আশাবুল হোসেন, কলকাতা : দুই উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথগ্রহণে রাজ্যপালের চিঠি। ২৬ জুন বেলা ১২টায় শপথগ্রহণের জন্য ২ বিধায়ককে চিঠি দেওয়া হল। শপথগ্রহণের জন্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনকে চিঠি পাঠিয়েছে রাজভবন। কিন্তু দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন কে ? তা নিয়ে এখনও ধোঁয়াশা । শপথগ্রহণের অনুমতি নিয়ে চিঠি-পাল্টা চিঠির মধ্যেই রাজভবনের চিঠি। না জানিয়েই শপথগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে, রাজভবনের ভূমিকায় ক্ষুব্ধ অধ্যক্ষ, এমনই খবর সূত্রের। রাজ্যপালের বিরুদ্ধে সাংবিধানিক রীতিনীতি লঙ্ঘনের অভিযোগ। 


একনজরে ঘটনা-


রাজভবনের তরফে নব নির্বাচিত দুই জনপ্রতিনিধিকে শপথবাক্য পাঠ করানোর জন্য যে চিঠি পাঠানো হয়েছে সে ব্যাপারে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভা কর্তৃপক্ষ পুরোপুরি অন্ধকারে রয়েছেন। তাঁদের এ ব্যাপারে কোনও কিছুই জানানো হয়নি। গতকাল সন্ধের মধ্যেই এই নব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাজভবনের তরফে মেল পৌঁছে যায়। আজ পর্যন্ত অধ্যক্ষ অপেক্ষা করছিলেন যে রাজভবনের তরফে তাঁদেরও মেল করে জানিয়ে দেওয়া হবে। কিন্তু, আজ এখন পর্যন্ত রাজভবনের তরফে তাঁকে কিছু জানানো হয়নি। এনিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ অধ্যক্ষ। তাঁর বক্তব্য, তিনি নিজে এই নব নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করানোর জন্য অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু, সেই অনুমতি সংক্রান্ত কোনও চিঠি আসেনি। উল্টে রাজভবনেই, তাঁদের শপথবাক্য পাঠ করানোর ব্যবস্থা হচ্ছে। প্রসঙ্গত, রাজ্যপাল চাইলে তিনি রাজভবনে শপথবাক্য পাঠ করাতেই পারেন। কিন্তু, বিধানসভার কাস্টোডিয়ান অধ্যক্ষ। ফলে, এ ব্যাপারে বিধানসভা কর্তৃপক্ষ ও অধ্যক্ষকে জানানো উচিত। কিন্তু, তাঁদের অন্ধকারে রাখা হয়েছে। যেটা সাংবিধানিক রীতি বলে মনে করছেন অধ্যক্ষ।


উপনির্বাচনে বরানগরে লড়াইটা ছিল মূলত ত্রিমুখী। বিজেপি এখানে প্রার্থী করে কাউন্সিলর তথা এলাকার জনপ্রিয় নেতা সজল ঘোষকে (Sajal Ghosh)। তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়েন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। শেষ পর্যন্ত ৮ হাজার ১৮ ভোটে জেতেন অভিনেত্রী সায়ন্তিকা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা পান ৬৮ হাজার ৮৯৯ ভোট। যেখানে ৬০ হাজার ৮৮১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন সায়ন্তিকার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজল ঘোষ। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তিনি পেয়েছেন ২৬ হাজার ৫৬৭ ভোট।   


অন্যদিকে, ভগবানগোলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেয়াত হোসেন সরকার ১৫৬১৭ ভোটে জয়ী হয়েছেন। ১ লক্ষ ৭ হাজার ৯৬ ভোট পেয়েছেন তিনি। ৯১৪৭৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে কংগ্রেসের অঞ্জু বেগম। তবে অনেক পিছিয়ে বিজেপির ভাস্কর সরকার। মাত্র ১৭ হাজার ২৮৮ ভোট পেয়েছেন তিনি।