রাজা চট্টোপাধ্যায় এবং সুদীপ চক্রবর্তী, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর: বাংলায় ফের আক্রান্ত পুলিশ। রাজ্যের দুই জেলায় চিত্র যেন একই। জলপাইগুড়ি থেকে চোপড়া, দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ (West Bengal Police)।
উত্তর দিনাজপুরের চোপড়ায় কী ঘটেছে?
অপহরণে অভিযুক্তকে ধরতে গিয়ে উত্তর দিনাজপুরের চোপড়ায় আক্রান্ত পুলিশ। ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে।জখম চার পুলিশ কর্মী। যদিও পুলিশ সুপার জানিয়েছেন, ২ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
অপহরণ মামলায় অভিযুক্তকে ধরতে গতকাল গভীর রাতে আমতলা এলাকায় হানা দেয় চোপড়া থানার পুলিশ। অভিযুক্তর বাড়িতে পৌঁছলে তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। আহতদের মধ্যে পুলিশের গাড়ির চালকও রয়েছেন। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে চোপড়া থানার পুলিশ। অভিযুক্ত পলাতক।
আরও পড়ুন, মিনিবাসের ইঞ্জিন থেকে গলগল করে ধোঁয়া! অফিস টাইমে চলন্ত বাসে আগুন আতঙ্ক
জলপাইগুড়িতে পুলিশকেই 'শ্যুটআউট'
পুলিশকে লক্ষ্য করে জলপাইগুড়িতে 'শ্যুটআউট'। সন্দেহজনক গাড়ি ধাওয়া করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গতকাল গভীর রাতে পেট্রলিংয়ের সময় সন্দেহজনক গাড়ি দেখে ধাওয়া করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীরা ৩-৪ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কোতয়ালি থানার পুলিশ। জেলার বাণিজ্য কেন্দ্র দিনবাজারে ডাকাতির ছক? উঠছে প্রশ্ন।
গভীর রাতে এলাকায় সন্দেহজনক গাড়ি, ধাওয়া করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। গতকাল রাত আড়াইটে নাগাদ জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, নাইট পেট্রলিংয়ের সময় একটি গাড়িতে ৪-৫ জনকে দেখে সন্দেহ হয়। ধাওয়া করতেই ওই গাড়ি থেকে গুলি ছুটে আসে। গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রায় ৩-৪ রাউন্ড গুলি চলেছে বলে পুলিশ সূত্রে খবর। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। জেলার বাণিজ্য কেন্দ্র দিনবাজারে ডাকাতির ছক? উঠছে প্রশ্ন। আতঙ্কিত ব্যবসায়ীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y