রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপির BLA-কে চড় মারার অভিযোগ উঠল স্থানীয় BLO-র বিরুদ্ধে। এরপর সেই BLA সহ দু'জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গতকাল বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির BLA সুরজিৎ বিশ্বাসকে চড় মারা ও তাঁর পরিচয় পত্র ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে BLO অঞ্জনা মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ BLO-র বাড়ি থেকে বেরোনোর পরে তৃণমূল কর্মীদের একাংশ চড়াও হয় বিজেপির BLA সুরজিৎ বিশ্বাসের উপর। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। দলের BLA-কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও ২জন বিজেপি কর্মী। এক বিজেপি কর্মীর মাথায় গুরুতর চোট লেগেছে। বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি আক্রান্ত বিজেপি কর্মীরা। BLO সহ ১০ জনের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ করেছেন সুরজিৎ বিশ্বাস। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মত্ত অবস্থায় বিজেপির লোকেরা মারপিট করে তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ ঘাসফুল শিবিরের। 

Continues below advertisement

বাংলার এসআইআর, এনুমারেশন ফর্ম বিলি শুরু হতেই দিকে দিকে একাধিক অভিযোগ উঠেছে 

BLO নেই। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিলেন তৃণমূলের BLA. এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে। বেলপুকুর পঞ্চায়েতের খেটেরপোতা গ্রামের দায়িত্বপ্রাপ্ত BLO বীণাপানি তেলি একজন ICDS কর্মী। তাঁর স্বামী পঞ্চায়েতের তৃণমূল সদস্য। এই নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। তবে আজ দেখা গেল, ওই এলাকায় তৃণমূলের BLA সূর্যকান্ত সাপুই এনুমারেশন ফর্ম বিলি করলেন। তিনি স্বীকারও করেছেন, ৫১জনকে ফর্ম দিয়েছেন। অন্যদিকে BLO কিছু ছবি প্রকাশ করে দাবি করেছেন, তিনি অসুস্থ, তাই তাঁকে সাহায্য় করেছেন তৃণমূলের BLA. 

Continues below advertisement

রাজ্যে SIR-এর জন্য এনুমারেশন ফর্ম বিলি শুরু হতেই দিকে দিকে বিরোধী দলের বুথ লেভেল এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে। এই আবহে এবার হুগলির আরামবাগে SIR-সমীক্ষা নিয়ে সামনে এসে পড়ল তৃণমূলেরই দুই গোষ্ঠীর কোন্দল। ভোটার তালিকার বিশেষ সংশোধনের জন্য বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করছেন BLO-রা। সঙ্গে যাচ্ছেন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরাও। এনুমারেশন ফর্ম বিলি করতে কে যাবেন সেনিয়েই এবার দ্বন্দ্বে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী। আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও তাঁর পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলেরই বুথ সভাপতি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।