কলকাতা : এসএসসি দুর্নীতি (Bengal SSC Scam ) মামলায় নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে পৌঁছে গেলেন পার্থ।
CBI কে কী জানালেন পার্থ
বুধবার সকালে বাড়িতে মন্ত্রীর সঙ্গে দেখা করেন তাঁর আইনজীবীরা। সিবিআই সূত্রে খবর, প্রথম দিন জিজ্ঞাসাবাদে প্রাক্তন শিক্ষামন্ত্রী দাবি করেন, SSC-র উপদেষ্টা কমিটি গড়লেও, সেই কমিটির ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিল না। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও তিনি কিছু জানতেন না বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন :
'খালি খাতাতেও চাকরি', কত টাকা ? SSC’র নিয়োগ-দুর্নীতি মামলায় বিস্ফোরক ভাইরাল অডিও!
CBI কী কী জানতে চাইল
সিবিআই সূত্রে খবর, গোয়েন্দারা জানতে চান, উপদেষ্টা কমিটির ওপর কার নিয়ন্ত্রণ ছিল, কার নির্দেশে নিয়োগ হয়েছিল। এই সব প্রশ্নের জবাব পেতেই আজ পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। সিবিআই সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে আগেরবারের জিজ্ঞাসাবাদে কয়েকটি বিষয়ে সদুত্তর মেলেনি। সেই জন্যই তাঁকে আবার ডাকা হয়েছে। পাশাপাশি, প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর আয়কর সংক্রান্ত তথ্য চেয়েছে সিবিআই।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, আয়কর দফতরের কাছে চিঠি দিয়ে
- তাঁদের গত পাঁচ বছরের আয়কর সংক্রান্ত নথি চাওয়া হয়েছে।
- কী কী সম্পত্তির ভিত্তিতে তাঁরা আয়কর দিয়েছেন
- প্যান কার্ডের সঙ্গে কী কী সম্পত্তির হিসেব যুক্ত রয়েছে, সেই সংক্রান্ত তথ্যও আয়কর দফতরের কাছে চাওয়া হয়েছে।
সিবিআই সূত্রে খবর, ওই নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে তাঁদের দেওয়া নথি। চাওয়া হয়েছে মন্ত্রীদের আত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত নথিও। এদিকে, সিপিএমের তরফে অভিযোগ করা হয়েছে, পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী, প্রয়াত বাবলি চট্টোপাধ্যায়ের স্মৃতিতে একটি স্কুল তৈরি করা হয়েছে। এই আয়ের উৎস নিয়েও প্রশ্ন তুলেছে সিপিএম।