West Bengal News Live Updates: পুজোর জন্য ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান মমতার, পরের বছর ১ লক্ষ?

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 23 Jul 2024 11:08 PM
West Bengal News LIVE Updates: শ্রাবণ মাসের প্রথম সোমবার নতুন শিব মন্দির উদ্বোধন হল কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডে

শ্রাবণ মাসের প্রথম সোমবার নতুন শিব মন্দির উদ্বোধন হল কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডের জ্য়োতিষ রায় রোডে। ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র পারিষদ তারক সিং এবং  ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
অমিত সিংয়ের উপস্থিতিতে উদ্বোধন করা হল এই মন্দির। 

West Bengal News LIVE Updates: বাজেট জনকল্যাণমুখী, মন্তব্য রাজ্যপালের

নির্মলা সীতারমণের বাজেট জনকল্যাণমুখী, মন্তব্য রাজ্যপালের। 'কেন্দ্রের দেওয়া টাকার সঠিক ব্যবহার হোক পশ্চিমবঙ্গে। যে প্রকল্পের জন্য টাকা, সেই খাতেই ব্যবহার করা উচিত। অন্য ক্ষেত্রে ব্যবহার না করে, নির্দিষ্ট প্রকল্পে ব্যয় করা উচিত', অবিলম্বে বাংলায় আর্থিক অনিয়ম বন্ধ করা দরকার, মন্তব্য রাজ্যপালের। 

West Bengal News LIVE Updates:বৈঠকের আগেই লিখিত বক্তব্য চাওয়ার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী

বৈঠকের আগেই লিখিত বক্তব্য চাওয়ার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকের আগেই বক্তব্যের লিখিত বয়ান চাওয়ার দাবি। 'যা যা পাওনা, তার তালিকা দিয়েছি, নিজের মতো করে বলব', বাজেটের পরেই নীতি-আয়োগের বৈঠক নিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

WB News LIVE Updates: সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাইলেন মুখ্যমন্ত্রী

সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাইলেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূল সাংসদদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। শনিবার রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পাওনা আদায়েই কি সাক্ষাৎ, তৈরি হয়েছে জল্পনা। রবিবার ফেরার কথা মুখ্যমন্ত্রীর।

West Bengal News LIVE Updates:'আপনার কি টাকার খুব প্রয়োজন? বলতে পারেন, ব্যবস্থা করে দেব', রাজ্যপালকে নিশানা মমতার

শপথ-সংঘাত নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'মন্ত্রীদের শপথ রাজভবনে হয়, বিধায়কদের শপথ সাধারণত বিধানসভায় হয়। আমি বলব, লাইনে চলুন, বেলাইন হবেন না। আপনি কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন না। আপনার বিরুদ্ধে পেনাল্টি কে দেবে? ৫০০ টাকা করে পেনাল্টি করছেন, এটা তো ব্রিটিশ আইন। আপনার কি টাকার খুব প্রয়োজন? বলতে পারেন, ব্যবস্থা করে দেব। আপনার কি জলপানের জন্য টাকার প্রয়োজন? বলতে পারেন। রাজভবন সিলেক্টেড, বিধানসভা ইলেক্টেড'

WB News LIVE Updates: রিজেন্ট পার্কে টালিনালা থেকে মহিলার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

রিজেন্ট পার্কে টালিনালা থেকে মহিলার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার। মহিলাকে খুন করে বস্তায় ভরে নালায় দেহ, অনুমান পুলিশের। রিজেন্ট পার্কের শান্তিনগরে বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন: পুলিশ সূত্র

West Bengal News LIVE Updates: গ্যাংস্টার সুবোধ সিংহের শাগরেদ, রওশন যাদব হেফাজতে নিল বেলঘরিয়া থানার পুলিশ

ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলিকাণ্ডে এবার বিহারের গ্যাংস্টার সুবোধ সিংহের শাগরেদ, রওশন যাদব হেফাজতে নিল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশের দাবি, সুবোধের সঙ্গে বিহারের জেলে বসে হামলার ব্লু-প্রিন্ট তৈরি করেছিল রওশন। কীভাবে পরিকল্পনা? জানতে সুবোধ ও রওশনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় বেলঘরিয়া থানার পুলিশ।  

WB News LIVE Updates: পুজোয় বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো উপলক্ষে ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুবের ঘোষণা বহাল। বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর 

Mamata Banerjee LIVE News: পুজোর জন্য ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান

পুজোর জন্য ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান। ৭০ হাজার থেকে বেড়ে এবার পুজোর অনুদান ৮৫ হাজার। ৪৩ হাজারের বেশি ক্লাবকে ৮৫ হাজার করে সরকারি অনুদান। ২০২৫-এ পুজোর অনুদান ১ লক্ষ টাকা: মুখ্যমন্ত্রী । ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুবের ঘোষণা বহাল। বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর । ১৫ অক্টোবর দুর্গা পুজোর কার্নিভাল

West Bengal News LIVE Updates: শ্রীভূমির নাম উল্লেখ না করে ফের সুজিতকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

'মণ্ডপে মণ্ডপে চমক দেখাতে এমন কিছু করলাম, সব স্তব্ধ হয়ে গেল। একটা পুজোর জন্য সব বন্ধ হয়ে যায়, রাস্তা যেন চালু থাকে', শ্রীভূমির নাম উল্লেখ না করে ফের সুজিতকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর 

WB News LIVE Updates: ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার

ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত বিকাশ ঝা ও মণীশ মাহাতো ওরফে মানিয়া। বিহার STF ও হাওড়া সিটি পুলিশের যৌথ তল্লাশিতে বিহার থেকে পাকড়াও হয় ২ দুষ্কৃতী। আজই হাওড়া আদালতে
পেশ করে হেফাজতে পাওয়ার আবেদন জানাবে হাওড়া সিটি পুলিশ। এই নিয়ে ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৭। এই ৭ জনকেই বিহার থেকে গ্রেফতার করা হয়েছে। - 

West Bengal News LIVE Updates: শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় গরু চোর সন্দেহে বাংলাদেশি যুবককে ধরতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় গরু চোর সন্দেহে বাংলাদেশি যুবককে ধরতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। দিতে হল লিখিত আশ্বাস। ধৃতের বাড়ি বাংলাদেশের বাংলাবান্ধায়। থানায় জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। BSF-এর নজরদারি এড়িয়ে কীভাবে অনুুপ্রবেশ? উঠছে প্রশ্ন।

Mamata Banerjee on Governor: শপথ-সংঘাত নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

শপথ-সংঘাত নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'মন্ত্রীদের শপথ রাজভবনে হয়, বিধায়কদের শপথ সাধারণত বিধানসভায় হয়। আমি বলব, লাইনে চলুন, বেলাইন হবেন না। আপনি কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন না। আপনার বিরুদ্ধে পেনাল্টি কে দেবে? ৫০০ টাকা করে পেনাল্টি করছেন, এটা তো ব্রিটিশ আইন। আপনার কি টাকার খুব প্রয়োজন? বলতে পারেন, ব্যবস্থা করে দেব। রাজভবন সিলেক্টেড, বিধানসভা ইলেক্টেড'। 

Mamata Banerjee: বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাকি, কিছু দিল না। বাংলা বঞ্চিত রইল, উল্টে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে। দিশাহীন, গরিব বিরোধী বাজেট, কোনও আলো নেই। বাজেটে কোনও চাকরির সংস্থান নেই। একটি দলকে খুশি করতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেট', বিধানসভায় দাঁড়িয়ে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।  

Potato Price Hike: আজ দ্বিতীয় দিনে পড়ল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্ম বিরতি

আজ দ্বিতীয় দিনে পড়ল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্ম বিরতি। আজকেও রাজ্যের সর্বত্র ব্যবসায়ীরা কর্মবিরতিতে শামিল হয়েছে বলে সংগঠনের দাবি। যদিও গত কালকের মত আজও সিঙ্গুরের পাইকারি বাজার খোলা আছে। কিন্তু বাজারে যোগানের অভাবে ইতিমধ্যেই আলুর দাম বস্তা (৫০কিলো) পিছু গড়ে ১৫০-২০০ টাকা বেড়ে গিয়েছে । তার পরেও পর্যাপ্ত আলু মিলছে না বলে দাবি পাইকারি ক্রেতাদের।।

Mamata Banerjee: আপনার কি টাকার খুব প্রয়োজন? বলতে পারেন, ব্যবস্থা করে দেব: মমতা

শপথ-সংঘাত নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। মন্ত্রীদের শপথ রাজভবনে হয়, বিধায়কদের শপথ সাধারণত বিধানসভায় হয়। আমি বলব, লাইনে চলুন, বেলাইন হবেন না। আপনি কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন না। আপনার বিরুদ্ধে পেনাল্টি কে দেবে?' ৫০০ টাকা করে পেনাল্টি করছেন, এটা তো ব্রিটিশ আইন। আপনার কি টাকার খুব প্রয়োজন? বলতে পারেন, ব্যবস্থা করে দেব: মমতা বন্দ্যোপাধ্যায়।

Kalyan Banerjee Budget Reactions: এটা দেশের বাজেট নয়, কুর্সি বাঁচাও বাজেট, বললেন কল্যাণ

এ তো কুর্সি বাঁচাও বাজেট। যে যে দল কুর্সি বাঁচাতে সাহায্য় করবে NDA-তে, নীতীশ কুমার আর চন্দ্রবাবু নায়ডুকে ধরে রাখতেই এই বাজেট। এটা দেশের বাজেট নয়। বাংলাকে তো কিছুই দেয়নি। বাংলাকে দেখতে পারে না। সহ্য করতে পারে না বাংলার মানুষকে: কল্যাণ বন্দ্য়োপাধ্যায়।

Siliguri News: শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় গরু চোর সন্দেহে বাংলাদেশি যুবককে মারধরের অভিযোগ

শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় গরু চোর সন্দেহে বাংলাদেশি যুবককে মারধরের অভিযোগ, উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। কীভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকল পাচারকারীরা? BSF-এর ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। পরে ওই যুবককে গ্রেফতার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃতের বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলার বাংলাবান্ধা সীমান্ত এলাকায়। 


 

Barrackpore News: ব্যারাকপুরের মোহনপুরে রাস্তার ধারে দোকান তৈরি করতে গিয়ে মার খেলেন এক যুবক

ব্যারাকপুরের মোহনপুরে রাস্তার ধারে দোকান তৈরি করতে গিয়ে মার খেলেন এক যুবক। অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। 
হামলাকারীদের অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় আক্রোশবশত মারধর, দাবি স্থানীয়দের। অভিযোগ, মোহনপুরের চক কাঁঠালিয়ায় দোকান তৈরি করা নিয়ে বিবাদের জেরে যুবকের ওপর বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায় জনা পনেরো দুষ্কৃতী।
আক্রান্তর অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের দাবি, জমি-বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা। FIR-এর নাম থাকা ৮ জনকেই গ্রেফতার করা হয়েছে। 

Mamata Banerjee: সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাইলেন মুখ্যমন্ত্রী, রাজ্যের পাওনা আদায়েই কি?

সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাইলেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূল সাংসদদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। শনিবার রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পাওনা আদায়েই কি সাক্ষাৎ, তৈরি হয়েছে জল্পনা। রবিবার ফেরার কথা মুখ্যমন্ত্রীর।


 

Union Budget Live Updates: দাম কমছে সোনা, রূপো, মোবাইল ফোন, সোলার প্যানেল, চামড়াজাত দ্রব্যের

৩টি ক্যানসারের ওষুধের জন্য আমদানি শুল্ক মকুব করল কেন্দ্র। মোবাইল ফোন, চার্জারের একাধিক প্রযুক্তির আমদানি শুল্কে ছাড়। সোনা, রুপো, প্ল্যাটিনামে ৬.৪ শতাংশ কমল আমদানি শুল্ক । দাম কমছে সোনা, রূপো, মোবাইল ফোন, সোলার প্যানেল, চামড়াজাত দ্রব্য। সস্তা হবে লিথিয়াম ব্যাটারি । 

Budget 2024 for West Bengal: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে শরিকদের ঢালাও বরাদ্দ, বাংলার প্রাপ্তি শূন্য

তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে শরিকদের ঢালাও বরাদ্দ। অন্ধ্রপ্রদেশ, বিহারের জন্য বাজেটে বিশেষ প্যাকেজ। অন্ধ্রপ্রদেশের জন্য ১৫ হাজার কোটির বিশেষ প্যাকেজ। বিহারে হাইওয়ের জন্য ২৬ হাজার কোটি বরাদ্দ। বিহারে ২১ হাজার কোটির তাপ বিদ্যুৎ কেন্দ্র। বিহারে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজের ঘোষণা। বাজেটে বিহারে পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ের ঘোষণা। অন্ধ্রপ্রদেশের গ্রামোন্নয়নে বরাদ্দ ২.৬৬ লক্ষ কোটি বরাদ্দ। বাজেটে বাংলা, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে বিশেষ নজর। বাজেটে বাংলার প্রাপ্তি: কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডর। বন্যা নিয়ন্ত্রণে অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের জন্য বিশেষ বরাদ্দ। বন্যা, খরা নিয়ন্ত্রণে বিহারকে ১১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ। বিহারে ৪টি এক্সপ্রেসওয়ে ও ব্রিজ তৈরিতে ২৬ কোটি টাকা বরাদ্দ। বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহারের, বাংলার প্রাপ্তি শূন্য। 

Budget 2024 Live Updates: বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গের উন্নয়নে বিশেষ জোর

দেশের মধ্যে উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গের উন্নয়নে বিশেষ জোর।

Domjur News: ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ

ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত বিকাশ ঝা ও মণীশ মাহাতো ওরফে মানিয়া। বিহার STF ও হাওড়া সিটি পুলিশের যৌথ তল্লাশিতে বিহার থেকে পাকড়াও হয় ২ দুষ্কৃতী। আজই হাওড়া আদালতে
পেশ করে হেফাজতে পাওয়ার আবেদন জানাবে হাওড়া সিটি পুলিশ। এই নিয়ে ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৭। এই ৭ জনকেই বিহার থেকে গ্রেফতার করা হয়েছে। 


 

Potato Price Hike: পাইকারি বাজারে বাড়ল আলুর দাম

আশঙ্কা সত্যি করে আলু ব্যবসায়ীদের কর্মবিরতির দ্বিতীয় দিনেই পাইকারি বাজারে বাড়ল আলুর দাম। ৫০ কিলোর বস্তা পিছু গড়ে ১০০ টাকা দাম বেড়েছে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। অভিযোগ, তারপরেও চাহিদামতো আলু সব জায়গায় পাওয়া যাচ্ছে না। আলু ব্যবসায়ীদের কর্মবিরতি দীর্ঘায়িত হলে, খুচরো বাজারেও আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, আলু ব্যবসায়ীদের সংগঠন--প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি দাবি করেছে, সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সমস্যার দ্রুত সমাধান মিলবে। সবজি, মুরগির পর এবার আলুর দামেও ছেঁকা লাগতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ।


 

Bangladesh News Live Updates: বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইট হ্যাক হল

ছাত্র আন্দোলন ঘিরে অশান্ত বাংলাদেশ। এর মধ্যেই হ্যাক হল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইট। একই হ্যাকার গ্রুপ আজ বাংলাদেশ ব্যাঙ্কের ওয়েবসাইটও হ্যাক করেছে।

Union Budget Live Updates: আয়করে কি মিলতে পারে আরেকটু ছাড়? আজ কেন্দ্রী বাজেট

আয়করে কি মিলতে পারে আরেকটু ছাড়? মূল্য়বৃদ্ধি নিয়ন্ত্রণে ঘোষণা করা হতে পারে বিশেষ পদক্ষেপ? আর কোন ক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানতে সারা দেশের নজর মঙ্গলবারের বাজেটের দিকে। শিল্পপতি থেকে সাধারণ মানুষ কী ভাবছেন এই বাজেট নিয়ে? দেখে নেব।

Barrackpore News: সুবোধ সিংহের পর রোশন যাদব, হারের গ্যাংস্টারের শাগরেদকে হেফাজতে

সুবোধ সিংয়ের পর রওশন যাদব। ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলিকাণ্ডে এবার বিহারের গ্যাংস্টারের শাগরেদকে হেফাজতে নিল বেলঘরিয়া থানার পুলিশ। গত ১৫ জুন বেলঘরিয়ার রথতলায় BT রোডের ওপর ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে শ্যুটআউটের ঘটনা ঘটে। পুলিশের দাবি, মাস্টারমাইন্ড সুবোধ সিংয়ের সঙ্গে বিহারের বেউড় জেলে বসে হামলার ব্লু-প্রিন্ট তৈরি করেছিল রওশন যাদব। 
কীভাবে পরিকল্পনা জানতে সুবোধ ও তার শাগরেদ রওশনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় বেলঘরিয়া থানার পুলিশ। এর আগে ব্য়বসায়ী তাপস ভকতকে হুমকি-ফোনের অভিযোগে রওশনকে বেউড় জেল থেকে নিয়ে আসে পুলিশ। এবার অজয় মণ্ডল-মামলায় পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত।


 

Barrackpore News: প্রতিবাদীকে মারধরের অভিযোগ উঠল ব্যারাকপুরে

রাস্তার ধারে দোকান দখল ও অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় প্রতিবাদীকে মারধরের অভিযোগ উঠল ব্যারাকপুরে। 


 

Siliguri Dengue Updates: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক বালিকার মৃত্যু হল শিলিগুড়িতে

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক বালিকার মৃত্যু হল শিলিগুড়িতে। রবিবার হিলকার্ট রোডের একটি নার্সিংহোমে মৃত্যু হয় শিলিগুড়ির সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা বালিকার। শনিবার ডেঙ্গি ধরা পড়েছিল তাঁর। মেয়ের মৃত্যুর পরে এলাকার পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছে তাঁর পরিবার। 

Union Budget 2024 Live Updates: মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন

আজ তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী, গতকাল আর্থিক সমীক্ষা রিপোর্টকে হাতিয়ার করে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজ কী চমক থাকবে বাজেটে? বাড়বে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? মিলবে কর্মসংস্থানের দিশা? কমবে জিনিসের দাম? স্বস্তি মিলবে মধ্যবিত্তের? বাজেট ঘিরে চড়ছে জল্পনার পারদ।

Mamata Banerjee: দলে শুদ্ধিকরণের বার্তা মমতার, নেতাদের কানে পৌঁছবে কি?

"অন্য়ায় করলে আপনারা দেখেছেন, আমরা তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না। তৃণমূল কংগ্রেসকেও গ্রেফতার করি", রবিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই বার্তা দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যদিও, বিরোধীদের প্রশ্ন, তৃণমূলনেত্রীর এবারের শুদ্ধিকরণের বার্তা কি তাঁর দলের নেতাদের কান অবধি পৌঁছবে?

প্রেক্ষাপট

পুজোর জন্য ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান। ৭০ হাজার থেকে বেড়ে এবার পুজোর অনুদান ৮৫ হাজার। ৪৩ হাজারের বেশি ক্লাবকে ৮৫ হাজার করে সরকারি অনুদান । ২০২৫-এ পুজোর অনুদান ১ লক্ষ টাকা: মুখ্যমন্ত্রী । ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুবের ঘোষণা বহাল। বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর । ১৫ অক্টোবর দুর্গা পুজোর কার্নিভাল

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.