West Bengal News Live Updates: রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যে বিরত থাকার নির্দেশ হাইকোর্টের

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 16 Jul 2024 11:46 PM
West Bengal LIVE Blog: বিবাহ বিচ্ছেদের পরে বিয়ে করেও নেই রেহাই, সালিশি-সংক্রমণ এবার মালদার কালিয়াচকে!

বিবাহ বিচ্ছেদের পরে বিয়ে করেও নেই রেহাই। সালিশি-সংক্রমণ এবার মালদার কালিয়াচকে! চুল কেটে, গলায় জুতোর মালা পরিয়ে গ্রাম ঘুরিয়ে মার। গ্রেফতার ১১।

WB News: রাস্তার হাল বেহাল! গলসিতে জেলা পরিষদের অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে স্টোন চিপস পুরে দিলেন সাংসদ!

রাস্তার হাল বেহাল। গলসিতে জেলা পরিষদের অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে স্টোন চিপস পুরে দিলেন সাংসদ!

West Bengal LIVE Blog: বাইকের ধাক্কায় ছাত্রীর মৃত্যু, রণক্ষেত্র জয়নগর

বাইকের ধাক্কায় ছাত্রীর মৃত্যু, রণক্ষেত্র জয়নগর। মৃতদেহ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ঘাতক বাইকটি পুড়িয়ে দিল উত্তেজিত জনতা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ। 

WB News: আড়িয়াদহে মা-কলেজ পড়ুয়াকে গণপিটুনি, অভিযুক্তের পুলিশ হেফাজত

আড়িয়াদহে মা-কলেজ পড়ুয়াকে গণপিটুনি, অভিযুক্তের পুলিশ হেফাজত। জয়ন্ত-সহ বাকি ৫ জনের জেল হেফাজতের নির্দেশ ব্যারাকপুর আদালতের। 

West Bengal LIVE Blog: 'রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী', নির্দেশ হাইকোর্টের

'রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী। অসম্মানজনক এবং ভুল মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী-সহ ৪জন'। মুখ্যমন্ত্রী ছাড়াও কুণাল, সায়ন্তিকা, রেয়াত হোসেনকে নির্দেশ হাইকোর্টের। ১৪ অগাস্ট পর্যন্ত অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের। 

WB News: রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যে বিরত থাকার নির্দেশ হাইকোর্টের

রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যে বিরত থাকার নির্দেশ হাইকোর্টের। রাজ্যপালের করা মানহানি মামলায় মুখ্যমন্ত্রী-সহ ৪ তৃণমূল নেতা-নেত্রীকে নির্দেশ। 

West Bengal LIVE Blog: তৃণমূলের সন্ত্রাস, উপনির্বাচনে ভোট দিতে না পারার অভিযোগ, ১০০ ভোটারকে নিয়ে রাজভবনের পথে শুভেন্দু

বিজেপি করায় তৃণমূলের সন্ত্রাস, উপনির্বাচনে ভোট দিতে না পারার অভিযোগ। ১০০ জন ভোটারকে নিয়ে রাজভবনে যাচ্ছেন শুভেন্দু। রাজ্যপালের কাছে নালিশ জানাতে রাজভবনে বিজেপি কর্মীরা। ভয়ে পরিচয় গোপন রাখতে মাস্ক পরে রাজভবনে ঢুকলেন বিজেপি কর্মীরা। 

WB News: জয়ন্তর ক্লাবে নাবালককে সাঁড়াশি দিয়ে অত্যাচার, অভিযুক্তর জামিন

'যে নাবালকের উপর অত্যাচার, তাকে নিয়ে তথ্যই দিতে পারেনি পুলিশ', পুলিশের এফআইআর নিয়ে প্রশ্ন তুলে দাবি অভিযুক্তদের আইনজীবীর। 'আক্রান্তের হদিশ না পাওয়া গেলেও খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা', নাবালকের উপর অত্যাচারের মামলায় সওয়াল সরকারি আইনজীবীর। 

West Bengal LIVE Blog: জয়ন্তর ক্লাবে নাবালককে সাঁড়াশি দিয়ে অত্যাচার, অভিযুক্তর জামিন

জয়ন্তর ক্লাবে নাবালককে সাঁড়াশি দিয়ে অত্যাচার, অভিযুক্তর জামিন। অভিযুক্ত প্রসেনজিৎ দাস ওরফে লাল্টুর অন্তর্বর্তী জামিন।

WB News: কুলতলির পয়তারহাট গ্রামে বসেই দীর্ঘ ১৫ বছর ধরে নকল সোনার কারবার চলছিল!

কুলতলির পয়তারহাট গ্রামে বসেই দীর্ঘ ১৫ বছর ধরে নকল সোনার কারবার চালাচ্ছিল প্রতারক সাদ্দাম সর্দার, তার ভাই সায়রুল-সহ গোটা পরিবার। পুলিশের দাবি, গ্রেফতারের পর জেরায় স্বীকার করেছেন সাদ্দাম ও সায়রুলের স্ত্রী। কী ছিল তাদের মোডাস অপারেন্ডি? 

TMC Inner Clash Update: বন মহোৎসব ঘিরে বীরভূমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল

বন মহোৎসবের সূচনা করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সরকারি অনুষ্ঠানে মন্ত্রী, ডেপুটি স্পিকার ও বিধায়কের আসা উচিত ছিল, এই মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন কাজল শেখ। বিধায়ক ও ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহর দাবি, অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকায় বন মহোৎসবে গরহাজির ছিলেন। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। 

TMC Inner Clash: বন মহোৎসব ঘিরে বীরভূমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল

বন মহোৎসব ঘিরে বীরভূমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল। গতকাল নানুরে সরকারি অনুষ্ঠানে গরহাজির থাকলেন প্রধান অতিথি ও রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। বোলপুরে থেকেও যোগ দেননি উদ্বোধক হিসেবে আমন্ত্রিত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। হাজির ছিলেন না লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহও। 

Sonarpur News Update: সন্দেশখালির পর এবার সোনারপুরে মহিলাদের বাড়িতে ডেকে অত্যাচারের অভিযোগ

সালিশি সভায় জামালউদ্দিনের প্রস্তাবে রাজি না হলেই অত্যাচার চালানো হত বলে অভিযোগ। অন্যের জমি হাতিয়ে প্রাসাদোপম বাড়ি করার অভিযোগ জামালউদ্দিনের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভ হত না বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, ভয় দেখিয়ে এলাকায় শাসন কায়েম রেখেছিল জামালউদ্দিন। 

Sonarpur News: সন্দেশখালির পর এবার সোনারপুরে মহিলাদের বাড়িতে ডেকে অত্যাচারের অভিযোগ

সন্দেশখালির পর এবার সোনারপুরে মহিলাদের বাড়িতে ডেকে অত্যাচারের অভিযোগ। অত্যাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শিকল দিয়ে বেঁধে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে। সালিশি সভা বসিয়ে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ।

Deganga News: দেগঙ্গায় আইএসএফের পঞ্চায়েত সদস্য ও কর্মীদের বেধড়ক মার

দেগঙ্গায় আইএসএফের পঞ্চায়েত সদস্য ও কর্মীদের বেধড়ক মার। টেন্ডার নিয়ে বচসার জেরে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বহিরাগতদের নিয়ে হামলা চালায় আইএসএফ, পাল্টা দাবি তৃণমূলের। 

Arjun Singh: প্রোমোটার না থাকলে, তৃণমূলের দোকানদারি চলবে কী করে? কটাক্ষ অর্জুনের

'প্রোমোটার না থাকলে, তৃণমূলের দোকানদারি চলবে কী করে? তোলা নিয়ে তৃণমূলের মধ্যে লড়াই আছে, আইওয়াশ করতে এসব বলছে। তোলাবাজি না থাকলে তৃণমূল খালি হয়ে যাবে', মন্তব্য অর্জুন সিংহের। কোনও অসাধু প্রোমোটারের সঙ্গে দলের যোগাযোগ থাকবে না, গতকাল জানিয়েছিলেন সৌগত রায়। 

Kolkata News: শোভাবাজারে তৃণমূলের যুব সভাপতিকে সপাটে চড় কাউন্সিলরের

খাস কলকাতায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। শোভাবাজারে তৃণমূলের যুব সভাপতিকে সপাটে চড় কাউন্সিলরের। তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের স্বামীর মাথা ফাটানোর অভিযোগ। এলাকায় সাট্টা-জুয়ার প্রতিবাদ করায় মার, দাবি তৃণমূল যুব সভাপতির। পাল্টা তৃণমূলের যুব নেতার বিরুদ্ধেই সাট্টা-জুয়ায় ইন্ধনের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। 

Jayanta Singh: আড়িয়াদহকাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিং-সহ ৭ জনকে তোলা হবে ব্যারাকপুর মহকুমা আদালতে

আড়িয়াদহকাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিং-সহ ৭ জনকে তোলা হবে ব্যারাকপুর মহকুমা আদালতে। গত ১ জুলাই, আড়িয়াদহে মা-ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ভিডিও ভাইরাল হয়। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল কর্মী জয়ন্ত সিংয়ের নাম উঠে আসে। এরপর থেকেই জয়ন্ত-বাহিনীর অত্যাচারের একের পর এক ভিডিও ভাইরাল হয়। 

Sankudeb Ponda: সেনার জমিও অধিগ্রহণ করেছে তৃণমূল, দাবি শঙ্কুদেবের

'সেনার জমিও অধিগ্রহণ করা হয়েছে', কাঁথির জুনপুটে সেনার জমি দখল করা হয়েছে বলে অভিযোগ শঙ্কুদেব পণ্ডার।। ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য সহযোগিতা করছে না রাজ্য। রাজ্যের সব প্রশ্নের উত্তর দিয়েছে ডিআরডিও, তাও কাজ হচ্ছে না। ডিআরডিও-র কাছে তোলা চাওয়া হয়েছে। এসডিও চিঠি লিখে ডিআরডিও-কে বলেছে ১১ লক্ষ টাকা চাই। দেশের সুরক্ষার কাজ আটকে, কেন ৩৫৫, ৩৫৬ জারি হবে না? কাঁথি পঞ্চায়েতের বিরোধী দলনেতার হুমকিতে জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যাচ্ছে না। কোনও শত্রু দেশ এর সঙ্গে জড়িত আছে কি না দেখতে এনআইএ-কে চিঠি লেখা হবে।'

Kolkata News: তপসিয়ায় ক্লাবের সামনে অন্তঃসত্ত্বা বিজেপি নেত্রী ও তাঁর স্বামীকে মারধরের অভিযোগ

এবার তপসিয়ায় ক্লাবের সামনে অন্তঃসত্ত্বা বিজেপি নেত্রী ও তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল প্রোমোটারের বিরুদ্ধে। গতকাল রাতের ঘটনা। অভিযোগকারিণীর দাবি, ফ্ল্যাটের রেজিস্ট্রি না হওয়ায় তিনি ৩ লক্ষ টাকা দেননি। অভিযোগ, বাকি টাকা আদায়ে বিজেপি নেত্রী অন্তঃসত্ত্বা বিজেপি নেত্রী ও তাঁর স্বামীকে মারধর করেন প্রোমোটার ও তাঁর দলবল। পাল্টা প্রোমোটারের দাবি, বহিরাগতদের এনে তাঁকেই মারধর করা হয়। তপসিয়া থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে।  


 

Kangchenjunga Express Accident: চালকের ভুলে নয়, পরিচালন ব্যবস্থার ত্রুটিতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হয়, বলছে রিপোর্ট

'কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছে ট্রেন পরিচালন ব্যবস্থার গলদে', চালকের ভুলে ঘটেছে দুর্ঘটনা, রেলের এই তত্ত্ব খারিজ কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্টে। ট্রেন চালকদের যা নথি দেওয়া হয়েছিল, তা যথেষ্ট ছিল না, জানা গিয়েছে রিপোর্টে। ওই সেকশনে ট্রেন চালানোর জন্য উপযুক্ত প্রশিক্ষণও দেওয়া হয়নি চালকদের, প্রকাশ রিপোর্টে। ওয়াকি টকির মতো গুরুত্বপূর্ণ ডিভাইসও ছিল না, উল্লেখ কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্টে। ওই সেকশনে ট্রেনের স্পিড লিমিট নির্দিষ্ট করা বলা ছিল না, রিপোর্টে প্রকাশ। দুর্ঘটনার পরেই রেল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, মালগাড়ি চালকের ভুলে ঘটেছে দুর্ঘটনা। 


 

Mandarmani Drowning Incident: মন্দারমণিতে স্নান করতে গিয়ে মৃত্যু ২ পর্যটকের

মন্দারমণিতে স্নান করতে গিয়ে মৃত্যু ২ পর্যটকের। মন্দারমণিতে স্নান করতে গিয়ে তলিয়ে যান ৩ পর্যটক। দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। 
এখনও পর্যন্ত নিখোঁজ ১ পর্যটক। ৩ পর্যটকের কারও পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে গেছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ।

Hooghly News: ২১ জুলাইয়ের সমাবেশে যাওয়া আটকাতে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবেন বিজেপি কর্মীরা!

তৃণমূল কর্মীদের একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়া আটকাতে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবেন বিজেপি কর্মীরা, হুঁশিয়ারি দিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সম্পাদক সুরেশ সাউ। কেন্দ্রীয় সরকারের জমি দখল হয়ে যাওয়ার অভিযোগ তুলে গতকাল পোলবায় প্রতিবাদ সভার আয়োজন করে বিজেপি। সেখানেই তৃণমূল কর্মীদের একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়া আটকাতে বিজেপি কর্মীরা ঝান্ডা নিয়ে বাড়ি ঘেরাও করবেন বলে হুঁশিয়ারি দেন বিজেপির হুগলির জেলা সম্পাদক। বাধা দিয়ে দেখুক, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক 
অসিত মজুমদার। 


 

TMC News: উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথগ্রহণের জন্য রাজ্যপালকে চিঠি তৃণমূলের পরিষদীয় দলের

শনিবার মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। ৪ কেন্দ্রেই জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। তাঁদের শপথগ্রহণের জন্য়, এবার রাজ্যপালকে চিঠি দিল তৃণমূলের পরিষদীয় দল। 

Haldia News: হলদিয়া শিল্পাঞ্চলে গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন ঘিরে প্রকাশ্যে বিজেপি-বিএমএস অন্তর্দ্বন্দ্ব

হলদিয়া শিল্পাঞ্চলে গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন ঘিরে প্রকাশ্যে বিজেপি-বিএমএস অন্তর্দ্বন্দ্ব। আরএসএস-এর শ্রমিক সংগঠন বিএমএস (ভারতীয় মজদুর সংঘ) থাকলেও হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল সমান্তরাল ভাবে অন্য একটি শ্রমিক সংগঠন গড়ে তুলতে চাইছেন, অভিযোগ বিএমএস-এর।

Kultali News: কুলতলির পয়তারহাট গ্রাম হয়ে উঠেছিল নকল সোনার কারবারিদের মুক্তাঞ্চল

কুলতলির পয়তারহাট গ্রাম হয়ে উঠেছিল নকল সোনার কারবারিদের মুক্তাঞ্চল। পুলিশ সূত্রে খবর, ত্রিভুজাকৃতি এই গ্যাংয়ের মাথায় ছিল ২ জন, ছাকাত ও বোটো। সাদ্দাম, তার ভাই সায়রুল ও ছাকাতের ছেলে শাহজাহানকে সামনে রেখে প্রতারণার কারবার চালানো হত। এরাই টোপ দিয়ে শিকার ধরত। এদের নীচে ছিল ফইজুল, হাফিজুল ও মোড়ে নামে আরও ৩ জন। এর নীচেও আরও ১৫-২০ জন ছিল। পুলিশের দাবি, মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করে গোটা অপারেশন চালাত এই গ্যাং। পয়তারহাট গ্রামে পুলিশি অভিযানের পর গোটা গ্যাং-ই পলাতক। 

Jayanta Singh: জয়ন্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু

জয়ন্ত সিংহ ও তার দলবলের বিরুদ্ধে আরও কড়া হতে চাইছে পুলিশ। এবার দক্ষিণেশ্বর থানায় জয়ন্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু। আজ ব্যারাকপুর মহকুমা আদালতে জয়ন্ত ও তার শাগরেদ জঙ্গাকে হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে পুলিশ।

SSC Case Supreme Court Verdict: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি। ৩ সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে। সবপক্ষের হলফনামা জমা না পড়াতেই আরও সময় দিল আদালত। হাইকোর্ট চাকরি বাতিল করলেও বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত।

Dengue-Malaria: শহরে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ, ম্যালেরিয়া আক্রান্ত ২১৬৪, ডেঙ্গি আক্রান্ত ৪৪১

বর্ষা এখনও সেভাবে জাঁকিয়ে আসেনি কিন্তু এর মধ্যেই শহরে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ। চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৪১। যদিও এখন কারও মৃত্যুর খবর নেই বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে উল্লেখ। এপ্রিল মাসের শেষে এরাজ্যের ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ২১৬৪। এখনও পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পাশাপাশি ম্যালেরিয়ার প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। বিভিন্ন জেলায় বিশেষ নজরদারির নির্দেশ। 

Ariadaha Case: জয়ন্ত সিং-সহ ৭ জনকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে

আড়িয়াদহে অত্যাচারের সিরিজ, মূল অভিযুক্ত জয়ন্ত সিং-সহ ৭ জনকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। গত ১ জুলাই, আড়িয়াদহে মা-ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ভিডিও ভাইরাল হয়। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল কর্মী জয়ন্ত সিংয়ের নাম উঠে আসে। এরপর থেকেই জয়ন্ত-বাহিনীর অত্যাচারের একের পর এক ভিডিও ভাইরাল হয়। কখনও কিশোরের ওপর নির্যাতন, কখনও চোর সন্দেহে জয়ন্তর ক্লাব তালতলা স্পোর্টিংয়ের ঘরে হাত-পা বেঁধে লাঠি দিয়ে বেধড়ক 
পেটানোর ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিও প্রকাশ্যে আসার পর একে একে গ্রেফতার হয় জয়ন্ত সিং, তাঁর শাগরেদ সৈকত মান্না ওরফে জঙ্গা-সহ ৭ জন। আজ ফের জয়ন্ত-বাহিনীকে আদালতে পেশ করা হবে। 


 

Kultali News Live Updates: ১৫ বছর ধরে নকল সোনার কারবার, জেরায় স্বীকার করেছেন সাদ্দাম ও সায়রুলের স্ত্রীর!

কুলতলির পয়তারহাট গ্রামে বসেই দীর্ঘ ১৫ বছর ধরে নকল সোনার কারবার চালাচ্ছিল প্রতারক সাদ্দাম সর্দার, তার ভাই সায়রুল-সহ গোটা পরিবার। পুলিশের দাবি, গ্রেফতারের পর জেরায় স্বীকার করেছেন সাদ্দাম ও সায়রুলের স্ত্রী। কী ছিল তাদের মোডাস অপারেন্ডি? পুলিশ সূত্রে খবর, বিভিন্ন মূর্তিতে সোনার কোটিং দিয়ে সেটাকেই সোনা বলে চড়া দামে বিক্রি করা হত। ক্রেতাদের টোপ দিয়ে পয়তারহাট গ্রামে নিজেদের ডেরায় ডেকে এনে মারধর করে টাকা লুঠ করত সাদ্দাম ও তার দলবল।
সাদ্দামের শোওয়ার ঘরে খাটের নীচে সুড়ঙ্গ-পথ ধরে পালিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। প্রশ্ন উঠছে, সুড়ঙ্গ-পথ কি শুধুই পালানোর জন্য? নাকি, এই পথে খাল দিয়ে লুঠের মাল বা বেআইনি সামগ্রী পাচার করত প্রতারকরা? পুলিশ সূত্রে খবর, নকল সোনা বিক্রির পাশাপাশি, জাল নোট চক্রের সঙ্গেও যুক্ত ছিল সাদ্দামরা। 


 

Garden Reach Hospital: গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশনকাণ্ডে দুই রোগীর একটি করে চোখ নষ্ট

গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশনকাণ্ডে দুই রোগীর একটি করে চোখ নষ্ট হয়েছে বলে রিজওনাল ইন্সটিটিউট অব অফথালমোলজি সূত্রে খবর। এই অবস্থায়, হাসপাতালের বিরুদ্ধে FIR করার কথা জানিয়েছেন এক রোগিণীর পরিবার।

Sukanta Majumdar: সুকান্ত মজুমদারের সামনেই দলীয় নেতাদের একাংশের বিরুদ্ধে নালিশ জানালেন বিজেপি কর্মীরা

হুগলির পাণ্ডুয়ায় কর্মী সম্মেলনে সুকান্ত মজুমদারের সামনেই দলীয় নেতাদের একাংশের বিরুদ্ধে নালিশ জানালেন বিজেপি কর্মীরা। তৃণমূলের দালালরা দলে ঢুকে বিজেপিকে শেষ করে দিচ্ছে, অভিযোগ বিক্ষুব্ধদের। অন্তর্দ্বন্দ্বেই শেষ হবে গেরুয়া শিবির, কটাক্ষ করেছে তৃণমূল। 

SSC Case: এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে ৪ দিন অভিযান চালিয়ে এবার একাধিক জিনিস উদ্ধার করল CBI

এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে ৪ দিন অভিযান চালিয়ে এবার একাধিক জিনিস উদ্ধার করল CBI. কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ৪ দিনের অভিযানে অফিস থেকে উদ্ধার হয়েছে ৩৬টি হার্ড ডিস্ক। বাজেয়াপ্ত করা হয়েছে কোম্পানির ২টি সার্ভার। 

Kolkata Weather Live Updates: সকাল থেকে বৃষ্টি কলকাতায়

সকাল সকাল বৃষ্টিতে ভিজছে কলকাতা। অঝোরে বৃষ্টি শহর।

Khanakul News Live Updates: ভিতরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বোর্ড মিটিং, বাইরে বোমাবাজির অভিযোগ

ভিতরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বোর্ড মিটিং, বাইরে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বোমাবাজির অভিযোগ। লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। হুগলির খানাকুলে ব্যাপক উত্তেজনা।

Kolkata News Live Updates: গড়িয়ার বেসরকারি নার্সিং কলেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন ছাত্রীরা

গড়িয়ার বেসরকারি নার্সিং কলেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন ছাত্রীরা। অভিযোগ, প্রগ্রেসিভ নার্সিং ইনস্টিটিউট নামে ওই নার্সিং কলেজের অনুমোদন না থাকায় পড়ুয়াদের শংসাপত্র দেওয়া হচ্ছে না। অথচ প্রত্যেক নার্সিং পড়ুয়ার কাছ থেকে অগ্রিম ১ লক্ষ টাকা নেওয়া হয়েছে। এমনকী, পড়ুয়াদের যাবতীয় নথির আসল কপি জমা নিয়ে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ। নার্সিং পড়ুয়াদের অভিযোগের তির কলেজের কর্ণধার মানিকলাল জানা ও তাঁর স্ত্রী সাগরিকা জানার দিকে। গতকাল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভও দেখান নার্সিং পড়ুয়ারা। পরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়। প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন নার্সিং কলেজের কর্ণধার দম্পতি। 

SSC Case Supreme Court Live Updates: SSC মামলায় আজ রায় শোনাবে সুপ্রিম কোর্ট, ২৫ হাজার ৭৫৩ জনের ভবিষ্যৎ জড়িয়ে

২৫ হাজার ৭৫৩ জনের ভবিষ্যৎ কী? কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের SSC-র সমস্ত নিয়োগ অবৈধ বলে জানিয়ে দিলেও, ১৬ জুলাই পর্যন্ত সবার চাকরিই বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, যদি যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব হয়, তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। কিনতু, এতদিনে যোগ্য-অযোগ্যদের কি আলাদা করা গেছে? যোগ্যদের চাকরি কি বহাল থাকবে? আজ সুপ্রিম কোর্টের শুনানিতে কী হবে? সেদিকেই সবার নজর।

প্রেক্ষাপট

চাকরি থাকবে প্রায় ২৬ হাজারের, নাকি হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সবাই বাতিল? (SSCCase) যোগ্য-অযোগ্য আলাদা করতে পারল এসএসসি? আজ নজর সুপ্রিম কোর্টে। (Supreme Court SSC Verdict)


প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে হার্ড ডিস্কের ডিলিট তথ্য উদ্ধারে নজর সিবিআইয়ের। নেওয়া হচ্ছে দিল্লি-হায়দরাবাদের ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য। (Primary Teachers Recruitment)


ওএমআর-দুর্নীতির তদন্তে ফের এস বসু রায় অ্যান্ড কোম্পানিতে সিবিআই । ৩৬টি হার্ড ডিস্কের হদিশ। ডিলিট হয়েছে প্রচুর ডেটা, সন্দেহ সাইবার বিশেষজ্ঞদের। 


নকল সোনা বিক্রি করে প্রতারণাচক্র, অভিযুক্তের বাড়িতে মিলল সুড়ঙ্গের হদিশ! মাতলা নদীর সংযোগকারী খালে তৈরি ডিঙি, সেই পথেই উধাও! সন্দেহ পুলিশের।


প্রতারণায় অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। ফের গ্রামে ঢুকতেই মিলল সুড়ঙ্গের হদিশ! খাটের নিচে গর্ত, ৪০ ফুট এগোলেই পথ উঠল খালে। 
খাট থেকে সুড়ঙ্গে মাতলা!


প্রতারণায় অভিযুক্তকে ধরতে গিয়ে কুলতলিতে আক্রান্ত পুলিশ। গুলিও চালানোর অভিযোগ। গ্রেফতার ২। তল্লাশিতে বাড়ি যাওয়ার আগেই সাদ্দাম উধাও।আক্রান্ত পুলিশ, উধাও অভিযুক্ত!


কামারহাটিতে প্রোমোটার-সমাজবিরোধীদের সঙ্গে সম্পর্ক নয়, ভুল কবুল করে অভিনব সিদ্ধান্তের ঘোষণা সৌগতর। জানালেন, এবার থেকে কারও যোগাযোগ থাকবে না।


কামারহাটি নিয়ে এবার বলবেন শুধু সৌগত। পুরসভায় বৈঠকের পরে মদনকে পাশে বসিয়ে সাংসদের ফরমান। জানালেন, এবার থেকে কেউ বাইরে কথা বলবেন না।


বেআইনিভাবে আড়িয়াদহের অত্যাচারীর অট্টালিকা। প্রশাসন-পুলিশ, কিছুই জানে না কেউ! অস্বস্তির মুখে মিডিয়ার ঘাড়েই দায় চাপানোর মরিয়া চেষ্টায় সৌগত। (Ariadaha Case)


মদনের পর এবার সৌগত। আড়িয়াদহের অত্যাচারীর সঙ্গে ছবি। ঘনিষ্ঠতা-যোগ এড়াতে আরও মরিয়া। বললেন, "ওকে জানি, কিন্তুকে চিনি না।"


 অতীন ঘনিষ্ঠের অত্যাচার, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেও বিস্ফোরক প্রোমোটার। জানালেন,পুলিশের কাছে যেতে বারণ করা হয়েছিল। কাউন্সিলর মিথ্যে বলছেন। 


 এবার বরানগরেও অতীন ঘনিষ্ঠ রানার কীর্তি ফাঁস। রাস্তায় দাঁড় করিয়ে প্রোমোটারকে অস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ।


ইসলামপুরে তৃণমূল নেতা খুন। ২দিন পরেও আততায়ীরা অধরা! সিবিআই তদন্তে অনড় নিহতেরই পঞ্চায়েত সদস্য স্ত্রীর। 


উপনির্বাচনের পালা মিটতেই স্বপদে রাজীব কুমার। ফের হলেন রাজ্য পুলিশের ডিজি। সঞ্জয় মুখোপাধ্যায়কে ফেরানো হল দমকলের ডিজি পদে।  


সায়ন্তিকা-রেয়াতের পর উপনির্বাচনে জয়ী ৪ তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে কোন পথে রাজভবন? রাজ্যপালকে চিঠি দিল তৃণমূলের পরিষদীয় দল। 


গার্ডেনরিচে সরকারি হাসপাতালে ছানি অস্ত্রোপচার, ১৮জনের মধ্যে একটি করে চোখের দৃষ্টি হারালেন ২ রোগী! বিতর্কের মুখে কোমর্বিডিটির যুক্তি আরআইও-র। 


আমতায় কিশোরীকে 'অপহরণ করে ধর্ষণ, খুনের অভিযোগ, মাটি খুঁড়ে মিলল দেহ। জেরায় অপরাধ স্বীকার অভিযুক্তের, দাবি পুলিশের। ঘটনাস্থল থেকেই দেহ উদ্ধার। 


বাড়ি থেকে গাড়ি-ভোট মিটতেই বাড়ছে ঋণের বোঝা? সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়ে লেন্ডিং রেট বাড়াল এসবিআই। একই পথে বাকিদেরও হাঁটার সম্ভাবনা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.