West Bengal News Live: মন্ত্রিসভা থেকে অপসারিত জ্যোতিপ্রিয়

Get the latest West Bengal News and Live Updates: জেলা থেকে রাজ্য, দিনভর গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে, সবার আগে।

ABP Ananda Last Updated: 16 Feb 2024 11:54 PM
WB Live News: মিঠুনের নিশানায় মমতা

'সারা পৃথিবীতে আরএসএস আছে, ১২ কোটি সদস্য রয়েছে আরএসএসের। দেশ গড়ার জন্য আরএসএস নেগেটিভ ফোর্স নয়, পজিটিভ ফোর্স', মমতার আরএসএসকে আক্রমণের পাল্টা আক্রমণ মিঠুন চক্রবর্তীর

WB Live News: টার্গেট শেখ শাহজাহান

গতকাল বিধানসভায় দাঁড়িয়ে কার্যত শেখ শাহজাহানকে ক্লিনচিট দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, আগে টার্গেট শেখ শাহজাহান। ওকে টার্গেট করে ED ঢুকল। তারপরই সবাইকে বার করে দিয়ে, ওখানে আদিবাসী ও সংখ্য়ালঘুদের মধ্য়ে ঝগড়া লাগিয়ে দিল।

West Bengal News Live:মন্ত্রিসভা থেকে অপসারিত জ্যোতিপ্রিয়

অবশেষে মন্ত্রিত্ব থেকে সরানো হল রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দফতর পার্থ ভৌমিক ও বীরবাহা হাঁসদাকে ভাগ করে দেওয়া হল।

WB Live News: মমতার আরএসএসকে আক্রমণের পাল্টা আক্রমণ মিঠুন চক্রবর্তীর

'সারা পৃথিবীতে আরএসএস আছে, ১২ কোটি সদস্য রয়েছে আরএসএসের। দেশ গড়ার জন্য আরএসএস নেগেটিভ ফোর্স নয়, পজিটিভ ফোর্স', মমতার আরএসএসকে আক্রমণের পাল্টা আক্রমণ মিঠুন চক্রবর্তীর

West Bengal News Live: '৩৫৬' দাবি এস সি কমিশনের

সন্দেশখালিকাণ্ডের জেরে এবার রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জাতীয় এস সি কমিশনের। বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত, পাল্টা তৃণমূল।

West Bengal News: : এবার সন্দেশখালিতে শিবু হাজরার গ্রেফতারি চেয়ে পোস্টার

এবার সন্দেশখালিতে শিবু হাজরার গ্রেফতারি চেয়ে পোস্টার। সন্দেশখালির বিভিন্ন গ্রামে শেখ শাহজাহানের শাগরেদ তৃণমূল নেতার গ্রেফতারি দাবি। এলাকার বাসিন্দারা বলছেন, তাঁরাই লাগিয়েছেন এই পোস্টার।

West Bengal News Live:বিজেপির পর এবার অধীর চৌধুরীকেও সন্দেশখালিতে যেতে বাধা পুলিশের

বিজেপির পর এবার অধীর চৌধুরীকেও সন্দেশখালিতে যেতে বাধা পুলিশের। সরবেড়িয়া থেকে হেঁটে সন্দেশখালি যাওয়ার পথে অধীরকে আটকাল পুলিশ। রামপুরেই প্রদেশ কংগ্রেস সভাপতিকে আটকাল পুলিশ। 

West Bengal News: 'মার্চের প্রথমে দিন ঘোষণা হতে পারে ভোটের', মন্তব্য অভিষেকের

তৃণমূলের সর্বস্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'মার্চের প্রথমে দিন ঘোষণা হতে পারে ভোটের', মন্তব্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 

West Bengal News Live: সন্দেশখালি যাবই, রামপুরে বাধার পর হুঙ্কার বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের


সন্দেশখালি যাবই, রামপুরে বাধার পর হুঙ্কার বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। রাজভবনে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে, রাজ্যপাল দুঃখ প্রকাশ করেছেন। আমরা উচ্চ আদালতে যাব, সন্দেশখালিতে যাবই। সন্দেশখালিতে তৃণমূলের গুণ্ডাদের হাতে অত্যাচারিত মহিলারা। সন্দেশখালির মহিলারা ন্যায় বিচার পাবেন, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব', জানাল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। দলকে রিপোর্ট দেব, পুলিশ তৃণমূলের গুণ্ডাদের মতো কাজ করছে', আক্রমণ  বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। 

West Bengal News: লোকসভার আগে তৃণমূল কংগ্রেসের অস্ত্র ১০০ দিনের টাকা

লোকসভার আগে তৃণমূল কংগ্রেসের অস্ত্র ১০০ দিনের টাকা। রাজ্যের কোষাগার থেকে ১ মার্চ টাকা দেওয়া হবে। ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে তৃণমূলের সহায়তা শিবির। 

West Bengal News Live:সন্দেশখালিকাণ্ডে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা

সন্দেশখালির ঘটনায় সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সন্দেশখালিকাণ্ডে নিরপেক্ষ তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই বা সিটের তদন্ত চেয়ে মামলা। মণিপুরের ধাঁচে ৩ বিচারপতির কমিটি গঠন করে তদন্তের আবেদন। অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে আর্জি। সন্দেশখালিতে সিআরপিএফ মোতায়েন চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে সোমবার শুনানির সম্ভাবনা।

West Bengal News: রাষ্ট্রপতির কাছে সন্দেশখালি নিয়ে রিপোর্ট দিল জাতীয় এস সি কমিশন

রাষ্ট্রপতির কাছে সন্দেশখালি নিয়ে রিপোর্ট দিল জাতীয় এস সি কমিশন। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে রিপোর্ট দিল কমিশন। 

West Bengal News Live: সন্দেশখালি ইস্যুতে বিস্ফোরক মিঠুন

সত্যটা এত বড় করে বেরোবে সামলাতে পারবে না, সন্দেশখালি নিয়ে বিস্ফোরক মিঠুন।

West Bengal News: অধীর চৌধুরীকে বাধা পুলিশের

রামপুরে অধীর চৌধুরীকে বাধা পুলিশের। ধাক্কা-বচসা কংগ্রেসের নেতা, কর্মীদের। 

West Bengal News Live: প্রয়াত ইদ্রিশ আলি

মারা গেলেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। শুক্রবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভগবানগোলার বিধায়ক। রাত  ২টো ২০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়।  হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 

West Bengal News: সন্দেশখালিতে উত্তেজনার আবহে উচ্চমাধ্যমিক

সন্দেশখালিতে উত্তেজনার আবহে উচ্চমাধ্যমিক। একাধিক এলাকায় এখনও জারি রয়েছে ১৪৪ ধারা। আতঙ্কের সন্দেশখালিতে কেমন চলছে উচ্চমাধ্যমিক ? পরীক্ষা দিতে এলেন পরীক্ষার্থীরা ? কেমন মনে অবস্থা তাঁদের ? কী বলছেন অভিভাবকরা ?

west Bengal News Live: সন্দেশখালি যেতে বাধা পুলিশের, ফের হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

সন্দেশখালি যেতে বাধা পুলিশের, ফের হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। 'আদালত ১৪৪ ধারা বাতিলের পর পুলিশ ১৪৪ ধারা জারি করে রাস্তা আটকাচ্ছে'
অভিযোগ তুলে ফের মামলা বিরোধী দলনেতার, সোমবার শুনানি। 

West Bengal News: সন্দেশখালি রওনা দিল বিজেপির ৬ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

সন্দেশখালি রওনা দিল বিজেপির ৬ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। দলে আছেন সাংসদ সুনীতা দুগ্গল, কবিতা পাতিদার, সঙ্গীতা যাদব এবং বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল। প্রতিনিধিদলের সঙ্গে সন্দেশখালি যাচ্ছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও।

west Bengal News Live: শুক্রবার সকাল থেকেই ৫ টি জায়গায় তল্লাশি অভিযান শুরু ইডির

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে নামল ইডি। শুক্রবার সকাল থেকেই ৫ টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে হানা। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির উল্টোদিকেই পাঁচতলা বাড়ি রাজীব দে-র। ওই এলাকাতেই ২ টি বাড়ি রয়েছে তাঁর। বাঁশদ্রোণীতে রয়েছে এই ব্যবসায়ীরই আরেকটি বাড়ি। ৩ টি জায়গাতেই এদিন পৌঁছে যান ইডি আধিকারিকরা।

West Bengal News: সন্দেশখালিকাণ্ডে নিরপেক্ষ তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের

সন্দেশখালিকাণ্ডে নিরপেক্ষ তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই বা সিটের তদন্ত চেয়ে মামলা। মণিপুরের মতো ৩ বিচারপতির কমিটি গঠন করে তদন্তের আবেদন। অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে আর্জি। 

west Bengal News Live: বিরোধী দলনেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের দুই সর্বোচ্চ আধিকারিককে তলব

পুলিশের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে হেনস্থা, প্রাণঘাতী আঘাত এবং দুর্ব্যবহারের অভিযোগে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সেই প্রেক্ষিতে রাজ্য প্রশাসন ও পুলিশের দুই সর্বোচ্চ আধিকারিককে তলব করল লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি।

West Bengal News: আজ সন্দেশখালি অভিযানে অধীর চৌধুরীও

আজ সন্দেশখালি অভিযানে অধীর চৌধুরীও। দলীয় নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কী বার্তা অভিষেকের ? 

west Bengal News Live: রঘুনাথগঞ্জের বাজারে মিষ্টির দোকান থেকে তাজা বোমা উদ্ধার

শুক্রবার সকালে রঘুনাথগঞ্জের সেকেন্দ্রার বাজার সংলগ্ন একটি মিষ্টির দোকান থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে পুলিস। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বোমাগুলি সিঁড়ি ঘরের তলায় মজুত করা ছিল৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিস। পুলিস পরে বোমাগুলি নিষ্ক্রিয় করে।

West Bengal News: বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর

আবারও বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর।
মৃত মৎস্যজীবী কুলতলীর কাটামারির বাসিন্দা প্রদীপ সরদার(৪০)। স্থানীয় সূত্রে খবর গত মঙ্গলবার ৩ জনের টিম নৌকা নিয়ে কুলতলির কাঁটামারি থেকে সুন্দরবনের নয়বাঁকি জঙ্গলে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয়। গতকাল সকালে নয়বাঁকি জঙ্গলে কাঁকড়া ধরার সময় হঠাৎ বাঘ এসে প্রদীপ সরদার এর ওপর আক্রমণ করে এবং তাকে জঙ্গলে টেনে নিয়ে যায়, সঙ্গে থাকা মৎস্যজীবীরা তার মৃতদেহ উদ্ধার করে গতকাল রাতে কুলতলির কাঁটামারী ঘাটে নিয়ে আসে।

west Bengal News Live: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে নামল ইডি। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টোদিকেই পাঁচতলা বাড়ি রাজীব দে-র। সেখানে এবার হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজীব দে-র শ্রীরাম কনস্ট্রাকশনের অফিসেও তল্লাশি অভিযানে নামলেন ইডি আধিকারিকরা। প্রপার্টি আছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে নামল ইডি। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে হানা দিল  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টোদিকেই পাঁচতলা বাড়ি রাজীব দে-র। সেখানে এবার হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজীব দে-র শ্রীরাম কনস্ট্রাকশনের অফিসেও তল্লাশি অভিযানে নামলেন ইডি আধিকারিকরা।  প্রপার্টি আছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

West Bengal News: সন্দেশখালি নিয়ে চাপ বাড়াচ্ছে বিজেপি

সন্দেশখালি নিয়ে চাপ বাড়াচ্ছে বিজেপি। সাজানো ঘটনা বলে পালটা তৃণমূল। শুভেন্দুর অভিযান নিয়ে কটাক্ষ। 

প্রেক্ষাপট

ভোটে বেলাগাম সন্ত্রাসের আশঙ্কা। কেন্দ্রীয় বাহিনীর (Central Force) দৌড়ে কাশ্মীরের (Jammu Kashmir) চেয়েও এগিয়ে বাংলা! শুধু এরাজ্যের জন্যেই ৯২০ কোম্পানি চাইল কমিশন (Election Commission)! উপত্যকা পাচ্ছে ৬৩৫ কোম্পানি।

খোঁজ পাচ্ছে না পুলিশ, শাহজাহান-শাগরেদ (Sheikh Shahajahan) শিবুর খোঁজ পেল এবিপি আনন্দ (ABP Ananda)! পাশে দল, তাই তৃণমূল নেতা নিয়ে হাত গুটিয়ে পুলিশ। আক্রমণে বিরোধীরা।

সন্দেশখালিতে (Sandeshkhali Incident) মেলেনি ধর্ষণের অভিযোগ। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিকে উদ্ধৃত করে পোস্ট রাজ্য পুলিশের। ভয় দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগে বাধা পুলিশেরই। পাল্টা দাবি কমিশনের।

আত্মসমর্পণ নয়, লুকিয়ে থেকেও হুঙ্কার সন্দেশখালিকাণ্ডে অভিযুক্তর। আত্মগোপন থাকাটাই অপরাধের প্রমাণ, দাবি বিকাশের। এরাই দলের সম্পদ, কটাক্ষ শুভেন্দুর।

নির্যাতন থেকে জমি দখল, সন্দেশখালিতে অভিযোগের বন্য়া। প্রতিবাদী মহিলাদের নিয়ে বেলাগাম তৃণমূল বিধায়ক।

সন্দেশখালি যেতে বাধা। টাকিতে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ সুকান্ত। ভর্তি অ্যাপোলোয় (Apollo Hospital)। প্রতিবাদে জেলায় জেলায় এসপি অফিস ঘেরাওয়ের ডাক বিজেপির (BJP)।

পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে অসুস্থ সুকান্ত। ভর্তি নিউরো আইসিইউতে। দিল্লি থেকে ফিরেই দেখতে গেলেন রাজ্যপাল। গেলেন শুভেন্দু। পুরোটাই নাটক, কটাক্ষ তৃণমূলের।

তৃণমূলের হাতিয়ার চোপড়া। নিহত ৪ শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। বিএসএফ ব্যবস্থা নিলে এড়ানো যেত পরিণতি, মত কমিশনের। আজ রাজ্যপালের কাছে তৃণমূল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.