কলকাতা: গোটা কলকাতা যখন উত্তাল.. পথে পথে মিছিল, অবস্থান সেই সময়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাঁর তরফ থেকে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে যখন বারে বারে পথে নেমেছে টলিউড, তখন সেই মিছিলে পা মেলাতে দেখা যায়নি তাঁকে। তাঁর তরফ থেকে আসেনি কোনও লেখা, কোনও গান, কোনও প্রতিক্রিয়া। তিনি অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya)। টলিউডের প্রথম সারির অভিনেতা। বিভিন্ন সময়ে, রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন বিষয়ে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার এক্কেবারে আলাদা, এক্কেবারে চুপ তিনি। অনুরাগীরা প্রত্যাশা করেছিলেন, তিনি হয়তো কোনও বার্তা দেবেন, তবে সেই আশাপূরণ হয়নি। তবে এবার, সোশ্যাল মিডিয়ায় একটি বিপণী সংস্থার বিজ্ঞাপন শেয়ার করে নিতেই চূড়ান্ত কটাক্ষের শিকার অনির্বাণ। 


ঠিক কী ঘটেছিল? অনির্বাণ সদ্য একটি বিপণী সংস্থার হয়ে একটি শ্যুটিং সেরেছেন। সেখানে দেখা যাচ্ছে, একজনদের বাড়িতে হঠাৎ সেই বিপণী সামগ্রী নিয়ে চমকে দিতে পৌঁছে যাচ্ছেন অনির্বাণ। সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে এই ছবি শেয়ারও করে নিয়েছেন অনির্বাণ। কিন্তু সেই বিজ্ঞাপন শেয়ার করতেই কটাক্ষের বন্যা। অনেকে লিখেছেন, 'খোকাবাবুর প্রত্যাবর্তন'। অনেকে আবার অনির্বাণেরই কবিতার লাইন ধার করে লিখেছেন, 'সব কিছু মনে রাখা হবে'।


আরজি কর কান্ডের প্রতিবাদে এখনও উত্তপ্ত কলকাতা। দিনের পর দিন পথে নেমে প্রতিবাদ করছেন মানুষ। আজও পথে নেমে প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ। টলিউডের একাংশ দিনের পর দিন রাস্তায় নেমেছেন। শুধু টলিউড নয়, নাট্যকর্মীরাও পথে নেমেছেন একাধিকবার। রাতদখল করেছেন, প্রতিবাদে গিয়েছেন। এই তালিকায় রয়েছেন নাট্যকর্মী মধুরিমা গোস্বামী। তিনিও একাধিক দিন রাস্তায় নেমেছেন। তবে অনির্বাণ সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তবে অনেকেই অনির্বাণের পাশে দাঁড়িয়ে লিখেছেন যে প্রত্যেকের প্রতিবাদের ভাষা আলাদা। তবে সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপন পোস্ট করতেই নতুন করে কটাক্ষের শিকার অনির্বাণ।


 






আরও পড়ুন: Rupam Islam: পুজোর আগে রূপম ইসলামের নতুন চমক, মুক্তি পেল 'নৌকা-বিলাসী'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।