West Bengal News LIVE Updates: নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি, জানাল হাইকোর্ট
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
'হাজার হাজার চাকরি হাইকোর্ট বাতিল করে দিয়েছে। কারণ ১০-১৫ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি হয়েছিল। আপনাদের কাছে কি ছেলে-মেয়ে, ভাই-বোনদের চাকরির জন্য ১৫ লক্ষ টাকা আছে ? না থাকলে তাহলে তাঁরা চাকরি কী করে পাবেন ? পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ৫১ কোটি টাকা উদ্ধার হয়েছে ', করণদিঘির সভা থেকে প্রশ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
এসএসসি-তে নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুখ্যমন্ত্রীর গ্রেফতারি চান অগ্নিমিত্রা পাল।
পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের হলুদ সতর্কতা দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা, হাওড়াতেও তাপপ্রবাহের সতর্কতা।
'হাজার হাজার চাকরি হাইকোর্ট বাতিল করে দিয়েছে। কারণ ১০-১৫ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি হয়েছিল। আপনাদের কাছে কি ছেলে-মেয়ে, ভাই-বোনদের চাকরির জন্য ১৫ লক্ষ টাকা আছে ? না থাকলে তাহলে তাঁরা চাকরি কী করে পাবেন ? পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ৫১ কোটি টাকা উদ্ধার হয়েছে ', করণদিঘির সভা থেকে প্রশ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
'এসএসসি-র ২০১৬-র পুরো প্যানেল বাতিল করা হয়েছে। পুরনো সব নিয়োগ বাতিল করা হয়েছে', নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি, জানাল হাইকোর্ট।
এসএসসি-তে নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুখ্যমন্ত্রীর গ্রেফতারি চান অগ্নিমিত্রা পাল।
দার্জিলিংয়ের বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো শুভেন্দু অধিকারীর। রাজু বিস্তের সমর্থনে শিলিগুড়ির হাসনিচক থেকে মাল্লাগুড়ি পর্যন্ত রোড শো বিরোধী দলনেতার।
কুশমণ্ডীতে দেবের সভার সময় চূড়ান্ত বিশৃঙ্খলা। মঞ্চে দেব, সামনেই তৃণমূল কর্মীদের চেয়ার ছোড়াছুড়ি। দেবকে দেখার জন্য উন্মাদনা, বসার জায়গা নিয়ে চেয়ার ছোড়াছুড়ি। নিজেদের মধ্যেই চেয়ার ছোড়াছুড়ি তৃণমূল কর্মীদের।
বাগডোগরা বিমানবন্দরে তৃণমূল প্রার্থী এবং অভিনেতা দেব কে দেখে জয় শ্রীরাম স্লোগান। এগিয়ে গিয়ে স্লোগান যিনি দিয়েছেন তাঁকে জড়িয়ে ধরলেন দেব। ভালোবাসায় কী না হয়, রাম তো সবার, প্রতিক্রিয়া দেবের। রায়গঞ্জে আজ তৃণমূল প্রার্থীর হয়ে রোড-শো-এ অংশ নেন দেব।
চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যসচিবকে নিজের অবস্থান জানানোর সুযোগ দিল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার শুরুর জন্য অনুমতি নিয়ে শুনানি। মুখ্যসচিবের অনুমতি নিয়ে অবস্থান জানাতে শেষবারের জন্য সময় দিল আদালত। ২ মে -র মধ্যে অবস্থান জানাতে মুখ্যসচিবকে নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীর।
'উনি অশিক্ষিত, আইনের কিছু বোঝেন না', এসএসসি-তে নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুখ্যমন্ত্রীকে ফের আক্রমণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়
শুধু শিক্ষায় দুর্নীতি নয়। রাজ্যের মন্ত্রী ও সব বিভাগ দূর্নীতির সঙ্গে জড়িত। এ রাজ্যে যেভাবে দুর্নীতির কালো টাকা উদ্ধার হয়, দেশে আর কোনও রাজ্যে পাওয়া যায় না। দার্জিলিঙে বিজেপি প্রার্থী রাজু বিস্তের সমর্থনে প্রচারে এসে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর।
রাজ্যে ৩৫ আসন পেলেই ৬ মাসের মধ্যে সরকার পাল্টে যাবে, হুঙ্কার দিলীপ ঘোষের।
রামনবমী নিয়ে নির্বাচনী প্রচারসভা থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে ঘৃণাভাষণের অভিযোগ, ইলেকশন কমিশনে চিঠি দিল বিজেপি। সেখানে অভিযোগ করা হয়েছে, কোচবিহারের সভা থেকে সাম্প্রদায়িক মন্তব্য় করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যার প্রভাবে অশান্তির ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি চিঠিতে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে একাধিক আইন লঙ্ঘনেরও অভিযোগ তুলেছে বিজেপি। অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে দ্রুত ব্য়বস্থা নেওয়ারও আর্জি জানিয়েছে গেরুয়া শিবির।
'৩০ আসন পেলে রায়গঞ্জে এইমস্ হবে, এটা মোদির গ্যারান্টি। তৃণমূলের যে নেতারা দশ বছর আগে ঝুপড়ি থাকত, সাইকেলে ঘুরত, তাদের এখন চারতলা বাড়ি। এরাজ্যের মা-বোনরা বিজেপির হাতে সুরক্ষিত থাকবেন', মালদার সভা থেকে ঘোষণা অমিত শাহের।
বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে মনোনয়ন জমা দিতে এলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। মঙ্গলবার দুপুরে টাউনহল থেকে সুসজ্জিত মিছিল বের হয়। প্রার্থী ছাড়াও ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক খোকন দাস এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা।এদিন জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে আসেন কীর্তি আজাদ।
দ্বিতীয় দফা ভোটের আগে ফের বঙ্গে প্রচারে অমিত শাহ। ইংরেজ বাজারে অমিত শাহের রোড -শো। মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড-শো। মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর হয়েও প্রচার করছেন অমিত শাহ।রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে করণদিঘিতে সভা করবেন অমিত শাহ। 'অনুপ্রবেশ রুখতে সিএএ জরুরি। মোদিজীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানানোর জন্য শ্রীরূপা মিত্রকে ভোট দিন। বাংলায় দুর্নীতি বন্ধ করতে হলে বিজেপি-কে ভোট দিন'।
ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। ধৃতের নাম আজিবর মোল্লা। ক্যানিং থানার শ্যামসুন্দর কলোনি থেকে তাকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ইসরাফিল শেখ নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ইসরাফিলের কাছ থেকে অস্ত্র কিনেছিল আজিবর প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ।
ভোটের প্রচারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের কাঁকটিয়া বাজারে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। মহিলার শঙ্খ বাজিয়ে তাঁকে স্বাগত জানান।
উত্তরবঙ্গে আজ হেভিওয়েট প্রচার। একদিকে অমিত শা, আরেক দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামার সমর্থনে বাগডোগরায় জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে বৈষ্ণবনগরে সভা করবেন
প্রচারে বেরিয়ে কখনও ক্রিকেট খেলছেন, কখনও ফুটবল। আবার কখনও ছড়ি বা হাতপাখা নিয়ে ঘুরছেন। এবার দিলীপ ঘোষের হাতে দেখা গেল গদা। আজ দুর্গাপুর স্টিল টাউনশিপে গদা হাতে প্রাতর্ভ্রমণে বেরোলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। বললেন, কীর্তি আজাদ মনোনয়ন জমা দেওয়ার আগেই প্যাকিং হয়ে যাবে। তৃণমূল বুঝে গিয়েছে হারবে, তাই গন্ডগোল পাকাচ্ছে। কালু, হুলো, কারা এখানে গন্ডগোল পাকাচ্ছে, সব রিপোর্ট তাঁর কাছে আছে, প্রচারে বেরিয়ে ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের।
তীব্র গরমে পানীয় জলের সংকট ঘাটালে, তৃণমূল কাউন্সিলরকে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে ওয়ার্ডের বাসিন্দারা, জল সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কুমোর পাড়া এলাকায়। জানা যায় কুমোর পাড়া এলাকায় বাড়ি বাড়ি কানেকশান দেওয়া PHE কলে প্রায় ২০ দিন ধরে আসছে না পানীয় জল, এই তীব্র গরমে পানীয় জল না পেয়ে ক্ষোভে ফুঁসছে কুমোর পাড়ার বাসিন্দারা। এই জল সমস্যার বিষয়ে কাউন্সিলর কে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে বাসিন্দারা। তাদের অভিযোগ প্রতিদিন তিনবার করে কলে আসতো জল কিন্তু প্রায় কুড়ি দিন ধরে কলে আসছে না জল, শুধুমাত্র দুপুরে জল আসলেও তাও একদম ঝিরিঝিরি ভাবে, কিছুটা দূরে গ্রাম পঞ্চায়েতের সাবমারসিবল থেকে তাদের আনতে হচ্ছে পানীয় জল, কাপড় কাঁচা বাসন ধোয়া সহ বিভিন্ন কাজ করতে হচ্ছে নদীর জলে। প্রায় দশ দিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে রাস্তার ধারে থাকা টিউবয়েল কলটিও। যদিও এই জল সমস্যার বিষয়ে একাধিকবার স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় জানিয়েও আজ পর্যন্ত কোন সূরাহা হয়নি, এমনকি কয়েকদিন আগে এই জল সমস্যার বিষয় নিয়ে মিটিং হয়েছে স্থানীয় কাউন্সিলরের সাথে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তাদের।
বাগডোগরা বিমানবন্দরে তৃণমূল প্রার্থী এবং অভিনেতা দেব কে দেখে জয় শ্রীরাম স্লোগান। এগিয়ে গিয়ে স্লোগান যিনি দিয়েছেন তাঁকে জড়িয়ে ধরলেন দেব। ভালোবাসায় কী না হয়, রাম তো সবার, প্রতিক্রিয়া দেবের। রায়গঞ্জে আজ তৃণমূল প্রার্থীর হয়ে রোড-শো-এ অংশ নেবেন দেব
কাল থেকে ফের গরম বাড়বে কলকাতায়, তাপপ্রবাহের পরিস্থিতি চলবে সপ্তাহভর। আগামীকাল চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমেও
বৃহস্পতি ও শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কতা থাকবে ৯টি জেলায়। দক্ষিণের পর উত্তরেও পৌঁছবে তাপপ্রবাহ, বাড়বে গরম
জলপাইগুড়ির নাগরাকাটায় তৃণমূলের দাদাগিরি। ব্লক সভাপতিকে তোলা না দেওয়ায়, বেসরকারি পার্ক এবং রিসর্টে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বানারহাট থানার পাশাপাশি, জলপাইগুড়ির পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন রিসর্ট মালিক। পৃথক অভিযোগ জানিয়েছে উত্তরবঙ্গ ব্যবসায়ী সংগঠনও। দ্রুত রিসর্ট খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার ।
নিজের কেন্দ্রে ভোটের প্রচারে সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা এলাকার বুনিয়াদপুরে রোড শো করছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।
আজ দুই দিনাজপুরে জোড়া কর্মসূচি রয়েছে দেবের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রায়গঞ্জ শহরেই রোড শো করবেন দেব। এরপর যাবেন দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি বিধানসভা এলাকায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে সভা করবেন তিনি।
দ্বিতীয় দফা ভোটের আগে ফের বঙ্গে অমিত শা। আজ মালদা ও উত্তর দিনাজপুরে জোড়া কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রথমে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ইংরেজবাজারে রোড শো করবেন অমিত শা।এরপর তাঁর কর্মসূচি রয়েছে উত্তর দিনাজপুরে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে করণদিঘিতে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল করণদিঘিতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দেওয়াল লিখনকে কেন্দ্র করে বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ। বিজেপির অভিযোগ, গতকাল রাতে শিবডাঙা গ্রামে দেওয়াল লেখার সময় লাঠিসোটা, ধারাল অস্ত্র নিয়ে তাদের কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। আহত হন ৩ মহিলা-সহ ৭ জন বিজেপি নেতা, কর্মী। তাঁদের দেখতে হাসপাতালে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির হামলায় তাদের ৫ জন কর্মী আহত হয়েছেন। দু’পক্ষই সোনামুখী থানায় অভিযোগ জানিয়েছে।
রামের ঘরে আসুক বামের ভোট। দুর্গাপুরে প্রচারে বেরিয়ে বার্তা দিলেন দিলীপ ঘোষ। সিপিআইএম কংগ্রেসকে বিজেপিকে ভোট দেওয়ার আহবান জানান। দিলীপ ঘোষ বলেন পঞ্চায়েত পৌরসভা ভোটে আপনারা নিজেদের দলীয় ঝান্ডা নিয়ে রাজনীতি করবেন কিন্তু লোকসভা ভোটে বিজেপিকে ভোট দিন।
হাইকোর্টের নির্দেশে চাকরি গেল এসএসসিতে অতিরিক্ত শূন্যপদে চাকরিপ্রাপকদের। ৪ সপ্তাহের মধ্যে তাঁদেরকে ফেরত দিতে হবে বেতন। কিন্তু যারা সত্যিই যোগ্য, তাঁদের ক্ষেত্রে কী হবে? আদালতের রায়ে তাঁদের জন্য রয়েছে পুনর্বহাল হওয়ার সুযোগ। নতুন করে মেধাতালিকা প্রকাশের জন্য পুর্নমূল্যায়ণের পদ্ধতিও বেঁধে দিয়েছে আদালত।
ভোটের আগে বরানগরের ন’পাড়ায় সিপিএম পার্টি অফিসে আগুন।অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে বরানগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে সিপিএমের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। সকালে ঘটনাস্থলে যান বরানগর বিধানসভা উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য ও দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। সুজনের দাবি, স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে রাজ্য সরকারের মুখ পোড়ায়, নজর ঘোরাতেই এই ঘটনা। বরানগর উপনির্বাচনের প্রার্থী তন্ময় ভট্টাচার্য দাবি করেন, ১৯-এর লোকসভা ভোটের নিরিখে বরানগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল।এবার সিপিএম এখানে ভাল ফল করবে, এই আশঙ্কায় পার্টি অফিসের ওপর আক্রমণ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
'চাকরি দেওযার নামে ৩ হাজার কোটি টাকা তোলা হয়েছে। নেতাদের বলুন টাকা ফেরত দিতে। না হলে যাদের চাকরি গিয়েছে, তাঁরা আসুন, আমরা তৃণমূল নেতাদের বাড়ির সামনে দাঁড়াব। আপনারা ঘরে ঢুকে কলার ধরে নিয়ে আসুন', দুর্গাপুরে বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের
প্রথম দফাতেই অশান্তি, দ্বিতীয় দফায় হিংসা রুখতে সতর্ক কমিশন। দ্বিতীয় দফায় থাকবে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । ২৭০ কোম্পানি কুইক রেসপন্স টিম থাকবে দ্বিতীয় দফায়
অতিরিক্ত পদ তৈরি করে চাকরি চুরি। অযোগ্যদের আড়ালে মরিয়া চেষ্টা করেছিল মন্ত্রিসভা। প্রয়োজনে সিবিআই জিজ্ঞাসাবাদ, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ।
সাদা খাতা দিয়েও চাকরি থেকে রুদ্ধদ্বার কক্ষে বেআইনিভাবে টেন্ডার। মেয়াদ উত্তীর্ণ প্যানেলেও চাকরি! ডিভিশন বেঞ্চের রায়ে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির পর্দাফাঁস।
নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে আরও ফ্রি হ্যান্ড হাইকোর্টের। এবার কি নজরে গোটা মন্ত্রিসভা?
প্রেক্ষাপট
কলকাতা: দ্বিতীয় দফা ভোটের আগে ফের বঙ্গে অমিত শা। আজ মালদা ও উত্তর দিনাজপুরে জোড়া কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রথমে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ইংরেজবাজারে রোড শো করবেন অমিত শা।এরপর তাঁর কর্মসূচি রয়েছে উত্তর দিনাজপুরে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে করণদিঘিতে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল করণদিঘিতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -