West Bengal News Live: সন্দেশখালিকাণ্ডে ফের ধাক্কা রাজ্যের, আরও ২ বিরোধী নেতার জামিন

West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, সোমবার সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..

ABP Ananda Last Updated: 28 Feb 2024 11:55 PM
West Bengal Live News: সন্দেশখালিকাণ্ডে ফের ধাক্কা রাজ্যের, আরও ২ বিরোধী নেতার জামিন

সন্দেশখালিকাণ্ডে ফের ধাক্কা রাজ্যের, আরও ২ বিরোধী নেতার জামিন। বসিরহাট কোর্টের সঙ্গে হাইকোর্টেও বিজেপি নেতার জামিন। 'এফআইআরে এমন কিছু নেই যে জেলে রাখতে হবে', বিজেপি নেতা বিকাশ সিংহকে জামিন দিয়ে মন্তব্য বিচারপতি কৌশিক চন্দর। নিরাপদর মতো অভিযোগের আগেই এফআইআর, দাবি মামলাকারীর। বসিরহাট কোর্টে আইএসএফ নেত্রী আয়েশা বিবিরও জামিন।

WB Live News: লিভ ইন পার্টনারের হাতে প্রেমিক খুনের অভিযোগ

দমদমে প্রেমিক খুন, গ্রেফতার প্রেমিকা। লিভ ইন পার্টনারের হাতে প্রেমিক খুনের অভিযোগ। নাগেরবাজারের মধুগড়ে রক্তাক্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার। প্রেমিককে খুনের অভিযোগে প্রেমিকা গ্রেফতার। 

West Bengal Live News: পিটিএসে গুলিবিদ্ধ হয়ে কনস্টেবলের মৃত্যু

পিটিএসে গুলিবিদ্ধ হয়ে কনস্টেবলের মৃত্যু। মানসিক অবসাদে আত্মঘাতী বলে অনুমান পুলিশের। কপালে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছিল, ট্রমা কেয়ার সেন্টারে আনার পরে মৃত ঘোষণা, খবর এসএসকেএম সূত্রে।

West Bengal Live News: পিটিএসে গুলিবিদ্ধ হয়ে কনস্টেবলের মৃত্যু

পিটিএসে গুলিবিদ্ধ হয়ে কনস্টেবলের মৃত্যু। মানসিক অবসাদে আত্মঘাতী বলে অনুমান পুলিশের। কপালে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছিল, ট্রমা কেয়ার সেন্টারে আনার পরে মৃত ঘোষণা, খবর এসএসকেএম সূত্রে।

WB Live News: স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সন্দেশখালি যাওয়ার অনুমতি কলকাতা হাইকোর্টের

স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। বিচারপতি নির্দেশ দিয়েছেন, আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কোনও পদক্ষেপ করা যাবে না। এ বিষয়ে মুচলেকা দিতে হবে স্থানীয় থানায়। 

Jamtara Rail Accident: ঝাড়খণ্ডের জামতাড়ায় ভয়াবহ রেল দুর্ঘটনা! অন্তত ১২জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা

এক ট্রেন থেকে নেমে রেল লাইনে, উল্টো দিকের ট্রেনে পিষ্ট যাত্রীরা। ঝাড়খণ্ডের জামতাড়ায় ট্রেনের ধাক্কায় ১২ যাত্রীর মৃত্যুর আশঙ্কা, আহত অসংখ্য।কলঝরিয়ার কাছে অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার খবরে আতঙ্ক। রেল লাইনের পাশে ধোঁয়া দেখে হঠাৎ ট্রেন থামতেই দুর্ঘটনা। অঙ্গ এক্সপ্রেস থেকে নামা যাত্রীদের পিষে দিল উল্টো দিকের ট্রেন। ঝাঁঝা-আসানসোল প্যাসেঞ্জারে পিষে অন্তত ১২জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা। ডাউন লাইন দিয়ে যাচ্ছিল যশবন্তপুর-বেঙ্গালুরু এক্সপ্রেস। লাইনের পাশ থেকে ধুলো উড়তে দেখে আগুন-আতঙ্ক, খবর সূত্রের। 

WB Live News: শেখ শাহজাহান নিয়ে বিস্ফোরক শুভেন্দু, পাল্টা আক্রমণে অর্জুন

শেখ শাহজাহান নিয়ে বিস্ফোরক শুভেন্দু, পাল্টা আক্রমণে অর্জুন। 'সব জানলে কেন বলছেন না ইডি-সিবিআইকে? শেখ শাহজাহান কোথায়, সব খবর তো আপনার কাছে আছে। তাহলে কেন জানাচ্ছেন না ইডি-সিবিআইকে, কে আটকাচ্ছে? তাহলে কি বলছেন বিজেপি নিয়ন্ত্রিত এজেন্সির চেয়ে বেশি যোগ্য রাজ্য পুলিশ?', শুভেন্দু অধিকারীকে পাল্টা প্রশ্ন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের।

West Bengal Live News: অজিত মাইতি, শঙ্কর সর্দারের পর সন্দেশখালির নিশানায় আরও এক তৃণমূল নেতা

অজিত মাইতি, শঙ্কর সর্দারের পর সন্দেশখালির নিশানায় আরও এক তৃণমূল নেতা। তৃণমূল নেতা শান্তনু জানার বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ।শান্তনুকে গ্রেফতারির দাবিতে সন্দেশখালির বয়ারমারিতে মহিলাদের বিক্ষোভ। পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয় মহিলাদের।

WB Live News: ৭ মার্চের মধ্যেই রাজ্যে আসছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

লোকসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, ৭ মার্চের মধ্যেই ১৫০ কোম্পানি আসছে রাজ্যে। যার মধ্যে সবচেয় বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে উত্তর ২৪ পরগনায়। অন্তত ২ মাস ধরে যে সন্দেশখালি ইস্যুকে তপ্ত রয়েছে রাজ্য-রাজনীতি, সেই সন্দেশখালি রয়েছে উত্তর ২৪ পরগনাতেই। 

West Bengal Live News: রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা নিয়োগ ঘিরে তোলপাড়

রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা নিয়োগ ঘিরে তোলপাড়। ইন্টারভিউয়ের পরেই স্বাস্থ্য ভবনে পোস্টারে পোস্টারে ছয়লাপ! 'গতকাল ৭জনের ইন্টারভিউয়ের পর নবান্নে পাঠানো হয় ৩জনের নাম', সার্চ কমিটির পাঠানো ৩ জনের মধ্যে ২জনের বিরুদ্ধেই পোস্টার। রাতেই ২জনের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে পোস্টারে পোস্টারে ছয়লাপ। 'চিকিৎসকরা ফুঁসছেন, স্বাস্থ্য ভবনকে সন্দেশখালি হতে দেবেন না', সার্চ কমিটির তালিকায় থাকা ২জনের বিরুদ্ধে দুর্নীতির তালিকা দিয়ে পোস্টার। পোস্টার নজরে আসতে স্বাস্থ্য ভবনের তৎপরতা, এল পুলিশ। সিসি ফুটেজ পরীক্ষা করল পুলিশ, ছিঁড়ে ফেলা হল পোস্টার। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক চিকিৎসক মঞ্চের নামে স্বাস্থ্য ভবনে পোস্টার। পদে বসবেন যোগ্যই, সব বিরোধীদের চক্রান্ত, দাবি সার্চ কমিটির সদস্যের

WB Live News: সন্দেশখালিতে দেওয়াল লিখনেও শেখ শাহজাহানের 'ছায়া'

সন্দেশখালিতে দেওয়াল লিখনেও শেখ শাহজাহানের 'ছায়া'! দেওয়াল লিখেও টাকা না পাওয়ার অভিযোগ খোদ শিল্পীর। টাকা পাইনি, তাই আর দেওয়াল লিখব না, জানিয়ে দিলেন শিল্পী। ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড, সন্দেশখালিতে দেওয়াল লিখন। রং তুলি নিয়ে দেওয়াল লিখনে নামলেন সন্দেশখালির বিধায়ক।

WB Live News: সন্দেশখালিতে দেওয়াল লিখনেও শেখ শাহজাহানের 'ছায়া'

সন্দেশখালিতে দেওয়াল লিখনেও শেখ শাহজাহানের 'ছায়া'! দেওয়াল লিখেও টাকা না পাওয়ার অভিযোগ খোদ শিল্পীর। টাকা পাইনি, তাই আর দেওয়াল লিখব না, জানিয়ে দিলেন শিল্পী। ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড, সন্দেশখালিতে দেওয়াল লিখন। রং তুলি নিয়ে দেওয়াল লিখনে নামলেন সন্দেশখালির বিধায়ক।

West Bengal Live News: ৫৫ দিন ধরে অধরা শেখ শাহজাহান, অধরা তাঁর ভাইও, দ্রুত গ্রেফতারের দাবি গ্রামবাসীদের

৫৫ দিন ধরে অধরা শেখ শাহজাহান। পুলিশ নাগাল পায়নি তাঁর ভাই শেখ সিরাজউদ্দিনেরও। অবিলম্বে ২ জনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বেড়মজুরের বটতলা এলাকার বাসিন্দারা। পুলিশ না ধরলে তাঁরা ফের আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁদের হুমকি দিয়েছিলেন বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লা। ভোট না দিলে হাতে গুজরাতের টিকিট ধরিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। শেখ শাহজাহান ও তাঁর বাহিনী এভাবেই ভোট লুঠ করেছিল বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। 

WB Live News: শাহজাহানের ভাই ও শাগরেদদের গ্রেফতারি চেয়ে বেড়মজুরের ঝুপখালিতে নতুন করে বিক্ষোভ

শেখ শাহজাহান একা নন, এবার তাঁর ভাই ও শাগরেদদের গ্রেফতারি চেয়ে বেড়মজুরের ঝুপখালিতে নতুন করে বিক্ষোভ শুরু হল। শেখ শাহজাহান ও তাঁর ভাই শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন মহিলারা। এদিন দল বেঁধে অভিযোগ জানাতে যাচ্ছিলেন তাঁরা। ১৪৪ ধারা জারি থাকার যুক্তি দেখিয়ে পুলিশ মহিলাদের বাধা দিলে উত্তেজনা ছড়ায়। শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিন এবং বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে জমি দখল, ভোট লুঠ, নারী নির্যাতন, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার ভুরিভুরি অভিযোগ রয়েছে। অশান্তির আশঙ্কায় নামানো হয়েছে র‍্যাফ। 

West Bengal Live News: বিজেপি ছেড়ে তৃণমূলে, ফের বিজেপিতে কালিয়াগঞ্জের বিধায়ক

বিজেপি ছেড়ে তৃণমূলে, ফের বিজেপিতে কালিয়াগঞ্জের বিধায়ক। ভোটে জেতার ৬ মাসের মধ্যেই তৃণমূলে, ফের বিজেপিতে প্রত্যাবর্তন। তৃণমূলের ব্রিগেড সমাবেশের আগে ফের বিজেপিতে সৌমেন রায়। ২০২১ সালের সেপ্টেম্বরে বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক।

WB Live News: সন্দেশখালিকাণ্ডের সঙ্গে এবার বনগাঁয় খুনের মামলায় জেলে উত্তম

সন্দেশখালিকাণ্ডের সঙ্গে এবার বনগাঁয় খুনের মামলায় জেলে উত্তম। বনগাঁয় একটি খুনের মামলায় এবার উত্তম সর্দারের জেল হেফাজত। ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ বনগাঁ মহকুমা আদালতের। আমি নির্দোষ, কখনও বনগাঁয় যাইনি, দাবি সাসপেন্ডেড তৃণমূল নেতার। ২৪ অগাস্ট, ২০২৩, বনগাঁয় খুনের মামলায় অভিযুক্ত উত্তম সর্দার।

West Bengal Live News: সন্দেশখালিকাণ্ডে ফের ধাক্কা রাজ্যের, আরও ২ বিরোধী নেতার জামিন

সন্দেশখালিকাণ্ডে ফের ধাক্কা রাজ্যের, আরও ২ বিরোধী নেতার জামিন। বসিরহাট কোর্টের সঙ্গে হাইকোর্টেও বিজেপি নেতার জামিন। 'এফআইআরে এমন কিছু নেই যে জেলে রাখতে হবে', বিজেপি নেতা বিকাশ সিংহকে জামিন দিয়ে মন্তব্য বিচারপতি কৌশিক চন্দর। নিরাপদর মতো অভিযোগের আগেই এফআইআর, দাবি মামলাকারীর। বসিরহাট কোর্টে আইএসএফ নেত্রী আয়েশা বিবিরও জামিন।

WB Live News: অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় এবার অরূপকে ইডির তলব

অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় এবার অরূপকে ইডির তলব। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাসকে ইডির তলব। তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতে তলব, খবর সূত্রের। গতকাল তলব, ইডির কাছে সময় চাইলেন অরূপ বিশ্বাস। আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত, খবর ইডি সূত্রে। ২০১৪ সালের ভোটের প্রচারে আর্থিক লেনদেনকে সামনে রেখে তলব, খবর সূত্রের। ইডির তলব, প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাইলেন না অরূপ বিশ্বাস। সমন নিয়ে দলের বক্তব্য চিঠিতে ইডিকে জানিয়েছেন অরূপ, খবর তৃণমূল সূত্রে। 

West Bengal Live News: ৩ মার্চ স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সন্দেশখালিতে যাওয়ার অনুমতি হাইকোর্টের

৩ মার্চ স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সন্দেশখালিতে যাওয়ার অনুমতি হাইকোর্টের

WB Live News: শেখ শাহজাহানকে নিয়ে কী মন্তব্য দিলীপ ঘোষের ?

শেখ শাহজাহান ধরা পড়লে অনেকের নাম সামনে আসবে, সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হচ্ছে না, পাল্টা দাবি দিলীপ ঘোষের।

West Bengal Live News: সন্দেশখালির নিশানায় আরও এক তৃণমূল নেতা

অজিত মাইতি, শঙ্কর সর্দারের পর সন্দেশখালির নিশানায় আরও এক তৃণমূল নেতা। তৃণমূল নেতা শান্তনু জানার বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ। শান্তনুকে গ্রেফতারির দাবিতে সন্দেশখালির বয়ারমারিতে মহিলাদের বিক্ষোভ। 

WB Live News: সন্দেশখালি-অশান্তির মধ্যে ফের হুঙ্কার মুখ্যমন্ত্রীর

সন্দেশখালি-অশান্তির মধ্যে ফের হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'সিঙ্গুর, নন্দীগ্রামের সঙ্গে অন্য কোনও জায়গার তুলনা নয়। একটার সঙ্গে আরেকটাকে গুলিয়ে দিয়ে অশান্তি ছড়াবেন না। কোথাও অত্যাচার হোক, রক্ত ঝরুক চাই না। যাঁরা বড় বড় কথা বলে বেড়াচ্ছে, খুলব ভাণ্ডার? ভাণ্ডারে অনেক কিছু জমা আছে, ভাণ্ডার খুললে বুঝতে পারবেন না', খাতড়ার সভা থেকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal Live News: পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে : মমতা

'৫৯ লক্ষ মানুষকে কাজ করে পয়সা দেয়নি। গরিব মানুষদের বঞ্চিত করেছে। পাগড়ি পরা দেখলেই বলছে খালিস্তানি। বিজেপি আমাদের অনুকরণে পরিবারের একজনকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা বলছে। পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB Live News:'যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে'

'সিবিআই, ইডি বা রাজ্য পুলিশ, যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে', সন্দেশখালি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির

West Bengal Live News: বেড়মজুরের ঝুপখালিতে মহিলাদের বিক্ষোভ

বেড়মজুরের ঝুপখালিতে মহিলাদের বিক্ষোভ। অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

WB Live News:' বেড়মজুর থেকে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে', বিস্ফোরক দাবি শুভেন্দুর

শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান। গতকাল রাতেই বেড়মজুর থেকে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে। এক প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে পুলিশের সঙ্গে রফা হয়ে গেছে শেখ শাহজাহানের। জেলে শেখ শাহজাহানকে পাঁচতারা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জেলে মোবাইল ফোন ব্যবহারেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। সেই ফোনের মাধ্যমেই জেল থেকে তৃণমূলকে নেতৃত্ব দেবেন শেখ শাহজাহান। শেখ শাহজাহান চাইলে উডবার্ন ওয়ার্ডেও তাঁর জন্য বেড তৈরি রাখা হচ্ছে', সোশাল মিডিয়ায় বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। 


 

West Bengal Live News:সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্নায় বিজেপি

সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্নায় বিজেপি। ধর্মতলায় গাঁধী মূর্তির নীচে সকাল ১০টা থেকে শুরু ধর্না। সন্ধে ৬টা পর্যন্ত বিজেপিকে ধর্নার অনুমতি হাইকোর্টের। 'ধর্না অবস্থানে মাইক, লাউড স্পিকার ব্য়বহার করা যাবে না'। ১৫০ জনের বেশি থাকতে পারবেন না কর্মসূচিতে, নির্দেশ আদালতের

WB Live News: কংগ্রেস ছাড়লেন আইনজীবী কৌস্তভ বাগচী

কংগ্রেস ছাড়লেন আইনজীবী কৌস্তভ বাগচী

West Bengal Live News: অ্যাপ দুর্নীতি মামলায় সকাল থেকে কলকাতায় ইডির অভিযান

 


ছত্তীসগঢ়ের রায়পুরের অ্যাপ ও GST ফাঁকির অভিযোগ-মামলায় সল্টলেকের ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ED। সকাল থেকে কলকাতার হাতিবাগান, উত্তর ২৪ পরগনার ইছাপুর-সহ ৬টি ঠিকানায় একযোগে চলছে তল্লাশি। ED সূত্রে খবর, কোটি কোটি টাকা প্রতারণা ও তছরুপের অভিযোগের তদন্তে উঠে আসে কলকাতার ব্যবসায়ী সুরয চোখানির নাম। এদিন রায়পুর থেকে আসা ED-র টিম ওই ব্যবসায়ীর সল্টলেকের বাড়িতে হানা দেয়। 
ব্যবসায়ীর সংস্থার কর্মী সর্বাণী ভগতের ইছাপুরের বাড়িতে চলছে তল্লাশি। পাশাপাশি, কলকাতার হাতিবাগান এলাকায় অরবিন্দ সরণিতে শেয়ার ট্রেডিং ব্যবসায়ী সন্দীপ মোদির ফ্ল্যাটেও হানা দিয়েছে ED। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, এই মামলায় আয়কর ও GST দফতরও তদন্ত চালাচ্ছে। 

WB Live News: সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন বামপন্থী বিশিষ্টজনেরা

বিরোধীরা ঢুকতে না পারলেও, মঙ্গলবার সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, বাদশা মৈত্র, দেবদূত ঘোষের মতো বামপন্থী বিশিষ্টজনেরা। মাঝেরহাট, কর্ণখালি, সন্দেশখালি ফেরিঘাট সংলগ্ন এলাকায় গ্রামবাসীদের অভিযোগ শোনেন তাঁরা। 

West Bengal Live News: সন্দেশখালিকাণ্ডের মধ্যেই কর্মীদের কড়া বার্তা মমতার

দল করলে কারও সঙ্গে বঞ্চনা নয়। আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারবে না, সন্দেশখালিকাণ্ডের মধ্যেই কর্মীদের কড়া বার্তা মমতার ।

WB Live News: সন্দেশখালিতে শুরু সেতু তৈরির কাজ

 সন্দেশখালির (Sandeshkhali Chaos) মন পেতে মরিয়া প্রশাসন। যে কাজ ১৫ বছরে হয়নি, এবার গ্রামবাসীদের বিক্ষোভের পর তড়িঘড়ি শুরু হল নতুন সেতু তৈরির কাজ। আপাতত বাঁশের সাঁকো চলবে যাতায়াত। দ্রুত স্থায়ী সেতু তৈরি করার আশ্বাস দিয়েছে প্রশাসন, দাবি গ্রামবাসীদের।

West Bengal Live News: মুখ খুললেন নির্মলা

 সন্দেশখালিতে ইডির উপরে হামলা, মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আক্রমণ। শুধুই নম্বর বাড়ানোর চেষ্টা, পাল্টা তৃণমূল।

WB Live News: সাতসকালে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে দুর্ঘটনা

সাতসকালে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে দুর্ঘটনা, আগুন। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তেলের ট্যাঙ্কার, চালকের মৃত্যু। পুড়ে ছাই দুর্ঘটনাগ্রস্ত তেলের ট্যাঙ্কার, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। দুর্ঘটনার জেরে বন্ধ যান চলাচল। 


 

প্রেক্ষাপট


  •  হাইকোর্টে ফের ধাক্কা পুলিশের। ১৭ দিন পরে অন্তর্বর্তী জামিনে মুক্ত নিরাপদ সর্দার। বসিরহাট জেল থেকে বেরোতেই সিপিএমের সম্বর্ধনা। 
    জেল মুক্ত নিরাপদ

  •  জেল থেকে বেরিয়েই সরকারকে আক্রমণে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক।  
    'শাসকের আড়ালে শেখ শাহজাহান'

  •  দিনের পর দিন শেখ শাহজাহানবাহিনীর তাণ্ডব। বলতে গেলে চুপ করিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ নিরাপদর।  
    'রুখে দাঁড়িয়েছে সন্দেশখালি'

  •  অভিযোগের আগেই এফআইআর। দারুণ দক্ষ! নিরাপদ-মামলায় পুলিশকে তুলোধনা হাইকোর্টের। গ্রেফতারকারীদেরই কেন গ্রেফতার নয়? প্রশ্ন বিচারপতির। 
    অভিযোগের আগেই এফআইআর!

  •  সন্দেশখালিতে অবাধে তৃণমূল নেতা-মন্ত্রীরা! বাধা শুধু বিরোধীদেরই। ৬২ কিমি দূরেই গ্রেফতার নৌশাদ। সাড়ে ৭ ঘণ্টা পরে লালবাজার থেকে মুক্তি। 
    অবাধে শাসক, বিরোধীদের বাধা!

  •   মীনাক্ষীর পর এবার বাদশা, দেবদূত। পুলিশের নজর এড়িয়ে ঢুকলেন সন্দেশখালিতে। ধামাখালিতে ফরওয়ার্ড ব্লককে বাধা, কংগ্রেস আটকাল ন্যাজাটে। 
    নজর এড়িয়ে সন্দেশখালিতে

  •  সন্দেশখালিতে ইডির উপরে হামলা, মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আক্রমণ। শুধুই নম্বর বাড়ানোর চেষ্টা, পাল্টা তৃণমূল।
    মুখ খুললেন নির্মলা

  •  কুণালের ৭দিনের ডেডলাইনের আরও দুটো দিন পার। কোথায় সন্দেশখালিরকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান? পুলিশের মুখে এখনও অ্যাকশনের সাফাই! 
    বাকি আর ৫দিন!
     
     ৫৫ দিন পার, এখনও ফেরার শেখ শাহজাহান। বাংলার মুখ্যমন্ত্রীকে রাজধর্ম মনে করালেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী। রাজনীতির অঙ্কের ঊর্ধ্বে উঠে পদক্ষেপের অনুরোধ। 
    মমতাকে 'রাজধর্ম' পরামর্শ

  •   মহিলাদের উপর অত্যাচার থেকে জমি জবরদখল। রক্ষাকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে মমতাকে চিঠি ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর। 
    সন্দেশখালি-সংঘাত

  •  দল করলে কাউকে বঞ্চনা নয়। সন্দেশখালিকাণ্ডের মধ্যেই কর্মীদের কড়া বার্তা মমতার। 
    'দল করলে বঞ্চনা নয়'

  •  বিচারের দাবিতে ফুঁসছে সন্দেশখালি। বাড়িতে তালা, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে পুলিশের পিকেট। ধৃত অজিত মাইতির বাড়িতে বসল সিসি ক্যামেরা। 
    নেতার বাড়িতে তালা

  •  দিনের পর দিন জমি লুঠ! ১৩০জনকে জমি ফেরাল সরকার। সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও তৃণমূল নেতার দখলে! বিক্ষোভের মুখে খাটাল-মুক্ত। 
    আইসিডিএস কেন্দ্রও লুঠ!

  •  ইডির নজরে এবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী। কীভাবে ফেরার তৃণমূল নেতার ভেড়ির ব্যবসা? তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা। 
    নজরে 'বাঘ'-ঘনিষ্ঠ

  •  ফের রাজ্যের ধাক্কা। মেয়ো রোডে বিজেপির ধর্নায় হাইকোর্টের অনুমতি। শান্তিপূর্ণ অবস্থান, ধর্নার অধিকার সবার, পুলিশের আপত্তি খারিজ করে জানালেন বিচারপতি। 
    বিজেপির ধর্নায় অনুমতি

  •  ২১ লক্ষ নয়, ২-৩দিনের মধ্যে ৫০ লক্ষকে ১০০ দিনের বকেয়া টাকা। পুরুলিয়ার সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভোটে বিজেপিকে জবাব দেওয়ার হুঙ্কার। 
    'টাকা পাবে ৫০ লক্ষ'

  •  ক্রস ভোটিংয়ের অভিযোগে হিমাচলে তোলপাড়। লাকি ড্রয়ে রাজ্যসভা ভোটে কংগ্রেসের অভিষেক মনু সিঙ্ঘভির হার। এবার সরকারের পতন, হুঙ্কার বিজেপির। 
    হিমাচলে 'টলমল'

  •  ৫৫ দিনেও অধরা শাহজাহান, কবে পড়বে ধরা?‘শাহজাহান কোথায় জানে তৃণমূল’, কলকাতায় এসে সুর চড়ালেন নির্মলা।  
     

  •   কোর্টের অনুমতি নিয়ে আজ থেকে ধর্মতলায় ধর্নায় বিজেপি। আজ বাঁকুড়ার প্রশাসনিক সভায় কী বার্তা মুখ্যমন্ত্রীর?  
     

  •  ভোটে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী? আজ বৈঠকে নির্বাচন কমিশন।  
     

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.