রকাশের মধ্য়েই সন্দেশখালি নিয়ে পাল্টা আক্রমণে প্রধানমন্ত্রী। 'সন্দেশখালি নিয়ে নতুন খেলা শুরু করেছে তৃণমূল'। 'শেখ শাহজাহানের বাড়ি থেকে বোমা-বন্দুক উদ্ধার হচ্ছে'। 'তৃণমূল ভোটব্যাঙ্কের জন্য শেখ শাহজাহানকে বাঁচাতে চাইছে'। 'সন্দেশখালিতে যা হয়েছে, গোটা দেশ দেখেছে'। 'সন্দেশখালির মেয়েদের ভয় দেখাচ্ছে তৃণমূলের গুন্ডারা'। অর্জুন সিংহর হয়ে ভোট প্রচারে এসে পাল্টা আক্রমণে মোদি।

WB News Live : সন্দেশখালিতে ফেরিঘাট মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ, গুলি চালানোর অভিযোগ

অস্ত্র উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই সন্দেশখালিতে 'ডাকাতি'। সন্দেশখালির পিপড়াখালিতে সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব, ডাকাতির অভিযোগ। ফেরিঘাট মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ, গুলি চালানোরও অভিযোগ। গ্রেফতার ১, বাকি দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি।

WB News Live Updates: আজও কলকাতা-সহ ৮ জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আজও কলকাতা-সহ ৮ জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ মেঘলা আকাশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায়। ৫০-৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। কালও চলবে এই ঝড় ও বৃষ্টি। মঙ্গলবার থেকে হাওয়া বদল। ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ।

WB News Live : মহিলার শ্লীলতাহানির অভিযোগে বহরমপুরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে অধীর চৌধুরীর বচসা

মহিলার শ্লীলতাহানির অভিযোগে বহরমপুরে ধুন্ধুমার। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে অধীর চৌধুরীর বচসা। আইনশৃঙ্খলার প্রশ্নে কংগ্রেস প্রার্থীর সঙ্গে পুলিশের বাগ্‍যুদ্ধ। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দেওয়ার পর এলাকা ছাড়েন অধীর।

WB News Live Updates: ভাইরাল-ভিডিও সিরিজের মধ্যেই সন্দেশখালিতে ফের অস্ত্র উদ্ধার!

ভাইরাল-ভিডিও সিরিজের মধ্যেই সন্দেশখালিতে ফের অস্ত্র উদ্ধার! শেখ শাহজাহান-ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র-ভাণ্ডারের পরে ফের অস্ত্রের হদিশ! 'জেলিয়াখালিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিলে সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব'। 'অস্ত্র কেড়ে নেওয়ার পরে বিজেপি কর্মীকে মেরে উধাও দুষ্কৃতী'। ভাঙা রাইফেল উদ্ধার করল পুলিশ, এখনও অধরা অভিযুক্ত।

WB News Live : মোদি ফের প্রধানমন্ত্রী হলে জেলে যাবেন মমতাও, চাঞ্চল্যকর দাবি কেজরিওয়ালের

মোদি ফের প্রধানমন্ত্রী হলে জেলে যাবেন মমতাও, চাঞ্চল্যকর দাবি জামিনে মুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।

Mamata Banerjee Live Updates: 'সন্দেশখালি নিয়ে নাটক করেছে, মিথ্যা কথা ধরা পড়ে গিয়েছে', আক্রমণ মমতার

'সন্দেশখালি নিয়ে নাটক করেছে, মিথ্যা কথা ধরা পড়ে গিয়েছে'। 'সন্দেশখালির মহিলাদের দিয়ে কী লিখিয়ে নেওয়া হয়েছে, তা তাঁরা জানতে পারেননি'। সপ্তগ্রামের জনসভা থেকে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

WB News Live : আন্দোলনকারীদের টাকা বিলি নিয়ে কথোপকথন, ভোটের মধ্যে ফের ভাইরাল সন্দেশখালির আরেক ভিডিও !

ভোটের মধ্যে ফের ভাইরাল সন্দেশখালির আরেক ভিডিও ! ফের বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও । আন্দোলনকারীদের টাকা বিলি নিয়ে ভিডিওয় কথোপকথন। পাড়ায় পাড়ায় ঘুরে আন্দোলনকারী মহিলাদের টাকা বিলি নিয়ে আলোচনা। নাম ও মোবাইল নম্বরের তালিকায় তৈরি নিয়ে ভিডিওয় কথোপকথন। ৭২ জন মহিলাকে এক দফায় ২ হাজার টাকা করে দেওয়া হয় বলে ভাইরাল ভিডিওয় দাবি। 'ভোটের সময় ৫০টি পিস্তল ও ১২ রাউন্ড করে গুলি লাগবে'। 'হাতে ১ লক্ষ টাকা পেলে ভাল হয়' । ভোটের সময় বুথ পিছু ৫ হাজার টাকার মদ লাগবে বলে ভিডিওয় কথোপকথন।

WB News Live Updates: ভোটের আগে ফের বঙ্গে প্রধানমন্ত্রী, আজ আরামবাগ, হুগলি, ব্যারাকপুর ও হাওড়ায় সভা

ভোটের আগে ফের বঙ্গে প্রধানমন্ত্রী। কলকাতায় এলেন নরেন্দ্র মোদি। রাজভবনে রাত্রিবাস, আজ সভা করবেন আরামবাগ, হুগলি, ব্যারাকপুর, হাওড়ায়।

প্রেক্ষাপট

কলকাতা : সোমবার চতুর্থ দফার ভোট, ২০ মে পঞ্চম দফার নির্বাচন (Lok Sabha Election 2024)। পঞ্চম দফার আগে জোরদার প্রচারে প্রধানমন্ত্রী (PM Modi in Bengal)। গত রাতে ফের শহরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী মোদি। এই নিয়ে ভোট ঘোষণার পর নবমবার রাজ্যে মোদি। আজ পরপর ৪টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। আরামবাগ, হুগলি, ব্যারাকপুর, হাওড়ায় জনসভা করবেন মোদি (PM Modi)।


দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি, নানুরে বাজ পড়ে ২জনের মৃত্যু। নানুরে বজ্রপাতে ১ মহিলা-সহ ২জনের মৃত্যু, ৫জন আহত। কলকাতায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা। উঃ ২৪ পরগনায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। 


'শ্লীলতাহানি'-বিতর্কে তোলপাড়, আর রাজভবন যেতে নারাজ মুখ্যমন্ত্রী। যা কীর্তি কেলেঙ্কারি, আপনার পাশে বসাটাও পাপ'। পেন ড্রাইভে রাজ্যপালের আরও কেলেঙ্কারির ভিডিও থাকার দাবি। হুগলির সভা থেকে রাজ্যপালকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী 


ভাইরাল-ভিডিও সিরিজের মধ্যেই সন্দেশখালিতে ফের অস্ত্র উদ্ধার। শেখ শাহজাহান-ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র-ভাণ্ডারের পরে ফের অস্ত্রের হদিশ। 'জেলিয়াখালিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিলে সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব। অস্ত্র কেড়ে নেওয়ার পরে বিজেপি কর্মীকে মেরে উধাও দুষ্কৃতী', ভাঙা রাইফেল উদ্ধার করল পুলিশ, এখনও অধরা অভিযুক্ত। 


সৌমিত্র-সুজাতার ছায়া এবার নদিয়া (Nadia)। নদিয়ায় ভোটের শেষ দফার প্রচারে বিজেপির চমক (Mithun Chakraborty Vote Campaign)। মিঠুনের হাত ধরে বিজেপিতে তৃণমূল প্রার্থীর স্ত্রী। প্রচারের শেষ ঘণ্টায় তৃণমূল প্রার্থীর স্ত্রী বিজেপিতে। বিজেপিতে রানাঘাটের তৃণমূল প্রার্থীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। 'বধূ নির্যাতনের মামলা চলছে, একসঙ্গে থাকি না', স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে হলফনামায় জানিয়েছিলেন তৃণমূল প্রার্থী (Ranaghat TMC Candidate Mukut Mani Adhikari )। আর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসা মুকুটমণি অধিকারীর স্ত্রী বিজেপিতে। 


রাজ্যপালের তো পদত্যাগ করা উচিত। রাজ্যপাল এডিট করে রাজভবনের ফুটেজ দেখিয়েছেন। রাজ্যপাল কথা বলতে চাইলে রাস্তায় বসে কথা বলব। যা দেখছি ওঁর পাশে বসে কথা বলব না। আমার কাছে পেনড্রাইভ আছে, আরও কেলেঙ্কারি আছে। আদিসপ্তগ্রামের সভা থেকে রাজ্যপালকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.