West Bengal News Live Updates: বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের জীবনাবসান
Kali Puja 2021: নিষিদ্ধ বাজির ব্যবহার রুখতে রাজ্যকে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, গ্রিন ক্র্যাকার বা সবুজ বাজি নিয়ে ধন্দ কাটাতে নির্দেশিকা জারি করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
কালীপুজোয় (Kalipuja 2021) আলোর দিনে, এত বড় অন্ধকার নেমে আসবে ভাবতেই পারেননি কেউ। সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) মৃত্যুতে শোকাহত রাজনৈতিক মহল। রাজনীতিবিদ হিসাবে কেমন ছিলেন? কেমন ছিলেন ব্যক্তি সুব্রত? স্মৃতিচারণায় শাসক থেকে বিরোধী দলের নেতা-নেত্রীরা।
থ্রি মাস্কেটিয়ার্সের শেষ জনও চলে গেলেন। প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ধমনীতে স্টেন্ট বসানোর পরে অবস্থার অবনতি। ৭৫ বছরে সুব্রত মুখোপাধ্যায়ের জীবনাবসান। সকাল ১০টা থেকে মরদেহ থাকবে রবীন্দ্রসদনে। রবীন্দ্রসদন থেকে মরদেহ আসবে বালিগঞ্জের বাড়িতে।
ঝাড়গ্রামের কেঁউদিশোলের কালীপুজো শুরু হয় ১৯৫০ সালে। জনশ্রুতি রয়েছে, স্থানীয় এক বাসিন্দা কালী মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর এই পুজো চালু করেন। সেই থেকে প্রতি বছর কেঁউদিশোলের যোগমায়া মন্দিরে এই পুজো হয়ে আসছে। এবার পুজো উপলক্ষে ভক্ত সমাগম হলেও কোভিডের কারণে বন্ধ মেলা।
পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি। তাঁকে দেখতে এসএসকেএমে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রানাঘাটের সিদ্ধেশ্বরী মন্দিরে শক্তির আরাধনা। কয়েক শতাব্দী প্রাচীন এই দেবী কষ্টি পাথরের। কালীপুজোর দিন বহু মানুষ মনস্কামনা পূরণের আশায় মন্দিরে পুজো দেন।
সবাই ভ্যাকসিন পাননি। এত হাসপাতালও নেই। তাই করোনা নিয়ে সাবধানতা প্রয়োজন। সবাই সচেতন থাকুন। দুর্গাপুজোর পর রাজ্যে করোনা সংক্রমণ বাড়ায় প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।পশ্চিমবঙ্গ জঙ্গি, গ্যাংস্টারদের শেল্টার হয়ে গেছে। অথচ বিএসএফের সীমান্ত সীমা বাড়ানোর বিরোধিতা করছে রাজ্য সরকার। আসলে বিরোধিতার পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে এনআইএ-র হাতে সন্দেহভাজন JMB জঙ্গির গ্রেফতারের ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের
দীপান্বিতা অমাবস্যায় সেজে উঠেছে সতীপীঠ কামাখ্যা। এখানে মায়ের যোনি পড়েছিল বলে কথিত আছে। মা এখানে দশমহাবিদ্যা রূপে পূজিতা। ১৬৬৫ সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণ নীলাচল পাহাড়ের কোলে কামাখ্যা মন্দির নির্মাণ করেছিলেন। কালীপুজো উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে নিত্যপুজো। সন্ধেয় বিশেষ আরতি। কথিত আছে, বশিষ্ঠ মুনি এক সময় এই কামাখ্যাতে যজ্ঞ করেছিলেন। মন্দির চত্বরে ভক্তদের ভিড়। এ রাজ্য থেকেও অনেক ভক্ত পৌঁছে গিয়েছেন কামাখ্যায়।
কালীক্ষেত্র কলকাতা। অভিনব থিম ও নজরকাড়া আলোকসজ্জার জন্য শহরের বেশ কিছু পুজো জিতে নিল এবিপি আনন্দর সেরা ও দীপালোকে সেরা সম্মান।
মেডিক্যাল পড়ুয়াদের জন্য সুখবর। বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে, ENT, চক্ষু ও বক্ষ এই ৩টি বিভাগে, পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে আসন সংখ্যা বাড়ল।
১৯৭৩ সালে শুরু। সেই রেওয়াজ এখনও চলছে। আজও বাঁকুড়ার বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরে পুজো হল সাব জেলের বন্দিদের গাঁথা মালায়। সাব জেলের এক কর্মী বন্দিদের তৈরি মালা পৌঁছে দিলেন ছিন্নমস্তা মন্দিরে।
১ ডিসেম্বর থেকে বিশ্বভারতীতে শুরু হচ্ছে অফলাইন ক্লাস। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সশরীরে ক্লাস করতে পারবেন দশম ও দ্বাদশ শ্রেণি, স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি পড়ুয়ারা। তবে অফলাইন ক্লাসে সমস্ত পড়ুয়ার ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। বিশ্বভারতীর হস্টেল খুলবে ২০২২-এর জানুয়ারি মাসে। দিনক্ষণ পরে জানানো হবে। বাকি পড়ুয়াদের ক্ষেত্রে অনলাইন ক্লাস চালু থাকবে কি না, তা এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ।
আজ কালীপুজো। বাড়ির পুজোয় ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর কাজের তদারকি থেকে অতিথি আপ্যায়ন। সন্ধ্যারতি থেকে ভোগরান্না, সবই করলেন নিজে হাতে।
কালীপুজোর দিন ঝাড়গ্রামের চিল্কিগড়ে হাতির হানায় প্রাণ গেল এক ব্যক্তির। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে মুকাকাটি সংলগ্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে দলমার দাঁতালরা। মাঝেমধ্যেই গ্রামে হানা দিচ্ছে ২৫টি হাতির দল। আজ সকালে জঙ্গলের রাস্তায় হাতির পালের সামনে পড়ে যান অশোক কোঙার নামে ওই ব্যক্তি।শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারার পর, জঙ্গলের গাছ ভাঙে দাঁতালরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। বনরক্ষা কমিটির তরফে গ্রামবাসীদের মধ্যে সচেতনতা প্রচারের কাজ শুরু হয়েছে।
দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে করুণাময়ী কালীর আরাধনা। সকালে মায়ের মঙ্গলারতির পর পুজো শুরু হয়। চৈত্র সংক্রান্তি ও কালীপুজো, বছরে এই ২ দিন লেক কালীবাড়িতে ঘট বিসর্জন হয়। সন্ধেয় নতুন ঘট প্রতিষ্ঠা করে মায়ের পুজো হবে। এটাই লেক কালীবাড়ির বৈশিষ্ট্য।
৫১ সতীপীঠের মধ্যে অন্যতম তমলুকের মা বর্গভীমা। রাজা তাম্রধ্বজের আমলে মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দির ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনি। কালীপুজো উপলক্ষে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। সকাল থেকে মন্দির চত্বরে ভক্ত সমাগম। করোনা আবহে কোভিড বিধি মেনে গর্ভগৃহের বাইরে থেকে পুজো ও পুষ্পাঞ্জলি দিচ্ছেন ভক্তরা
শারদোত্সবের পর ফের উত্সবের আমেজ। আজ কালীপুজো। শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। আলোর উৎসবে ভাসছে কলকাতা। করোনা আবহেও দীপাবলির আনন্দ শহর থেকে জেলায়।
শারদোত্সবের পর ফের উত্সবের আমেজ। আজ কালীপুজো। শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। আলোর উৎসবে ভাসছে কলকাতা। করোনা আবহেও দীপাবলির আনন্দ শহর থেকে জেলায়।
কালীঘাটে সন্তানদের নিয়ে পুজো দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে বেশকিছুক্ষণ ছিলেন তিনি।
৫১ সতীপীঠের অন্যতম ত্রিপুরা সুন্দরী দেবী। দীপাবলিতে সেজে উঠেছে ত্রিপুরেশ্বরী মন্দির। ত্রিপুরার মহারাজা ধন্য মানিক্য ১৫০১ খ্রিষ্টাব্দে ত্রিপুরা সুন্দরী মন্দির স্থাপন করেন। মন্দিরে দেবী প্রতিমা কষ্টি পাথরে নির্মিত।
এ-যেন অকাল বোধনের অকাল বোধন। যখন চারদিকে কালী শক্তির আরাধনা আর আলোর উৎসবে মেতেছেন মানুষ, ঠিক তখনই এক প্রকার নিঃশব্দেই দেবী দুর্গার আরাধনায় মত্ত বাঁকুড়ার বিষ্ণুপুরের বোলতলার পাটরাপাড়া রক্ষিত পরিবার। দুইশত বছরেরও বেশী সময় ধরে এখানে দীপান্বিতা অমাবস্যায় শুরু হয় দেবী দুর্গার বোধন। মা এখানে অসুরদলনী নন, নন সিংহবাহিনীও। এই সময় এখানে তিনি ঘরের মেয়ে উমা। লক্ষী, সরস্বতী, কার্তিক, গণেশ আর শিব সহ দুর্গা সপরিবারে পূজিতা হন এখানে। শারদীয়া দুর্গোৎসবের মতোই এই সময় এখানে টানা চার দিন পুজো হয়। শুরুর দিন চাল কুমড়ো বলি প্রথাও চালু আছে রক্ষিত বাড়ির শিব-দুর্গার পুজোতে।
প্রায় তিনশো বছরের পুরনো জলপাইগুড়ির দেবী চৌধুরানির শ্মশানকালীর মন্দির। পুরনো রীতি মেনেই কালীপুজো হয় এখানে। করোনাকালে এবারও ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে।
দক্ষিণেশ্বরের মন্দিরের কাছেই আদ্যাপীঠ। কালীপুজোর দিন এখানে পূজিতা হন ছোট মা। আদ্যা মা এখানে বড় মা। তিনি পূজিত হন রামনবমীর দিন। কথিত আছে, অন্নদা ঠাকুর আদ্যাপীঠের পুজোর প্রচলন করেন৷ এরপর থেকে শাস্ত্রীয় রীতি মেনে পূজিত হন শক্তির দেবী। আজ কালী পুজো উপলক্ষে নিয়ম করে দেবীর আরাধনা, সঙ্গে অন্নভোগ। করোনা আবহে এবার বেশ কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
৩১৮ বছরের পুরনো ঠনঠনিয়া কালী মন্দিরের কালীপুজো। পঞ্চমুণ্ডির আসনের ওপর মাতৃমূর্তির প্রতিষ্ঠা করেন তান্ত্রিক উদয়নারায়ণ ব্রহ্মচারী। ১৭০৩ সালে এই মন্দিরে পুজো শুরু হয়। মাতৃসাধক শঙ্কর ঘোষ প্রতিষ্ঠা করেন আটচালা কালীমন্দির। কালীপুজো উপলক্ষে মন্দিরে ভক্তের ঢল। এখানে দেবীমূর্তি জাগ্রত বলে মনে করেন ভক্তরা।
দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে করুণাময়ী কালীর আরাধনা। সকালে মায়ের মঙ্গলারতির পর পুজো শুরু হয়। চৈত্র সংক্রান্তি ও কালীপুজো, বছরে এই ২ দিন লেক কালীবাড়িতে ঘট বিসর্জন হয়। সন্ধেয় নতুন ঘট প্রতিষ্ঠা করে মায়ের পুজো হবে। এটাই লেক কালীবাড়ির বৈশিষ্ট্য।
কালীপুজোর দিন ঝাড়গ্রামের চিল্কিগড়ে হাতির হানায় প্রাণ গেল এক ব্যক্তির। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে মুকাকাটি সংলগ্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে দলমার দাঁতালরা। মাঝেমধ্যেই গ্রামে হানা দিচ্ছে ২৫টি হাতির দল। আজ সকালে জঙ্গলের রাস্তায় হাতির পালের সামনে পড়ে যান অশোক কোঙার নামে ওই ব্যক্তি। শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারার পর, জঙ্গলের গাছ ভাঙে দাঁতালরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। বনরক্ষা কমিটির তরফে গ্রামবাসীদের মধ্যে সচেতনতা প্রচারের কাজ শুরু হয়েছে।
কাটোয়ার ঝুপ মা। এখানে নিমগাছকে বেনারসী পরিয়ে কালী রূপে পুজো করা হয়। কথিত আছে, প্রায় ২০০ বছর আগে এক সাধক নিমগাছের তলায় বসে সাধনা করেন। তিনি নিমগাছে কালী রূপ প্রত্যক্ষ করেন। তারপর থেকেই নিমগাছ কালীরূপে পূজিতা। এখন দেবী মা ঝুপ মা বলে পরিচিত।
বীরভূমের মুরারইয়ের জাজিগ্রামে ধুমধাম করে কালীপুজো হয়। দেবী এখানে ইচ্ছাময়ী রূপে পূজিতা। পুজো হয় শতাধিক কালীমূর্তির। প্রায় আড়াইশো বছরের পুরনো ইচ্ছাময়ী মায়ের পুজো হয় তন্ত্রমতে। মা সকলের ইচ্ছা পূরণ করেন, সেই বিশ্বাস থেকেই মায়ের নাম ইচ্ছাময়ী।
৫১ সতীপীঠের মধ্যে অন্যতম তমলুকের মা বর্গভীমা। রাজা তাম্রধ্বজের আমলে মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দির ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনি। কালীপুজো উপলক্ষে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। সকাল থেকে মন্দির চত্বরে ভক্ত সমাগম। করোনা আবহে কোভিড বিধি মেনে গর্ভগৃহের বাইরে থেকে পুজো ও পুষ্পাঞ্জলি দিচ্ছেন ভক্তরা।
৫১ পীঠের অন্যতম বীরভূমের নলহাটির নলাটেশ্বরী মন্দির। কথিত আছে, এখানে সতীর গলার নলি পড়েছিল। নলাটেশ্বরী থেকেই এলাকার নাম নলহাটি। কালীপুজোর সকালে মঙ্গলারতি হয়। এরপর শুরু হয় নিত্যপুজো। রাতে ১০৮টি প্রদীপ জ্বালিয়ে মায়ের বিশেষ আরতি হবে। মায়ের মন্দিরে হবে হোম-যজ্ঞ। এবার করোনা আবহে কড়াকড়ির মধ্যেই চলছে পুজো দেওয়া।
পেট্রোল-ডিজেলে উৎপাদন শুল্ক কমিয়ে রাজ্যগুলির কোর্টে বল ঠেলে দিয়েছে কেন্দ্র। বিজেপি শাসিত ৮ রাজ্য জ্বালানি তেলে ভ্যাট কমাতেই আরও চাপ বাড়ছে অবিজেপি রাজ্যগুলির ওপর। তা নিয়ে তীব্র হচ্ছে জ্বালানি তরজা।
আজ কালীপুজো। সন্ধেতেই আলোয় ভাসবে দেশ। নৌসেরায় জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করালেন মিষ্টিমুখ। রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
বারাসাতের ছাত্রদলের পুজোর বয়স ৫২ বছর। তাদের এবারের থিম আদি শক্তি।
বারাসাত নবপল্লি ব্যায়াম সমিতির ৭০ তম বর্ষের নিবেদন, আনন্দ। করোনা আবহে বিভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তোলা হয়েছে আনন্দের অভিব্যক্তি। এবিপি আনন্দর জেলার সেরা পুজোর আলোক আনন্দ সম্মান পেল বারাসাত নবপল্লি ব্যায়াম সমিতি।
লেকটাউন পার্ক সর্বজনীনের পুজোর এবার ৫১ বছরে পা। এবারের থিম, ঐক্য। করোনা আবহে দূরত্ববিধি বজায় থাকলেও ঐক্যবদ্ধ থাকা জরুরি। পাটের দড়ি দিয়ে তৈরি মণ্ডপ। পাটের বুননে তৈরি প্রতিমাও। এবিপি আনন্দর সেরা পুজোর আলোক আনন্দ সম্মান ছিনিয়ে নিল লেকটাউন পার্ক সর্বজনীন।
কঙ্কালীতলায় দুপুরে মায়ের ভোগে ফ্রায়েড রাইস, পাঁচ রকমের ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, চাটনি-পায়েস সাজিয়ে নিবেদন। ভক্তদের ভিড় মন্দির চত্বরে।
পেট্রোল-ডিজেলের দামে উৎপাদন শুল্ক কমানোয় মোদি সরকারকে খোঁচা কুণাল ঘোষের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের ট্যুইট, ‘তেল: নিজেরা দাম বাড়িয়ে সামান্য কমানোর নাটক। কর কেন্দ্র বেশি পায়। ক্ষতি কম। বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের প্রাপ্য পায়। বাড়তি পায়। কর কমালেও পুষিয়ে দেয়। বাংলা বকেয়াই পায় না। লাগাতার রেকর্ড দাম বাড়িয়ে মানুষের চোখে ধুলো দিতে কর কমানোর নাটক। আগে মূল দাম কমানো হোক।’
শ্যামা আরাধনার ৫৬ তম বর্ষে আনন্দপল্লি নিউ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের মণ্ডপে উঠে এসেছে গ্রাম বাংলার ছবি। এবিপি আনন্দর সেরা পুজোর আলোক আনন্দ সম্মান শিরোপা পেল আনন্দপল্লি নিউ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন।
পশ্চিমবঙ্গ জঙ্গি, গ্যাংস্টারদের শেল্টার হয়ে গেছে। অথচ বিএসএফের সীমান্ত সীমা বাড়ানোর বিরোধিতা করছে রাজ্য সরকার। আসলে বিরোধিতার পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে এনআইএ-র হাতে সন্দেহভাজন JMB জঙ্গির গ্রেফতারের ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের।
বোলপুরে কোপাই নদীর তীরে কঙ্কালীতলা মন্দির। সতী পীঠের অন্যতম এই স্থানে মায়ের কাঁকাল অর্থাৎ কোমরের হাড় পড়েছিল বলে কথিত রয়েছে। ৫১ পীঠের শেষ পীঠ কঙ্কালীতলা। এখানে একটি কুণ্ড রয়েছে। মায়ের স্নানজল হিসেবে ব্যবহার হয় এই কুণ্ডের জল। এখানে মহাকালী রূপে পূজিতা হন মা। দুপুরে অন্নভোগে মাকে দেওয়া হয় ৫ রকমের ভাজা, ডাল, ফ্রায়েড রাইস, বাঁধাকপির তরকারি, চাটনি ও পায়েস। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও কঙ্কালীতলায় ভক্তদের ভিড়। করোনা আবহে রয়েছে কড়াকড়ি। রাতে শ্যামা মায়ের বিশেষ পুজো হবে।
সাগর দ্বীপের কাছে দুর্ঘটনা। হুগলি নদীর চরে ধাক্কা মেরে ডুবে গেল বাংলাদেশের পণ্যবাহী বার্জ। ১৩ জন বাংলাদেশি নাবিককে কোনওমতে উদ্ধার।
হুগলির সিঙ্গুরের পুরুষোত্তমপুরে ডাকাত কালী মন্দির। প্রায় ৫০০ বছরের প্রাচীন মন্দির ঘিরে নানারকম জনশ্রুতি। কয়েক শতক আগে এখানে ছিল সরস্বতী নদী। নদীর অববাহিকা জুড়ে জঙ্গলে দাপিয়ে বেড়াত ডাকাতদল। ঘন জঙ্গলে চলত মা কালীর আরাধনা। ডাকাতির আগে হত কালীপুজো। পরে স্বপ্নাদেশ পেয়ে মন্দির প্রতিষ্ঠা করেন চানকেবাটির মোড়লরা। দীপান্বিতা অমাবস্যায় চাল, কড়াইভাজা দিয়ে পুজো শুরু হয় ডাকাত কালীর। রয়েছে ভক্তদের ভিড়। করোনা আবহে গর্ভগৃহের বাইরে দাঁড়িয়ে পুজো দিতে হচ্ছে ভক্তদের।
দমদমের জ’পুর জয়শ্রীর পুজোর বয়স ৫৩ বছর। এবারের থিম, অপচয়। ভাঁড়, ছোবড়া, যাবতীয় বাতিল জিনিস দিয়ে তৈরি মণ্ডপ। এবিপি আনন্দর সেরা পুজোর আলোক আনন্দ শিরোপা পেল জ’পুর জয়শ্রীর পুজো।
রেকর্ড ভোটে জয় পেয়েছেন দিনহাটার উপ নির্বাচনে। জয়ের পরই কোচবিহারের মদনমোদন ও শিবযজ্ঞ মন্দিরে পুজো দিলেন উদয়ন গুহ। জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই পুজো। প্রার্থনা করলেন সাম্প্রদায়িক শক্তির বিনাশের।
কালীঘাটে মহালক্ষ্মী রূপে শ্যামা মায়ের আরাধনা। করোনা আবহে মানা হচ্ছে স্বাস্থ্য বিধি। সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড়। দূর-দূরান্ত থেকে পুজো দিতে এসেছেন দর্শনার্থীরা। গভীর রাত পর্যন্ত খোলা থাকবে কালীঘাট মন্দির। আজ কালীপুজোর দিন এখানে লক্ষ্মীপুজো হয়।
শান্তি আসুক ফিরে বিশ্বময় যুগে। এমনই ভাবনা থেকে এবার কালী আরাধনায় মেতেছে বারাসাত তরুছায়া ক্লাব। ৫২ তম বর্ষে বুদ্ধমূর্তির আদলে হয়েছে মণ্ডপসজ্জা।
প্রতি বছরের মত এবারও কালীপুজো ঘিরে সেজে উঠেছে ৫১ সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা। এখানে মায়ের যোনি পড়েছিল বলে কথিত আছে। মা এখানে দশমহাবিদ্যা রূপে পূজিতা। ১৬৬৫ সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণ নীলাচল পাহাড়ের কোলে কামাখ্যা মন্দির নির্মাণ করেছিলেন। কালীপুজো উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে নিত্যপুজো। সন্ধেয় বিশেষ আরতি। কথিত আছে, বশিষ্ঠ মুনি এক সময় এই কামাখ্যায় যজ্ঞ করেছিলেন। মন্দির চত্বরে ভক্তদের ভিড়। এ রাজ্য থেকেও অনেক ভক্ত পৌঁছে গিয়েছেন কামাখ্যায়।
রাত ৮টা থেকে ২ ঘণ্টার জন্য পরিবেশবান্ধব বাজিতে আদালতের অনুমতি। কাঁকসায় বাজেয়াপ্ত ২১১ কেজি বাজি, ধৃত ৪। বাড়বে না তো শব্দ-দৌরাত্ম্য? থাকছে প্রশ্ন।
১ ডিসেম্বর থেকে বিশ্বভারতীতে শুরু হচ্ছে অফলাইন ক্লাস। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সশরীরে ক্লাস করতে পারবেন দশম থেকে দ্বাদশ শ্রেণি, স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি পড়ুয়ারা। তবে অফলাইন ক্লাসে সমস্ত পড়ুয়ার ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। বিশ্বভারতীর হস্টেল খুলবে ২০২২-এর জানুয়ারি মাসে। দিনক্ষণ পরে জানানো হবে। বাকি পড়ুয়াদের ক্ষেত্রে অনলাইন ক্লাস চালু থাকবে কি না, তা এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ।
‘দুর্গাপুজোর পর থেকে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। সংক্রমণে শীর্ষে কলকাতা। কালীপুজোতেও মানুষ বের হচ্ছেন। সতর্ক না হলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে আমরা জানি। রাজ্যে সবার চিকিৎসা দেওয়ার মত হাসপাতালও নেই। তাই ,বার সতর্ক থাকা উচিত।’ আলোর উৎসবের প্রাক্কালে মানুষকে সতর্ক করলেন দিলীপ ঘোষ।
তারাপীঠে শক্তির আরাধনা। সাড়ম্বরে রীতি মেনে পুজো৷ করোনা আবহেও ভক্তদের ভিড় মন্দির চত্বরে। আজ দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। তার আগে ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। তারপর মঙ্গলারতি। দুপুরে মায়ের বিশেষ ভোগ। সন্ধেয় হবে সন্ধ্যারতি। রাতে বিশেষ নিশিপুজোর আয়োজন করা হয়েছে। তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি৷ দেবীও নিরাশ করেননি৷ মাতৃরূপে দর্শন দেন দেবী।এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত।
শারদোৎসবের পর ফের উৎসবের আমেজ। আজ কালীপুজো। শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। আলোর উৎসবে ভাসছে কলকাতা। করোনা আবহেও দীপাবলির আনন্দ শহর থেকে জেলায়।
প্রায় ৪০০ বছরের পুরনো পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের খরমপুর গ্রামের পুজো। গ্রামবাসীদের বিশ্বাস, মা কালী এই গ্রামের সবচেয়ে উঁচু। তাই খরমপুর গ্রামে নেই কোনও দোতলা বাড়ি।
কংগ্রেসকে ভাল না লাগতে পারে, কিন্তু কংগ্রেসকে দুর্বল করে বিজেপির হাত শক্ত করাটা বিবেচকের কাজ নয়। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে এই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কংগ্রেসের ঘাটতি আছে বলেই বিজেপির বিরোধিতায় শক্তি বাড়াচ্ছে তৃণমূল, পাল্টা যুক্তি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শাসক দলের মিছিলে যোগ না দেওয়ায় ১০০ দিনের কাজের তালিকা থেকে ৪০ জনের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। যদিও এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি।
উৎপাদন শুল্ক কমার পর কলকাতায় ডিজেল ৮৯ টাকা ৭৯ পয়সা, পেট্রোল ১০৪ টাকা ৬৭ পয়সা। ভ্যাট কমাল বিজেপি শাসিত সাত রাজ্য।
আজ কালীপুজো। দক্ষিণেশ্বরে মঙ্গলারতি-ধূপারতির পর পুজো দিতে কোভিড বিধি মেনে দীর্ঘ লাইনে অপেক্ষা ভক্তদের। ভোরে মঙ্গলারতি তারাপীঠেও।
নোয়াপাড়ায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্প্রসারণ প্রকল্পে সশস্ত্র দুষ্কৃতীদের হানা। এমনকী, লুঠপাটেরও অভিযোগ উঠেছে। সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।
আজ থেকে দাম কমল পেট্রোল-ডিজেলের। পেট্রোলে ৫ টাকা, ডিজেলে ১০ টাকা উৎপাদন শুল্ক কমাল কেন্দ্র। ভ্যাট কমাক রাজ্যও, আবেদন কেন্দ্রের। জনরোষ আড়ালে সিদ্ধান্ত, কটাক্ষ তৃণমূলের। ভোটে খারাপ ফলে কমল দাম, দাবি সিপিএমের। মানুষকে সুরাহা দিতে সিদ্ধান্ত, পাল্টা সুকান্ত। ভ্যাট কমাক বাংলাও, দাবি অধীরের।
পুরভোট নিয়ে সরকারের প্রস্তাবে সিলমোহর রাজ্য নির্বাচন কমিশনের। ১৯ ডিসেম্বর হচ্ছে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট, এমনটাই সূত্রের খবর। ভোট হবে ইভিএমে। কালীপুজোর পরেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
কালীপুজোয় দর্শকশূন্য থাকবে মণ্ডপ। ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া থাকলেও ভিড় করা যাবে না মণ্ডপে। জগদ্ধাত্রী এবং কার্তিক পুজোতেও কার্যকর থাকবে একই নিয়ম। বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
রাজ্যে বাড়ছে না বাসভাড়া। জোর দেওয়া হচ্ছে বিকল্প জ্বালানি বা ব্যাটারির ব্যবহারের ওপর। বুধবার বাসমালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়ে দিলেন পরিবহণমন্ত্রী। আর এর মধ্যেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে অব্যাহত তৃণমূল-বিজেপির চাপানউতোর।
প্রেক্ষাপট
সৌভিক মজুমদার, প্রকাশ সিন্হা ও প্রবীর চক্রবর্তী, কলকাতা: কালীপুজোয় রাত ৮টা থেকে রাত ১০টা অবধি পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত, জানাল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে নিষিদ্ধ বাজির ব্যবহার রুখতে রাজ্যকে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, গ্রিন ক্র্যাকার বা সবুজ বাজি নিয়ে ধন্দ কাটাতে নির্দেশিকা জারি করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
কালীপুজোয় পোড়ানো যাবে পরিবেশবান্ধব বাজি। সোমবার এই নির্দেশই দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর এই সংক্রান্ত মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট জানাল, ‘বাজি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত। এই পর্যায়ে আর হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। তাই নতুন কোনও নির্দেশিকাও দেওয়া হচ্ছে না। তবে বাজির অপব্যবহার রুখতে ব্যবস্থা নিতে হবে রাজ্যকে।’
কালীপুজোর আগের দিন বাজি সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি কে ডি ভুটিয়া-র বেঞ্চের পর্যবেক্ষণ, ‘এখন নতুন করে কোনও নির্দেশিকা দিলে রাজ্য সরকারের পক্ষে তা বাস্তবায়িত করা সম্ভব নয়। তাই সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেটাই বহাল থাকবে। রাজ্যের সর্বত্র পরিবেশবান্ধব বাজিই ব্যবহার হবে, তা নিশ্চিত করা রাজ্যের পক্ষে সম্ভব নয়।’
এরপরই হাইকোর্ট নির্দেশ দেয়, ‘বাজির অপব্যবহার বন্ধ করতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে।’
হাইকোর্ট এ-ও মনে করিয়ে দেয়, ‘রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ অনুযায়ী, রাত ৮টা থেকে রাত ১০টা অবধি পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে।’
অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় হাইকোর্টকে জানান, ‘রাজ্যে শব্দবাজি ফাটবে কি না, তার কোনও নিশ্চয়তা নেই। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিষিদ্ধ বাজি যাতে ব্যবহার না করা হয়, সে জন্য আপ্রাণ চেষ্টা করছে পুলিশ ও প্রশাসন। ইতিমধ্যেই প্রচুর নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অনেককে।’
এর আগে গত শুক্রবার, দূষণ ও করোনা আবহের কথা বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ‘এ বছরের জন্যও রাজ্যের সর্বত্র সবরকম বাজি নিষিদ্ধ। বাজির কেনাবেচা, প্রদর্শন বা ব্যবহার, কোনওটাই করা যাবে না।’
সোমবার কলকাতা হাইকোর্টের এই নির্দেশ খারিজ করে এ এম খানউইলকর ও অজয় রাস্তোগির ভ্যাকেশন বেঞ্চ নির্দেশ দেয়, ‘দীপাবলিতে পোড়ানো যাবে বাজি। তবে তা হতে হবে পরিবেশ-বান্ধব।’
তবে গ্রিন ক্র্যাকার বা পরিবেশবান্ধব সবুজ বাজি কোনগুলো, কীভাবে তা চেনা সম্ভব? এই নিয়ে ধন্দ তৈরি হয়েছে।
এই প্রেক্ষাপটে এদিনই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নির্দেশিকা দিয়েছে, ‘পরিবেশ-বান্ধব বাজির বাক্সের ওপরে Petroleum And Explosives Safety Organisation বা PESO এবং National Environmental Engineering Research Institute বা NEERI-র লোগো দিতে হবে। বাজির বাক্সে থাকবে QR CODE। সেই QR CODE স্ক্যান করলে মিলবে সবুজ বাজি বা গ্রিন ক্র্যাকারের তথ্য। QR CODE স্ক্যান করার জন্য অ্যাপ ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে।’
এদিন আদালতের নির্দেশ মেনে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বাজি সংক্রান্ত সচেতনতামূলক অভিযান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -