কলকাতা: স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি এল। বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি ও গ্রুপ ডি, অর্থাৎ শিক্ষাকর্মী হিসেবে নিযুক্ত হতে আবেদন করা যাবে। আগামী ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। গ্রুপ সি-তে ২ হাজার ৯৮৯টি শূন্যপদ রয়েছে। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫ হাজার ৪৮৮টি।  

Continues below advertisement

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা করেন। তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। বাংলায় কর্মপ্রার্থী যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপদেশ এবং সক্রিয় পর্যবেক্ষণে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের এটি আরও একটি পদক্ষেপ। এই পদে আবেদনকারী সমস্ত কর্মপ্রার্থী যুবক-যুবতীদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল’।

Continues below advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় কম টানাপোড়েনের সাক্ষী হয়নি পশ্চিমবঙ্গ। আদালতের নির্দেশে একধাক্কায় ২৬০০০ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের চাকরি চলে যায়। চাল ও কাঁকর আলাদা করতে না পারাতেই, যোগ্য-অযোগ্য, সকলেই চাকরি হারান এক লহমায়। সেই নিয়ে বিস্তর টানাপোড়েন চলে। সেই অচলাবস্থা কাটিয়ে সম্প্রতি নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়। এবার শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

গ্রুপ সি ও গ্রুপ ডি, দুই পদে আবেদনের জন্য জেনারেল ক্যাটেগরির চাকরিপ্রার্থিদের ৪০০ টাকা করে দিতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের দিতে হবে ১৫০ টাকা করে। তবে আদালতের নির্দেশ মতোই, দাগিরা এই চাকরিতে আবেদন করতে পারবেন না। জেনারেল ক্যাটেগরিতে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে সংরক্ষণের আওতায় পড়লে এবং আদালতের বিশেষ নির্দেশের ক্ষেত্রে বয়সে ছাড় মিলবে।

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও, পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশিত হয়নি এখনও পর্যন্ত। এক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে প্রথমে। এর পর প্রকাশিত হবে প্যানেল, ওয়েটিং লিস্ট, তার পর কাউন্সেলিং। নয়া বিধি অনুসারে নিয়োগ হতে চলেছে এবার। আগামী বছরের শুরুতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে পরীক্ষা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।


Education Loan Information:

Calculate Education Loan EMI