কলকাতা: অল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। আজ অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ ও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক নামজাদা ব্যক্তি আজ দেখা করলেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Chief Minister Revanth Reddy)-র সঙ্গে। হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় আজ মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করেন তেলুগু ইন্ডাস্ট্রির একাধিক মানুষ। তেলঙ্গনা ফিল্ম ডেভালপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে (Telangana Film Development Corporation) আজ দেখা করতে যাওয়া হয়। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। তবে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের সামনে কেউ বলেননি যে কী আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। অন্যদিকে, এর আগেই অল্লু অরবিন্দ সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হওয়া চিকিৎসারত শিশুকে ২ কোটি টাকা সাহায্য ঘোষণা করেছেন। 


কেমন আছে ওই ৯ বছরের শিশু? জানা যাচ্ছে, ২০ দিন পরে হাসপাতাল থেকে এল সামান্য সুখবর। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে যে মহিলার মৃত্যু হয়েছিল আর গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল মাত্র ৯ বছরের শিশু, তার জ্ঞান ফিরেছে। শিশুটির নাম শ্রী তেজ। এতদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল সে। ছিল ভেন্টিলেশনে। তবে সদ্যই তাঁর জ্ঞান ফিরেছে। কিন্তু জ্ঞান ফিরলেও এখনও তাঁর বিপদ কাটেনি বলেই জানা যাচ্ছে। এখন তাঁর ভেন্টিলেশনে থাকার দরকার নেই বটে, কিন্তু সে যে একেবারে বিপদমুক্ত এ কথা বলা যায় না। এখনও হাসপাতালেই থাকতে হবে শ্রী তেজকে। তবে সে বিপদমুক্ত নয়। এখন তাঁর আর ভেন্টিলেশনে থাকবার প্রয়োজন নেই বটে, কিন্তু আহত শিশুর বাবা জানিয়েছে, সে এখনও পর্যন্ত কাউকে চিনতে পারছে না। তবে চিকিৎসকদের আশা, চিকিৎসায় যখন শ্রী তেজ একবার সাড়া দিতে শুরু করেছে তখন সে ধীরে ধীরে হলেও সুস্থ হয়ে উঠবে। পরিবারের লোকেরা বারে বারে তার নাম ধরে ডাকলে সে পরিবারের সবাইকে চিনতে পারবে বলেও আশা চিকিৎসকদের। 


শ্রী তেজের বাবা জানিয়েছে, হাসপাতালে থাকাকালীন অল্লু অর্জুন তাঁদের সাহায্য়ের জন্য সবরকম ব্যবস্থা করে দিয়েছেন। শুধু অল্লু অর্জুন নয়, সরকারও সাহায্য করেছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই শ্রী তেজের পরিবারকে ২ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে অল্লু অর্জুনের বাবা। আর ওই শিশুর চিকিৎসার যাবতীয় খরচ খরচার ভার ইতিমধ্যেই নিয়েছেন অল্লু অর্জুন।  


আরও পড়ুন: Allu Arjun: অল্লু অর্জুনই প্রথম নন, এই বলি তারকার ছবির প্রচারেও পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন মানুষ!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।