কলকাতা : জুনে বৃষ্টির ঘাটতিতে ভুগেছে দক্ষিণবঙ্গ। আর জুনেই অতিরিক্ত বৃষ্টিতে পর্যুদস্ত হয়েছে উত্তরবঙ্গ। টানা দুর্যোগে ক্রমশই বিপদসঙ্কুল পাহাড়। আর এখনও পর্যাপ্ত বৃষ্টির অভাবে চূড়ান্ত কষ্টে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের আবহে রাজ্যের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি কবে ? এই সপ্তাহে দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। তবে সব জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। আবহাওয়া দফতর, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হতে পারে ভারী বৃষ্টি। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
বুধবার থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। তবে সে - বৃষ্টি বর্ষার দামাল বৃষ্টি নয়।
সকাল ১০ টার আপডেট
শেষ পাওয়া খবর অনুসারে,আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপর সক্রিয় নিম্নচাপ। এর প্রভাব শুরু হবে বুধবার । সেদিন থেকেই ভারী বৃষ্টির শুরু হতে পারে। বেশি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে। বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকাতেও। সাগর হতে পারে উথালপাথাল। বইবে ঝোড়ো হাওয়া। সোম ও মঙ্গল সাগরে ঢেউয়ের উচ্চতাও বাড়বে।
আগামী ৭ দিন কেমন থাকবে মহানগরের তাপমাত্রা ? দেখুন কী বলছে আইএমডি ?
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
01-Jul | 27.0 | 34.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
02-Jul | 27.0 | 34.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
03-Jul | 27.0 | 32.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
04-Jul | 27.0 | 33.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
05-Jul | 28.0 | 34.0 | NA | |
06-Jul | 28.0 | 34.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm | |
07-Jul | 28.0 | 34.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm |
আরও পড়ুন
দেশে নতুন আইন চালু, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় দায়ের হল প্রথম FIR, কার বিরুদ্ধে ?