কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : SIR-আবহেই আগামীকাল অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ। প্রায় ৩৫০০ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করবে এসএসসি। কাল থেকেই স্কুলে শিক্ষাকর্মী নিয়োগে অনলাইনে আবেদন শুরু। আবেদনের আগেই অযোগ্যদের তালিকা প্রকাশ। আদালতের নির্দেশে অযোগ্যরা কেউ পরীক্ষায় বসতে পারবেন না, সেই সূত্রেই তালিকা প্রকাশ। নতুন করে নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা হবে শিক্ষাকর্মীদের। শূন্যপদ গ্রুপ সি- এর জন্য ২৯৮৯টি এবং ৫৪৮৮টি গ্রুপ ডি- এর জন্য। 

Continues below advertisement

শিক্ষকদের পর এবার শিক্ষাকর্মী। গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় ২০১৬ সালে যাঁরা বসেছিলেন, তাঁদের প্রায় সকলেরই চাকরি বাতিল হয়েছে, কারণ পুরো প্যানেল বাতিল হয়েছে। অযোগ্য শিক্ষকদের তালিকা আগেই প্রকাশিত হয়েছে। এবার অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা হবে আগামীকাল বিকেলের দিকে, এমনটাই খবর কমিশন সূত্রে। ২০১৬ সাল থেকে এতদিন যাঁরা স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি করেছেন তাঁদের প্যানেল বাতিল হয়েছে। সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে। সেই সূত্রেই আগামীকাল থেকে স্কুলে শিক্ষাকর্মী নিয়োগে অনলাইনে আবেদন শুরু হবে। ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত একমাস ধরে চলবে আবেদন প্রক্রিয়া। তার আগেই তালিকা প্রকাশ করবে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে আগামীকাল বিকেলে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা হবে বলে শোনা যাচ্ছে। নাম এবং রোল নম্বর প্রকাশিত হবে। 

শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও কোনও অযোগ্য যাতে চাকরির পরীক্ষায় বসতে না পারেন সেই জন্যই এই তালিকা প্রকাশ করা হচ্ছে। যে শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের কর্মক্ষেত্রে নতুন করে সংস্থান হয়নি। সরকারের তরফে যে ভাতা দেওয়ার কথা হয়েছিল, তাতেও স্থগিতাদেশ দিয়েছে আদালত। নতুন করে শিক্ষাকর্মীদের নিয়োগ হবে। তার জন্য নতুন করে হবে পরীক্ষা। আর তারই জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামীকাল থেকে। অনলাইনে করা যাবে আবেদন। সময় একমাস। অর্থাৎ বোঝা যাচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কোনও অযোগ্য শিক্ষাকর্মী নতুন পরীক্ষায় বসতে পারবেন না, তাই আগামীকাল তাঁদের নিয়োগের নতুন পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরুর আগেই স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে 'অযোগ্য শিক্ষাকর্মীদের' তালিকা প্রকাশ করবে। আবেদন প্রক্রিয়ার পোর্টাল খোলার আগেই প্রকাশিত হবে তালিকা। 

Continues below advertisement

অন্যদিকে, আগামী শুক্রবার বেরোতে পারে SSC-র প্রথম পর্যায়ের ফলাফল। সূত্রের খবর, আগে একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশ করবে SSC। তারপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ হতে পারে নবম দশমের। 


Education Loan Information:

Calculate Education Loan EMI