কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শিক্ষকের পর এবার শিক্ষাকর্মী নিয়োগের তোড়জোড় কমিশনের। স্কুলে গ্রুপ সি পদে ২ হাজার ৯৮৯জনের নিয়োগের বিজ্ঞপ্তি। স্কুলে গ্রুপ ডি পদে ৫ হাজার ৪৮৮জনের নিয়োগের বিজ্ঞপ্তি। SSC-র ওয়েবসাইটে ১৬ সেপ্টেম্বর থেকে করা যাবে আবেদন। ওয়েবসাইটে ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত করা যাবে আবেদন।
আরও পড়ুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, TMC সাংসদ মহুয়া মৈত্রর নামে থানায় অভিযোগ দায়ের !
সেপ্টেম্বরের ৭ তারিখ এবং ১৪ তারিখ, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের দিন ঘোষণা করেছে, স্কুল সার্ভিস কমিশন। যে ২৬ হাজার চাকরি বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই চাকরি বাতিলে শুধু শিক্ষকরাই ছিলেন , এমনটা নয়, শিক্ষাকর্মীরাও ছিলেন। সেই শিক্ষাকর্মীদের নিয়োগের ক্ষেত্রে তোড়জোড় শুরু করে দিল এবার, স্কুল সার্ভিস কমিশন। এবং আজকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে, স্কুলে গ্রুপ সি পদের জন্য শূন্য পদ হচ্ছে ২ হাজার ৯৮৯ এবং গ্রুপ ডি পদের জন্য শূন্য পদ হচ্ছে ৫ হাজার ৪৮৮. এবং এই পদে নিয়োগের জন্য তাঁরা আবেদনপত্র চাইছে স্কুল সার্ভিস কমিশন। এবং সেই আবেদন পত্র, ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এবং অনলাইনে আবেদন পত্র নেওয়া হবে। এবং ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত করা যাবে সেই আবেদন।
প্রসঙ্গত, ৭ দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশ করতে বলেছিল সুপ্রিম কোর্ট। আগামীকালই সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। আজ সর্বোচ্চ আদালতে জানিয়ে দিলেন SSC-এর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিনের শুনানিতে অভিযোগ উঠল, নিয়োগ প্রক্রিয়ায় 'দাগি'দেরও অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে। তা শুনে এদিন বারবার SSC-কে সতর্ক করে সর্বোচ্চ আদালত বলে দিয়েছে, যদি কোনও 'দাগি' নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়, সেটা আমরা দেখব। 'দাগি'রা কোনওভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবে না। এমনকী SSC-কে বিচারপতি প্রশ্ন করেন, আপনারা কি 'দাগি'দের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে অনুমতি দিচ্ছেন? হ্যাঁ বা না? উত্তরে কমিশনের আইনজীবী 'না' বললে, আদালত ফের সতর্ক করে দেন, কোনও 'দাগি' ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে কিনা আমরা দেখছি। তাদের ('দাগি') পরীক্ষার আগেই বের করে দিতে হবে। এই ঘটনায় প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, এখানে তো একজন মন্ত্রীর নয়, বহু মন্ত্রী এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীও জড়িত। অন্যদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী SSC কাজ করবে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)