কলকাতা: কাল থেকে খুলছে স্কুল। এর জন্য বিভিন্ন স্কুলে প্রস্তুতি তুঙ্গে। আজ সকালে কসবা ডিপিএস-এ স্কুল চত্বর স্যনিটাইজ করা হয়। স্যানিটাইজেশনের কাজ চলে ক্লাস ঘর, বাস ও স্কুল চত্বরে।  অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলছে স্কুল। 


বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের খুলে যাচ্ছে স্কুল। সোম থেকে শনিবার হবে ক্লাস। রুটিন তৈরি করবে সংশ্লিষ্ট স্কুলই। পড়ুয়াদের স্কুলে আসতে হবে আধঘণ্টা আগে। বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। তবে স্কুলে আসার ক্ষেত্রে কাউকে জোর করা যাবে না, খবর সরকারি সূত্রের।


মুখ্যমন্ত্রী বলেছিলেন, "৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলছে। ছোট দের এখনই নয়... পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’ হবে।" কথায় বলে, বিদ্যারম্ভে বৃহস্পতি।  প্রায় ২ বছর পর সরস্বতী পুজোর আগে, আগামী বৃহস্পতিবারই রাজ্যে ফের খুলে যাচ্ছে স্কুল।  ওই দিনই খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়। 


মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে এবিষয়ে বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল ও উচ্চশিক্ষা দফতর। এবার বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার খুলবে স্কুল। অষ্টম থেকে দ্বাদশের ক্লাস হবে সোম থেকে শনিবার। বুধবারের মধ্যে স্কুল এবং ক্লাসরুম পঠনপঠানের উপযোগী করে তুলতে হবে। ক্লাস শুরুর আধ ঘণ্টা আগে আসতে হবে পড়ুয়াদের। 


শিক্ষক ও শিক্ষাকর্মীরা বুধবার থেকেই কাজে যোগ দেবেন। একাদশ-দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষা স্কুল শুরুর দিন থেকেই নেওয়া যাবে। স্কুল চলাকালীন পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক। সরকারি সূত্রের খবর, পড়ুয়াদের স্কুল আসার ক্ষেত্রে জোরাজুরি করা হবে না। কোনও পড়ুয়া না এলে, উপস্থিতির হারে তার প্রভাব পড়বে না।  ইতিমধ্যেই স্কুলগুলিতে শুরু হয়েছে ক্লাস শুরুর প্রস্তুতি। 


কলকাতা পুরসভার তরফ থেকে এদিন বিভিন্ন স্কুল জীবাণুমুক্ত করা হয়। বৃহস্পতিবার থেকে খুলছে বেসরকারি স্কুলগুলিও। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘পাড়ায় শিক্ষালয়’। ১৩ নম্বর ওয়ার্ডের মতো প্রস্তুতির এক ছবি ১০১ নম্বর ওয়ার্ডেও। সরকারি সূত্রে দাবি, প্রধান শিক্ষকই স্কুল ও পাড়ায় শিক্ষালয়ের রুটিন তৈরি করবেন। বেসরকারি স্কুল চাইলে যোগ দিতে পারে পাড়ায় শিক্ষালয়ে।