কলকাতা : ঠিক কবে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) ? আপাতত রাজ্যের রাজনৈতিক মহলের পাশাপাশি জনসাধারণের মধ্যে ঘুরপাক খাচ্ছে সবথেকে বেশি যে প্রশ্ন। এমনিতেই চলতি মাসের শেষ পর্যন্ত বেড়েছে দুয়ারে সরকারের (Duare Sarkar) মেয়াদ। তাই ভোটের দিনক্ষণ ঘোষণা সম্ভবত মে মাসের শুরুর দিকে হতে পারে বলেই প্রত্যাশা। রাজনৈতিক মহলের একাংশের মতে, মে মাসের শেষের দিকেই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। তবে নির্বাচন কমিশন যতক্ষণ না কোনও ইঙ্গিত দিচ্ছে, নিশ্চিতভাবে কিছু বলার জায়গা এখনও নেই। তবে নির্বাচনী গুঞ্জনের মাঝেই বিশেষ বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
জানা যাচ্ছে, আগামী ১৮ এপ্রিল রাজ্যের বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। আসন্ন পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে জেলা শাসকদের (District Magistrates) সঙ্গে কমিশন বৈঠকে বসতে চলেছে বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত, গত মাসের শেষেই কলকাতা হাইকোর্টে বাধামুক্ত হয়েছিল পঞ্চায়েত নির্বাচন। আর চলতি মাসের শুরুতে সুপ্রিম কোর্টেও তা সবুজ সংকেত পেয়ে গিয়েছে। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল, ভোটে আমরা বাধা দিতে পারি না।
প্রসঙ্গত, এবার ত্রিস্তর পঞ্চায়েতের ভোটে গ্রাম পঞ্চায়েত আসন ৬২ হাজার ৪০৪টি। পঞ্চায়েত সমিতির আসন ৯ হাজার ৪৯৮ টি এবং জেলা পরিষদের আসন ৯২৮ টি। অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েতের মোট আসন সংখ্য়া - ৭২ হাজার ৮৩০। এদিকে, রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন আয়োজনের প্রসঙ্গে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। ২০১৮ পঞ্চায়েতে রাজ্য পুলিশ দিয়ে আয়োজনের সময় মনোনয়ন পর্ব থেকে ভোটগণনা লাগামহীন হিংসার সাক্ষী হতে হয়েছিল রাজ্যকে।
পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মূলত ওবিসির জাতিগণনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে রাজ্য নির্বাচন কমিশনই। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্য়ালেঞ্জ জানিয়ে, সুপ্রিম কোর্টে যান শুভেন্দু অধিকারী। কিন্তু গত বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দেয়, ভোটে আমরা বাধা দিতে পারি না। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court of India)।
আরও পড়ুন- 'এক্তিয়ার বহির্ভূত কথা বলছেন বিচারপতি, ওঁর টার্গেট অভিষেক', পাল্টা আক্রমণ তৃণমূলের