কলকাতা: রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থা স্বচ্ছ রাখতে নতুন উদ্যোগ নিল খাদ্য দফতর। এবার থেকে প্রত্যেক উপভোক্তা-পরিবারের অন্তত একজন সদস্যের মোবাইল ফোন নম্বর নথিভুক্ত করা বাধ্যতামূলক। খাদ্য দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, রেশন কার্ডের সঙ্গে ওই সংযুক্তিকরণ হলে তবেই মিলবে চাল-ডাল-সহ রেশন সামগ্রী। 


প্রশাসন সূত্রে খবর, বর্তমানে রাজ্যের প্রায় ২ কোটি ৯ লক্ষ পরিবার রেশন ব্যবস্থার আওতায় রয়েছে। তারমধ্যে ১ কোটি ৩২ লক্ষ পরিবারের মোবাইল ফোন নম্বর রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত থাকলেও, বাকিদের নেই। 


এবার বাকি ৭৭ লক্ষ পরিবারকেও খাদ্য দফতরের জেলা দফতর বা স্থানীয় রেশন অফিসে গিয়ে নথিভূক্ত করতে হবে মোবাইল ফোনের নম্বর। প্রশাসন সূত্রে খবর, রেশন তোলার সঙ্গে সঙ্গে উপভোক্তার দেওয়া নম্বরে চলে যাবে ওজন-সহ সমস্ত হিসেব। সামগ্রিকভাবে গোটা বিযয়টির ওপর নজর রাখবে খাদ্য দফতর। 


আরও পড়ুন, রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন


এদিকে কিছুদিন আগে 'দুয়ারে রেশন' নিয়ে টালবাহানা কাটাতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এখন থেকে সপ্তাহে চারদিন 'দুয়ারে রেশন'  পৌঁছে দিতেই হবে ডিলারদের, খাদ্য দফতরের তরফে দেওয়া হল নির্দেশ। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন চলাকালীন বন্ধ থাকবে সংলগ্ন এলাকার ফেয়ার প্রাইস শপ বা রেশন দোকান। সপ্তাহের বাকি দিনগুলোতে অবশ্য রেশন দোকান থেকেই খাদ্যসামগ্রী বিক্রি করতে পারবেন ডিলাররা। পাশাপাশি শনি ও রবিবার খোলা রাখতেই হবে রেশন দোকান। 


অন্যদিকে, সম্প্রতি রেশনবণ্টন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউটেন্ট শান্তনু ভট্টাচার্য। পাশাপাশি গ্রেফতার ২ চালকল মালিক হিতেষ চান্ডক এবং সুব্রত ঘোষ। ইতিমধ্যেই তাঁদের সিজিও কমপ্লেক্সে ED-র দফতরে আনা হয়েছে। এর মধ্যে হিতেষ চান্ডকের হাওড়ায় চালকল রয়েছে, অন্যদিকে সুব্রত ঘোষের হুগলিতে রয়েছে চালকল। ED সূত্রে দাবি, তাদের মিলের মাধ্যমে বছরের বছর পর ধরে রেশনের সামগ্রী বিক্রি করা হয়েছে। সম্প্রতি এই চালকলের মালিকদের মিলে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়। গতকাল গভীর রাত পর্যন্ত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার করা হয় তাঁদের। ED- সূত্রে দাবি, ধৃতদের আজ হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে