কলকাতা: বাড়ছে ওমিক্রন-আতঙ্ক। একইসঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। আর সংক্রমণ ঠেকাতে এবার নয়া নির্দেশিকা রাজ্যের। বিদেশ থেকে ফিরলেই নজরদারি করবে রাজ্য সরকার। নজরদারির দায়িত্বে ডিএম (District Magistrate), সিএমওএইচ (Chief Health Officer) সহ কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।


ওমিক্রন মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতর (State Health Department) নির্দেশিকায় জানিয়েছে, বিমানবন্দরে (Airport) করোনা টেস্ট করা হবে। এরপর ৮ দিনের মাথায় ফের আরটিপিসিআর (RTPCR) টেস্ট হবে। রিপোর্ট পজিটিভ হলে নমুনা যাবে জিনোম সিকোয়েন্সিংয়ে (Genome Sequencing)। জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসার আগে থাকতে হবে আইসোলেশনে (Isolation)। রিপোর্ট নেগেটিভ এলেও ১৪ দিন আইসোলেশনের পরামর্শ। রিপোর্ট পজিটিভ এলে সহযাত্রীদের উপরেও নজরদারি, হবে টেস্টও। 


একদিকে ওমিক্রন (Omicron) আতঙ্ক, অন্যদিকে উৎসবের মরসুমে কোভিড নিয়মনীতিকে (Covid Regulations) তোয়াক্কা না করা। দুইয়ে মিলে উদ্বেগে আবহ। সিঁদুরে মেঘ দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তার ওপর চিন্তার ভাঁজ যেন কিছুটা বাড়ল। সোমবারের থেকে একলাফে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে রাজ্যের দৈনিক করোনা (Corona) সংক্রমণ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের (২৮ ডিসেম্বর) প্রকাশিত বুলেটিন অনুযায়ী,  ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৭ জনের। প্রসঙ্গত,  সোমবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯। মৃত্যু হয়েছিল ১০ জনের।


বছর শেষে ফের চোখ রাঙাচ্ছে করোনা। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৪৭১ জন। করোনা আক্রান্ত পাঁচশোরও বেশি শিশু হাসপাতালে ভর্তি। এর পাশাপাশি, ব্রিটেনে উদ্বেগজনক হারে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। ফ্রান্সেও করোনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় ১ লক্ষ ৮০ হাজার। সংক্রমণের হারে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ডেনমার্ক। সে দেশে প্রতি ১০ হাজার জনে ১ হাজার ৬১২ জন করোনা আক্রান্ত। এর মধ্যে আমেরিকায় দৈনিক সংক্রমণ সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত ৫ লক্ষ ১২ হাজার ৫৫৩ জন।  পাশাপাশি, ওমিক্রন-উদ্বেগের কারণে গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে আড়াই হাজারের বেশি উড়ান বাতিল হয়েছে। 


 


আরও পড়ুন: Omicron Update : আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় ওমিক্রনে আক্রান্তের হার উল্লেখযোগ্য ভাবে কম এ-দেশে !