সুজিত মণ্ডল, নদিয়া : ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার অভিযোগ এসেছে নদিয়া জেলা থেকে। জানা গিয়েছে, নদিয়ার তাহেরপুর থানা অন্তর্গত এলাকায় শ্যামল সাহা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বাংলায় SIR হওয়ার ঘোষণার পর থেকেই মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। বিভিন্ন সময়ে আত্মহত্যা করার কথা বলতেন ওই বৃদ্ধ। তিনি ভুগছিলেন শ্বাসকষ্টজনিত রোগে। SIR- এর জেরে মানসিক অবসাদে মৃত্যু হয়েছে শ্যামল সাহার, দাবি মৃতের পরিবারের। ২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ছিলেন শ্যামল সাহা, দাবি তাঁর পরিবারের। পানিহাটি থেকে টিটাগড়, ইলামবাজার থেকে সাঁইথিয়া, উলুবেড়িয়া, ভাঙড়-সহ বিভিন্ন জায়গায় SIR আতঙ্কে একের পর এক মৃত্যুর অভিযোগ ঘিরে তপ্ত রাজনীতি। 

Continues below advertisement

ফের SIR-আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার নদিয়ার তাহেরপুরে, SIR-আতঙ্ক থেকে মানসিক অবসাদের জেরে সত্তরোর্ধ বৃদ্ধের মৃত্যুর অভিযোগ তুলল পরিবার। নাম শ্যামল সাহা(৭২)। পরিবারের অভিযোগ, SIR-ঘোষণার পর থেকেই মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। পরিবারের দাবি, ২০০০ সালের বন্যার আগে বাংলাদেশ থেকে নদিয়ায় আসে তাঁর পরিবার। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলেও, ২০০৭ সালের ভোটার তালিকাতেও তাদের নাম উঠেছিল। যেহেতু এ বছরের SIR প্রক্রিয়ায় ২০০২ সালের ভোটার তালিকাই গণ্য করা হবে বলে জানায় নির্বাচন কমিশন, সে নিয়ে আতঙ্কে ছিলেন শ্যামল সাহা। এ নিয়ে তৃণমূলের দাবি, মৃত শ্যামল সাহা তৃণমূলেরই একজন সক্রিয় তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, গোটা রাজ্য জুড়ে বিজেপি আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। সেজন্যই একের পর এক মৃত্যু হচ্ছে জেলায় জেলায়। যদিও বিজেপির পাল্টা দাবি, মানুষের মনে ভয়-আতঙ্ক তৈরি করছে তৃণমূল। তবে শ্বাসকষ্টজনিত কারণ নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। 

SIR-NRC আতঙ্কে একাধিক মৃত্যুর অভিযোগকে হাতিয়ার করে, ময়দানে নেমেছে তৃণমূল। এ নিয়ে ইতিমধ্যেই মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে টিম তৈরি করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো রবিবার, রাজ্যের একাধিক জেলায় মৃতদের বাড়িতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। অন্যদিকে, রাজ্যে SIR নিয়ে রাজনীতির হাওয়া সরগরম। এরই মধ্যে এবার হুগলির ধনেখালিতে মেয়েকে বিষ খাইয়ে এক তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করল পরিবার।  SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা বলে দাবি করে সরব হয়েছে তৃণমূল। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 

Continues below advertisement