West Bengal News Live Updates: নিউটাউনে শ্যুটআউট, একজনের মৃত্যু

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 01 Sep 2024 12:24 AM
WB News Live: ডেপুটেশনও দেন জুনিয়র ডাক্তাররা

আর জি কর মেডিক্যালের সেমিনার রুম বিতর্কে নাম জড়ানো অভীক দে-র বিরুদ্ধে বিক্ষোভ এবার বর্ধমান মেডিক্যালে। 'এখনও 'থ্রেট কালচার' চালিয়ে যাচ্ছেন অভীক দে-র অনুগামীরা', অভিযোগ তুলে বর্ধমান মেডিক্যালে বিক্ষোভ চিকিৎসক পড়ুয়াদের একাংশ। গতকালও জেনারেল বডির মিটিংয়ে পড়ুয়াদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আজ মেডিক্যাল কলেজের অধ্যক্ষর কাছে ডেপুটেশনও দেন জুনিয়র ডাক্তাররা।

West Bengal Live Update: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অন্দর থেকেই উঠছে ভুরি ভুরি অভিযোগ

আর জি কর কাণ্ডের আবহে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অন্দর থেকেই উঠছে ভুরি ভুরি অভিযোগ। বিভিন্ন লবির দাদাগিরি কীভাবে চলে, তা নিয়ে ভাইরাল একের পর এক অডিও।

West Bengal Live: নিউটাউনে শ্যুটআউট, একজনের মৃত্যু

নিউটাউনে শ্যুটআউট, একজনের মৃত্যু। বাইকে এসে গুলি চালিয়ে ২ দুষ্কৃতীর চম্পট। রাত ১০টা নাগাদ গুলি, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে হামলা।

West Bengal Live: ফের রাজপথে মিছিল

আর জি কর কাণ্ডে প্রতিবাদে ফের রাজপথে মিছিল। যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল।

WB News Live: পাটুলিতে আর জি কর কাণ্ডে বিক্ষোভ ঘিরে তুলকালাম

পাটুলিতে আর জি কর কাণ্ডে বিক্ষোভ ঘিরে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পাটুলি থানার সামনেই গণ আদালত বসিয়ে বিক্ষোভ।

West Bengal News Live: বাড়িতে পাওয়া যায়নি অভীক দে-কে

বর্ধমানের নারায়ণডিহিতে বাড়ি এসএসকেএমের পিজিটি অভীক দে-র। যদিও বাড়িতে পাওয়া যায়নি অভীক দে-কে।

West Bengal Live: পদক্ষেপের নির্দেশ লালবাজারের

ধৃত দুই নিরাপত্তারক্ষীর নাম ধর্মেন্দ্র প্রসাদ ও সৌরভ দে। 'আগেও একাধিক বার এই দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ ওঠে'। যদিও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ হাসপাতালের সুপারের। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের নির্দেশ লালবাজারের।

West Bengal News Live: মত্ত অবস্থায় ডাক্তারদের দরজায় লাথি

এবার খোদ নিরাপত্তারক্ষীদের তাণ্ডবে আতঙ্কিত কাশীপুরের সাবার্বান হাসপাতালের ডাক্তার-নার্সরা। মত্ত অবস্থায় ডাক্তারদের দরজায় লাথি, তাণ্ডবের অভিযোগ। দুই অতিরিক্ত নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ।

WB News Live: সিমেস্টার বিধি প্রকাশ করে জানাল সংসদ

'পরীক্ষার খাতায় লেখা যাবে না রাজনৈতিক স্লোগান', সিমেস্টার বিধি প্রকাশ করে জানাল সংসদ। আর জি কর কাণ্ডে প্রতিবাদের জেরেই কি এই সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন। আর জি কর কাণ্ডের আগেই খসড়া পাঠানো হয়েছে সরকারকে, দাবি সংসদের।

West Bengal Live: উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিল?

উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিল? আর জি কর কাণ্ডের আবহে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক।

West Bengal News Live: পুলিশের দাবি খারিজ IMA রাজ্য শাখার

পুলিশের দাবি খারিজ IMA রাজ্য শাখার, SSKM-এর চিকিৎসক বলে পাল্টা দাবি। লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি লালবাজারের।

WB News Live: লাল জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে রহস্য

পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে রহস্য

RG Kar News Live: আর জি কর-কাণ্ডে ভাইরাল ছবি নিয়ে পরতে পরতে রহস্য

আর জি কর মেডিক্যালের সেই সেমিনার রুমে ওরা কারা? আর জি কর-কাণ্ডে ভাইরাল ছবি নিয়ে পরতে পরতে রহস্য

West Bengal Live: কী মন্তব্য প্রধান বিচারপতির

অধ্যক্ষের অবিলম্বে FIR করা উচিত ছিল, মন্তব্য প্রধান বিচারপতির

WB News Live: রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

'FIR করতে এত বিলম্ব কেন হল? উদ্দেশ্য কী ছিল?' অধ্যক্ষের সঙ্গে কে যোগাযোগে ছিল?, রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

West Bengal Live Update: প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

মৃতদেহ মেলার ১৪ ঘণ্টা পর কেন FIR, আর জি কর কাণ্ডে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

Adhir Ranjan Chowdhury: নির্যাতিতার পরিবারকে কার্যত একঘরে করে রাখা হয়েছে: অধীর

আর জি কর মেডিক্যালে গিয়ে পুলিশের কড়া সমালোচনায় অধীর চৌধুরীর। 'নিহত নির্যাতিতার পরিবারকে কার্যত একঘরে করে রাখা হয়েছে। আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। প্রথম থেকে পুলিশ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে', অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। 

Sayan Lahiri: সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্টে গেল রাজ্য

সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্টে গেল রাজ্য। আজ দুপুর ২টোর আগেই ব্যাঙ্কশাল কোর্ট থেকে মুক্ত হন সায়ন । 

Sayan Lahiri: বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে, মুক্তি পেয়ে বললেন 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন

দুপুর ২টোর আগেই ব্যাঙ্কশাল কোর্ট থেকে মুক্ত হলেন সায়ন লাহিড়ি। 'হাইকোর্টের রায়ে খুশি। বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া দুর্ভাগ্যজনক', মুক্তির পর প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়কের।

Kunal Ghosh: মুখ্যমন্ত্রী জানেনও না তাঁর নাম করে ঔদ্ধত্য, মস্তানি চলছে, পোস্ট কুণালের

অমিত মালব্যর পোস্ট করা ভিডিও এবার পোস্ট করলেন কুণাল ঘোষ। আর জি কর মেডিক্যালের বর্তমান অধ্যক্ষকে হুমকি দিচ্ছেন সন্দীপ ঘোষের দেহরক্ষী। মুখ্যমন্ত্রীর নাম করে অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিচ্ছেন সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসার আলি খান', ভাইরাল ভিডিও পোস্ট করে দু'-দিন আগে দাবি করেছিলেন অমিত মালব্য। সেই ভিডিও পোস্ট করে তদন্তের দাবি তুললেন কুণাল। 'মুখ্যমন্ত্রী জানেনও না তাঁর নাম করে এই ঔদ্ধত্য, মস্তানি করে সরকার ও তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। এই ভিডিও যদি সত্যি হয়, পুলিশ একে গ্রেফতার করুক', সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন কুণাল।

Kunal Ghosh Live Updates: কলকাতায় অনুষ্ঠান পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষ, সাধুবাদ জানালেন কুণাল ঘোষ

'শ্রেয়া ঘোষালের অবস্থানকে সাধুবাদ জানাই। আর জি কর নিয়ে সকলের মতো তিনিও উদ্বিগ্ন। ১৪ সেপ্টেম্বরের অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। সারা দেশ ও বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলেছেন। ধর্ষণ-খুনের সামাজিক সমস্যা অপরাধ নিয়ে সর্বত্র প্রতিবাদ দরকার। এটা শুধু বাংলার ইস্যু নয়', পোস্ট কুণাল ঘোষের। 

Sayan Lahiri News Live Updates: বেলা ১.৪১ মিনিটে ব্যাঙ্কশাল কোর্ট থেকে মুক্ত হলেন সায়ন লাহিড়ি

বেলা ১.৪১ মিনিটে ব্যাঙ্কশাল কোর্ট থেকে মুক্ত হলেন সায়ন লাহিড়ি। পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়িকে গতকাল মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। দুপুর দুটোর মধ্যে মুক্তির নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গতকাল এই মামলার শুনানিকে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করে কলকাতা হাইকোর্ট। 

Sayan Lahiri News Live Updates: বেলা ১.৪১ মিনিটে ব্যাঙ্কশাল কোর্ট থেকে মুক্ত হলেন সায়ন লাহিড়ি

বেলা ১.৪১ মিনিটে ব্যাঙ্কশাল কোর্ট থেকে মুক্ত হলেন সায়ন লাহিড়ি। পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়িকে গতকাল মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। দুপুর দুটোর মধ্যে মুক্তির নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গতকাল এই মামলার শুনানিকে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করে কলকাতা হাইকোর্ট। 

Adhir Ranjan Chowdhury: ঢোকার মুখেই আপত্তি, আর জি কর থেকে ফিরতে হল অধীরকে

আর জি কর হাসপাতালে অধীর রঞ্জন চৌধুরী। ভিতের ঢোকায় আপত্তি জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা।  রাজনীতিকদের এখন ভিতরে যাওয়ার অনুমতি নেই। আপত্তি গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশেরও। ফিরতে হল অধীরকে।

Nabanna Abhijan: 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়িকে মুক্তির প্রক্রিয়া শুরু হল

হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়িকে মুক্তির প্রক্রিয়া শুরু হল। গত ২৭ অগাস্ট পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র ডাকা নবান্ন অভিযানে তুলকালাম বাধে। রাতে এবিপি আনন্দর স্টুডিও থেকে বেরোতেই গ্রেফতার করা হয় সংগঠনের আহ্বায়ক সায়ন লাহিড়িকে। ময়দান থানার মামলায় ১৪ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন সায়ন। গতকাল তাঁকে মুক্তির নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। এই মামলায় হাইকোর্টে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ হয় রাজ্য় সরকার। আদালতের নির্দেশে তাঁকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হল। 

Narendra Modi: আর জি কর কাণ্ডে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই নারী নিরাপত্তায় বার্তা প্রধানমন্ত্রীর

আর জি কর কাণ্ডে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই নারী নিরাপত্তায় বার্তা প্রধানমন্ত্রীর। 'মহিলা ও শিশুদের উপর অত্যাচার রুখতে কঠোর আইন তৈরি হয়েছে। দেশজুড়ে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হচ্ছে। কিন্তু আইনগুলি দ্রুত প্রণয়ন প্রয়োজন। মহিলাদের উপর নৃশংসতার ঘটনায় যত দ্রুত সিদ্ধান্ত, তত বেশি নিশ্চয়তা', জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে মন্তব্য প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। 

Saltora Blast Live Updates: শালতোড়ায় বিস্ফোরের নেপথ্যে কি ডিনামাইট? তদন্ত করছে পুলিশ

গতকাল রাতে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাঁকুড়ার শালতোড়া থানার লাপাহাড়ি এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহুদূর থেকেও শোনা গিয়েছিল বিস্ফোরণের শব্দ। যে বাইকে বিস্ফোরণ হয়েছিল সেই বাইকের আরোহীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিস্ফোরণের তীব্রতায়। এক্স হ্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবী এলাকায় অবৈধ খননকাজের জন্যই বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল ডিনামাইট এর মতো ভয়ঙ্কর বিস্ফোরক। কিন্তু আদপেই কী বাইকে ছিল ডিনামাইটের মতো বিস্ফোরক?  কী উদ্যেশ্যেই বা নিয়ে যাওয়া হচ্ছিল ওই বিস্ফোরক তদন্তে নেমেছে পুলিশ। 

Shreya Ghoshal: RG কর কাণ্ডের প্রতিবাদ, কলকাতায় কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন বাঙালি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। শনিবার সকালে একটি বিবৃতি দিয়ে কনসার্ট পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। আগামী ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই কনসার্ট হওয়ার কথা ছিল। অক্টোবরে কনসার্টটি হবে বলে জানিয়েছেন তিনি। তবে তারিখ এখনও জানানো হয়নি।
শ্রেয়া জানিয়েছেন, আরজি করের ঘটনা তাঁকে প্রভাবিত করেছে। ঘটনার নৃশংসতায় তিনি শিউরে উঠেছেন। এই পরিস্থিতিতে গানের কনসার্ট করার মতো অবস্থায় তিনি নেই। কলকাতায় আরজি করের ঘটনার প্রতিবাদে যে কর্মসূচি চলছে, তাকে সমর্থন জানাতে চান শ্রেয়া। শনিবার সকালে বিবৃতিতে তিনি লিখেছেন, ‘‘কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, আমাকে তা গভীর ভাবে প্রভাবিত করেছে। এক জন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে।’’

RG Kar Tele Medicine: আজ থেকে টেলি মেডিসিন পরিষেবা চালু করলেন আর জি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা

ঘোষণা অনুযায়ী আজ থেকে টেলি মেডিসিন পরিষেবা চালু করলেন আর জি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা। গোটা রাজ্য থেকে আসছে ফোন। প্রয়োজনে ভিডিও কলেও চলছে চিকিৎসা। রোগীদের তরফ থেকেও আসছে আর জি কর আন্দোলনের পাশে থাকার বার্তা, দাবি জুনিয়র ডাক্তারদের।

Basanti Migrant Labour Lynched to Death: গোমাংস খাওয়ার অভিযোগে বাংলার পরিযায়ী শ্রমিককে হরিয়ানায় পিটিয়ে খুনের অভিযোগ

বাংলার পরিযায়ী শ্রমিককে হরিয়ানায় পিটিয়ে খুনের অভিযোগ। গোমাংস খাওয়ার অভিযোগে 'পিটিয়ে খুন' বাসন্তীর যুবককে। 'ওই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারে গোরক্ষা কমিটির সদস্যরা', একটি খালের ধার থেকে উদ্ধার হয় দেহ, দাবি নিহত যুবকের পরিবারের। হরিয়ানা পুলিশ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ। 

Soham Chakraborty: 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' বাংলার ভাবমূর্তি নষ্ট করছে, পোস্ট সোহম চক্রবর্তীর

'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবির বিরুদ্ধে সরব হলেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। 'সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' বাংলার ভাবমূর্তি নষ্ট করছে। রাজ্যের সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। মানুষের মনে হিংসা, বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। রাজ্যটাকে যেভাবে দেখানো হচ্ছে, আদৌ সেরকম নয়', ফেসবুকে পোস্ট করে সরব অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম। গতকালই তৃণমূলপন্থী সেলিব্রিটিদের নিশানা করেন কুণাল ঘোষ। 'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?', প্রশ্ন তুলে গতকালই আক্রমণ করেন কুণাল।

Gaighata News: কাচের গ্লাস ভেঙে প্রতিবেশী যুবকের উপর  হামলা, আটক অভিযুক্ত

কাচের গ্লাস ভেঙে প্রতিবেশী যুবকের উপর  হামলা। উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়ার ঢাকুরিয়ার ঘটনা। ভাঙা কাচের গ্লাস গলায় লেগে গুরুতর আহত স্বপন মণ্ডল। বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি তিনি। অভিযুক্ত অপূর্ব রায়কে আটক করেছে পুলিশ।


 

Hasnabad News: হাসনাবাদে ধর্ষণে অভিযুক্তের বাড়িতে তদন্তে গিয়ে আক্রান্ত হল পুলিশ

আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্য়েই উত্তর ২৪ পরগনার হাসনাবাদে ধর্ষণে অভিযুক্তের বাড়িতে তদন্তে গিয়ে আক্রান্ত হল পুলিশ। এক মহিলা এক ব্য়ক্তির বিরুদ্ধে পুলিশ আউটপোস্টে ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগ পেয়ে শুক্রবার গভীর রাতে অভিযুক্তের বাড়িতে যায় পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত ও তাঁর সঙ্গীরা পুলিশকে মারধর ও ধাক্কাধাক্কি করে। ঘটনায় এক এএসআই সহ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশকর্মীদের ওপর হামলার অভিযোগে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। 

RG Kar Protests: নাগরিক প্রতিবাদে মত্ত অবস্থায় হুজ্জুতির অভিযোগ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

পুলিশ হেফাজতে আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এই প্রেক্ষাপটে আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্য়েই ফের শিরোনামে আরেক সিভিক ভলান্টিয়ার। এবার নাগরিক প্রতিবাদে মত্ত অবস্থায় হুজ্জুতির অভিযোগ উঠল সিঁথি থানার সিভিক ভলান্টিয়ার গঙ্গাসাগর গোন্ডের বিরুদ্ধে। অভিযোগ উঠতেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত কাজে যোগ দিতে পারবেন না বলেও জানিয়েছে পুলিশ। প্রতিবাদীদের অভিযোগ, মত্ত সিভিক ভলান্টিয়ারকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যায় পুলিশ। আর জি কর-কাণ্ডে ইতিমধ্য়েই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকায়। নাগরিক প্রতিবাদে ফের এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে হুজ্জুতির অভিযোগ ঘিরে ফের প্রশ্ন উঠছে। 

BT Road Protests: সিভিক ভলান্টিয়ার হেফাজতে, দায়ের FIR, সিঁথি মোড়ে সাড়ে ৪ ঘণ্টার অবরোধ উঠল

আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে প্রতিবাদ। প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা। প্রতিবাদীদের অভিযোগ, পুলিশ লেখা বাইক নিয়ে ঢুকে পড়ে সিভিক ভলান্টিয়ার। মত্ত অবস্থায় ছিলেন তিবি। তড়িঘড়ি তাঁকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। সিঁথি মোড়ে অবস্থান কর্মসূচি পড়ুয়া ও প্রাক্তনীদের। প্রতিবাদের আঁচ পেতেই অ্যাকশনে পুলিশ। সিভিক ভলান্টিয়ার এর বিরুদ্ধে এফআইআর। হেফাজতে নিল পুলিশ।পুলিশ অ্যাকশন নিতেই সিঁথি মোড়ে সাড়ে ৪ ঘণ্টার অবরোধ তুললেন প্রতিবাদীরা। 

RG Kar Case: পুজো অনুদান নিতে অস্বীকার করল আরও এক ক্লাব

আর জি কর-কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবার পুজো অনুদান নিতে অস্বীকার করল আরও এক ক্লাব।রাজ্য সরকারের পুজো অনুদান নেওয়া হবে না বলে জানাল গার্ডেনরিচ মুদিয়ালি আমরা ক'জন ক্লাব।

Murshidabad News: সাগরদিঘিতে শশুর বাড়ির লোকজনের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে

মুর্শিদাবাদের সাগরদিঘিতে শশুর বাড়ির লোকজনের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত জামাই সহ তিন জনের মৃত্য়ু হয়েছে। মৃতদের মধ্য়ে দু'জন মহিলা। স্থানীয় বাহালনগরে প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতে যায় অভিযুক্ত রমজান শেখ। পুলিশ সূত্রে খবর, বচসার জেরে শশুর বাড়ির লোকজনের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত। ঘটনায় অভিযুক্ত জামাই সহ সাত-আট জন অগ্নিদগ্ধ হন। তাঁদের প্রথমে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরনো পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।  

RG Kar Case Live Updates: 'আর জি কর মেডিক্য়ালে অকুস্থল ঘেরা দেখিনি', দাবি নিহতের প্রতিবেশীর

আর জি কর মেডিক্য়াল কলেজের যে সেমিনার হল থেকে মৃতদেহ উদ্ধার হয়, সম্প্রতি সামনে আসা একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, সেখানে গিজগিজ করছে ভিড়। এই প্রসঙ্গেও গতকাল ব্য়াখ্য়া দেওয়ার চেষ্টা করেছে  কলকাতা পুলিশ। যদিও অকুস্থল ঘেরা দেখিনি বলে দাবি নিহত চিকিৎসকের প্রতিবেশীর।

RG Kar Protests Live Updates: আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে প্রতিবাদ, প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা

আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে প্রতিবাদ। প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা। অভিযোগ, প্রতিবাদীদের মধ্যে ঢুকে যায় এক সিভিক ভলান্টিয়ার। ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় ছিল, অভিযোগ বিক্ষোভকারীদের। অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ারকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে সিঁথি মোড়ে অবস্থান কর্মসূচি পড়ুয়া ও প্রাক্তনীদের।

Nabanna Abhijan: পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়িকে জেল থেকে মুক্তির নির্দেশ

পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়িকে জেল থেকে মুক্তির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আজ দুপুর দুটোর মধ্যে তাঁকে জেল থেকে মুক্ত করতে হবে। গতকাল এই মামলার শুনানিকে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করে কলকাতা হাইকোর্ট,সায়ন লাহিড়ি কতটা প্রভাবশালী? তার কি অপরাধের কোনও পূর্ব ইতিহাস আছে? সন্দীপ ঘোষ তো আর জি করের নেতা ছিলেন। তাঁকে কি হেফাজতে নিয়েছিলেন? উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ আনছেন। রাজনীতিকদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছেন? যারা আসলে দোষী বা দোষ করার মতো জায়গায় আছেন, তাদের কতজনকে গ্রেফতার করা হয়েছে? পাশাপাশি, বিচারপতি সিন্হা নির্দেশ বলেন, আদালতের নির্দেশ ছাড়া সায়ন লাহিড়ির বিরুদ্ধে যে মামলাগুলি রুজু হয়েছে বা ভবিষ্যতে যে মামলাগুলো রুজু হতে পারে, সেগুলির প্রেক্ষিতে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। আইনের অপব্যবহার যাতে না হয়, সেই কারণে এই অন্তর্বর্তী নির্দেশ। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে আর কোনও প্রয়োজন আছে বলে মনে করছে না আদালত।

Mamata Banerjee: ধর্ষণে কড়া আইন তৈরিতে মোদিকে দ্বিতীয় চিঠি মমতার

ধর্ষণের মতো অপরাধে কড়া আইন তৈরির আর্জিতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২২ অগাস্ট প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রধানমন্ত্রীর তরফে সেই চিঠির কোনও উত্তর আসেনি। তবে ২৫ অগাস্ট মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ফাস্ট ট্র্যাক কোর্ট ও হেল্পলাইন নম্বর চালু নিয়ে অভিযোগ জানান কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী। এদিন মোদিকে লেখা চিঠিতে সেই অভিযোগের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Nabanna Abhijan: পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়িকে জেল থেকে মুক্তির নির্দেশ

পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়ির গ্রেফতারি সংক্রান্ত মামলায় শুক্রবার রাজ্য সরকারের দিকে একের পর এক প্রশ্ন ছুঁড়ল কলকাতা হাইকোর্ট। সন্দীপ ঘোষ তো আর জি করের নেতা ছিলেন। তাঁকে কি হেফাজতে নিয়েছিলেন? এই প্রশ্নও করেন বিচারপতি অমৃতা সিনহা। এরপরই সায়ন লাহিড়িকে জেল থেকে মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট।

প্রেক্ষাপট

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়িকে আজ দুপুরের মধ্যে জেলমুক্তির নির্দেশ। আইনের অপব্যবহার যাতে না হয়, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। নির্দেশ হাইকোর্টের। (Nabanna Abhijan)

সায়ন কতটা প্রভাবশালী ? প্রতিবাদ করলেই গ্রেফতার করতে হবে? আর জি কর মেডিক্যালের নেতা সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়েছিলেন ? হাইকোর্টের একাধিক প্রশ্নে বিদ্ধ রাজ্য।(RG Kar Case)

আর জি কর-কাণ্ডের আবহেই পূর্ব মেদিনীপুরের ৯৩জন চিকিৎসককে নোটিস। ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার দাবি CMOH-এর। মিছিল করায় নোটিস, দাবি IMA-র।

মেদিনীপুর মেডিক্যালে দাদাগিরির অভিযোগ, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে টিএমসিপি নেতার ওপর হাসপাতালে ঢোকায় নিষেধাজ্ঞা, হাউস স্টাফের সাফাই দিয়ে ২২ ঘণ্টাতেই প্রত্যাহার!

আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার কুণালের নিশানায় তৃণমূলপন্থী সেলিব্রিটিরা! পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ে ছবি, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি? আক্রমণে কুণাল। (Kunal Ghosh)

মমতা-অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ, তৃণমূলের পদাধিকারী হয়েও দল বিতর্কিত ইস্যুতে পড়লেই কেন বন্ধ মুখ? নিজেদের ইমেজ গড়তে ব্যস্ত। কুণালের নিশানায় তৃণমূলপন্থী তারকারা। (Abhishek Banerjee)

আর জি কর কাণ্ডে সরব পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর কথায়, "যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ।" সোহিনী সেনগুপ্ত বলেন, "রাষ্ট্র অন্যায় করলে প্রশ্ন তো করতেই হবে। বিহিত দরকার। কৌশিক সেন- হয়তো রাগ বা দলীয় চাপে বলছেন।" (Parambrata Chatterjee)

আর জি করের বিচার চেয়ে গান অরিজিৎ সিংহের। পাল্টা আক্রমণে কুণাল ঘোষ। তিনি বলেন, "বিবেক জাগে শুধু বাংলায়! মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে চুপ কেন? কাজ, টাকা, কেরিয়ার... তাই?" (Arijit Singh)

"ধামাচাপা দেওয়ার চেষ্টা, ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি", কুণালের পোস্টের পরই পাল্টা অরিজিৎ সিংহ। পরমব্রত বললেন, "কুণাল বাবু কেন অরিজিৎ সম্পর্কে কারও কথা শুনব না। ভুলটা আগে স্বীকার করুন।"

"সুসময়ে থাকেন, কিন্তু মমতার বায়োপিকের কথা ভাবেন না। ভাবুক দল", আক্রমণে কুণাল। সমর্থন শতাব্দী-সোহমের। 

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠিচার্জ, কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের। দু'সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব।

বাড়ল আর জি কর মেডিক্যাল লাগোয়া এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞার মেয়াদ। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বেলগাছিয়া, জেকে মিত্র রোড, শ্যামবাজারে ৫জনের বেশি জমায়েতে না পুলিশের।

আর জি করকাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতির মধ্যেই আজ থেকে টেলি মেডিসিন পরিষেবা চালু জুনিয়র ডাক্তারদের। রবিবার মেডিক্যাল কলেজগুলিতে স্বাস্থ্য শিবির।

ধর্ষণে কঠোরতম শাস্তির আইন তৈরির আর্জিতে ফের মোদিকে চিঠি মমতার। চিঠি ছেড়ে আর জি কর-কাণ্ডে প্রশ্নের জবাব দিন, আক্রমণে অমিত মালব্য। (Mamata Banerjee)

আসুক দাদা, ফিরুক স্বচ্ছতা, আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই অভিষেককে রাজ্য প্রশাসনে আসার দাবিতে পোস্ট ডায়মন্ড হারবারের একাধিক তৃণমূল নেতার। 

সচিব পদে রদবদল করল নবান্ন। অর্থসচিব মনোজ পন্থ হলেন সেচ দফতরের প্রধান সচিব। অর্থসচিব হলেন প্রভাত কুমার মিশ্র। মৎস্য দফতরের প্রধান সচিবকে জলসম্পদ উন্নয়নের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল।

রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু। ধাপে ধাপে দেওয়া হবে টাকা, জানাল অ্যাসেট ডিসপোজাল কমিটি।

উত্তর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। ভরা ভাদ্রেও নাছোড় বৃষ্টিতে জলমগ্ন ঘাটালের একাধিক ওয়ার্ড। আজ-কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলা ও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.