Ola Scooter Discount: এই ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) দামে বিপুল ছাড় দিচ্ছে সংস্থা। সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় চলছে এই স্কুটারের দামে। ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয় এই স্কুটারগুলি। সংস্থার নাম ওলা ইলেকট্রিক। ওলার (Ola Discount Offer) এস ওয়ান সিরিজের স্কুটারে মিলছে ১৫ হাজার টাকার ছাড়। ওলা ইলেকট্রিক (Ola Electric) এবার রাশ ক্যাম্পেইনের অধীনে এই বিশেষ ছাড় দিচ্ছে। এর মধ্যে ক্যাশ বোনাস রয়েছে, রয়েছে এক্সচেঞ্জ অফার। তবে এই ১৫ হাজার টাকার অফার শুধুমাত্র ২৬ জুন পর্যন্ত পাওয়া যাবে।
Ola S1 অফার
ওলা ইলেকট্রিক তার এই এস ওয়ান ইলেকট্রিক স্কুটারে ৫০০০ টাকার ফ্ল্যাট ছাড় দিচ্ছে। তবে ইএমআইতেও ৫০০০ টাকার ক্যাশ বোনাস দেওয়া হবে ওলার এস ওয়ানে। এক্সচেঞ্জ বোনাসও মিলছে ৫০০০ টাকা। ওলার এস ওয়ান বৈদ্যুতিন স্কুটারের দাম ধার্য করা হয়েছে ৮৯,৯৯৯ টাকা।
Ola S1 Air ও S1 Air-এ ছাড়
ওলা ইলেকট্রিক সংস্থা S1 Air ও S1 Pro মডেলে বিনামূল্যে ওলা কেয়ার প্লাস সাবস্ক্রিপশন দিচ্ছে যার মূল্য ২৯৯৯ টাকা। এই সাবস্ক্রিপশনে বিনামূল্যে পরিষেবার পাশাপাশি গ্রাহকদের বার্ষিক সার্ভিসিং, কম্প্রিহেন্সিভ ডায়াগনসিস ইত্যাদিও করা হবে। স্কুটারের বিক্রি বাড়াতে এই নতুন সুবিধে নিয়ে এসেছে ওলা ইলেকট্রিক। ওলা এস ওয়ান এয়ার এবং এস ওয়ান প্রো-তে কিছু নির্দিষ্ট ক্রেডিট কার্ডে ইএমআই-তে ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ছাড় দেওয়া হয়। ওলা এস ওয়ান এয়ারের এক্স শোরুম দাম ১.০৫ লাখ টাকা এবং এস ওয়ান প্রো-র এক্স শো-রুম দাম ১.৩০ লক্ষ টাকা।
চাহিদা বাড়ছে বৈদ্যুতিন স্কুটারের
ভারতের বাজারে ক্রমেই বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়ছে। আর এই বৈদ্যুতিন স্কুটারের সেগমেন্টে ওলার বাজার শেয়ার অনেকটাই বেশি। ভারতের দু-চাকার গাড়ির বাজারে ওলার শেয়ার আছে ৪৯ শতাংশ। আর এই সংস্থা মাঝেমধ্যেই তাঁর স্কুটারে নানা রকম আপডেট নিয়ে আসে। ওলা এস ওয়ান এক্স স্কুটারের দাম ৭৪,৯৯৯ টাকা থেকে শুরু হয়ে ১ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে। এই স্কুটারগুলির ব্যাটারিতে অনেক রকম ভ্যারিয়ান্ট আছে। তবে এর এন্ট্রি লেভেল ভ্যারিয়ান্টে কোনও অফার দেওয়া হচ্ছে না।
বৈদ্যুতিন স্কুটারের প্রতিদ্বন্দ্বী সংস্থা
বাজারে যদিও ওলা ইলেকট্রিকের প্রতিদ্বন্দ্বী অনেক সংস্থাই রয়েছে। টিভিএস এবং অ্যাথারের অনেক মডেল রয়েছে। অ্যাথারের ফ্যামিলি স্কুটার রিজটা অনেক জনপ্রিয়। টিভিএসের আইকিউবের অনেকগুলি মডেল আছে। টিভিএস স্কুটারের দাম যদিও ১ লাখ ১৩ হাজার টাকা থেকে শুরু হয়ে ১ লাখ ৬৮ হাজার পর্যন্ত যায়।
আরও পড়ুন: Hero Scooter: অ্যাক্টিভাকে পিছনে ফেলে দেবে হিরোর এই নতুন স্কুটার, ১ লাখের মধ্যেই আপনার গ্যারাজে
Car loan Information:
Calculate Car Loan EMI