কলকাতা: আর জি কর-কাণ্ডে (RG Kar News) বিচারের দাবিতে অব্যাহত প্রতিবাদ। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, বিচারের দাবিতে দিকে দিকে পথে নামল নাগরিক সমাজ। বিভিন্ন পেশার মানুষজনের পাশাপাশি মহানাগরিক গর্জনে সামিল হতে দেখা গেল বিশিষ্টজনেদেরও।


পথে নামল নাগরিক সমাজ: ৯ অগাস্ট থেকে ২২ সেপ্টেম্বর, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর ৪৫ দিন পার। কবে ধরা পড়বে এই নারকীয় কাণ্ডের দোষীরা? এই প্রশ্ন তুলে ফের পথে নামল নাগরিক সমাজ। দক্ষিণের বেহালা থেকে খাস কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল গড়িয়াহাট থেকে যাদবপুর, ফের স্লোগান-বিক্ষোভে মুখরিত হল রাজপথ। দ্রুত বিচারের দাবিতে গর্জে উঠলেন শিল্পী থেকে সাধারণ মানুষ। নিজেদের শিল্পসৃষ্টিকে হাতিয়ার করে রবিবার রাসবিহারীর তপন থিয়েটারে একসঙ্গে প্রতিবাদে সামিল হলেন চিত্রশিল্পী থেকে সঙ্গীতশিল্পী, নাট্যব্যক্তিত্ব থেকে অভিনেতা ও পরিচালকেরা। কখনও প্রতিবাদের মাধ্যম হল রং তুলি আর ক্যানভাস। আবার কখনও গানে গানে উঠল দুষ্টের দমনের বার্তা।

বেহালার সখেরবাজার থেকে বেহালা থানা পর্যন্ত মিছিল করেন ৪২টি স্কুলের প্রাক্তনীরা। স্লোগানের পাশাপাশি প্ল্যাকার্ড হাতে চলে প্রতিবাদ। যেখানে দেখা গেল চিকিৎসক থেকে আইনজীবী-সহ বিভিন্ন পেশার মানুষজনকে। টানা ৪২ দিনের আন্দোলনের পর ফের আংশিকভাবে কাজে ফিরেছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু তার পরেও এতটুকু কমেনি আরজি কর-কাণ্ডের প্রতিবাদের ঝাঁঝ। রবিবার, রুবি মোড থেকে গড়িয়াহাট পর্যন্ত নাগরিক মিছিলে পা মেলালেন অসংখ্য মানুষ। ঢাকুরিয়া থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করেন কারমেল সকুলের প্রাক্তনীরা। গান গেয়ে, গিটার বাজিয়ে প্রতিবাদে সামিল হন যাদবপুরের এন কে পাল স্কুলের প্রাক্তনীরা। শহরের অন্যতম প্রাণকেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটে নাগরিক প্রতিবাদে সামিল হতে দেখা গেল প্রাক্তন পুলিশকর্তাদের। এদিন একই প্রতিবাদের ছবি দেখা গেল উত্তর কলকাতার কাঁকুড়গাছি এলাকাতেও।


এদিন হাওড়া শহর এলাকার স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বিচারের দাবিতে পথে নামেন। রবিবার বিকালে শিবপুরের মন্দিরতলা, মধ্য হাওড়ার কদমতলা পাওয়ার হাউস মোড় এবং রামরাজাতলা শঙ্কর মাঠ থেকে কমপক্ষে ২ টি স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা মিছিল করে ডুমুরজলা স্টেডিয়ামে আসেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল পোস্টার এবং ব্যানার। স্লোগান দিচ্ছিলেন 'উই ওয়ান্ট জাস্টিস'।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Shantanu Sen:উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে বিস্ফোরক, IMA-র নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত শান্তনু সেনের