West Bengal News Live : সরকারি জমি দখলের অভিযোগ, ফের গ্রেফতার তৃণমূল নেতা

ভোটে ভরাডুবি নিয়ে এবার বিস্ফোরক দিলীপ। ২১ র মঞ্চে অখিলেশকে সামনে রেখে লড়াইয়ের হুঙ্কার তৃণমূলনেত্রীর। ১০ লক্ষ চাকরি রেডি। আটকাতে মামলা বাম-বিজেপি-কংগ্রেসের। আক্রমণে মমতা।

ABP Ananda Last Updated: 22 Jul 2024 11:17 PM
WB News Live : শাসক দলের কোন্দলে উত্তপ্ত পানিহাটি


শাসক দলের কোন্দলে উত্তপ্ত পানিহাটি। ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি সুমিত পালকে মারধরের অভিযোগ। পাল্টা অভিযুক্ত তৃণমূল কর্মীর দোকান ভাঙচুর

West Bengal Live News: কলকাতা হাইকোর্টের আইনজীবীকে হেনস্থার অভিযোগ

 


কলকাতা হাইকোর্টের আইনজীবীকে হেনস্থার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে মারধর, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত নেপালগঞ্জ আউটপোস্টের ঘটনা। প্রতিবাদে কর্মবিরতির ডাক হাইকোর্টের আইনজীবীদের। অভিযুক্ত পুলিশকর্মীকে ক্লোজ করেছেন ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার। 

WB News Live : শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত বালিকার মৃত্যু

শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত বালিকার মৃত্যু । কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল ৯ বছরের বালিকা। অবস্থার অবনতি হওয়ায় শনিবার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ । পুরসভার ভূমিকায় ক্ষোভ মৃতের পরিবারের ।  

West Bengal Live News: ল্যাংচায় ছত্রাক থাকার কথা অস্বীকার করল ব্যবসায়ীদের একাংশ

শক্তিগড় ল্যাংচাকাণ্ডে এবার থানায় FIR দায়ের ফুড সেফটি অফিসারের। মূলত ২০ জুলাই শক্তিগড়ে অভিযান চালানো হয়। এবং কুইণ্টাল কুইণ্টাল ছত্রাক পড়ে যাওয়া ল্যাংচা উদ্ধার করা হয়। যদিও এদিন ল্যাংচায় ছত্রাক থাকার কথা অস্বীকার করল ব্যবসায়ীদের একাংশ।

WB News Live : সরকারি জমি দখলের অভিযোগ, ফের গ্রেফতার তৃণমূল নেতা

সরকারি জমি দখলের অভিযোগ, ফের গ্রেফতার তৃণমূল নেতা । গ্রেফতার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসরফ আনসারি। ধৃত আসরফ আনসারি নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। এই মামলায় আগেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফাঁসানোর অভিযোগ ধৃত তৃণমূল নেতার। এর আগে শিলিগুড়িতে সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার ২ তৃণমূল নেতা। 

West Bengal Live News: ছাত্র বিক্ষোভে ধুন্ধুমার পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজে

ছাত্র বিক্ষোভে ধুন্ধুমার পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজে। মহিষাদল রাজ কলেজে হলদিয়ার একটি বেসরকারি আইন কলেজের পরীক্ষার সিট পড়েছিল। মহিষাদল রাজ কলেজে টিএমসিপি-র বিরুদ্ধে টাকা দাবি, অভিযোগ হলদিয়ার আইন কলেজের পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীদের হেনস্থার অভিযোগ। পরীক্ষা শেষ হতেই বিক্ষোভ আইন কলেজের পড়ুয়াদের। 

WB News Live : সবজি, মুরগির পর এবার আলু নিয়ে তৈরি হয়েছে সঙ্কট

সবজি, মুরগির পর এবার আলু নিয়ে তৈরি হয়েছে সঙ্কট। বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী আলুর দাম। এই পরিস্থিতিতে বাজারে জোগান বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে ভিনরাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন সীমানায় আলু বোঝাই গাড়ি আটকে দিচ্ছে পুলিশ। এর প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। প্রায় ৮০ হাজার আলু ব্যবসায়ী কর্মবিরতিতে শামিল হচ্ছেন বলে সংগঠনের দাবি। হিমঘর থেকে বাজারে আলু সরবরাহ আজ থেকেই বন্ধ হচ্ছে। এর ফলে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

West Bengal Live News: শক্তিগড় ল্যাংচাকাণ্ডে এবার থানায় FIR দায়ের

শক্তিগড় ল্যাংচাকাণ্ডে এবার থানায় FIR দায়ের ফুড সেফটি অফিসারের। মূলত ২০ জুলাই শক্তিগড়ে অভিযান চালানো হয়। এবং কুইণ্টাল কুইণ্টাল ছত্রাক পড়ে যাওয়া ল্যাংচা উদ্ধার করা হয়। যদিও এদিন ল্যাংচায় ছত্রাক থাকার কথা অস্বীকার করল ব্যবসায়ীদের একাংশ।

WB News Live :দ্রুত ভাঙন রোধে পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন

তিস্তার ভাঙনে বিপর্যস্ত কোচবিহারের মেখলিগঞ্জের ৭৬ নিজতরফ গ্রামের একাংশ। গত এক সপ্তাহ ধরে চলছে ভাঙন। এই গ্রাম লাগোয়াই রয়েছে তিস্তার মূল বাঁধ। ভাঙন বাড়লে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। দ্রুত ভাঙন রোধে পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন। 

West Bengal Live News: সংগঠনের খামতি নিয়ে দিলীপের সুর অর্জুনের গলায়

সংগঠনের খামতি নিয়ে দিলীপ ঘোষের সুর অর্জুন সিংহর গলায়। 'ভোট করাতে পারে না বিজেপি'। 'দেরিতে হলেও বুঝতে পেরেছেন দিলীপ ঘোষ। ওঁর মতো নেতা সরব হলে দলের নিচুতলা সংগঠন ঠিক করতে পারব। বিরোধী হলেও তাঁদের থেকে অনেক কিছু শেখার আছে। বিরোধীদের থেকে শিখলে আমরাও ভোট করাতে পারব। সময়মতো ভুল-ত্রুটি ঠিক করে নেওয়া উচিত, মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদের

WB News Live : অশোকনগরে বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ দলীয় কর্মীদের


অশোকনগরে বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ দলীয় কর্মীদের। মোদির প্রচার সভায় লোক পাঠিয়ে, গাড়ি ভাড়া বাবদ টাকা আত্মসাতের অভিযোগ। ভোটের জন্য দলীয় তহবিল থেকে পাওয়া টাকারও হিসাব দেননি বলে অভিযোগ। সোশাল মিডিয়ায় দুর্নীতির অভিযোগ তুলেছেন দলেরই একাংশ। মানতে নারাজ অভিযুক্ত বিজেপি নেতা। 

West Bengal Assembly News : আগামীকালই বিধানসভায় ৪ জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ

কালই বিধানসভায় ৪ জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ। কাল দুপুর ১টায় বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠান। কাল শপথ নেবেন মধুপর্ণা ঠাকুর, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী ও সুপ্তি পাণ্ডে। রাজভবনের সঙ্গে সংঘাতের মধ্যেই জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ। আজ শুরু বিধানসভার অধিবেশন। কাল বিধানসভায় থাকার কথা মুখ্যমন্ত্রীর। 

WB News Live : 'বিরোধী হলেও তাঁদের থেকে অনেক কিছু শেখার আছে', দিলীপ ঘোষের সুর অর্জুন সিংহর গলায়

সংগঠনের খামতি নিয়ে দিলীপ ঘোষের সুর অর্জুন সিংহর গলায়। 'ভোট করাতে পারে না বিজেপি। দেরিতে হলেও বুঝতে পেরেছেন দিলীপ ঘোষ। ওঁর মতো নেতা সরব হলে দলের নিচুতলা সংগঠন ঠিক করতে পারব। বিরোধী হলেও তাঁদের থেকে অনেক কিছু শেখার আছে। বিরোধীদের থেকে শিখলে আমরাও ভোট করাতে পারব। সময়মতো ভুল-ত্রুটি ঠিক করে নেওয়া উচিত', মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদের

Mamata Banerjee News : দলীয় নেতাদের ভাবমূর্তি শোধরানোর বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়

'যেখানে আমরা জিতিনি, সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন, আমাদের ক্ষমা করবেন।' লোকসভায় বিপুল জয়, তারপর উপ নির্বাচনেও বিজেপি পর্যুদস্ত করার পরও, ২০২৬-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই কি এখন থেকেই দলীয় নেতাদের ভাবমূর্তি শোধরানোর বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলনেত্রীর এই বক্তব্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।  

West Bengal Assembly News : আগামীকাল উপনির্বাচনে জয়ী চার তৃণমূল জনপ্রতিনিধিকে শপথবাক্য পাঠ করাতে পারেন বিধানসভার স্পিকার

আজ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। প্রথমে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে সর্বদল বৈঠক হবে। তারপর হবে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক। প্রথম দিন শুধুমাত্র শোকপ্রস্তাবের পরই অধিবেশনের কাজ শেষ হবে। বিধানসভা উপনির্বাচনে জয়ী চার তৃণমূল জনপ্রতিনিধির শপথগ্রহণ নিয়ে রাজ্যপালের সঙ্গে সংঘাত চলছিল। বিধানসভা সূত্রে খবর, সেই আবহেই আগামীকাল উপনির্বাচনে জয়ী চার তৃণমূল জনপ্রতিনিধিকে শপথবাক্য পাঠ করাতে পারেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা। আজ বিধানসভায় সদ্যজয়ী চার জনপ্রতিনিধির সঙ্গে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে পারেন অধ্যক্ষ। 

WB Weather Update : সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

গোটা সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে রবিবার পর্যন্ত দক্ষিণের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সপ্তাহের প্রথম দিনই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই ৫ জেলায়। 

WB News Live : লোকসভায় শপথ নিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা

লোকসভায় শপথ নিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা। 

WB News Live : 'সংবিধানের দেওয়া অধিকারের বাইরে' কাজ করেছেন মমতা? কী বলেন রবিশঙ্কর প্রসাদ?

বাংলাদেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্যের কড়া সমালোচনা করলেন রবিশঙ্কর প্রসাদ। নিজেই CAA-র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা বলছেন কেন? সংবিধান কি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সেই অধিকার দেয়? কোনও রাজ্য সরকারেরই এই অধিকার নেই। মন্তব্য করেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। 

WB News Live : প্রিন্স আনোয়ার শা রোডে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল অ্যাপ বাইক চালকের

রাতের কলকাতায় গতির বলি এক। প্রিন্স আনোয়ার শা রোডে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল অ্যাপ বাইক চালকের। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ এক যাত্রীকে নামিয়ে যাদবপুর থানার দিক থেকে বাড়ি ফিরছিলেন বেহালার বাসিন্দা রাজু হালদার। সাউথ সিটি আবাসনের কাছে তাঁকে পিছন থেকে ধাক্কা মেরে পালায় একটি বেপরোয়া ডাম্পার। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান অ্যাপ বাইক চালক। ঘটনাস্থলেই বছর ৩৪-এর যুবকের মৃত্যু হয়। CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘাতক ডাম্পার চালকের খোঁজ চালাচ্ছে লেক থানার পুলিশ। 

WB News Live : বিরোধী নয়, একুশের মঞ্চ থেকে দলকেই বেশি বার্তা মমতার

বিরোধী নয়, একুশের মঞ্চ থেকে দলকেই বেশি বার্তা মমতার। পরিষেবা না দিলে ব্যবস্থা। পঞ্চায়েত, পুরসভা থেকে সাংসদ-বিধায়ক। নেতাদের কড়া সতর্কবার্তা

WB News Live : আজ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন

আজ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। প্রথমে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে সর্বদল বৈঠক হবে। তারপর হবে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক। প্রথম দিন শুধুমাত্র শোকপ্রস্তাবের পরই অধিবেশনের কাজ শেষ হবে। বিধানসভা সূত্রে খবর, আগামীকাল সদ্য বিধানসভা উপনির্বাচনে জয়ী চার তৃণমূল জনপ্রতিনিধির শপথগ্রহণ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। আজ বিধানসভায় হাজির থাকবনে সদ্যজয়ী চার জনপ্রতিনিধি। শপথ গ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের সঙ্গে কথা বলতে পারেন বিধানসভার স্পিকার। 

Budget 2024 : থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন

আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। লোকসভা ও রাজ্যসভায় পেশ হবে আর্থিক সমীক্ষা রিপোর্ট। কাল বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে টানা ৭ বার বাজেট পেশ করবেন নির্মলা

Dilip Ghosh News : ভোটে বিপর্যয় নিয়ে দলের অনভিজ্ঞতাকেই দায়ী করলেন দিলীপ

'আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না', ভোটে ভরাডুবি নিয়ে এবার দলীয় বৈঠকে মুখ খুললেন দিলীপ ঘোষ

Mamata Banerjee News : ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি আছে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

১০ লক্ষ সরকারি চাকরি তৈরি আছে, সিপিএম-কংগ্রেস-বিজেপি, মামলা করে আটকে দিচ্ছে। ধর্মতলায় একুশের সভা থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee News : ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি আছে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

১০ লক্ষ সরকারি চাকরি তৈরি আছে, সিপিএম-কংগ্রেস-বিজেপি, মামলা করে আটকে দিচ্ছে। ধর্মতলায় একুশের সভা থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Abhishek Banerjee News : নিট কেলেঙ্কারি নিয়ে সরব অভিষেক, টানলেন পার্থ প্রসঙ্গ

'এসএসসি কেলেঙ্কারির জন্য ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে। নিট কেলেঙ্কারির জন্য কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হবে না? এই বৈষম্য কেন হবে?' ধর্মতলার সভা থেকে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

West Bengal News Live : মা-বোনেদের সম্মান দেবেন, লোভ করবেন না, অভিযোগ এলে উপযুক্ত ব্যবস্থা, জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি মমতার

বিত্তবান চাই না, বিবেকবান চাই, নেতা-কর্মীদের বার্তা মমতার। 'যত জিতব, তত আমাদের দায়িত্ব বাড়বে, নরম হতে হবে। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। অন্যায়, দুর্নীতির সঙ্গে কোনও আপোস নয়। অন্যায় করলে তৃণমূল নেতা-কর্মীদেরও গ্রেফতার। মা-বোনেদের সম্মান দেবেন, লোভ করবেন না। এখন থেকে কোনও অভিযোগ যেন না আসে। অভিযোগ এলে উপযুক্ত ব্যবস্থা, জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি মমতার

প্রেক্ষাপট


  • কোটালের প্রভাবে সমুদ্র উত্তাল। পূর্ব মেদিনীপুরে শঙ্করপুর মোহনার কাছে ভেঙে তলিয়ে গেল মাছ ধরার নৌকা। তবে কোনওমতে রক্ষা পেয়েছেন মৎস্যজীবীরা। ড্রেজিং না হওয়ায় চড়ায় ধাক্কা লেগে দুর্ঘটনা বলে দাবি করেছে মৎস্যজীবী সংগঠন। অন্যদিকে, সুন্দরবনে ফের দুর্যোগের ভ্রুকুটি। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

  • মালদায় লোকসভা নির্বাচনে খালি হাতে ফিরতে হলেও, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফের ভাল ফলের আশা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। উত্তরপ্রদেশে বিজেপিকে রুখে দেওয়ার জন্য় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের প্রশংসা করলেও, কংগ্রেসের নাম মুখেও আনলেন না। 

  • মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, বিবেকবান চাই। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশে এই বার্তাই দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিবেকবান মন্তব্য় নিয়ে তীব্র কটাক্ষ শোনা গেল দিলীপ ঘোষের গলায়।

  • ( আরও খবর জানতে চোখ রাখুন ...

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.