পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, ক্যানিং: আগেও কলকাতায় এসেছিল ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গি। শ্যালককে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরেছিল জাভেদ আহমেদ মুন্সি। ২০২২ সালে ১০-১২ দিনের জন্য ক্যানিংয়ে শ্যালকের বাড়িতে এসেছিল জাভেদ। কাশ্মীরে ঠান্ডা পড়ায় কলকাতায় এসেছে বলে দাবি করেছিল জাভেদ। এমনটাই জানিয়েছেন, ধৃত কাশ্মীরি জঙ্গির শ্যালক গুলাম মহম্মদ। এবছর কয়েকদিন আগে দিল্লি থেকে ক্যানিংয়ে আসে জাভেদ। তারপর শনিবার রাতে শ্যালকের বাড়ি থেকে জাভেদকে গ্রেফতার করে পুলিশ। 


দিন কয়েক আগেই মুর্শিদাবাদ থেকে আনসারুল্লা বাংলা টিমের দুই কুখ্যাত জঙ্গিকে গ্রেফতার করেছিল অসম পুলিশ। আর এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে গ্রেফতার করা হল তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য জাভেদ আহমেদ মুন্সিকে। সন্দেহভাজন এই জঙ্গি শ্রীনগরের চানপুরার বাসিন্দা। জানা যাচ্ছে, আল কায়েদার কাছ থেকে প্রশিক্ষণ পর্যন্ত নিয়েছিল জাভেদ। অতীতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জম্মু-কাশ্মীরের শাহিদগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। গোয়েন্দা সূত্রে দাবি, প্রথমে দিল্লি থেকে বিমানে কলকাতায় আসে সন্দেহভাজন জঙ্গি জাভেদ। এরপর কলকাতা বিমানবন্দর থেকে গাড়ি করে যায় ক্যানিংয়ে। সেখানেই এক আত্মীয়ের বাড়িতে ঘাঁটি গেড়েছিল জাভেদ। আত্মীয়ের চাঞ্চল্যকর অভিযোগ, এই প্রথম নয়, ২ বছর আগেও রাজ্যে এসেছিল জাভেদ। 


পুলিশ জানতে পেরেছে, তেহরিক-উল-মুজাহিদিন নিষিদ্ধ হওয়ার পর থেকেই নতুন জঙ্গি সংগঠন গড়ে তোলার চেষ্টা চালাচ্ছিল জাভেদ। সম্প্রতি জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে কাশ্মীরে কয়েকজনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই জানা যায়, পশ্চিমবঙ্গে আত্মীয়ের বাড়িতে রওনা দিয়েছে জাভেদ। এরপরই তাঁর খোঁজে বাংলার এসটিএফের সঙ্গে যোগাযোগ করে কাশ্মীর পুলিশ। জানা যায় ক্যানিংয়ে আত্মীয়ের বাড়িতে ঘাঁটি গেড়েছে সন্দেহভাজন জঙ্গি। শনিবার রাতে সেখানেই যৌথ অভিযান চালানোর পর, গ্রেফতার করা হয় জাভেদ মুন্সিকে। এর আগে ২০১১ সালেও জাভেদকে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। এরপর ২০১৫ সালে জামিন পায় জাভেদ। জেল থেকে ছাড়া পাওয়ার পর নতুন করে নিজের ঘুঁটি সাজাতে শুরু করে। আর এই সন্দেহভাজন জঙ্গির গ্রেফতারির পরই ফের একবার প্রশ্ন উঠছে, বাংলাই কি তবে জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে? এদিন আদালতে পেশ করা হলে, ধৃত সন্দেহভাজন জঙ্গিকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ডে নেওয়ার অনুমতি দেন বিচারক। 


আরও পড়ুন- মুর্শিদাবাদের পর ক্যানিং, গ্রেফতার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।