কলকাতা: বেসরকারি স্কুলের (Private School) নজরদারিতে এবার শিক্ষা কমিশন (Commission)? শিক্ষা কমিশনের শীর্ষে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি, এমনটাই সূত্রের খবর। ফি বৃদ্ধি-সহ স্কুলের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে কমিশনে। ‘স্কুল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করবে কমিশন। শিক্ষা কমিশন নিয়ে মিলেছে নবান্নের সবুজ সঙ্কেত, খবর সূত্রের। পরিকল্পনা স্তরে রয়েছে শিক্ষা কমিশন, জানালেন শিক্ষামন্ত্রী।                


এদিকে এই প্রসঙ্গে শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, "এক নম্বর কমিশনের কী লক্ষ্য তা পুরোপুরি না জেনে মন্তব্য করা ঠিক নয়। তবে হ্যাঁ ফি বৃদ্ধি একটা সমস্যা। যা নিয়ে প্রায়শই স্কুলের সঙ্গে অভিভাবকদের সমস্যা হয়ে থাকে। এটা অবশ্যই রাজ্যের দেখা উচিত। কিন্তু আর কী লক্ষ্য আছে? আর কোনওভাবে নিয়ন্ত্রণ করা হবে। সরকার কি কোনও বাড়তি আর্থিক সুযোগ সুবিধা চায়, তা আমি জানি না। আগেই মন্তব্য করা উচিত নয়।"        


আরও পড়ুন, অন্যান্য দফতরের অধীনের বিশ্ববিদ্যালয়েরও আচার্য হবেন মমতা, আনা হচ্ছে বিল


এরপরই শিক্ষাবিদের কথায়, "সরকার বরং এবার সরকারি স্কুলগুলির দিকে নজর দিক। অজস্র ছাত্র ছাত্রী পাস করছে স্কুলে ভর্তি হচ্ছে কিন্তু শিক্ষকদের প্রায় ১ লক্ষ পদ খালি। সরকার সেদিকে নজর দিক। ঠিক সময়ে স্কুলে যাতে পাঠ্যপুস্তক যায়, চক-বোর্ড-ডাস্টার যাতে ঠিক থাকে সেদিকে দেখা উচিত। কালসঘরগুলি আরও ভাল করা যায় কি না তা দেখা উচিত। তাহলে আরও স্বস্তি বোধ করব। নানা কমিশন করা যেতেই পারে কিন্তু তার লক্ষ্য কী হবে সেটা গুরুত্বপূর্ণ?"                 


অন্যদিকে, বিজেপির তরফে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, সরকারি শিক্ষাব্যবস্থার তো পুরো শ্মশানযাত্রা করে দিয়েছে এ রাজ্যের সরকার। এবার বেসরকারি স্কুলগুলির ওপর নিয়ন্ত্রণের চেষ্টায় আধিপত্য বিস্তার করার চেষ্টা করা হচ্ছে।"