কৃষ্ণেন্দু অধিকারী, কমলকৃষ্ণ দে, ব্রতদীপ ভট্টাচার্য ও শুভেন্দু ভট্টাচার্য, কলকাতা : মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন অঙ্কিতা অধিকারী। সেই স্কুলেই, তাঁর পদে চাকরি পাবেন মামলাকারী ববিতা সরকার ( Babita Sarkar) । 


কোচবিহারের মেখলিগঞ্জ পুর এলাকার ইন্দিরা বালিকা বিদ্যালয়। ২০১৮ সালের ২৪ নভেম্বর, এই স্কুলেই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকার পদে নিযুক্ত হয়েছিলেন মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারী ( Ankita Adhikari) । কিন্তু বেআইনিভাবে নিয়োগের অভিযোগে, গত ২০ মে শিক্ষিকার পদ থেকে তাঁকে বরখাস্ত করেছিল কলকাতা হাইকোর্ট। 

কী বলছেন পড়ুয়ারা 
আর শুক্রবারের নির্দেশে, অঙ্কিতা অধিকারীর ছেড়ে যাওয়া সেই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকার নিযুক্ত হবেন মামলাকারী ববিতা সরকার। ইন্দিরা বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির এক ছাত্রী বলছেন, ' আমরা অঙ্কিতা ম্যামের কথা শুনেছি। উনি দুর্নীতি করে চাকরি পেয়েছেন। এখন ববিতা ম্যাম সেই জায়গায় আসবেন। উনি ভাল করে পড়াবেন জানি।' 


আরেক অভিভাবক আবার, বলছেন, ববিতা এসে ভাল করে পড়াক বাচ্চাদের, আমরা এটাই চাইছি। 

আরও পড়ুন : 


এল ঐতিহাসিক মুহূর্ত ! পদ্মা সেতু এতটাই কাছে আনছে কলকাতা-ঢাকাকে


প্রেক্ষাপট 


২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়। ২০১৭’র দোসরা মে, সেই পরীক্ষার ফল বেরোয়। অভিযোগ, SSC’র প্রথম তালিকায় অঙ্কিতা অধিকারীর নাম ছিল না। পরে নতুন মেধা তালিকা প্রকাশিত হলে দেখা যায়, প্রথম স্থানে রয়েছে অঙ্কিতা অধিকারীর নাম। আর তালিকায় ২০ তম স্থানে থাকা ববিতা সরকার চলে যান ২১ নম্বরে। এ নিয়ে হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থী ববিতা সরকার। গত ১৭ মে-র শুনানিতে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের জবাবে আদালতে SSC’র তরফে জানানো হয়, নিয়োগের পরীক্ষায় অঙ্কিতা অধিকারী ৬১ নম্বর পেয়েছেন। অ্যাকাডেমিকে ৩১, বিষয়ভিত্তিকে ৩০।  আর মামলাকারী ববিতা সরকার মোট ৭৭ নম্বর পেয়েছেন। অ্যাকাডেমিক ৩৩, বিষয়ভিত্তিক ৩৬ এবং পার্সোনালিটি টেস্টে ৮। 

প্রশ্ন ওঠে, তাহলে কি পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ না দিয়েই শিক্ষকতার চাকরি পেয়েছেন মন্ত্রী কন্যা? শুক্রবার আদালতে SSC’র তরফে জানিয়ে দেওয়া হয়, অঙ্কিতা অধিকারী কোনও পার্সোনালিটি টেস্ট দেননি! নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ৩ দিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।