অমিত জানা ,  পশ্চিম মেদিনীপুর : হিমঘরে বেশিদিন আলু মজুত করে রাখা যাবে না। দরকারে হিমঘরে অভিযান করতে হবে। লাগাতার আলুর দামবৃদ্ধির মধ্য়েই বুধবার কড়া বার্তা দিয়েছে নবান্ন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ৬০ নম্বর জাতীয় সড়কে প্রায় শ'খানেক আলু বোঝাই ট্রাক আটক করল পুলিশ। সূত্রে খবর, আলু ভর্তি ট্রাকগুলি ওড়িশায় যাচ্ছিল।


পুলিশের বড় পদক্ষেপ 


বর্তমানে রাজ্য়ে আলুর দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে যাতে ভিন রাজ্য়ে আলু পাচার না হয়, তা রুখতেই এই ট্রাকগুলি আটক করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। মূল্যবৃদ্ধির রুখতে ভিন রাজ্যে আলু ট্রাক যাওয়ার সময় আটকে দিল পুলিশ প্রশাসন পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বামুনপুকুর ৬০ নম্বর জাতীয় সড়কে ট্রাকগুলিকে আটকে দেওয়া হয়। প্রায় শতাধিক আলুর ট্রাক চলে যাচ্ছিল ভিনরাজ্যে। আলুর এই নেই-নেই পরিস্থিতিতেও যদি চুপিসাড়ে অন্য রাজ্যে পাচার হয়ে যায় আলু, তাহলে বাজারে দাম আরও চড়বে। 


বাংলার বিভিন্ন বাজারে প্রতি কেজি আলু এখন বিকোচ্ছে প্রায় ৫০ টাকা কেজি দরে।  মূল্যবৃদ্ধি রুখতে ভিন রাজ্যে আলু যাতে না যায়, সেই ব্যাপারে কড়া হওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। তাই রাতের অন্ধকারে যে সব গাড়ি  আলু নিয়ে ভিনরাজ্যে চলে যাচ্ছে, সেগুলিকে আটকানো হচ্ছে। 


বুধবার, কৃষি দফতরের সচিব, জেলাশাসক ও পুলিশকর্তাদের বৈঠকে মুখ্যসচিব বলেন, হিমঘরে ২০ শতাংশ আলু রাজ্য সরকারের মালিকানাধীন। সেই শতাংশ আলু বাজারে এনে আলুর জোগান বাড়াতে হবে। এরপরও প্রয়োজন হলে, রাজ্য সরকার ২৬ টাকা কিলোদরে আলু কিনে সুফল বাংলা ও সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিক্রি করবে।


গাড়ি চালকরা জানান,  চন্দ্রকোনা থেকে আলু গাড়িতে আলু তোলা হয়। রাতেই তারা দাঁতনে আসেন।  দাঁতন থানার পুলিশ তাঁদের আটকে দেয়। জানানো হয়, সরকারি নির্দেশ, এখন অন্য রাজ্যে আলু যাবে না।  


এই কড়াকড়িতে কি ছবিটা বদলাবে? একটু কমবে আলুর দাম? একটু সুরাহার দিকে তাকিয়ে বঙ্গবাসী। 


আরও পড়ুন, ২১ বছর পর রাশিতে ত্রিগ্রহী যোগ, এই রাশির জাতকরা কাজে হাত দিলেই সাফল্য! 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে