ক্যানিং: ক্যানিং থেকে গ্রেফতার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি। জম্মু কাশ্মীর পুলিশ এবং রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন এই ব্যক্তিকে। ধৃতের নাম জাভেদ আহমেদ মুন্সি। ক্যানিংয়ে আত্মীয়ের বাড়িতে এসেছিল জাভেদ। ধৃত সন্দেহভাজন জঙ্গি জাভেদ শ্রীনগরের চানপুরার বাসিন্দা। সে তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য বলে অনুমান। ধৃত জাভেদ আহমেদ মুন্সি আইইডি তৈরিতে পারদর্শী, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ। ধৃতের বিরুদ্ধে আগেই রাষ্ট্রদ্রোহিতার ধারায় মামলা রয়েছে বলে খবর। ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় গুলশান হাউস নামের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন এই ব্যক্তিকে। জামাইবাবুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে জাভেদ আহমেদ মুন্সিকে। কয়েকদিন আগে ক্যানিংয়ে এসেছিল সন্দেহভাজন এই কাশ্মীরি জঙ্গি। ক্যানিং থেকে বাংলাদেশে পাড়ি দেওয়ার ছক ছিল জাভেদের, দাবি তদন্তকারীদের। ধৃত জাভেদের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তান যোগও ছিল, দাবি তদন্তকারীদের। বাংলাদেশ, পাকিস্তান ও নেপালে যাতায়াত ছিল জাভেদের, জেরায় স্বীকার ধৃতের। ধৃত সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গির ৩১ ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ড দেওয়া হয়েছে।
এর আগে মুর্শিদাবাদ থেকেই গ্রেফতার হয়েছে এক সন্দেহভাজন জঙ্গি
ভারত জুড়ে স্লিপার সেল তৈরি করতে বাংলাদেশ থেকে ঢুকেছিল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলার সদস্য মহম্মদ শাদ রাডি। বাংলাদেশের রাজশাহি থেকে এসে বানিয়ে ফেলেছিল ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্টও। আধার কার্ডের ঠিকানা, মুর্শিদাবাদের হরিহরপাড়া। ভোটার লিস্টে ঠিকানা, নওদা। পাসপোর্টের ঠিকানা আবার হরিহরপাড়া। আনসারুল্লা বাংলা টিমের এই জঙ্গি অস্ত্র জোগাড় ও স্লিপার সেলের সদস্য় বাড়ানোর কাজ চালিয়ে গেছে পশ্চিমবঙ্গে। আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানির ডানহাত বলে পরিচিত ফারহান ইশরাকের নির্দেশে বাংলা এবং কেরলে জঙ্গি কার্যকলাপ চালিয়ে গেছে শাদ রাডি। এমনই জানিয়েছেন গোয়েন্দারা।
শুধু জাল পাসপোর্ট নয়, ভোটার লিস্টেও নাম তুলেছিল মহম্মদ শাদ রাডি। রাজ্যে ২ বিধানসভার ভোটার লিস্টে আনসারুল্লা বাংলার জঙ্গির নাম
হরিহরপাড়া ও নওদার ভোটার লিস্টে নাম বাংলাদেশি জঙ্গির। নওদায় মহম্মদ শাদ রাডির পিসির বাড়ি, হরিহরপাড়ায় ধৃত জঙ্গির কাকার বাড়ি। ভারতীয় পরিচয় পত্র বানিয়ে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লা বাংলার জঙ্গি। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে মুর্শিদাবাদে ঘাঁটি গাড়ে জঙ্গি মহম্মদ শাদ রাডি। সাব সেখের নামে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়েছিল মহম্মদ শাদ রাডি।
আরও পড়ুন- আধার কার্ড থেকে পাসপোর্ট তৈরি, ভারতে এসে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লা বাংলার জঙ্গি!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।