West Bengal News Live Updates: রাজ্য জুড়ে ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গেলেও পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এখনও কমেনি জল-যন্ত্রণা

Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 31 Oct 2024 03:32 PM
Ghatal News: রাজ্য জুড়ে ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গেলেও পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এখনও কমেনি জল-যন্ত্রণা

রাজ্য জুড়ে ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গেলেও পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এখনও কমেনি জল-যন্ত্রণা। ঘাটাল পুরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ড জলমগ্ন। সেই জল পেরিয়েই কালী প্রতিমা পৌঁছেছে মণ্ডপে মণ্ডপে।

Awas Yojana Protests: উত্তর থেকে দক্ষিণ, থামছে না আবাস-বিক্ষোভ

উত্তর থেকে দক্ষিণ, থামছে না আবাস-বিক্ষোভ। লম্বা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে বঞ্চিতদের লাইন। ক্ষোভ সামলাতে আবাসের তালিকা ফের খতিয়ে দেখার নির্দেশ রাজ্যের। প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কেউ যেন বঞ্চিত না হয়, নির্দেশ নবান্নের। বাতিল হওয়া আবেদন পুনরায় খতিয়ে দেখতে জেলাশাসকদের পরামর্শ। 

Diwali 2024: একান্ন পীঠের অন্যতম দেবী ত্রিপুরেশ্বরী মন্দি, মন্দিরে ভক্তের ঢল

একান্ন পীঠের অন্যতম দেবী ত্রিপুরেশ্বরী মন্দির। কালীপুজো উপলক্ষ্যে মন্দিরে ভক্তের ঢল ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরের মাতারবাড়ির মন্দিরে। কথিত আছে, এখানে সতীর ডান পায়ের গোড়ালি পড়েছিল। ৫২৩ বছরের পুরনো ত্রিপুরেশ্বরী মন্দির ঘিরে প্রতিবার দীপাবলি উৎসব ও মেলার আয়োজন করা হয়। ত্রিপুরার মহারাজা মহারাজা ধন্য মাণিক্য ১৫০১ সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমানে মন্দিরের প্রধান সেবায়েত গোমতীর জেলাশাসক। তবে পুজোর অর্ঘ্য থেকে আহুতি সব কিছুই হয়, রাজপরিবারের বর্তমান প্রতিনিধি প্রদ্যুৎকিশোর দেববর্মনের নামে। 

Kolkata News: জোড়াবাগানের সেন লেনে রহস্যমৃত্যু, ঘর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার

জোড়াবাগানের সেন লেনে রহস্যমৃত্যু। রক্তাক্ত অবস্থায় ঘর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার। মৃতের নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বয়স ৫৮। ঘরের সামনের দরজা বন্ধ থাকলেও খোলা ছিল পিছনের দরজা। মেঝে এবং দেওয়ালে রক্তের দাগ, খুনের আশঙ্কা পরিবারের।

Nadial SI Dharna: থানায় ধর্নায় খোদ পুলিশ কর্মী! নাদিয়াল থানার সামনে ধর্নায় মহিলা SI

থানায় ধর্নায় খোদ পুলিশ কর্মী! নাদিয়াল থানার সামনে ধর্নায় মহিলা SI.  ওসি-র বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ মহিলা SI-এর। ব্যারাকের ঘর নিয়ে ঝামেলা।নির্দেশ অমান্য করায় মহিলা SI-কে ক্লোজ করা হয়েছে বলে খবর। পরে মহিলা অফিসারকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। 

Diwali 2024: অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে প্রতিবারের মতো এবারও মায়ের সাড়ম্বর আরাধনা

অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে প্রতিবারের মতো এবারও মায়ের সাড়ম্বর আরাধনা। নীলাচল পাহাড়ের কোলে ব্রহ্মপুত্রের তীরে এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা কাহিনী। শ্রেষ্ঠ সতীপীঠ হিসেবে পরিচিত কামাখ্যা। একান্ন পীঠের অন্যতম কামাখ্যায় মায়ের যোনি পড়েছিল বলে কথিত। সারা দেশ থেকে ভক্তরা এই মন্দিরে আসেন। এদিন দেবী মাকে মহাস্নান করিয়ে, ষোড়শপচারে ভোগ নিবেদন করা হয়। এরপর মহা বলিদান। মাছ ভোগ ও বলিদানের মহপ্রসাদ ভোগও নিবেদন করা হয় মাকে। সকালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। এখানে শুধু দর্শন নয়, মাকে স্পর্শ করে পুণ্যলাভ করতে আসেন ভক্তরা। কথিত আছে, এখানে না এলে তন্ত্রসাধনা সম্পূর্ণ হয় না।

Jalpaiguri News: মালবাজারে জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা-সহ ৩ জনের

কালীপুজোর দিন ভোরে জলপাইগুড়ির মালবাজারে জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা-সহ ৩ জনের। মৃতদের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলার বোনও আছেন। আজ ভোররাতে মালবাজারে সাতখাইয়া মোড়ে ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগান থেকে চালসা হয়ে মালবাজারের দিকে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা মহিলা, তাঁর বোন, আত্মীয়-সহ ৫ জন। উল্টোদিক থেকে আসা গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা ও তাঁর বোনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় গাড়ির চালককে। ২ জন আহত হওয়ায় তাঁদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক গাড়ির চালকের সন্ধান চালাচ্ছে মালবাজার থানার পুলিশ।


 

Kali Puja 2024: অ্যান্টনি কবিয়ালের নামে ফিরিঙ্গি কালীবাড়ি, প্রতি বছর পুজো হয় এখানে

অ্যান্টনি কবিয়াল। তাঁর নামেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিখ্যাত কালী মন্দির, ফিরিঙ্গি কালীবাড়ি। এই মন্দির ঘিরেও নানা কিংবদন্তি। কথিত আছে, মামার বাড়িতে এলে একচালার মন্দিরে গিয়ে মাকে গান শোনাতেন অ্যান্টনি কবিয়াল। মহামায়ার স্বপ্নাদেশ পেয়ে নিজে হাতে গড়েন মা সিদ্ধেশ্বরীকে। সেই থেকে ঐতিহ্য মেনে ফিরিঙ্গি কালীবাড়িতে পূজিত হন মা। যদিও মন্দির কর্তৃপক্ষের মতে, বাঙালি মেয়েকে বিয়ে করার পর অ্যান্টনি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন। সেইসময় এখানে শিবের উপাসনা হত। সেখানেই মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন অ্যান্টনি কবিয়াল।


 

Katwa News: কাটোয়ার খেপা কালীতলার পুজো, ৫ কেজি সোনা, ৪ কেজি রুপোর গয়নায় সাজানো হয় মাকে

চারশো বছরেরও বেশি পুরনো পূর্ব বর্ধমানের কাটোয়ার খেপা কালীতলার পুজো, যা খেপি মায়ের পুজো বলেই পরিচিত। ৫ কেজি সোনা আর চার কেজি রুপোর গয়নায় সাজানো হয় মাকে। কথিত আছে, আগে এই এলাকায় ঘন জঙ্গল ছিল। দস্যুরা মা কালীর পুজো করে ডাকাতি করতে যেত। ডাকাতদের শুরু করা পুজোই কালে কালে সর্বজনীন রূপ নিয়েছে। একসময় ডাকাতির ভয়ে গয়না লুকিয়ে রাখতেন গৃহস্থরা। এখন ডাকাত-কালীর গয়নার পাহারায় থাকে পুলিশ। কালীপুজো উপলক্ষ্যে সকাল থেকে লম্বা লাইন কাটোয়ার খেপি মায়ের মন্দিরে।


Kolkata News: সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য বিশেষ নির্দেশিকা রাজ্যের

সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম বা চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকলে, তাঁদের রাজ্য সরকারের কাছ থেকে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম ঠিকঠাক মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্য উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বিশেষ ধারাও উল্লেখ করা হয়েছে। এই ধারা মোতাবেক সরকারি চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম বা চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করছেন কি না, তাঁদের কাছে রাজ্য সরকারের ‘নো অবজেকশন’ সার্টিফিকেট রয়েছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।


 

Diwali 2024: টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির, আজকের দিনে কুমারী পুজো হয়

টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির। ২৬৫ বছরের পুজো। এই পুজোর বিশেষত্ব হল, কালীপুজোর দিন কুমারী পুজো হয়। ২০০৯ সাল থেকে শুরু হয়েছে এই কুমারী পুজো। সকালে মঙ্গলারতি দিয়ে পুজো শুরু। বিকেলে মাকে রাজবেশে সাজানো হবে। রাতে ভোগ নিবেদন। কালীপুজো উপলক্ষ্যে আজ সারাদিন খোলা থাকবে টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দির।


 

Kali Puja 2024: দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে করুণাময়ী কালীর আরাধনা

দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে করুণাময়ী কালীর আরাধনা।সকালে মায়ের মঙ্গলারতির পর পুজো শুরু হয়। রাতভর পুজো চলবে। চৈত্র সংক্রান্তি ও কালীপুজো, বছরে এই দু’দিন লেক কালীবাড়িতে ঘট বিসর্জন হয়। সন্ধেয় নতুন ঘট প্রতিষ্ঠা করে মায়ের পুজো হবে। এটাই লেক কালীবাড়ির বৈশিষ্ট্য। কালীপুজো উপলক্ষ্যে সকাল থেকে লেক কালীবাড়িতে ভক্তের ঢল। 


 

Kolkata News: ভাঙড়ে উত্তর কাশীপুর থানার ঢিল ছোড়া দূরত্বে এক ব্যক্তির দেহ উদ্ধার

ভাঙড়ে উত্তর কাশীপুর থানার ঢিল ছোড়া দূরত্বে এক ব্যক্তির দেহ উদ্ধার হল। গতকাল রাতে কোম্পানির পুকুর নামে একটি জলাশয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, দেহের কোথাও আঘাতের চিহ্ন মেলেনি। কোনওভাবে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু নাকি খুন করে দেহ ফেলে দিয়ে যাওয়া হয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। 


 

Weather Updates: কালীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস, ভাইফোঁটায় মেঘমুক্ত আকাশ

কালীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস। আজ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৮ জেলায়। উত্তরবঙ্গের ৫ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। ভাইফোঁটায় মেঘমুক্ত আকাশ। 

Kultali News: ফের কুলতলিতে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী গ্রেফতার

ফের কুলতলিতে ধর্ষণের অভিযোগ। পরিত্যক্ত বাড়িতে মহিলাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন মহিলা। তারপর বেশ কিছুক্ষণ তাঁর খোঁজ মেলেনি।এরপর বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে নির্যাতিতাকে উদ্ধার করেন বাড়ির লোকজন। বিষয়টি জানাজানি হলে, স্থানীয়রাই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। 
পরে পুলিশ মহিলার ওই প্রতিবেশীকে গ্রেফতার করে। 

Duttapukur Fire: দত্তপুকুর থানার অন্তর্গত বাদুতে রাসায়নিকের কারখানায় বিধ্বংসী আগুন

উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত বাদুতে রাসায়নিকের কারখানায় বিধ্বংসী আগুন। পুলিশ সূত্রে খবর, ঘটনায়  মৃত্যু হয়েছে একজনের, ৩ জন হয়েছেন গুরুতর আহত। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের ৫ টি ইঞ্জিন। তবে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা। 

Panskura News: কালীপুজোর আগের রাতে পাঁশকুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু

কালীপুজোর আগের রাতে পাঁশকুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা। রেললাইন ধরে ফেরার সময় ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু। রঘুনাথবাড়ি স্টেশনের কাছে দুর্ঘটনা, ৩ ফল বিক্রেতার মৃত্যু। রাস্তায় জমে জল, পথ না থাকায় রেললাইন ধরে যাতায়াত, দাবি স্থানীয়দের।

Tarapith News: তারাপীঠে শক্তির আরাধনা, পুণ্যার্থীদের ভিড়ে সরগরম মন্দির চত্বর

তারাপীঠে শক্তির আরাধনা। রীতি মেনে পুজো। আলোর মালায় সেজেছে গোটা মন্দির। পুণ্যার্থীদের ভিড়ে সরগরম মন্দির চত্বর। সকালে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। চুনরি পরিয়ে সাজানো হয় মাকে। এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি এবং নিত্যপুজো। মাকে দেওয়া হয় শীতল ভোগ। নিবেদন করা হয় মিষ্টি, ফল ও মিছরি ভেজানো জল। রাতে মায়ের ডাকের সাজ। কালীপুজোর দিন তারা মাকে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচরকম ভাজা, পাঁচ মিশালি তরকারি, মাছ, চাটনি, পায়েস এবং মিষ্টি পঞ্চব্যঞ্জন সাজিয়ে ভোগ নিবেদন করা হয়। এখানকার অন্নভোগের বিশেষত্ব পোড়া শোলমাছ মাখা। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে নিয়ম-নিষ্ঠা মেনে হয় বিশেষ সন্ধ্যারতি। আয়োজন করা হয় বিশেষ নিশি পুজোর। পুজো শেষে নিবেদন করা হয় লুচি, পায়েস, সুজি দিয়ে শীতল ভোগ।


 

Kali Puja 2024: ১০০ কেজি সোনা ও ২০০ কেজি রুপোর অলঙ্কারে সজ্জিতা, নৈহাটির বড় কালী পুজোয় ভিড়

নৈহাটির বড় কালী সমিতি ট্রাস্টের কালীপুজোয় বড়মার পুজো বলে পরিচিত। বিশালাকার প্রতিমার উচ্চতা ২২ ফুট। ১০০ কেজি সোনা ও ২০০ কেজি রুপোর অলঙ্কারে সজ্জিতা ঘন কৃষ্ণবর্ণ কালী প্রতিমা। মায়ের কাছে কিছু চাইলে মনস্কামনা পূর্ণ হয়। এই আশায় কালীপুজোর দিন হাজারো মানুষের ভিড়। 


 

Sovandeb Chattopadhyay: এত টাকা পাচ্ছেন কোথা থেকে, আন্দোলনের নামে কী করছেন তাঁরা? এবার প্রশ্ন শোভনদেবের

তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রী-সাংসদের নিশানায় ডাক্তাররা। সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার শোভনদেব চট্টোপাধ্যায়। গতকাল হাড়োয়া বিধানসভা উপনির্বাচনের প্রচারে দেগঙ্গায় গিয়ে শোভনদেব বলেন, ডাক্তারবাবুরা এত টাকা পাচ্ছেন কোথা থেকে? আন্দোলনের নামে তাঁরা কী করছেন? কীসের আন্দোলন? হাসপাতালে দালালরাজ চালান ডাক্তাররাই। মমতা আর আমার বাড়ির পাশেই SSKM, সেখানে একশো-দেড়শো দালাল ঘুরে বেড়াচ্ছে। ৫০ হাজার টাকা নিয়ে রোগীদের কেবিন পাইয়ে দিচ্ছে। দালালরা কমিশন পাচ্ছে, আর টাকার বেশিরভাগটা যাচ্ছে ডাক্তারদের কাছে। এই তো ডাক্তারদের চরিত্র।এবার পরিষদীয় মন্ত্রীর নিশানায় ডাক্তাররা।  

Kolkata Fire Incident: রাতের কলকাতায় অগ্নিকাণ্ড, চামড়ার গুদামে আগুন

ফের রাতের কলকাতায় অগ্নিকাণ্ড। রাত ১২টা নাগাদ ট্যাংরার বিচালিঘাটে ক্যানাল সাউথ রোডে একটি চামড়ার গুদামে আগুন লাগে। গুদামে রং ও রাসায়নিক মজুত থাকায় দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। ভেঙে পড়ে গুদাম ঘরের টিনের ছাউনি শুরু করে দেওয়াল। এক-দেড়ঘণ্টার মধ্যে ভস্মীভূত হয়ে যায় গোটা গুদাম। ঘিঞ্জি এলাকায় আতঙ্ক ছড়ায়। অবশেষে দমকলের ১০টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল খতিয়ে দেখা হচ্ছে।


 

Kali Puja 2024: রাজ্য জুড়ে শক্তির আরাধনা, কালীপুজোয় দিকে দিকে সাড়ম্বর আয়োজন

রাজ্য জুড়ে শক্তির আরাধনা। কলকাতা থেকে কামাখ্যা। বীরভূম থেকে বারাসাত। কালীপুজো উপলক্ষ্যে দিকে দিকে সাড়ম্বর আয়োজন। কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী। জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন। তিনি অসুখ বিনাশিনী। মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি। নরমুণ্ডই দেবীর অলঙ্কার। যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা। বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক। যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন। মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন। শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক। ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী।

TMC News: দলীয় বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখানোয় তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়ি ও বাইক ভাঙচুরের অভিযোগ

ফের তৃণমূল বনাম তৃণমূল। দলীয় বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখানোয় বিক্ষোভকারী তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়ি ও বাইক ভাঙচুরের অভিযোগ উঠল গোসাবায়। অভিযোগ, বুধবার সকালে ভাঙচুর চালায় বিধায়কের অনুগামীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাসক-বিধায়ক। ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ।

প্রেক্ষাপট

১। বিচারের দাবিতে ৮০ দিন পার। সিবিআইয়ের ওপর চাপ বাড়িয়ে এবার মশাল হাতে অভয়া মঞ্চের সিজিও অভিযান। বক্তব্য, "সিবিআই যেরকম ক্যাজুয়ালি চলছে, তাতে মনে হচ্ছে সন্দীপ ঘোষ জামিন পেয়ে যাবে।" (West Bengal News Live Updates)

২। ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে হাইকোর্টে সন্দীপ ঘোষ। টাকা তুলতে দিলে তদন্তে ক্ষতি হতে পারে বলে আর জি করের প্রাক্তন অধ্য়ক্ষের আবেদনে সায় দিল না সিবিআই। (Sandip Ghosh)

৩। আর জি কর আবহেই এবার কল্যাণীতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। স্বামীকে আটকে রেখেই স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ। গ্রেফতার ৮। (RJ Kar Protests)

৪। কল্যাণীর পর বর্ধমান, ফের রাজ্যে গণধর্ষণের অভিযোগ। প্রেমিককে আটকে রেখে তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেফতার ৫। ধৃতদের ৭দিনের পুলিশ হেফাজত। (Diwali 2024)

৫। আরামবাগে দোকানের মধ্যেই ধর্ষণের অভিযোগ! ভুল বুঝিয়ে ডাক্তারের চেম্বার থেকে দোকানে নিয়ে গিয়ে মহিলার ওপর অত্যাচার। গ্রেফতার অভিযুক্ত।

৬। আক্রোশে নয়, বিকৃত মানসিকতা থেকেই জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুন। সিসি ফুটেজ, ময়নাতদন্তের রিপোর্ট, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের উল্লেখ করে ২৫ দিনের মাথায় চার্জশিট SIT-র।


৭। সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে তন্ময় ভট্টাচার্যকে ৩ ঘণ্টা পুলিশি জিজ্ঞাসাবাদ। ৬ নভেম্বর ফের বরানগর থানায় তলব। বললেন, "যতবার ডাকবে ততবার যাব।"

৮। ক্যানিংয়ে চাঁদার জুলুমে অভিযুক্তকে ছাড়াতে থানায় তাণ্ডব? পুলিশ পেটানোয় অভিযুক্ত বিধায়ক ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা। ফুটেজে কিছুই মেলেনি, দাবি পুলিশের।

৯। ক্যানিংয়ে ২ যুব তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশ পিটিয়ে থানা থেকে অভিযুক্ত ছিনতাই? শুভেন্দুর অভিযোগ মানতে নারাজ যুব তৃণমূল নেতা। কিছুই হয়নি, বলে দাবি।

১০। গোসাবায় ফের তৃণমূল বনাম তৃণমূল। বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মন্ত্রীর সামনেই বিক্ষোভ দেখানোয় দলীয় কর্মীদেরই বাড়িতেই হামলা, মারধরের অভিযোগ।

১১। পুরুলিয়া, রামপুরহাট থেকে ক্যানিং। যোগ্যদের বঞ্চিত করে আবাসে দুর্নীতি-স্বজনপোষণের অভিযোগ। কোথাও ঘেরাও পঞ্চায়েত সদস্য, কোথাও বিডিও।

১২। রামপুরহাটে বিজেপি করায় আবাসের তালিকা থেকে নাম বাদের অভিযোগ। বিডিও অফিসে বিক্ষোভ। অস্বীকার শাসক শিবিরের। খতিয়ে দেখার আশ্বাস বিডিও-র।

১৩। দিকে দিকে আবাস বিক্ষোভ, যোগ্য একজনেরও নাম যেন বাদ না যায়, ফের জেলা প্রশাসনকে খতিয়ে দেখার নির্দেশ নবান্নের। আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের অফিসার-স্টাফ রি সার্ভে করতে যাচ্ছে।"

১৬। দলের বিজয়ায় ব্রাত্য। পরদিনই অনুগামীদের নিয়ে পাল্টা বিজয়া সম্মিলনী বড়ঞার বিধায়কের। পাশে দাঁড়িয়ে জেলা সভাপতিকে তোপ হুমায়ুনের। 

১৭। দত্তপুকুরের বাদুতে রাসায়নিকের কারখানায় বিধ্বংসী আগুন। একজনের মৃত্যু, ৩জন গুরুতর আহত। আনা হল কলকাতায়।

১৮। মুর্শিদাবাদের সুতিতে শ্যুটআউট। জুয়ার ঠেকে গন্ডগোলের জেরে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মৃত্যু হার্ডওয়্যার ব্যবসায়ীর। গ্রেফতার আততায়ী।
খুন ব্যবসায়ী

১৯। পুরনো শত্রুতার জেরে কাইজার স্ট্রিটে যুবককে এলোপাথাড়ি কোপ, অনুমান পুলিশের। গ্রেফতার ১। হামলার সময় ঘটনাস্থলে ছিলেন বলে সন্দেহ। বাকিদের খোঁজে তল্লাশি।

২০। এবার প্রাইমারি স্কুলে চলে আসছে ক্লাস ফাইভ। জানুয়ারি থেকেই নতুন নিয়ম কার্যকর। সর্বভারতীয় প্রেক্ষাপটের সঙ্গে সঙ্গতি রাখতে সিদ্ধান্ত, খবর সূত্রের।

২১। ১৩ নভেম্বর রাজ্যে ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রাজ্যে আসছে আরও ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উপনির্বাচনে রাজ্যে সেন্ট্রাল ফোর্স বেড়ে ১০৮ কোম্পানি।


২২। রাম মন্দির উদ্বোধনের পর অযোধ্যায় প্রথম দীপাবলি। ২৮ লক্ষ প্রদীপে সেজে উঠল সরযূ তীর। আতসবাজির চোখ ধাঁধানো প্রদর্শনী।

২৩। কালীপুজোয় সেরার শিরোপা। এবিপি আনন্দ আলোক আনন্দ সম্মান ছিনিয়ে নিল বড়িশা শান্তি সঙ্ঘ, যাদবপুর অ্যাসোসিয়েশন, সরশুনা বিপ্লবী বাঘাযতীন সঙ্ঘ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.