West Bengal News Live Updates: আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা, মুখ্যমন্ত্রীকে ই-মেল বিশিষ্টজনেদের

WB News Live Updates: রাজ্যের সব জেলার প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন। এক ক্লিকেই পাবেন সমস্ত খবর।

ABP Ananda Last Updated: 13 Oct 2024 04:42 PM
RG Kar Protest: ই-মেল বিশিষ্টজনেদের

আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টকে ই-মেল বিশিষ্টজনেদের।

West Bengal News Live: অটো চালকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আহতের পরিবারের

প্রতিবাদে ঢালিপাড়া থেকে কুদঘাট পর্যন্ত অটো চলাচল বন্ধ। যুব তৃণমূল নেতা প্রীতম সাহার প্রতিক্রিয়া মেলেনি। 'গতরাতে মত্ত অবস্থায় অটো চালকদের রেষারেষি। বেপরোয়া অটোর ধাক্কায় জখম হন স্কুটার আরোহী,' অটো চালকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আহতের পরিবারের।

West Bengal Live: পুজোর মধ্যে কুদঘাটে তুলকালাম, তৃণমূল নেতার বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ

পুজোর মধ্যে কুদঘাটে তুলকালাম। তৃণমূল নেতার বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ। যুব তৃণমূল নেতা প্রীতম সাহার নেতৃত্বে হামলার অভিযোগ। মারধরে মাথা ফাটল অটো চালকের, একের পর এক অটো ভাঙচুর।

RG Kar News Update: আর জি কর কাণ্ডের পর তৈরি রাজ্যের গ্রিভান্স রিড্রেসাল কমিটি থেকে পদত্যাগ

রাজ্য গ্রিভান্স রিড্রেসাল কমিটি থেকে পদত্যাগ এক সদস্যর। আর জি কর কাণ্ডের পর তৈরি রাজ্যের গ্রিভান্স রিড্রেসাল কমিটি থেকে পদত্যাগ। মুখ্যসচিবকে ইমেল পাঠিয়ে পদত্যাগ চিকিৎসক স্মার্ত পোলুইয়ের। অনিবার্য কারণে পদত্যাগের কথা বললেও ইমেলে ৯ দিন ধরে জুনিয়র ডাক্তারদের অনশনের উল্লেখ। ৯ দিন ধরে অনশন করছেন জুনিয়র ডাক্তাররা, ৩ জন ভর্তি ICU-তে। স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে জড়িত প্রত্যেকে উদ্বিগ্ন ও হতাশ। সহানুভূতির সঙ্গে আন্দোলনকারীদের দাবি বিবেচনা করা হোক। মুখ্যসচিবকে পাঠানো ইমেলে উল্লেখ গ্রিভান্স রিড্রেসাল কমিটির পদত্যাগী সদস্য স্মার্ত পোলুইয়ের। 

RG Kar News Update: অনশনকারীদের সমর্থন জানিয়ে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি

অনশনকারীদের সমর্থন জানিয়ে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি। জে পি নাড্ডাকে চিঠি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন দিল্লির জুনিয়র ডক্টর্স নেটওয়ার্কের। 'অবিলম্বে চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার হোক'। 'হাসপাতাল গুলির নিরাপত্তা বাড়ানো হোক'। 'সব সরকারি হাসপাতালে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু হোক', একাধিক দাবি জানিয়ে জে পি নাড্ডাকে চিঠি IMA দিল্লির জুনিয়র ডক্টর্স নেটওয়ার্ক। 

WB News Live Updates: ফের SSKM হাসপাতালে দুষ্কৃতী-তাণ্ডব, ট্রমা কেয়ারের সামনে হকি স্টিক, উইকেট নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ

ফের SSKM হাসপাতালে দুষ্কৃতী-তাণ্ডব। ট্রমা কেয়ারের সামনে হকি স্টিক, উইকেট নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল রোগীর আত্মীয়র। ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে হাসপাতালের ভিতরে ঢুকে হামলা বলে অনুমান। আর জি কর কাণ্ডের পরেও অরক্ষিত হাসপাতাল? SSKM হাসপাতালে সামনে বসল গার্ড রেল। 

RG Kar News Update: ধর্মতলায় অনশনের ৮ দিন, ১০ দফা দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা

ধর্মতলায় অনশনের ৮ দিন, ১০ দফা দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। ৩ অনশনকারীর অবস্থা উদ্বেগজনক হলে দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। আজ বাড়িতে বাড়িতে একবেলা অরন্ধনের ডাক জুনিয়র ডাক্তারদের। 

WB News Live Updates: ফের SSKM হাসপাতালে দুষ্কৃতী-তাণ্ডব, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল রোগীর আত্মীয়র

ফের SSKM হাসপাতালে দুষ্কৃতী-তাণ্ডব। ট্রমা কেয়ারের সামনে হকি স্টিক, উইকেট নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল রোগীর আত্মীয়র। ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে হাসপাতালের ভিতরে ঢুকে হামলা বলে অনুমান। আর জি কর কাণ্ডের পরেও অরক্ষিত হাসপাতাল?

West Bengal News Live Updates: এবার কল্যাণী JNM হাসপাতালের ৭৭ জন চিকিৎসকের গণ ইস্তফার সিদ্ধান্ত

এবার কল্যাণী JNM হাসপাতালের ৭৭ জন চিকিৎসকের গণ ইস্তফার সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মেল করে সিদ্ধান্তের কথা জানালেন ডাক্তাররা। কাল থেকেই কাজ বন্ধ করছেন কল্যাণী JNM হাসপাতালের ৭৭ জন চিকিৎসক। 

WB News Live Updates: জলপাইগুড়িতে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসেছেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তাররা

জলপাইগুড়িতে প্রতীকী অনশনে সিনিয়র ডাক্তাররা। জলপাইগুড়ি মেডিক্যালে ১২ ঘণ্টার প্রতীকী অনশন। অনশনরত জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবিকে সমর্থন জানিয়ে কর্মসূচি। জলপাইগুড়ি শহরেও প্রতীকী অনশনে ৮ চিকিৎসক। 

RG Kar News Update: আপাতত স্থিতিশীল অনুষ্টুপ, রক্তচাপ স্বাভাবিক, কমেছে পেট ব্যথা

আপাতত স্থিতিশীল অনুষ্টুপ, রক্তচাপ স্বাভাবিক, কমেছে পেট ব্যথা। রক্তক্ষরণের কারণ অনুসন্ধানে করা হবে এন্ডোস্কপি, জানালেন কলকাতা মেডিক্যালের অধ্যক্ষ। অনুষ্টুপের চিকিৎসায় কলকাতা মেডিক্যালের ৮ সদস্যের বোর্ড। 

West Bengal News Live Updates: কুঁদঘাটে তৃণমূল নেতার 'দাদাগিরি'

কুঁদঘাটে তৃণমূল নেতার 'দাদাগিরি'। অটো চালকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ভাঙচুর করা হল একাধিক অটো। প্রতিবাদে ঢালিপাড়া থেকে কুঁদঘাট পর্যন্ত অটো চলাচল বন্ধ। 

WB News Live Updates: কৃষ্ণনগর জেলা হাসপাতালের সামনে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে ৬ জন সিনিয়র ডাক্তার

একাদশীর দিন দিকে দিকে প্রতিবাদের ঢেউ। কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালের সামনে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসলেন IMA কৃষ্ণনগর শাখার সদস্যরা। সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে ৬ জন সিনিয়র ডাক্তারের প্রতীকী অনশন। আর জি কাণ্ডের সঠিক বিচার এবং স্বাস্থ্যক্ষেত্রে বিপুল দুর্নীতির বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জোর বাড়াতেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। 

West Bengal News Live Updates: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়াতে প্রতীকী অনশনে মালদার নাগরিক সমাজ

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়াতে প্রতীকী অনশনে মালদার নাগরিক সমাজ। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই অনশন কর্মসূচি। মালদা শহরের হোটেল মোড় এলাকায় অনশনে বসেছেন সাধারণ মানুষ। বিচারের দাবিতে মুহুর্মুহু উঠছে স্লোগান। 

WB News Live Updates: ফের SSKM হাসপাতালে দুষ্কৃতী-তাণ্ডব, ট্রমা কেয়ারের সামনে হকি স্টিক, উইকেট নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ

ফের SSKM হাসপাতালে দুষ্কৃতী-তাণ্ডব। ট্রমা কেয়ারের সামনে হকি স্টিক, উইকেট নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল রোগীর আত্মীয়র। ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে হাসপাতালের ভিতরে ঢুকে হামলা বলে অনুমান। আর জি কর কাণ্ডের পরেও অরক্ষিত হাসপাতাল? 

West Bengal News Live Updates: অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে এবার বহরমপুরের নাগরিকরা

অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে এবার বহরমপুরের নাগরিকরা। আজ সকাল ৭টা থেকে বহরমপুর রবীন্দ্র ভবনের সামনে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসেছেন শিক্ষক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মীরা। আর জি কর-কাণ্ডের বিচার এবং স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতিমুক্ত করার দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সমর্থন জানাতেই এই প্রতীকী অনশন। 


 

RG Kar News Update: আর জি কর মেডিক্যালের প্রাক্তনীদের প্রতীকী অনশনে বসতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

আর জি কর মেডিক্যালের প্রাক্তনীদের প্রতীকী অনশনে বসতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। নিরাপত্তার কারণে হাসপাতাল চত্বরে অনশনে বসা যাবে না বলে জানিয়েছে CISF, দাবি প্রাক্তনীদের। হাসপাতালের মধ্যে চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচার চেয়ে আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত, ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দেন আর জি কর মেডিক্যালের প্রাক্তনীরা। 

WB News Live Updates: এবার কল্যাণী JNM হাসপাতালের ৭৭ জন চিকিৎসকের গণ ইস্তফার সিদ্ধান্ত

এবার কল্যাণী JNM হাসপাতালের ৭৭ জন চিকিৎসকের গণ ইস্তফার সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মেল করে সিদ্ধান্তের কথা জানালেন ডাক্তাররা। কাল থেকেই কাজ বন্ধ করছেন কল্যাণী JNM হাসপাতালের ৭৭ জন চিকিৎসক। 

West Bengal News Live Updates: বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে লেক কালীবাড়ির প্রতিমা নিরঞ্জন হবে রবিবার

শহর থেকে জেলা, শনিবার বেশ কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জন। তবে লেক কালীবাড়ির প্রতিমা নিরঞ্জন হবে রবিবার। লেক কালীবাড়ির প্রধান সেবায়েত নিতাইচন্দ্র বসু জানিয়েছেন, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে তাঁদের পুজো হয়। সেইমতো রবিবার হবে বিসর্জন। 

RG Kar News Update: আর জি কর কাণ্ডের বিচার চেয়ে আজ একবেলা অরন্ধনের ডাক জুনিয়র ডাক্তারদের

পুজোর মধ্যে একের পর এক কর্মসূচি ঘোষণা জুনিয়র ডাক্তারদের। মহাসমাবেশ, মহামিছিল, অভয়া পরিক্রমার পর এবার একাদশীতে অরন্ধনের ডাক। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে আজ একবেলা অরন্ধনের ডাক জুনিয়র ডাক্তারদের। 

RG Kar News Update: জুনিয়র ডাক্তারদের পাশে নিউ গড়িয়া সমবায় আবাসনের আবাসিকরা, আবাসনের মূল গেটের সামনে প্রতীকী অনশনে

জুনিয়র ডাক্তারদের পাশে নিউ গড়িয়া সমবায় আবাসনের আবাসিকরা। আবাসনের মূল গেটের সামনে প্রতীকী অনশনে। রবিবার তাঁরা নিজেদের আবাসনের মূল গেটের সামনে বসে প্রতীকী অনশন শুরু করেছেন। নাচ-গান, আবৃত্তির সাংস্কৃতিক পরিমণ্ডলে সকাল ৮টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে
এই প্রতিবাদ কর্মসূচি। আবাসনের বাসিন্দা অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রও প্রতীকী অনশনে সামিল হয়েছেন। 

Junior Doctors Hunger Strike: অনশনে জুনিয়র ডাক্তাররা, জট কাটাতে দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

'অবিলম্বে জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলন', মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল্লি এইমস ও চণ্ডীগড় পিজিআই-এর চিকিৎসকদের। অনশনে জুনিয়র ডাক্তাররা, জট কাটাতে দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল্লি এইমস ও চণ্ডীগড় পিজিআই-এর রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের। আজ ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক আইএমএ বেঙ্গলের। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতীকী অনশনে আইএমএ বেঙ্গলের চিকিৎসকরা। 

WB News Live Updates: আজ সকালে বেলুড়মঠে দশমী পুজো, রীতি মেনে ঘট বিসর্জনের পর দর্পণে দেবী দর্শন

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে আজ সকালে বেলুড়মঠে দশমী পুজো হয়। রীতি মেনে ঘট বিসর্জনের পর দর্পণে দেবী দর্শন। সন্ধেয় মূল মন্দিরে সন্ধ্যারতির পর শুরু হবে নিরঞ্জনের প্রস্তুতি। আরতি, সিঁদুর খেলা, মিষ্টিমুখ, ধুনুচি নাচ এবং শেষে ঢাক-ঢোল বাজিয়ে সন্ন্যাসী ও মহারাজদের শোভাযাত্রা, জয়ধ্বনি দিয়ে দেবীকে নিয়ে গিয়ে শ্রীশ্রীমায়ের ঘাটে বিসর্জন দেওয়া হবে। 

West Bengal News Live Updates: পুজো কার্নিভালের দিনই কলকাতায় 'দ্রোহের কার্নিভাল'

পুজো কার্নিভালের দিনই কলকাতায় 'দ্রোহের কার্নিভাল'। মঙ্গলবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের ডাকে 'দ্রোহের কার্নিভাল'। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে দ্রোহের কার্নিভালের ডাক। মঙ্গলবার বিকেল ৪: রানি রাসমণি অ্যাভিনিউয়ে 'দ্রোহের কার্নিভাল'। ১৫ তারিখ ফের সুপ্রিম কোর্টে শুনানির দিনই কলকাতায় 'দ্রোহের কার্নিভাল'। 

RG Kar News Update: শর্তসাপেক্ষ জামিনে ছাড়া পেলেন স্লোগানকাণ্ডে ধৃত ৯, মুক্তির পরই ধর্মতলায় ডাক্তারদের অনশনস্থলে পৌঁছে যান তাঁদের কয়েকজন

কলকাতা হাইকোর্ট জামিন দেওয়ার প্রায় একদিনেরও বেশি সময় পর লকআপ থেকে ছাড়া পেলেন স্লোগানকাণ্ডে ধৃত নয় অভিযুক্ত। শর্তসাপেক্ষে মুক্তি পেয়েই সোজা ধর্মতলায় ডাক্তারদের অনশনস্থলে পৌঁছে যান তাঁদের কয়েকজন। এত কাণ্ডের পরেও বিচার চেয়ে তাঁরা যে প্রতিবাদের রাস্তা থেকে সরবেন না, তা স্পষ্ট করে দেওয়া হয় তাঁদের তরফে। 

RG Kar Protest Hunger Strike: অনিকেত, অলোকের পর এবার অসুস্থ অনুষ্টুপ, ৮দিনে অনশন, অসুস্থ আরও একজন জুনিয়র চিকিৎসক

অনিকেত, অলোকের পর এবার অসুস্থ অনুষ্টুপ। ৮দিনে অনশন, অসুস্থ আরও একজন জুনিয়র চিকিৎসক। অসুস্থ অনুষ্টুপ মুখোপাধ্যায়, নিয়ে যাওয়া হল কলকাতা মেডিক্যালে। রাত ১০.৩০: অনুষ্টুপের পেটে প্রবল যন্ত্রণা। রাত ১১: অ্যাম্বুল্যান্সে অনুষ্টুপকে আনা হল কলকাতা মেডিক্যালে। অনুষ্টুপকে ভর্তি করা হল সুপার স্পেশালিটি ব্লকের সিসিইউয়ের। অনুষ্টুপের চিকিৎসায় কলকাতা মেডিক্যালে ৮ সদস্যের বোর্ড। রাখা হয়েছে সিসিইউতে, জানালেন কলকাতা মেডিক্যালের MSVP। অনুষ্টুপের শরীরের কোথা থেকে রক্তক্ষরণ, খতিয়ে দেখা হচ্ছে। অ্যানাস্থেশিয়া বিভাগের প্রধানের নেতৃত্বে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। 

RG Kar Protest: গণইস্তফা কোনও গ্রাহ্য পদত্যাগ নয়, আর জি কর কাণ্ডে একের পর এক সরকারি হাসপাতালে চিকিৎকদের গণইস্তফার ঘটনায় এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার

গণইস্তফা কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। সার্ভিস রুল অনুসারে, ইস্তফাপত্র অবশ্যই ব্যক্তিগত ভাবে দিতে হয়। আর জি কর কাণ্ডে একের পর এক সরকারি হাসপাতালে চিকিৎকদের গণইস্তফার ঘটনায় এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার। গণইস্তফায় সই করা সরকারি হাসপাতালের চিকিৎসকরা এরপর কী করেন, এখন সেটাই দেখার। 

WB News Live Updates: পুজোর শহরে প্রকাশ্য রাস্তায় মহিলাকে মার, শ্লীলতাহানি, ধর্ষণের হুমকি, চাঞ্চল্যকর অভিযোগ কসবায়

পুজোর শহরে প্রকাশ্য রাস্তায় মহিলাকে মার। শ্লীলতাহানি। ধর্ষণের হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ কসবায়। আর এই ঘটনাতেও অভিযোগ নিতে গিয়ে পুলিশের বিরুদ্ধে উঠল গড়িমসির অভিযোগ। যদিও পুলিশ সূত্রে তা অস্বীকার করা হয়েছে।

প্রেক্ষাপট

অনিকেত, অলোকর পর এবার অসুস্থ অনুষ্টুপ। ধর্মতলার অনশনমঞ্চেই গুরুতর অসুস্থ। পেটে প্রবল যন্ত্রণা। ভর্তি করা হল কলকাতা মেডিক্যালে। 


রক্তক্ষরণ নিয়ে কলকাতা মেডিক্যালে ভর্তি অনুষ্টুপ। চিকিৎসায় অ্যানাস্থেশিয়া বিভাগের প্রধানের নেতৃত্বে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড। 


উত্তরবঙ্গ মেডিক্যালের অলোকের পর নবমীর রাতে অসুস্থ কলকাতা মেডিক্যালের অনুষ্টুপ। ৪৮ ঘণ্টার মধ্যে ৩জনের অবস্থার অবনতি। 


৮দিনে আমরণ অনশন। ৩জন অসুস্থ, সামিল আরও ২ জুনিয়র ডাক্তার। আজ একবেলা অরন্ধনের ডাক। 


আজ ১২ ঘণ্টার প্রতীকী অনশনে আইএমএ বেঙ্গলে। জট কাটাতে পদক্ষেপ করুন, মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি দিল্লি এইমস, চন্ডীগড়ের পিজিআইয়ের চিকিৎসকদের। 


জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন। সোমবার থেকে ৩০টিরও বেশি হাসপাতালে ৪৮ ঘণ্টার কর্মবিরতিতে চিকিৎসকরা। শুধু জরুরি বিভাগকে ছাড়। 


সরকারের উপর চাপ বাড়িয়ে ধর্মতলায় অনশনে ৮ জুনিয়র চিকিৎসক, পাল্টা সিবিআইয়ের উপর চাপ বাড়িয়ে নাগরিক সমাজের সিজিও অভিযান। 


মঙ্গলবার পুজো কার্নিভালের দিনই রানি রাসমণি অ্যাভিনিউয়ে দ্রোহের কার্নিভালের ডাক ডাক্তারদের। একই দিনে সুপ্রিম কোর্টেও শুনানি। 


ত্রিধারার সামনে বিচারের দাবি তুলে গ্রেফতার। হাইকোর্টের নির্দেশের ২৪ ঘণ্টা পরে মুক্তি। থানা থেকে ছাড়া পেয়েই ৬জন গেলেন অনশনমঞ্চে। 


মণ্ডপের পর এবার পুজোর বিসর্জনেও উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। 


পুজোর মধ্যেই টানা আন্দোলন। হুইলচেয়ারেই মেমারি থেকে ধর্মতলায় হাজির বৃদ্ধা। 


সরকারের আশ্বাসই সার, এখনও নিরাপত্তাহীনতায় চিকিৎসকরা। বাঁকুড়া মেডিক্যালে লেডিজ হস্টেলের শৌচাগারে যুবক! পরে গ্রেফতার। 


চার্জশিটে কেন শুধু একজনের নাম? আর জি কর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নবমীতে নাগরিক সমাজের ফের সিজিও অভিযান। 


আর জি করকাণ্ডে এবার মুখ খুললেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। অপরাধ-রাজনীতির সমঝোতার অভিযোগ। 


অষ্টমীর রাতে কসবায় প্রকাশ্যে মহিলাকে মার, শ্লীলতাহানির অভিযোগ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.