West Bengal News Live :সন্দেশখালিকাণ্ডে অবশেষে গ্রেফতার শিবপ্রসাদ হাজরা

17 February News Update : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এখানে।

ABP Ananda Last Updated: 17 Feb 2024 11:26 PM
WB News Live Updates:সোনা পাচারে জড়িত সন্দেহে ৩ পাচারকারীকে গ্রেফতার পেট্রাপোল সীমান্তের বিএসএফের

সোনা পাচারে জড়িত সন্দেহে ৩ পাচারকারীকে গ্রেফতার পেট্রাপোল সীমান্তের বিএসএফের

WB News Live:'আমরা বিতর্ক থেকে শিখতে পারি', 'দ্য টেলিগ্রাফ ডিবেট' উপলক্ষ্যে ক্যালকাটা ক্লাবে বার্তা মুখ্যমন্ত্রীর।  

'আমরা বিতর্ক থেকে শিখতে পারি', 'দ্য টেলিগ্রাফ ডিবেট' উপলক্ষ্যে ক্যালকাটা ক্লাবে বার্তা মুখ্যমন্ত্রীর।  

WB News Live Updates:গণধর্ষণের ধারা যুক্ত করার পরই, আজ সন্ধেয় ন্যাজাট থেকে তৃণমূল নেতা শিবপ্রকাশ ওরফে শিবু হাজরাকে গ্রেফতার করল পুলিশ

গণধর্ষণের ধারা যুক্ত করার পরই, আজ সন্ধেয় ন্যাজাট থেকে তৃণমূল নেতা শিবপ্রকাশ ওরফে শিবু হাজরাকে গ্রেফতার করল পুলিশ। কাল ধৃতকে আদালতে তোলা হবে। শিবু-উত্তমের গ্রেফতারির পর, সন্দেশখালির মহিলাদের একাংশ শেখ শাহজাহানকে গ্রেফতার করার দাবিতে অনড় রয়েছেন।

WB News Live:রায়গঞ্জে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্ত টোটোচালককে গ্রেফতারি পুলিশের

রায়গঞ্জে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্ত টোটোচালককে গ্রেফতারি পুলিশের

WB News Live Updates:আজ সন্দেশখালিতে নিগৃহিত শিশুর বাড়িতে গেলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা

জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন পদক্ষেপ করার পরের দিনই, আজ সন্দেশখালিতে নিগৃহিত শিশুর বাড়িতে গেলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা। তাঁদের নির্দেশেই পুলিশি নিরাপত্তা পেল বিজেপি কর্মীর পরিবার। পুলিশের উপস্থিতিতেই, সাত মাসের কন্যাসন্তানকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। বিস্ফোরক অভিযোগ শিশুর মায়ের। যদিও কুণাল ঘোষের দাবি, এসবই মনগড়া কাহিনি।

WB News Live:গণধর্ষণে অভিযুক্ত শিবু হাজরা-উত্তম সর্দার

গণধর্ষণে অভিযুক্ত শিবু হাজরা-উত্তম সর্দার। উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণ, খুনের চেষ্টার ধারা। 

WB News Live Updates:সন্দেশখালির প্রত্যেক মহিলার সঙ্গে কথা বলবে পুলিশ: রাজীব কুমার

'সন্দেশখালির প্রত্যেক মহিলার সঙ্গে কথা বলবে পুলিশ। মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে গণধর্ষণের ধারা, ৬ ফেব্রুয়ারির আগে আমরা কোনও অভিযোগ পাইনি। আমরা সমস্ত অভিযোগ খতিয়ে দেখছি', বললেন ডিজিপি রাজীব কুমার

WB News Live:সন্দেশখালিকাণ্ডে অবশেষে গ্রেফতার শিবপ্রসাদ হাজরা

সন্দেশখালিকাণ্ডে অবশেষে গ্রেফতার শিবপ্রসাদ হাজরা

WB News Live Updates:গণধর্ষণে অভিযুক্ত শিবু হাজরা-উত্তম সর্দার

গণধর্ষণে অভিযুক্ত শিবু হাজরা-উত্তম সর্দার। উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণ, খুনের চেষ্টার ধারা। শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ, খুনের চেষ্টার ধারা 

WB News Live: সন্দেশখালিতে অবিরাম 'সন্ত্রাস', রেহাই নেই একরত্তিরও

সন্দেশখালিতে অবিরাম 'সন্ত্রাস', রেহাই নেই একরত্তিরও! 'নারী নির্যাতনের' পর আবার প্রকাশ্যে এল ভয়ঙ্কর অভিযোগ! পুলিশের সামনেই মায়ের কোল থেকে ছিনিয়ে শিশুকে ছুড়ে ফেলার অভিযোগ! বিজেপি কর্মীকে না পেয়ে শিশুকে ছিনিয়ে ছুড়ে ফেলার অভিযোগ। 

WB News Live Updates:শিলিগুড়িতে সরকারি জমিতে তৈরি তৃণমূল নেতার বাড়ি ভাঙতে গিয়ে বাধার মুখে পুর কর্মীরা

শিলিগুড়িতে সরকারি জমিতে তৈরি তৃণমূল নেতার বাড়ি ভাঙতে গিয়ে বাধার মুখে পড়লেন পুর কর্মীরা। কাজ বন্ধ রেখেই ফিরতে হল তাঁদের। বাড়ি করার সময় আপত্তি জানায়নি পুরসভা, এখন কেন নোটিস? তৃণমূল পরিচালিত পুরসভার দিকেই আঙুল তুলেছেন শাসক-নেতা। পদ্ধতি মেনেই ব্যবস্থা, জানিয়েছে পুর কর্তৃপক্ষ।

WB News Live:সরিয়ে দেওয়া হল বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে

সরিয়ে দেওয়া হল বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে

WB News Live:সরিয়ে দেওয়া হল বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে

সরিয়ে দেওয়া হল বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে

WB News Live Update:সন্দেশখালিকাণ্ডে শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা পুলিশের

সন্দেশখালিকাণ্ডে শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা পুলিশের। 

WB News Live:এখনও ভয়ে কাঁপছে সন্দেশখালি, 'ড্যামেজ কন্ট্রোলে' তৃণমূল

এখনও ভয়ে কাঁপছে সন্দেশখালি, 'ড্যামেজ কন্ট্রোলে' তৃণমূল। 'অভিযোগ' শুনতে সন্দেশখালির গ্রামে গ্রামে তৃণমূলের দল

WB News Live : সন্দেশখালিতে অবিরাম সন্ত্রাস, রেহাই নেই একরত্তিরও

সন্দেশখালিতে অবিরাম সন্ত্রাস, রেহাই নেই একরত্তিরও!  নারী নির্যাতনের পর এবার প্রকাশ্যে এল আরও ভয়ঙ্কর অভিযোগ! শিশুকে মায়ের কোল থেকে ছুড়ে ফেলার অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের, পুলিশের সামনেই শিশুকে ছুড়ে ফেলার অভিযোগ

Congress Newsশেখ শাহজাহান, শিবু হাজরাদের গ্রেফতারির দাবিতে সরব স্থানীয়রা

সন্দেশখালিতে ড্যামেজ কন্ট্রোলে শাসক দল, শেখ শাহজাহান, শিবু হাজরাদের গ্রেফতারির দাবিতে সরব স্থানীয়রা। 

WB News Live : শিলিগুড়িতে সরকারি জমিতে তৈরি তৃণমূল নেতার বাড়ি ভাঙতে গিয়ে বাধার মুখে পুর কর্মীরা

শিলিগুড়িতে সরকারি জমিতে তৈরি তৃণমূল নেতার বাড়ি ভাঙতে গিয়ে বাধার মুখে পড়লেন পুর কর্মীরা। কাজ বন্ধ রেখেই ফিরতে হল তাঁদের। বাড়ি করার সময় আপত্তি জানায়নি পুরসভা, এখন কেন নোটিস? তৃণমূল পরিচালিত পুরসভার দিকেই আঙুল তুলেছেন শাসক-নেতা। পদ্ধতি মেনেই ব্যবস্থা, জানিয়েছে পুর কর্তৃপক্ষ।

Congress News : কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজের অভিযোগ ঘিরে বউবাজারে বিক্ষোভ

কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজের অভিযোগ ঘিরে কলকাতাতেও পথে নামল হাত শিবির। বউবাজারে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা।

WB News : শেখ শাহজাহানের আগাম জামিন আটকাতে বারাসাত মহকুমা আদালতে আবেদন জানাল ইডি

গ্রেফতার হওয়ার পর প্রথম জামিনের আবেদন জানালেন রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। আগামী ২০ ফেব্রুয়ারি ব্য়াঙ্কশাল কোর্টে ইডির বিশেষ আদালতে জ্য়োতিপ্রিয় মল্লিকের আবেদনের শুনানি হবে। অন্য়দিকে, শেখ শাহজাহানের আগাম জামিন আটকাতে বারাসাত মহকুমা আদালতে আবেদন জানাল ইডি।  

KMC Budget Live : ফের ঘাটতি বাজেটের গেরোয় কলকাতা পুরসভা

ফের ঘাটতি বাজেটের গেরোয় কলকাতা পুরসভা । কলকাতা পুরসভায় ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ। প্রায় ৬৭০ কোটি টাকা কম ঢুকেছে কলকাতা পুরসভার কোষাগারে । 

Jyotipriyo Mallik News : মন্ত্রিত্ব হারানোর পর এবার জামিনের আর্জি জ্যোতিপ্রিয় মল্লিকের

মন্ত্রিত্ব হারানোর পর এবার জামিনের আর্জি জ্যোতিপ্রিয় মল্লিকের। ব্যাঙ্কশাল কোর্টে জামিনের আর্জি রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীর।
২০ ফেব্রুয়ারি জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন-আর্জির শুনানি। 

WB News Live : প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান অভিনেত্রীর। ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে। শোকস্তব্ধ টলিউড। 

WB News Live : উত্তরপাড়ায় চতুর্থ শ্রেণির স্কুলছাত্রকে নৃশংস খুন, পরতে পরতে রহস্য

উত্তরপাড়ায় চতুর্থ শ্রেণির স্কুলছাত্রকে নৃশংস খুন। ঘরে ফুল ভল্যুমে চলছিল টিভি। চুপ ছিল পোষা কুকুর। পিছনে পরিচিত কেউ? উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে চন্দননগরের সিপি, ফরেন্সিক টিম।

Sandeshkhali News : সন্দেশখালিতে শিশুকে মায়ের কোল থেকে ছুড়ে ফেলার অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের

 সন্দেশখালিতে অবিরাম সন্ত্রাস। শিশুকে মায়ের কোল থেকে ছুড়ে ফেলার অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তৎপরতার পরেই এলাকায় রাজ্যের কমিশন।

Anjana Bhowmik Died : প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল গভীর রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় বাইপাসের ধারে ফর্টিস হাসপাতালে আনা হয় অঞ্জনা ভৌমিককে। ICU-তে ভর্তি করা হয়। আজ সকালে হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। উত্তম কুমারের সঙ্গে চৌরঙ্গী ও নায়িকা সংবাদ-এর মতো ছবিতে অভিনয় করেছেন অঞ্জনা ভৌমিক। 

Anjana Bhowmik Died : প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল গভীর রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় বাইপাসের ধারে ফর্টিস হাসপাতালে আনা হয় অঞ্জনা ভৌমিককে। ICU-তে ভর্তি করা হয়। আজ সকালে হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। উত্তম কুমারের সঙ্গে চৌরঙ্গী ও নায়িকা সংবাদ-এর মতো ছবিতে অভিনয় করেছেন অঞ্জনা ভৌমিক। 

BJP News : হাসপাতাল থেকে ছাড়া পেলেন সুকান্ত মজুমদার

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সুকান্ত মজুমদার। গত ১৪ ফেব্রুয়ারি, সন্দেশখালি যাওয়ার পথে, টাকিতে পুলিশের বাধার মুখে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন তিনি। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির মধ্যেই পড়ে যান সুকান্ত মজুমদার। তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

Sandeshkhali : সন্দেশখালির পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্র

সন্দেশখালির পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্র। জানালেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং আদিবাসী বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, গত ১০ বছরে মোদি সরকার মহিলাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছে। 

WB News Update : সন্দেশখালির গ্রামে গ্রামে ঘুরছে তৃণমূলের প্রতিনিধিদল

শেখ শাহজাহান, শিবু হাজরাদের গ্রেফতারির দাবিতে এখনও উত্তাল সন্দেশখালি। এর মধ্যেই তিনদিন ধরে সন্দেশখালির গ্রামে গ্রামে ঘুরছে তৃণমূলের প্রতিনিধিদল। শুনছে গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা। শিবু-উত্তমদের কাছ থেকে কেউ টাকা পান কি না, কত টাকা বাকি রয়েছে, এসবই জানতে চাওয়া হচ্ছে গ্রামবাসীদের কাছে। 

WB News Live: আজ সন্দেশখালিতে পৌঁছল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন

সন্দেশখালিতে এবার মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলার অভিযোগ উঠল। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন পুলিশের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়ার পরেই আজ সন্দেশখালিতে পৌঁছল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। চেয়ারপার্সন তুলিকা দাসের নেতৃত্বে ৬ সদস্যের দল কথা বলেন স্থানীয়দের সঙ্গে। শিশুকে ছুড়ে ফেলার অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি, সন্দেশখালিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা কীভাবে হচ্ছে, পরীক্ষার্থীদের কোনও অসুবিধা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হবে বলে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন জানিয়েছে।

West Bengal News : ৮ বছরের বালককে মাথায় বাড়ি মেরে, ছুরি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ !

৮ বছরের বালককে মাথায় বাড়ি মেরে, ছুরি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল হুগলির উত্তরপাড়ার কানাইপুরে। বাড়ি থেকে উদ্ধার হল চতুর্থ শ্রেণির ছাত্র স্নেহাংশু শর্মার রক্তাক্ত দেহ। পরিবারের দাবি, সপ্তাহখানেক আগে পঞ্চম শ্রেণির এক ছাত্রের সঙ্গে স্নেহাংশুর ঝগড়া-মারপিট হয়। খুনের পিছনে সেই কারণ থাকতে পারে বলে পরিবারের অনুমান।

Wetather Update : ফাল্গুনের শুরুতে পারদ কিছুটা নেমেছে

এবার শীত ফুরোবার পালা। তবে ফাল্গুনের শুরুতে পারদ কিছুটা নেমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩। আগামী দু’দিন আবহাওয়া এমনই থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে আরও কিছুদিন। এরপর ধীরে ধীরে আবহাওয়ার মেজাজ বদল হবে।

Abhishek Banerjee News : 'বিজেপি নামক জমিদার তাড়ানোর ভোট', ময়দানে নেমে পড়ার নির্দেশ দিলেন অভিষেক

লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে শীঘ্রই। এই পরিস্থিতিতে, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প এবং আদি-নব্য সমীকরণ মেনে একেবারে বুথস্তর থেকে সংগঠনকে চাঙ্গা করে জোরকদমে ময়দানে নেমে পড়ার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, শুক্রবার ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন,  এবারের ভোট প্রতিরোধ, প্রতিশোধের ভোট। বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট। বিজেপি নামক জমিদার তাড়ানোর ভোট। 

WB News Live : শিবু-উত্তমদের বিরুদ্ধে অভিযোগ শুনছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, যা ঘিরে রাজনৈতিক তরজা চরমে

সন্দেশখালির গ্রামে গ্রামে ঘুরে, শিবু-উত্তমদের বিরুদ্ধে অভিযোগ শুনছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দেওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, শিবু হাজরা ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের কাছে কত টাকা পাওনা তা জানতে চাওয়া হচ্ছে। সেই টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। যা ঘিরে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। 

Sandeshkhali News : শিবু হাজরার বিরুদ্ধে এবার পোস্টার পড়ল সন্দেশখালিতে

গোপন ডেরা থেকে এবিপি আনন্দে সাক্ষাৎকার দিলেও এখনও তাঁকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেই শিবু হাজরার বিরুদ্ধেই এবার পোস্টার পড়ল সন্দেশখালিতে। পোস্টারে লেখা নারী নির্যাতনকারী শিবু হাজরার গ্রেফতারি চাই। গাছে টাঙানো, সাদা কাগজে লাল কালিতে লেখা এমনই পোস্টার দেখা গেল সন্দেশখালির কলোনীপাড়ায়।

West Bengal News : বাংলার বাইরে সরানো হোক সন্দেশখালির মামলা, এই মর্মে আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে

সিবিআই বা সিট গঠন করে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হোক সন্দেশখালিকাণ্ডের তদন্ত। বাংলার বাইরে সরানো হোক সন্দেশখালির মামলা। এই মর্মে আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে। অন্যদিকে, সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার দাবিতে শুক্রবারই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। একইদিনে, পুলিশের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে ১৪৪ ধারা জারি করে পথ আটকানোর অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা।

প্রেক্ষাপট

কলকাতা : মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) নির্দেশে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারির সাড়ে তিন মাস পর অবশেষে মন্ত্রিত্ব খোয়ালেন জ্যোতিপ্রিয় মল্লিক ( Jyotipriyo Mallik ) । বন দফতর গেল বীরবাহার হাতে, শিল্প পুনর্গঠন পার্থ ভৌমিকের। অন্যদিকে শুক্রবারও সন্দেশখালিকাণ্ডে ( Sandeshkhali ) তোলপাড় রাজ্য। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ এসসি কমিশনের। সিবিআই ( CBI ) অথবা সিট চেয়ে সুপ্রিম কোর্টে ( Supreme Court )  মামলা, জোড়া মামলা হাইকোর্টেও। শুক্রবারও সন্দেশখালি ঢুকতে বারবার বাধার মুখে পড়লেন বিরোধীরা। ১৪৪ ধারা ( section 144 ) দেখিয়ে রামপুরে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও আটকাল পুলিশ।  এদিকে লোকসভা ভোটের আগে দলীয় সংগঠনে ফের সক্রিয় ভূমিকায় দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ( Abhishek Banerjee ) । 'এবারের ভোট প্রতিরোধ, প্রতিশোধের। বিজেপি নামক জমিদার তাড়ানোর ভোট', দলীয় নেতৃত্বকে ভার্চুয়াল বৈঠকে এই বার্তা দিলেন অভিষেক।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.