কলকাতা: দেখে নিন রাজ্যের গুরুত্বপূর্ণ ৫ খবর- 


পঞ্চায়েতে দিন বদলের প্রস্তাব


পঞ্চায়েত ভোট নিয়ে প্রধান বিচারপতির এজলাসে রিপোর্ট পেশ করল রাজ্য নির্বাচন কমিশন। আদালত নির্দেশ দিলে ১৬ জুন পর্যন্ত মনোনয়ন পেশের সময়সীমা বাড়াতে প্রস্তুত। আদালতে জানালেন কমিশনের আইনজীবী। আগেও আমরা ৭ দিনের সময়সীমা দিয়ে নির্বাচন করেছি, তখন সমস্যা হয়নি, আদালতে সওয়াল কমিশনের আইনজীবীর। পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে মামলা করে বিজেপি ও কংগ্রেস। আদালতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


১৪৪ ধারাতেও ঝরল রক্ত


১৪৪ ধারা জারির পরও মনোনয়নে অশান্তি! সোনামুখীতে বিডিও অফিসের কাছেই রক্তাক্ত বিজেপি নেতা। প্রতিবাদে অবরোধ। অস্বীকার তৃণমূলের। 


'১০ লক্ষে' পঞ্চায়েতের টিকিট!


১০ লক্ষ টাকায় পঞ্চায়েতে তৃণমূলের টিকিট বিক্রি করেছেন বিধায়ক। টিকিট দেওয়ার টোপ দিয়ে ৩ বছর ধরে সংগঠনের কাজ করিয়েছে, টাকাও নিয়েছে। বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিলেন কুলপির কামারচক গ্রাম পঞ্চায়েতের চকতারাবৈদ্য গ্রামের শতাধিক কর্মী, সমর্থক। দলবদলের পরেই তৃণমূলের অঞ্চল অফিস দখল করে নেয় আইএসএফ। তাদের দাবি, তৃণমূল যে টাকার বিনিময়ে টিকিট দিচ্ছে, এটাই তার প্রমাণ। কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের পাল্টা দাবি, অভিযোগকারীরা একুশের বিধানসভা ভোটের সময় থেকেই আইএসএফের সঙ্গে যুক্ত। সাংগঠনিক সিদ্ধান্ত মেনেই তৃণমূলে টিকিট দেওয়া হয়েছে।                 



ঠাকুরনগরে ৪ মামলা


হাসপাতালে ভাঙচুর থেকে আক্রান্ত ওসি। ঠাকুরনগরে অশান্তিতে ৪টি মামলা রুজু। কাজে বাধার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের। 


বর্ষার আগমন বার্তা শোনাল আবহাওয়া দফতর


দেরিতে হলেও অবশেষে বর্ষার আগমন বার্তা শোনাল আবহাওয়া দফতর। রাজ্যে বর্ষার পা রাখার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।  আজ অথবা কাল উত্তরবঙ্গ দিয়ে বাংলায় বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে বর্ষা কবে পা রাখবে, তার দিনক্ষণ এখনও জানায়নি আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে কাল পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। বাকি জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।  আজ সকাল থেকেই কলকাতায় হাওয়া বদল হয়েছে। দু'এক পশলা বৃষ্টি দিয়েই শুরু হয়েছে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন।


 


আরও পড়ুন, নিজের হাতে ৮ হাজার গাছকে সন্তানস্নেহে পালন, ১১২ বছরেও কীর্তি গড়ে চলেছেন ভারতের 'বৃক্ষ-মাতা'