গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, কুলপি : ফের বিতর্কে BLO, ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকে ফর্ম বিলির অভিযোগ। বিতর্কে কুলপির ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ১৮০ বুথের BLO। নিজের বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বিলি BLO-র, বিক্ষোভ ভোটারদের একাংশের। এনুমারেশন ফর্ম বিলি শুরু হওয়ার পর থেকেই একাধিক জায়গা থেকে বিএলও- দের নামে আসছে ভূরিভূরি অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ এটাই যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন না বিএলও- রা। আর তাঁদের সঙ্গে বেশিরভাগ সময়েই দেখা যাচ্ছে কেবলমাত্র শাওস্ক দলের বিএলএ- দের। 

Continues below advertisement

কুলপি বিধানসভার ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ১৮০ বুথের BLO ফারদাফ হোসেনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। এলাকার ভোটারদের একাংশের অভিযোগ, এই বিএলও তাঁর বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন। শাসক দলের স্থানীয় যে বিএলএ রয়েছেন, তাঁর থেকে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর নিয়ে এসে বিএলও- র বাড়িতে যেতে হবে। তারপর তিনি এনুমারেশন ফর্ম দেবেন। ভোটাররা এনুমারেশন ফর্ম চাইলে বিএলও বলছেন, তাঁর বাড়ি থেকে নিয়ে যেতে হবে, এমনটাই অভিযোগ। গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথ থেকে সিপিএম প্রার্থী জয়ী হয়েছিলেন। ইতিমধ্যেই সিপিএমের তরফে বিডিও এবং নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিএলও- র বিরুদ্ধে। 

বিএলও- র বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পর এলাকার কয়েকটি বাড়িতে বিএলও গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে ভোটারদের সঙ্গে বিতর্ক জড়িয়ে পড়েন তিনি। এমনিতেই বিএলও ভোটারদের বাড়ি না যাওয়ায় বিক্ষোভ দেখিয়েছেন ভোটারদের একাংশ। আজ আসব, কাল আসব করে কোনওদিন যাননি ওই বিএলও। তিনি কেন নিজের বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন এই প্রশ্ন করায় উল্টে তর্কে জড়িয়ে পড়েছেন বিএলও। আর অদ্ভুত ভাবেই তাঁর সঙ্গে কেবলমাত্র শাসক দলের বিএলএ- কেই দেখা গিয়েছে। বিরোধী কোনও দলের বিএলএ- কে এই বিএলও- র সঙ্গে ভোটারদের বাড়িতে যেতে দেখা যায়নি। সিপিএম- এর বিএলএ- র অভিযোগ বিএলও জোর গলায় বলছেন, চড়া মেজাজে বলছেন, তাঁর যখন সময় হবে তখন এনুমারেশন ফর্ম দেবেন। নাহলে তাঁর বাড়ি গিয়ে নিয়ে আসতে হবে ফর্ম। বিএলও- র বিরুদ্ধে এলাকার ভোটারদের একাংশের আরও অভিযোগ যে, বিএলও কার্যত হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন, তাঁর ব্যাপার তিনি বুঝে নেবেন। স্বভাবতই এই গোটা ঘটনায় ক্ষুব্ধ এলাকার সাধারণ ভোটাররা। 

Continues below advertisement